Five things Mamata Banerjee said at Singur Diwas rally

Redeeming a pledge she made years back, Chief Minister Mamata Banerjee on Wednesday returned 9,117 land records to farmers and compensated 800 peasants from whom land had been taken against their will for the Tata Motors’ Nano project.

Amid chants and songs eulogising the state and the chief minister, thousands watched as Didi personally handed out the documents to many of the farmers who responded with warm smiles and touched her feet in gratitude at the Singur Diwas venue here at Sanapara.

It was the same spot of the Durgapur Expressway where Banerjee had held a 16-day sit-in protest in 2008. Intellectuals and activists were also present.

Here are five things Mamata Banerjee said at today’s mega rally:

Remembering the Singur Andolan

I am reminded of Hajar Churasir Maa – Mahashweta Devi on this joyous occasion. Had Mahashweta Devi been alive, she would have been very happy.

Singur andolan began in 2006 before Durga Puja. We still remember that midnight torture at BD office. Inhuman torture was carried out on women on 2 December, 2006. We were stopped our way here that day.

I was ready to sacrifice my life but I was determined to establish democracy. We thank Gopal Gandhi, who was the Governor in 2006, for mediating in the Singur case.

I salute the ‘unwilling’ farmers who stood up against the might of the govt back then. Historic struggles are never lost in time.

No forcible acquisition of land

This is a big victory. We have delivered on our promise of returning land. This is people’s victory. Soil is a big asset for humanity. This soil is purer than gold.

This land belonged to farmers. It will remain with them. If the villages are protected only then cities will survive. We will never deprive anyone of their rights. We are against forcible land acquisition. Bengal will become a model in the world. We believe actions speak louder than words. We will protect agriculture. We will build industry.

Facilities for farmers

There were 4 deep tube-wells which were demolished. We are setting up check dams and small tube wells for irrigation here. Bargadars are also getting compensation for land.

Soil testing is going on. All fertilisers for making this land fertile and cultivable will be provided. We will provide Rs 10000 to all farmer families to aid them in farming.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will be set up here.

Survey and demarcation of 623 acres of land out of 997 acres is complete. We have set up Kisan Mandi, degree college, trauma centre in Singur.

Industry and Agriculture will coexist

There is no competition between industry and agriculture. Both will coexist. We want industry. We have been organising Bengal Global Business Summit for three years. We have a land bank and a land use policy. Had all procedures been followed Tata babus would have been able to set up industry.

Invitation to investors

We have 1000 acres of land in Goaltore. Whoever wants to set up automobile unit can approach us. We have land in Kharagpur, Panagarh. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal.

কৃষি-শিল্প একে অপরের পরিপূরকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তাঁর দেওয়া কথা রাখলেন। ৮০০ জন কৃষকের হাতে চেক ও  ৯১১৭ জনকে জমির পরচা ফেরত দেওয়া হল।

সিঙ্গুর দিবসের এই অনুষ্ঠানে সভামঞ্চ থেকে সকলের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্লোগান ও গানে গানে মুখরিত হয়ে রইল সভা মঞ্চ।

২০০৮ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ দিনের আন্দলন করেছিলেন সেখানেই তৈরি হয়েছিল সভামঞ্চটি। বুদ্ধিজীবীসহ সকল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আজকের এই বিশাল সভায় মুখ্যমন্ত্রী যে পাঁচটি বিষয় বলেছেনঃ

ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন স্মরণ

সিঙ্গুর, নেতাই ও নন্দীগ্রামের সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় আমরা মানুষের সমর্থন ও সহযোগিতা পেয়েছিলামআজকের এই আনন্দের দিনে আমি ‘হাজার চুরাশির মা’ মহাশ্বেতা দেবীকে স্মরণ করছি। উনি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। ২০০৬ সালে দুর্গা পুজোর আগে শুরু হয়েছিল সিঙ্গুর আন্দোলন সেদিনের মাঝরাতে বি ডি ও অফিসের অত্যাচারের কথা আমি এখনও ভুলিনি। ২০০৬ সালের ২ সেপ্টেম্বর মহিলাদের ওপর মর্মান্তিক অত্যাচার করা হয়েছিল।

সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম।

২০০৬ সালে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধিকে আমি ধন্যবাদ জানাই।

যেসব অনিচ্ছুক কৃষকরা সেদিন সরকারের কাজের প্রতিবাদ করেছিলেন তাদের আমি স্যালুট জানাই।

