BSF training Narayani Sena in Cooch Behar: Trinamool

Accusing the central government of trying to disrupt smooth functioning of the state government, Trinamool alleged that the BSF was providing “training” to ‘Narayani Sena’, a private army of the erstwhile Maharaja of Cooch Behar.

“It is a deep-rooted conspiracy against the state government. How come BSF is giving training to Narayani Sena and other elements who are involved in smuggling?” senior TMC leader and state parliamentary affairs minister Partha Chatterjee said.

He said, “We have officially expressed our grievances and lodged a complaint with the highest quarters of the central government.” He also added that this was being done by keeping the state government in the “dark”.

Leader of the party in Lok Sabha, Sudip Bandyopadhyay accused the Centre of interfering in the law and order of the State. He accused the BJP of trying to disturb the peace in Bengal. A delegation of Trinamool MPs met the President and apprised him of the incident.

 

কুচবিহারে নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বি এস এফঃ তৃণমূল

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে নারায়ণী সেনাকে বিএসএফের প্রশিক্ষণ দেওয়া নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাষ্ট্রপতির কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা৷

বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা রাজ্য সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। বিএসএফ কেন্দ্রীয় সংস্থা।  বি এস এফ কিভাবে নারায়ণী সেনাদের প্রশিক্ষণ দিতে পারে। তাঁর কথায়, ‘‘রাজ্যের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে এবং প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটাতে এই চক্রান্ত চলছে।’’

“আমরা অফিসিয়ালি আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং কেন্দ্রীয় সরকারের হেড কোয়ার্টারে অভিযোগও জানিয়েছি”। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখেই এসব কাজ করা হচ্ছে”।

রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করার জন্য লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রকেই দায়ী করেন। বাংলার শান্তি বিঘ্নিত করার জন্য তিনি বিজেপিকেই দায়ী করেন। তৃণমূলের এক সংসদীয় প্রতিনিধি দল এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।