Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid foundation stones for a bouquet of developmental projects for Dakshin Dinajpur during a public meeting at Narayanpur High School Maidan in Buniyadpur.
The projects inaugurated today by the Bengal Chief Minister includes the new outdoor unit of Tapan block hospital, the Hili polytechnic college, Karma Tirthas, government buildings, road projects, water supply projects, anganwadi centres, girls’ hostels, waste management projects among others.
The Bengal Chief Minister also laid the foundation stones for several projects including a waiting hub for pregnant women, administrative buildings, godowns and water supply projects.
The Bengal Chief Minister distributed benefits like Kanyashree, cycles under Sabuj Sathi, Kisan Credit Cards, Gatidhara, assistance to purchase agricultural equipments, Geetanjali, Swastha Sathi and other such projects.
Speaking on the occasion she said, “Development cannot be achieved only by speeches. Earlier people had to go to Kolkata for administrative work, now Nabanna comes to the districts.” She added that direct benefits of various government schemes were distributed to 1.2 lakh people today, which is a record in itself.
Highlights of her speech:
- We give govt job to families of police personnel who are martyred in the line of duty
- We have given jobs to 35000 youths in Maoist-infested areas of Jangalmahal. We have given jobs to Maoists who came back to mainstream
- 2 new multi super speciality hospitals, 2 SNSUs, 6 SNCUs have been set up in Dakshin Dinajpur. We have set up CCUs and HDUs
- We have set up 2 fair price medicine shops and fair price diagnostic centre in Dakshin Dinajpur
- We are setting up waiting hubs for pregnant women in Dakshin Dinajpur
- We are also monitoring private hospitals so that they provide quality healthcare to people. Healthcare is a service not business
- We have set up two new colleges, 6 new ITIs, one new polytechnic in Dakshin Dinajpur
- Dakshin Dinajpur is famous for its rice production. Tulaipanji rice is famous across the world
- We have done away with khajna tax on agricultural land
- We have given recognition to Hindi, Gurmukhi, Nepali, Ol Chiki, Urdu. We have formed committee for Rajbongshi and Kamtapuri
- We have started Samabyathi scheme to help poor people cremate/bury their relatives with dignity
- We will renovate all the crematoria in #Bengal. We have renovated burial grounds
- We have started pension scheme for the workers in unorganised sector. Almost one crore people will be covered
- 8 crore people in Bengal receive rice at Rs 2/kg under Khadya Sathi scheme
- We are giving ‘Matsya Jaan’ to fishermen. We have started Gatidhara scheme. Now we have started Jaladhara scheme
- We have also started insurance scheme for the self-help groups
- Several tourism centres in Dakshin Dinajpur have been inaugurated today
- 3 lakh houses have been built under Geetanjali scheme. We have given land pattas to 3 lakh people
- We have started Samarthan scheme to give financial assistance to those who have lost jobs due to Demonetisation
- Youths of today are the future of tomorrow. Never bow down. Go ahead in life with your head held high
দক্ষিণ দিনাজপুরে উন্নয়নের ঢেউ
আজ দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুনিয়াদপুরের নারায়ণপুর হাই স্কুল ময়দানে জনসভা থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করেন তিনি।
তপন ব্লক হাসপাতালের নতুন আউটডোর ইউনিট, হিলি পলিটেকনিক কলেজ, কর্ম তীর্থ, সরকারি ভবন, সড়ক প্রকল্প, জল সরবরাহ প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, ছাত্রীআবাস, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
গর্ভবতী মহিলাদের ওয়েটিং রুম, মডেল স্কুল, বিদ্যুৎ কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, সরকারি ভবন, গোডাউন, জল সরবরাহ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আগে মানুষকে সরকারী কাজের জন্য কলকাতা ছুটে যেতে হত, এখন নবান্ন আসে সব জেলায়। উন্নয়ন একদিনে হয় না, ভাষণ দিয়ে উন্নয়ন হয় না। দাঙ্গা আর হিংসা করে উন্নয়ন হয় না।”
তিনি আরও বলেন, এই জেলার ১০০% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি আমরা। আজ দক্ষিণ দিনাজপুরের ১.২ লক্ষ মানুষের হাতে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেওয়া হল। এটা একটা রেকর্ড।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
- পুলিশে চাকরিরত কেউ মারা গেলে তাদের পরিবারকে আমরা সরকারী চাকরি দিই
- জঙ্গলমহলে ৩৫০০০ জনকে আমরা চাকরি দিয়েছি
- মাওবাদীরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে তাই তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে
- আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করেছি। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এক্সিডেন্ট করলে তার লাইসেন্স বাতিল করা হবে
- ২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ২ টি SNSU, ৬ টি SNCU তৈরী হয়েছে এই জেলায়। CCU, HDU তৈরী হয়েছে
- ২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার তৈরী হয়েছে এই জেলায়
- দক্ষিণ দিনাজপুরে গর্ভবতী মহিলাদের জন্য আমরা একটি ওয়েটিং হাব তৈরী করছি
- বেসরকারি হাসপাতালগুলিকে মানবিকভাবে পরিষেবা দিতে হবে। আমরা নতুন আইন করেছি। চিকিৎসা কোনো ব্যবসা নয়
- ২ টি নতুন কলেজ, ৬ টি নতুন আইটিআই, একটি পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে এই জেলায়
- ধান উৎপাদনের জন্য বিখ্যাত দক্ষিণ দিনাজপুর জেলা। তুলাইপঞ্জি চাল বিশ্ব বিখ্যাত
- কৃষি জমির খাজনা মুকুব করে দিয়েছি আমরা
- হিন্দি, গুরুমুখী, নেপালি, অল চিকি, উর্দু ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। রাজবংশি ও কামতাপুরি ভাষার জন্য আমরা কমিটি গঠন করেছি
- গরীব মানুষরা যাতে প্রিয়জনদের দাহ করতে পারে তাদের সাহায্যের জন্য আমরা সমব্যাথী প্রকল্প চালু করেছি
- বাংলার সব শশ্মান ঘাটগুলি ও কবর স্থানগুলি আমরা সংস্কার করব
- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমরা পেনশন চালু করেছি। ১ কোটি মানুষকে জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে
- বাংলার ৮ কোটি মানুষ খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
- মৎস্যজীবীদের আমরা মৎস্যযান দিচ্ছি। গতিধারা প্রকল্প, জলধারা প্রকল্প চালু করেছি আমরা
- স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আমরা বীমা প্রকল্প চালু করেছি
- আজ দক্ষিণ দিনাজপুরে অনেক পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়েছে
- গীতাঞ্জলী প্রকল্পের আওতায় ৩ লক্ষ বাড়ি নির্মাণ হয়েছে। ৩ লক্ষ মানুষকে আমরা পাট্টা দিয়েছি
- নোট বাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের আর্থিক সাহায্যের জন্য আমরা সমর্থন প্রকল্প চালু করেছি
- ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। মাথা নত করবে না। বীরদর্পে এগিয়ে চল