জোর করে জমি অধিগ্রহণ নয়

এটা মানুষের জয় আমরা যা কথা দিয়েছিলাম তা আমরা রেখেছি। এই জমি কৃষকদের, এটা তাদেরই থাকবে। গ্রাম বাঁচলে তবেই শহর রক্ষা পাবে আমরা কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। বাংলা একদিন সমগ্র বিশ্বের কাছে মডেলে পরিণত হবে। কথার চেয়ে কাজে আমরা বেশি বিশ্বাসী আমরা কৃষিকেও রক্ষা করব শিল্পও তৈরি করব।

কৃষকদের জন্য সুবিধা

সিঙ্গুরে সেচের জন্য চেক বাঁধ এবং ছোট নলকূপ স্থাপনকরা হবে। মাটি পরীক্ষার কাজ চলছে জমি চাষযোগ্য করার জন্য প্রয়োজনীয় সার ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। চাষ করার জন্য আমরা কৃষকদের ১০০০০ টাকা দেব। কৃষকরা যাতে ঋণ পেতে পারে সেজন্য একটি Customs Hiring Centre সিঙ্গুরে স্থাপন করা হবেবর্গাদাররাও জমির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন৯৭৭ একর জমির মধ্যে ৬২৩ একর জমি সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সিঙ্গুরে কিষাণ মান্ডি, ডিগ্রী কলেজ, ট্রমা সেন্টার স্থাপন করেছিসিঙ্গুরে আমরা কৃষকদের জন্য একটি স্মারক তৈরি করব। 

কৃষি-শিল্প পরিপূরক

শিল্প ও কৃষির মধ্যে কোন প্রতিযোগিতা নয়। ওরা একে অপরের পরিপূরক। গত তিন বছর ধরে আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছি।

আমাদের ল্যান্ড ব্যাংক ও ল্যান্ড পলিসি আছে। টাটা, বি এম ডবলু যে কেউ এখানে শিল্প করতে পারেন।

বিনিয়োগকারীদের আহ্বান

গোয়তোড়ে আমাদের ১০০০ একর জমি আছে যারা অটোমোবাইল কারখানা তৈরি করতে চান তারা আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসতে পারেন। খড়গপুর,পানাগড়েও  আমাদের জমি আছে আমাদের বার্তা স্পষ্ট আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।

Singur – A poem by Mamata Banerjee

Following the Supreme Court’s order cancelling the 2006 Singur land acquisition, West Bengal Chief Minister Mamata Banerjee will compensate 800 farmers and also distribute 9,117 land records.

She will honour her promise of giving land back to the farmers by formally handing over of the ‘land parchas’.

On this historic occasion of Singur Diwas, here is a poem written by Mamata Banerjee:

 

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মেনে আজ সিঙ্গুরে ৮০০ কৃষককে চেক দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিলি করবেন ৯০০০ এরও বেশি জমির পরচা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন।

এই ঐতিহাসিক সিঙ্গুর দিবসে দিদির লেখা কবিতা ‘সিঙ্গুর’ পড়ুন:

সিঙ্গুর শুধু একটা নাম নয়
এক আন্দোলন
সিঙ্গুরের জমি তোমার আমার
কৃষকের স্পন্দন।
সন্ত্রাস চলেনি তো সিঙ্গুরে
চলেছে মোদের বুকে
মা-বোনেদের কণ্ঠরোধ
কষাঘাতে গণতন্ত্র ধোঁকে।
রাজ্যক্ষমতা রাজ্যপাট বুলেট
বিধ্ধস্ত ব্যালট
ঔদ্ধত্যে তুমি কীর্তিমান
স্বেচ্ছাচারিতার দাপট।

সিঙ্গুর তো শুধু জায়গার নাম নয়
একটা ধ্রুবতারা
মানুষের অধিকার কেড়ে
নেওয়ার প্রতিবাদের ধারা।
সিঙ্গুর তো একটা নাম নয়
প্রতিবাদী কণ্ঠ
সিঙ্গুর একটা সিঁদুরে মেঘ
সবুজে আকণ্ঠ।
সিঙ্গুর তো কেবল সিঙ্গুরের নয়
একটা ইতিহাস
বিদ্রোহী বার্তার, সংগ্রামে
মানুষের আশ্বাস।

সিঙ্গুর তুমি তো এক নয়
বাঁধভাঙা স্রোত
তোমার ওপর অত্যাচার
সর্বাঙ্গে ক্ষোভের ক্ষত।
সিঙ্গুর শুধু সিঙ্গুর নয়
ক্ষমতার উন্মত্ততা
যাননি তুমি তো নির্যাতিতা
হৃদয় ভরা ব্যাথা।
সিঙ্গুরে চলেছে ধরিত্রীর কান্না
চলেছে অশ্রু বন্যা
সিঙ্গুর তুমি মাতা-কন্যা
বিপ্লবী অনন্যা।
সিঙ্গুর তুমি সবার সাথী
আমরা সমব্যাথী
সিঙ্গুর তুমি সূর্যোদয়
লড়াইয়ের বড় সাথী।

