The countdown has begun for the historic moment on Wednesday, when Chief Minister Mamata Banerjee will hand over ‘parchas’ and compensation cheques to Singur farmers – less than 15 days after the Supreme Court quashed the acquisition of over 900 acre of land.
The state government will hand over ‘parchas’ to 9,117 farmers that establish their ownership over their pieces of land and distribute cheques among 800 farmers who had not taken compensation earlier protesting against the acquisition of land by the erstwhile Left Front government for Tata’s Nano project.
Lakhs of people will pour in to Singur from different parts of the state to celebrate with farmers, who will be getting back their rights after a decade-long struggle.
A 4,000 sq feet dais has already been set up near the spot where Mamata Banerjee carried out her dharna. Giant screens have been be set up at various places in the area to help people watch the handing over ceremony.
আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন
আজ সিঙ্গুরের স্বপ্নপূরণ৷ আজ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিজয় উৎসব৷ আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন৷
বাজেমেলিয়া, জয়মোল্লা, শানাপাড়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসেরভেড়ি গ্রামে আর অরন্ধন নয়, আজ থেকে শুরু নবান্ন৷ হারানো সবুজ ধানের খেতে আবার লাঙল নিয়ে নামার স্বপ্নপূরণ৷ বিকেল চারটেয় ঐতিহাসিক জনসভায় কৃষকদের হাতে জমির পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ আর তার সঙ্গে দশ বছর ধরে চলা সিঙ্গুর আন্দোলনের পরিসমাপ্তি৷
দুর্গাপুজোর আগেই এক অন্য পুজোর ছবি গোটা সিঙ্গুরজুড়ে৷ অতি উৎসাহীদের স্লোগান৷ চিৎকার আবেগমথিতদের৷ তৈরি উৎসবের মঞ্চও৷ মূল মঞ্চ ৯০x৩২ ফুট৷ উচ্চতায় সাড়ে সাত ফুট৷ পিছনের দিকে থাকছে ৪৮x৮ ফুট, উচ্চতায় ৯ ফুটের আরও একটি মঞ্চ৷ এককথায় নজিরবিহীন আয়োজন৷ আমন্ত্রিত সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই, এছাড়াও গোটা তৃণমূল পরিবার, মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক থেকে জনপ্রতিনিধি৷ সব পথ আজ মিশবে বিজয় উৎসবে৷ অনুমান লক্ষাধিক মানুষ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে যাচ্ছেন সিঙ্গুরে৷
অনশন থেকে সত্যাগ্রহ, এই সিঙ্গুরের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন মমতা৷ ২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ এমনকী, এ বছর দ্বিতীয়বার জয়ের পরও মমতা আদালতে ঝুলে থাকা সিঙ্গুর মামলা নিয়ে বলেছিলেন, ‘‘একটাই কাজ আমার বাকি, বিশ্বাস করি সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাবেনই৷” তাঁর বিশ্বাস ছিল, মামলায় তাঁরা জিতবেনই৷ বাস্তবে তা-ই হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি নিজে কৃষকদের হাতে তাঁদের হারানো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন এবং তা চাষযোগ্য করেই৷
বুধবার তাই এক অন্য ভোরের সাক্ষী হতে তৈরি সিঙ্গুর৷