Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

Bengal Govt to set up leopard safari, deer park in Khoyerbari

In a unique move, the State Government has decided to set up a leopard safari park of international standards at Khoyerbari in Madarihat block, which will be one of the major tourist attractions in Bengal.

The State Government also wants to set up a deer park and a bird watching centre, where visitors can see various species of birds.

Several initiatives have also been taken to give a new look to Eco Park in Kunjanagar and the tiger rehabilitation centre in Khoyerbari, close to the Jaldapara forest.

Leopards that often enter residential localities would be rehabilitated in the proposed safari park. The deer park would have a breeding centre that would help in increasing the number of the deer species on the verge of extinction.

Once the projects are completed, they are expected to become tourist hot spots. The number of tourists to Bengal have increased in recent years, with the State securing the 5th position in terms of tourist inflow.

খয়েরবাড়িতে চিতা সাফারি ও ডিয়ার পার্ক শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার

উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশ ঘটাতে মাদারিহাট ব্লকের খয়েরবাড়িতে একটি আন্তর্জাতিক মানের চিতা সাফারি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওখানে একটি ডিয়ার পার্ক ও পক্ষিরালয় নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়ার নিকটস্থ কুঞ্জনগরের ইকো পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য বন দপ্তরের ২৩ হেক্টর জমির ওপর গড়ে উঠবে এই চিতা সাফারি ও ডিয়ার পার্ক। পুরো জমির জরিপ ও বাকি প্রয়োজনীয় রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে।

যে সব চিতা মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ওই পার্কে পুনর্বাসিত করা হবে।

প্রকল্পটি শেষ হলে আশা করা যায়, এটি পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিগত পাঁচ বছরে বাংলায় প্রচুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের সংখ্যা অনুসারে রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা।