People travelling to north Bengal from the city along the NH-34 will now have the option to stop over and take rest at government motels. The public works department (PWD) has developed four highway motels along NH-34 under the ‘Pather Sathi’ project.
These motels will provide food, internet facilities and clean toilet to travellers. The motels have been set up at Krishnagar, Shantipur, Ghatigachha in Ranaghat and De bagram in Kaliganj .
The motels will have stalls that will showcase Nadia handicrafts like idols of Ghurni, ‘tant’ saree of Fulia and sweets of Krishnagar.
The PWD authorities will hand over the motels to Nadia administration soon.
যাত্রী সুবিধার্থে তৈরি হল নতুন মোটেল
এখন ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে শহর থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে যাত্রীরা এখন বিশ্রাম নিতে পারবেন সরকারী মোটেলে। ‘পথের সাথী’ প্রকল্পের আওতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ৪টি হাইওয়ে মোটেল তৈরি করা হয়েছে।
এই মোটেল গুলির মাধ্যমে খাবার, ইন্টারনেট পরিষেবা, পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। কৃষ্ণনগর, শান্তিপুর, ঘাটিগাছা, রানাঘাট,দেবগ্রাম ও কালীগঞ্জে মোটেল স্থাপন করা হয়েছে।
মোটেলে কতগুলিতে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন ঘূর্ণি, ফুলিয়ার তাঁতের শাড়ি, কৃষ্ণনগরের মিষ্টি ইত্যাদির স্টল থাকবে।
পূর্ত বিভাগের কর্তৃপক্ষ খুব শীঘ্রই নদীয়া প্রশাসনের হাতে মোটেল হস্তান্তর করবে।