Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday gave a message to the people of the state urging to maintain peace and harmony during Durga Puja and Muharram. She also directed puja organisers to follow all norms to ensure safety of pandal hoppers and extended all sort of support for conducting their Puja.
The Chief Minister was speaking at an administrative and co-ordination meeting for conducting Durga Puja, Id-Ul-Zoha and Muharram smoothly.
She said: “There are some people who try to create trouble. Thus, I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop if they find anyone trying to play a spoilsport.”
“There are certain guidelines that are to be followed this time as well as Durga Puja and Muharram is at the same time. Like previous year, this year too immersion of Goddesses Durga and her entourage will take place on the mentioned dates.
For the first time, this year on October 14, idols of award winning Durga Puja will be passing in a procession while heading for immersion through Red Road with people watching from makeshift galleries to be set up on both sides of the road.
Chief Minister also launched the online based single window system to secure permission for organising Durga Puja. The online based system has been named ‘Aasan’ and puja orgnaisers just need to log into the website of the Kolkata Police to apply for permission.
Chief Minister directed the district police to introduce the same in their jurisdiction.
পুজোর সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন: মুখ্যমন্ত্রী
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এবং মহরম এবং বিজয়া দশমী সুশৃঙ্খলভাবে পালন করার জন্য বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি পূজার আয়োজক ও কর্তৃপক্ষদের মণ্ডপ এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব নিয়ম অনুসরণ করারও নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীঃ
- সিঙ্গল উইনডো সিস্টেমে অনলাইনে পুজোর জন্য আবেদনপত্র পূরণ করে অনুমতিপত্র পাওয়ার ব্যবস্থা করল কলকাতা পুলিশ৷ ১৪ সেপ্টেম্বর থেকে ‘আসান’ নামে এই প্রক্রিয়া শুরু করবে তারা৷ রাজ্যজুড়ে সেই পদ্ধতিতেই পুলিশ অনুমতি দেবে পুজো কমিটিগুলিকে৷
- কলকাতা পুরসভা পুজোর বিজ্ঞাপনের টাকা নেয় না৷ রাজ্যের অন্য পুরসভাগুলিও সেই বিজ্ঞাপনের টাকা নেবে না৷
- বিদ্যুতের খরচবাবদ সিইএসসির থেকে এবার ১৮ শতাংশ ছাড় পাবে পুজো কমিটি গুলি৷
- মহিলা পরিচালিত ২৫টি ক্লাব ও গরিব ২৫টি পুজোকমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার৷
- কলকাতা পুরসভা ১০০টি মহিলা ক্লাব ও ১০০টি গরিব ক্লাবকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে৷
- কলকাতার বড় ক্লাবগুলি ছোট ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবে৷
- পুজো করতে গিয়ে মাঠ পাওয়ার সমস্যা থেকে শুরু করে চেকবিলি নিয়ে যাবতীয় গোলমাল মেটাবেন স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়করা৷
- পুজোমণ্ডপের গেট চওড়া করতে হবে৷ পার্কে পুজো হলে পার্কের সব ক’টি গেট খোলা রাখতে হবে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে৷
- দমকল, অ্যাম্বুল্যান্স ঢোকার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে৷
- মণ্ডপে ভিড় সামলাতে মোড়া দড়ি, বড় টর্চ মাইক্রোফোন রাখতে হবে৷
- রাত জেগে পাহারার ব্যবস্থা রাখুন৷
- রাজ্যের ‘বাংলা’ নামকে সর্বত্র প্রচারে আনতে হবে৷
- সুস্থ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করতে হবে৷
- ১১ অক্টোবর দশমী৷ বিকেল ৪ টের মধ্যে বাড়ি ও ছোট পুজোগুলির বিসর্জন দিয়ে দিতে হবে৷ তার পর বেরোবে মহরমের মিছিল৷ যদি একইসঙ্গে বিসর্জন ও মহরমের যাত্রা যাতে সুশৃঙ্খলভাবে বেরোয়, তা দেখবে পুলিশ৷
- ১২ অক্টোবর একাদশী৷ ওই দিন মহরমও৷ ফলে ওই দিন কোনও বিসর্জন হবে না৷ পরদিন থেকে আবার হবে বিসর্জন৷ কোন পুজো কমিটি তাদের প্রতিমা কোথায় বিসর্জন দেবে, তা ঠিক করবে পুলিশ৷