The Bengal Environment Department has published a book to spread awareness about the environment. The book titled Poribesher Tore Shokole Aamra (We Are All for the Environment) was released by the Environment Minister. According to the minister, Chief Minister Mamata Banerjee has seen and appreciated the book.
To make everyone appreciate and understand the book, a lot of sketches have been used; three cartoonists have contributed to the book. The book deals with all types of pollution – from air to sound to everything.
The book would be given to 9,000 Madhyamik schools to make students aware about preserving the environment. The book would be given to municipalities, municipal corporations and block offices across the state too.
পরিবেশ-সচেতনতা বাড়াতে বই প্রকাশ রাজ্য পরিবেশ দপ্তরের
পরিবেশ নিয়ে নাগরিক সচেতনতা বাড়িয়ে তুলতে বই প্রকাশ করল রাজ্য পরিবেশ দপ্তর। কলকাতা পুরসভায় ‘পরিবেশের তরে সকলে আমরা’ বইটি প্রকাশ করেন পরিবেশমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব, মেয়র পারিষদ, কার্টুনিস্ট, পরিবেশ ও পুরসভার পদস্থ আধিকারিকেরা।
পরিবেশমন্ত্রী জানান, পরিবেশ সচেতনতা নিয়ে এই বইটি তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বইটির প্রশংসা করেছেন। পরিবেশ রক্ষার জন্যও সরকার আছে, পর্ষদ আছে, বিধিবদ্ধ নিয়মও আছে। কিন্তু তা কার্যকর করার জন্যও তৃণমূল স্তরের মানুষের জানা দরকার।
সাধারণ ও নিচু স্তরের মানুষদের সহযোগিতা ছাড়া পরিবেশ সংক্রান্ত সব নিয়মনীতি ব্যর্থ। তাই, তিন কার্টুনিস্টদের দিয়ে ছবি আঁকিয়ে বইটি তৈরি করা হয়েছে। ২৫ হাজার বই ছাপানো হয়েছে। ন’হাজার মাধ্যমিক স্তরের স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, রাজ্যের প্রতিটি সরকারি স্কুল, পুরসভা, ব্লক অফিসে পৌঁছে দেওয়া হবেএই বইটি নাগরিক সচেতনতার জন্য। বইটিতে বায়ু থেকে শব্দদূষণ সব বিষয়েরই উল্লেখ রয়েছে।
Source: Aajkal