Mamata celebrates Mother Teresa’s sainthood with the poorest-of-the-poor

“Our soil is for unity, we stand for unity,” chief minister Mamata Banerjee said on Friday. She couldn’t have found a more opportune moment, nor a better place for airing the message of peace. It was the Bengal government’s celebration of thanksgiving for St Teresa of Kolkata, in association with the Missionaries of Charity. The venue was Shanti Dan, destitutes home set up by Mother Teresa, where the chief minister wished to celebrate the canonization of “St Teresa of Calcutta” with the poorest of the poor.

She reiterated that in times of political and religious intolerance as this, complete communal harmony prevailed in Bengal. “This (our state) is like a joint family, somebody may be Sikh, or Muslim, or Christian or a Hindu. (For everyone), humanity comes first. “Javed (Khan) is a Muslim, Derek a Christian…they are all here to attend this function.”

“It’s my privilege to be at Shanti Dan today. We went to Vatican and there Mother became saint Mother. Now, she’s St Teresa, but she’s Mother for all.” The audience, who included destitutes, specially-abled men, women and children, cheered on.

During her speech, the chief minister recalled her meeting with Saint Teresa, during a communal unrest, at Loreto Sealdah. “I was moving on the road, and Mother was the only other person, who was also moving, alone, keeping a watchful eye that night. I am lucky to have met her, get her blessings.”

 

মাদারের আদর্শে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার সেন্ট টেরেসাকে ধন্যবাদ জানানোর জন্য মাদার টেরেসার তৈরী করা শান্তিদানে রাজ্য সরকার ও মিশনারিজ অফ চ্যারিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালোবাসাই আমাদের কাজ৷ মাদার টেরেসা এই সত্য মেনে নিয়েই কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷”

তাঁর কথায় এই বার্তা সকলকে জানানোর জন্য এর থেকে ভালো সুযোগ ও স্থান তিনি আর পাবেন না। উক্ত সভায় মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো হয় ওনার সন্ত উপাধি লাভের জন্য।

মুখ্যমন্ত্রী জানান সারা দেশব্যাপী এই রাজনৈতিক ও ধার্মিক অসহিষ্ণুতার সময়েও আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নজিরবিহীন। তিনি বলেন “আমাদের রাজ্য একটি যৌথ পরিবারের মতো, হয়ত কেউ শিখ, কেউ মুসলিম, কেউ খ্রিষ্টান, কেউ হিন্দু। কিন্তু সকলের কাছেই মানবতা সবার আগে। জাভেদ খান একজন মুসলিম, ডেরেক একজন খ্রিষ্টান, কিন্তু দুজনেই সমান আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত।”

“এই শান্তিদানে আসতে পেরে আমি গর্বিত। আমি ভাটিক্যানেও গেছিলাম যেখানে মাদার টেরেসাকে ‘সেন্ট’ আখ্যা দেওয়া হয়। তিনি সন্ত হলেও সকলের কাছে তিনি মাদার হয়েই থাকবেন।” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কোনো এক দাঙ্গার সময় শিয়ালদহ লরেটো স্কুলে মাদার টেরেসার সঙ্গে করা এক সাক্ষাতের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। “পরিস্থিতির ওপর নজর রাখতে আমি সারা রাস্তায় ঘুরছিলাম, ওদিকে মাদারও একা রাস্তায় ঘুরছিলেন পরিস্থিতির ওপর নজর রাখতে। ভাগ্যক্রমে ওনার সঙ্গে দেখা হয় এবং আমি ওনার আশীর্বাদ লাভ করি।”

 

Didi provides a touch of Bengal to Mother Teresa’s canonisation at Vatican City

West Bengal Chief Minister Mamata Banerjee provided a touch of Bengal to the Vatican before the canonization ceremony of Mother Teresa. While leading the delegation from Bengal from Rome to Vatican, the Chief Minister and the delegation sang songs of Rabindranath Tagore. The aptly chosen song ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ was on their lips as the delegation paid tribute to the Mother.

The West Bengal Chief Minister is in Vatican on an invitation extended to her by the Missionaries of Charity. On their walk to Vatican the delegation including MPs Sudip Bandopadhyay and Derek O’Brien as well as journalists from Bengal were seen singing Tagore songs which also included “প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে”.

The Bengal delegation led by Chief Minister Mamata Banerjee witnessed the grand occasion of the canonization of Mother Teresa, where she was declared ‘Saint Teresa of Calcutta’ by His Holiness Pope Francis.

