Bengal Govt takes up steps to attract more people to libraries

The State Government has taken up several steps to attract more people to libraries. There are 2,480 state-run libraries and there are around 1.8 crore books in the libraries in Bengal.

Eleven review meetings to take a stock of the progress of work for betterment of the facilities in libraries and about ongoing programmes were held after the change of guard in the state. Review meetings for better functioning of the libraries never took place in the last 27 years of the Left Front regime as per a reply by the concerned Minister to the Assembly.

The State Government took steps to organise discussions on life and work of eminent people in libraries so that more and more people come and become member of the libraries to read books. Area has been created in each libraries so that children and women can sit comfortably while reading books. Such steps would help attract more people to the libraries. Surveys have already been conducted in nine districts to get a figure of the readers. The necessary tasks after the surveys have also been carried out.

রাজ্যের গ্রন্থাগার গুলিকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ রাজ্যের

গ্রন্থাগারগুলিকে জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকার পরিচালিত গ্রন্থাগারের সংখ্যা ২,৪৮০, এবং সেখানে প্রায় ১.৮ কোটি বই রয়েছে।

গ্রন্থাগার পরিষেবা আরও ভাল করার জন্য এবং নতুন সরকার আসার পর কি কি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে ১১ টি পর্যালোচনা বৈঠক করা হবে। গত ২৭ বছরে বামফ্রন্টের শাসনকালে কোন রকম উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়নি সেই সম্পর্কেও আলোচনা হবে এই বৈঠকে।

গ্রন্থাগারগুলিতে বিভিন্ন মনিষীদের জীবন ও কাজ নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আরও বেশি সংখ্যক মানুষ যাতে গ্রন্থাগারে আসেন এবং সেখানকার সদস্য হন।  প্রতিটি লাইব্রেরিতে একটি করে জায়গা থাকে যেখানে শিশু ও মহিলারা বসে বই পড়তে পারেন। এই ধরনের পদক্ষেপ গ্রন্থাগারগুলিকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। ইতিমধ্যেই পাঠকদের সংখ্যা জানতে ৯ টি জেলায় একটি সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার পর প্রয়োজনীয় কাজগুলোও সম্পন্ন করা হয়েছে।

 

 

Bengal to undertake drive to achieve 100 per cent literacy

The state mass education department is going to undertake a literacy drive in the city in order to achieve 100 per cent literacy rate.

Around 12 lakh men and women have registered their names in the 9 districts where literacy rate is comparatively low. Among the total 12 lakh, around 11.27 lakh people have appeared in the examination, of which around 60 per cent are women.

The state government is planning to cover around 12 lakh people under the literacy drive within March next year.

Around 1,364 Lok Siksha Kendra was set up at 9 districts to spread awareness and make the programme a success.

The state government is giving an emphasis on a special literacy drive among the physically challenged and backward classes.

 

সাক্ষরতার হার ১০০ শতাংশ করার উদ্যোগ রাজ্য সরকারের

সাক্ষরতা হার ১০০ শতাংশ করার জন্য রাজ্য গণশিক্ষা বিভাগ উদ্যোগ নিতে চলেছে। আগামী বছর মার্চ মাসের রাজ্যের প্রায় ১২ লক্ষ মানুষকে সাক্ষর করে তোলার একটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২ লক্ষ লোক ৯ টি জেলায় (যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম) তাদের নাম নথিভুক্ত করেছেন। মোট ১২ লাখের মধ্যে প্রায় ১১.২৭ লক্ষ মানুষ পরীক্ষায় বসেছেন যার মধ্যে ৬০ শতাংশ মহিলা।

এই পরিকল্পনাকে সফল করতে ও মানুষকে এব্যাপারে আরও সচেতন করতে ৯ টি জেলায় মোট ১,৩৬৪ টি লোক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।

রাজ্য সরকার প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর ওপরও বিশেষভাবে জোর দিচ্ছে।

 

 

Bengal to celebrate Golden Jubilee Year of International Literacy Day

The Bengal Mass Education and Library Services department will celebrate the golden jubilee year of International Literacy Day  at Rabindra Sadan today. The State Panchayat and Rural Development and PHE Minister Subrata Mukherjee will deliver the inaugural lecture on the occasion.

