Bengal lauded over development activities for minorities

Bengal stands first in the country in providing scholarships to minority students, in disbursement of term loans and direct lending scheme under the multi-sectoral development programme (MSDP), said Praveen Davar, member, National Commission for Minorities.

Davar met senior officials of the Minority Affairs and Madrasah Education department, including Principal Secretary S Suresh Kumar and reviewed the schemes taken up by the state government. He also met members of the West Bengal Minorities’ Commission separately.

Davar expressed satisfaction over the steps taken by the Bengal government in the last five years. He also lauded Chief Minister Mamata Banerjee’s efforts to take up issues of the minorities earnestly and sincerely implementing schemes to uplift their economic condition.

One such project, Kanyashree, has helped girl students – many belonging to minority communities – to pursue higher education and become self-reliant.

 

সংখ্যালঘু উন্নয়নে জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রশংসা পেল বাংলা

সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলা। প্রথম হয়েছে মেয়াদি ঋণ এবং এমএসডিপির অন্তর্গত সরাসরি ঋণ প্রদানে, জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু কমিশনের সদস্য প্রবীণ দাবার।

এদিন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সংখ্যালঘু কমিশনের এই সদস্য এবং এই রাজ্যের সংখ্যালঘুদের জন্য প্রকল্পগুলি খতিয়ে দেখেন। রাজ্যের সংখ্যালঘু কমিশনের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

গত পাঁচ বছরে রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যা পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু কমিশনের এই সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক অবস্থার বিকাশের জন্য এই রাজ্য আন্তরিকভাবে নানা প্রকল্পগুলিকে বাস্তবায়িত করে চলেছে।

উল্লেখ্য, রাজ্যের কন্যাশ্রী প্রকল্প মেয়েদের , বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের বিশেষ ভাবে সুবিধা করে দিয়েছে, যাতে তারা উচ্চশিক্ষালাভ করে নিজের পায়ে দাঁড়াতে পারে।

Sudip Bandyopadhyay speaks on problems in the distribution of minority scholarships

Madam, I stand here today to raise an important issue facing the country. It is regarding the problem is distribution of scholarships to minority students. Government of India recently launched a programme for giving scholarships to the meritorious students and it will be implemented through a portal system.

However, students are facing problems while applying for the scholarships because of some problem in the portal. Four lakh such applications are totally pending with the Government of West Bengal and students are rushing to know the results of their fate and how they can get the scholarships.

Naturally, West Bengal Chief Minister wrote a letter to Prime Minister on July 23, 2016. She mentioned that it is a very positive policy; this government is taking care of the welfare of minority students. But since the portal system launched by the Central Government is not functioning properly, the State Government be given the authority to distribute the scholarship amount on their behalf so that the students can be benefitted.

This demand has come from all the members of the House. It has come from the Government’s side also. We support it, let it be implemented.