 

ভ্যাটিকানে কবিগুরু স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি মাদার টেরিজার শহর কলকাতা থেকে এসেছেন- এ কথা জানিয়ে দিতে মরিয়া ছিলেন৷ আর তাই বাংলার নিজস্ব সম্পদ তুলে ধরেই যেন আলাদা করে দিলেন নিজের উপস্থিতি৷ ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’৷

মুখ্যমন্ত্রীর চেষ্টা ছিল, তিনি যে মাদারের শহর কলকাতা থেকে এসেছেন তা আলাদা করে তুলে ধরা৷ সেই জন্য বাংলার প্রতিনিধিদের জন্য আলাদা ব্যাজেরও ব্যবস্থা করেছেন তিনি৷ রোম থেকে হেঁটে ভ্যাটিকানের পথে তাঁর গলায় তাই উঠে এল বাংলার নিজস্ব সম্পদ-কবিগুরুর গান৷ গলা মেলালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান-সহ বাংলার সাংবাদিকরাও৷ আগুনের পরশমণি থেকে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে-র সুরে ভাসল ভ্যাটিকানও৷

Bengal plans tourism circuit on Mother Teresa

Bengal Tourism Department has drawn up a plan to promote on its website spots in Kolkata and the State with which Mother Teresa was intimately associated.

Tourists can book their visits to these spots that will include Mother House, the house where she first lived in Kolkata, a convent on Elliot Road and the church in Darjeeling she attended in the 1950s.

“After Sunday’s canonisation programme, we expect an increased flow of foreign tourists to the State. We will make arrangements so that they have a hassle-free experience,” said tourism minister Gautam Deb.

The minister said, the Government will also try to create a tourism circuit in which over 40 places of interest in Kolkata and all over Bengal, based on Mother Teresa, will be included.

 

মাদার টেরেসাকে নিয়ে পর্যটন সার্কিটের ভাবনা রাজ্যের

মাদার টেরেসা যেসকল জায়গার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা করছে বাংলার পর্যটন বিভাগ।

পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলির বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস যেখানে তিনি প্রথমে থাকতেন, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিং-এ গির্জা যেখানে তিনি পঞ্চাশের দশকে গেছিলেন এগুলিকেও এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে।

“পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “রোববারের ‘সন্ত’ অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও নজর রাখা হবে”।

মন্ত্রী জানান, কলকাতা ও তার চারপাশ এবং সমগ্র বাংলায় অবস্থিত এরকম ৪০টি জায়গা নিয়ে মাদার টেরেসা ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

 

Mamata Banerjee backs Missionaries of Charity on adoption issue

Chief Minister Mamata Banerjee on Sunday tweeted her support for Missionaries of Charity’s decision to opt out of the adoption programme.

The Missionaries of Charity (MoC) adoption programme has been extremely successful, placing thousands of orphans in foster homes.

It decided to discontinue adoption work in India a couple of months ago because fresh guidelines issued by the Union ministry of women and child development were in conflict with the ideals of its founder Mother Teresa.

“We fully support Missionaries of Charity and Sister Prema in their decision to opt out of adoption programme. They have a right to do so,” Mamata Banerjee wrote on Twitter.

“Essence of India is unity in diversity. This is the pillar of our great nation,” she added.

Trinamool Congress spokesperson Derek O’Brien said MoC’s decision to voluntarily withdraw from adoption work to uphold its principles deserved to be applauded.

“MoC has been doing a lot of good work for free. They are doing it in 139 countries headquartered out of Kolkata. We feel proud of their work. We just hope and pray that they are allowed to continue doing so without being disturbed,” Derek said.

 

Excerpted from an article published in The Times of India, 12.10.2015

Sister Nirmala lives on through her work: WB CM

West Bengal Chief Minister today expressed her sorrow at the passing of Sister Nirmala, who headed Missionaries of Charity after the death of Mother Teresa.

While speaking at the prayer service for Sister Nirmala, WB CM said, “Her death is a great loss for the entire of the world. She worked for humanity. Sister Nirmala dedicated her life for the poorest of the poor like Mother Teresa.”

Describing Sister Nirmala as soft-spoken and always lovable like a mother, WB CM said Sister may have passed on but she will be alive through her ideology and philosophy.

“Sister Nirmala will be remembered forever for her great work. We share our gratitude for her work with the poor,” she added.

WB CM pays her last respects to Sister Nirmala

West Bengal Chief Minister Ms Mamata Banerjee paid her last respects to Sister Nirmala at St John’s Church in Kolkata.

Sister Nirmala headed the Missionaries of Charity after Mother Teresa passed away. She passed away at the age of 81 last night.

At around 12:30 PM, WB CM visited the St John’s Church. She said that she had good relations with Missionaries of Charity and that she had worked with Mother Teresa during 1992 riots.

Terming the death of Sister Nirmala as a personal loss the West Bengal Chief Minister said “Sister Nirmala was a very soft-spoken person and had worked for the poor and for world peace.” “She was very motherly. I had great respect for her,” the Chief Minister added.

The contribution of Missionaries of Charity to Kolkata and Bengal was immense, she said.

 

Earlier this morning, she had tweeted: