State provides relief material to 1.20 lakh flood affected people

The state government has provided relief materials to around 1.20 lakh people who are affected due to heavy inundation in four districts in North Bengal.

According to the sources in the state disaster management department, around 20 blocks and areas under three municipalities were affected due to heavy inundation in Cooch Behar, Jalpaiguri, Alipurduar as well as the plain lands in Darjeeling district.

Around 84,000 people were affected in ten blocks in Cooch Behar. The blocks in Cooch Behar where around 7,000 houses were partly and fully damaged include Dinhata, Mekhliganj and Mathabhanga, sources said. The only block in Alipurduar that is affected is Kumargram where around 200 people were affected and to whom the relief of the state government has reached, sources said.

The seven blocks including Mal, Mainaguri and Dhupguri were the worst affected in Jalpaiguri district where the state government has provided relief materials to around 28,000 people. Around 5,627 people in the plain land in Darjeeling district were affected and necessary initiatives have been taken to ensure safety and security of the residents in the area. At present there are around 23,000 people who have been taken to safe places that include relief camps set up by the state government.

It includes around 20,000 people only from Cooch Behar district who were given shelter in 77 rescue camps. 5 and 6 relief camps were set up in Jalpaiguri and Alipurduar districts respectively.

45 boats were deployed in Cooch Behar to rescue the people and cattle. The rescue workers have brought 19,000 cattle in safe places. Around 15 medical teams were deployed in Cooch Behar. Besides distributing food among the affected people, the state government has also distributed around 30,000 water pouches to ensure sufficient supply of safe drinking water.

The state government has distributed around 292.5 quintal rice among people in Jalpaiguri. Tarpaulins were also distributed.

 

Image is representative

 

 

১.২০ লক্ষ বন্যা দুর্গতদের ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার

উত্তরবঙ্গের চার জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ১.২০ লক্ষ মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে রাজ্য সরকার।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের সূত্র অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার ৩টি পুরসভার অধীনস্ত ২০ টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভারী প্লাবনে, সেইসঙ্গে দার্জিলিঙের সমতল এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোচবিহার জেলার ১০টি ব্লকে প্রায় ৮৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহারের যে ব্লকে দিনহাটা, মেখলিগঞ্জ এবং মাথাভাঙ্গা অন্তর্ভুক্ত সেখানে প্রায় ৭০০০ ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলিপুরদুয়ারের একমাত্র ব্লক কুমারগ্রামে প্রায় ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছে।

জলপাইগুড়ি জেলার ম্যাল, ময়নাগুড়ি এবং ধুপগুড়ি সহ সাতটি ব্লকের অবস্থা অত্যন্ত সংকটজনক, সেখানেও রাজ্য সরকারের ত্রাণ সামগ্রী পউছেছে। দার্জিলিং জেলার সমতলে প্রায় ৫,৬২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে একটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে যেখানে প্রায় ২৩,০০০ মানুষ নিরাপদে রয়েছেন।

কোচবিহার জেলার ৭৭টি রেসকিউ ক্যাম্পে ২০,০০০ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় যথাক্রমে ৫ টি ও ৬ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।

প্রায় ১৫ টি মেডিকেল টিম কুচবিহার জেলায় মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ করা ছাড়াও পর্যাপ্ত ও নিরাপদ পানিয় জল সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩০,০০০ জলের  প্যাকেটে বিতরণ করা হয়েছে।

রাজ্য সরকার জলপাইগুড়ি জেলারমানুষের মধ্যে প্রায় ২৯২.৫ কুইন্টাল চাল বিতরণ করা হয়েছে. এছাড়া ত্রিপলও বিতরণ করা হয়েছে।

WB CM Mamata Banerjee on 4-day visit to north Bengal

West Bengal Chief Minister Ms Mamata Banerjee’s visit to North Bengal is scheduled with a slew of programmes in the next three days. The West Bengal Chief Minister, who is stationed at Jayanti will be visiting different locations from the place.

The Chief Minister is scheduled to would be attending a meeting at Jaigaon, on Indo-Bhutan border on November 3. The West Bengal Chief Minister said it will be attended by a big delegation from Bhutan including their ministers. Besides there will be a slew of meetings at Coochbehar, Dooars, Terai, Alipurduar, Jalpaiguri, Mal where public projects will be discussed, she said.

Stressing that she believed in regularly monitoring projects in north Bengal, the Chief Minister said, “I do hold meetings in every three-four months in different places of North Bengal. My programmes will start from today itself after we reach Bagdogra airport near Siliguri.”