যতবার বাংলাদেশে আসবেন, ততবারই ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটিতে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এই দেশে আসব আর মুক্তি আন্দোলনের সবচেয়ে বড় পথিকৃত বঙ্গবন্ধুর বাড়িতে আসব না- সেটা কি করে হয়?”
মমতা বলেন, “এ বাড়ি দেখে বার বার মন খারাপ হয়ে যায়। একদিকে গুলির দাগ, রক্তের দাগ। এতোগুলো খুনের নিশানা দেখে মনটা খারাপ হয়ে যায়।”
এর আগে বাংলাদেশ সফরের কথা মনে করে মমতা সাংবাদিকদের বলেন, “আমি ১৯৯৮ সালে এখানে এসেছিলাম আওয়ামী লীগের একটি কনফারেন্সে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। ১৭ বছর আগে। তখনও এখানে এসেছিলাম। এর সাথে মুক্তি আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন- সব কিছু জড়িয়ে আছে।”
মমতা বলেন, “এই বাড়িটি একটি আবেগ প্লাবিত জায়গা। এখানেই বঙ্গবন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন তার পরিবারের অনেকেই খুন হয়েছিলেন। তাদের রক্তমাখা চেহারা, রক্ত মাখা ফটোগুলো দেখা বিভীষিকাময়। এগুলো দেখে আমাদের গা শিউরে ওঠে।”
নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরার কথাও বলেন মমতা।
“অতীতকে স্মরণ করতে হয়। অতীতকে স্মরণ না করলে আমাদের প্রজন্ম জানবে কি করে মুক্তি আন্দোলনের কথা?”
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “আমাদের ওপার বাংলা থেকে এপার বাংলা- এখানে যখন মুক্তি আন্দোলন চলছিল, তখন তাদের প্রত্যেক কথা, গান, স্লোগান, বঙ্গবন্ধুর বক্তব্য আমাদের আবেগ জুড়ে ছিল।”
একুশের প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
—
WB CM Ms Mamata Banerjee today visited the Bangabandhu Memorial Museum at 32 Dhanmandi. She said that her visit to Bangladesh would be incomplete without visiting this iconic house.
She was visibly sentimental. She said, “Bangabandhu breathed his last in this house. The bullet marks make me sad.”
She added that Bangabandhu was attached to the nostalgia of every Bengali.
Later in the evening WB CM posted on her social media pages:
“This evening I went to pay my homage to Banga Bandhu Memorial Museum at 32 Dhanmandi.
To me, and to all of us in this sub-continent, he has been a lingering inspiration in our quest to uphold our freedom and our love for the mother tongue.
Banga Bandhu Shekh Mujibar Rahaman was the chief architect of the independent Bangladesh. As the father of the nation, he brought due respect and glory to Bengali language from all over the world.
In the memory of this great soul, I bow with reverence and respect.”