On the occasion a padayatra with over 1000 participants will also be organised on the same day.

The West Bengal government is planning to reduce illiteracy by ten per cent within the next five years. The Government has identified nine districts in the state upon which special attention is being given. The districts include CoochBehar, Jalpaiguri, North and South Dianjpur, Malda, Murshidabad, Birbhum, Bankura and Purulia.

Besides implementing the State-funded Literacy Programme, the Mass Education department is also running Social Welfare Homes, providing education and training for the disabled students, running the Shramik Vidyapith, Kolkata as well as the People’s (Janata) Government College, Banipur, North 24 Parganas and People’s (Janata) Government College at Kalimpong.

 

 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করবে বাংলা

আজ রবীন্দ্র সদনে দি বেঙ্গল মাস এডুকেশন এন্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত হতে চলেছে সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ  অনুষ্ঠান।  রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তৃতা দেবেন।

এই উপলক্ষে একই দিনে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, প্রায় ১০০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করবেন।

রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মদ্ধ্যে আরো দশ  শতাংশ মানুষকে শিক্ষিত করার লক্ষমাত্রা স্থির করেছে। এর জন্যে বিশেষ করে নয়টি জেলা কে চিহ্নিত করা হয়েছে ও তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে।  জেলাগুলি হল – কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।

সরকার নিহিত সাক্ষরতা কার্যক্রম ছাড়াও গন শিক্ষা দফতর সমাজ সংস্কারি  হোম, ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া, কলকাতা শ্রমিক বিদ্যাপীঠ, উত্তর ২৪ পরগনার বানীপুর ও কালিম্পঙে সরকারি কলেজ চালনা করছে।

 

Bengal aims to make 12 lakh people literate by 2017

The Bengal Government will take up a special drive to make 12 lakh people literate by January 2017, MoS for Mass Education and Library Science departments said.

The Minister said that as per the 2011 census, 22 per cent of the total population in the state was illiterate. Among them, a majority are poorest of the poor, minorities and dalits. He said his department would launch a massive campaign throughout the state to make more people literate. The department has taken up a scheme to make 10 per cent of the population literate within the next five years.

On September 9, a rally will be taken out in the city from Gandhi Statue to Rabindra Sadan, where a programme to create awareness about the campaign will be held.

The State Library department has taken up a special drive to help students to develop their habits of reading books and going to the library. There are 2,500 state-run libraries in 20 districts. Public Library Day was observed in the state on August 30, where attempts were made to woo students to develop the habit of reading books through programmes, symposiums and discussion.

The State Library Science Minister said it would be his prime duty to make the students aware of the libraries and then develop the habit to go there for studies.

 

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্য সরকারের

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্যে এক বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার।

মন্ত্রী বলেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী, রাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ নিরক্ষর ছিলেন। তাদের মধ্যে একটি বড় অংশ ছিল দরিদ্র, সংখ্যালঘু ও দলিত শ্রেণীর মানুষ। তিনি জানান তাঁর দপ্তর সমগ্র রাজ্য জুড়ে মানুষকে সাক্ষর করার জন্য এক অভিনব প্রচার চালাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে ১০ শতাংশ মানুষকে সাক্ষর করতে একটি প্রকল্প চালু করেছে দপ্তর।

৯ সেপ্টেম্বর, গান্ধীর মূর্তি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি সমাবেশের মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হবে,

শিক্ষার্থীদের বই পড়া এবং লাইব্রেরি যাওয়ার অভ্যাস গড়ে তুলতে রাজ্য গ্রন্থাগার বিভাগ একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। ২০টি জেলায় রাজ্য পরিচালিত ২,৫০০ টি গ্রন্থাগার রয়েছে। গত ৩০ আগস্ট সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

রাজ্যের লাইব্রেরী সায়েন্স মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে লাইব্রেরি সম্বন্ধে সচেতনতা তৈরি করা এবং তারপর গবেষণার অভ্যাস তৈরি করাই তার মৌলিক দায়িত্ব।