সিঙ্গুর তুমি সন্ত্রাসের সূর্যাস্ত
পদাঘাতে জর্জরিত
ভয় পেয়ো না ভয় পেয়ো না
জয় নিশ্চিত।
অধিকার রক্ষার লড়াইয়ে
তুমি হিমালয়
তুমি জাহ্নবী
তুমি মানবিকতার গঙ্গা যমুনা
তুমি মানবী।
কেঁদো না মাগো সিঙ্গুর সুন্দরী
তুমি প্রণম্য
রক্তঝরা আন্দোলনের সংগ্রামে
তুমি ধন্য।

সিঙ্গুর তুমি হারবে না
গড়বে ইতিহাস
ভাতের হাঁড়ির তোমার লড়াই
মানুষের বিশ্বাস।
সিঙ্গুর তোমার লড়াইয়ে আছে
ধনধান্য পুষ্পে ভরা
তুমি এক নয় সবাই আছে
বাঁচাও জীবন ধারা।
তুমি জীবন নদীর জলোচ্ছবাস।
আলোক বর্তিকা
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কন্যা
তুমি গর্ব বালিকা।
তুমি এক নও তুমি আন্দোলন
প্রতিরোধে বরাভয়
তুমি রক্তাক্ত কষাঘাতে
জর্জরিত তবুও নির্ভয়।

সিঙ্গুর তুমি লড়াই-এর প্রেরণা
অনুপ্রেরণা সকলের
তুমি বাচঁবে সবুজ শস্য
আঙিনায় হাসাবে সবুজের।
সিঙ্গুর বেঁচে থাকো সংগ্রামী
সজীবতায় রক্ত মুছিয়ে দাও,
আন্দোলনের কোনো মৃত্যু নেই
নির্ভয়, দুর্জয়।

রক্ত তোমার অনেক ঝরেছে
মা-মাটি মানুষ
ঔদ্ধত্য তোমাকে জানাই ধিক্কার
স্তব্ধ হোক ফানুস।
সিঙ্গুর তুমিই শেষ হাসি হাসবে
সবুজ শস্য হাসবে
অত্যাচারীদের সূর্যাস্ত হবেই
সিঙ্গুর জিতবেই জিতবে।

Singur experienced a developmental wave under Didi

Singur has seen a wave of developmental change since Mamata Banerjee became the Chief Minister of Bengal. One of the first things that the Trinamool Government under Mamata Banerjee did was to take up the legal processes to return the acquired land to the farmers who were forced to give up their lands.

In the meantime, Didi stood beside the farmers and arranged supply of subsidized food grains, rice @Rs 2/Kg for the Singur farmers who had lost their lands.

Now, Singur has changed from what it used to be in 2008. There are no kaccha roads in Singur anymore – they’ve all been metalled. The cycle distribution scheme, Sabuj Sathi has done wonder for school enrollment in the area.

Developmental initiatives for Singur:

  • Tapasi Malik Farmers’ Market was inaugurated at Singur in March, 2014
  • At present there are 8 outlets of Sufal Bangla, out of which one is in Singur
  • A new government degree college with a new building has been set up in Singur
  • Recently a bridge has been constructed over river Julapia, numerous such other bridges and rural reads have been constructed
  • Local primary health centres and ICDs centres have been reorganized
  • Water supply projects taken up and developed
  • Students and youths have been brought under schemes like Kanyashree and Yuvashree

 

দিদির হাত ধরে উন্নয়নের জোয়ার সিঙ্গুরে

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সিঙ্গুরের পুরো চিত্রটাই বদলে গেছে। সিঙ্গুরের কৃষকরা যাতে তাদের জমি ফেরত পায় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারই প্রথম আইনি ব্যবস্থা নিয়েছিল।

এর মধ্যে, মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের জন্য ২ টাকা কেজি দরে খাদ্যশস্যের ব্যবস্থা করেছেন।

২০০৮ সালে সিঙ্গুর যা ছিল তার এখন আমূল পরিবর্তন ঘটেছে, উন্নয়নের জোয়ার এসেছে সিঙ্গুরে। সিঙ্গুরের বেশিরভাগ রাস্তাই এখন পাকা। এলাকার ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হয়েছে।

 

সিঙ্গুরের জন্য উন্নয়নমূলক উদ্যোগ:

  • ২০১৪ সালে সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারের উদ্বোধন করা হয়।
  • বর্তমানে সুফল বাংলার ৮টি আউটলেট রয়েছে যার মধ্যে একটি সিঙ্গুরে অবস্থিত।
  • একটি নতুন সরকারি ডিগ্রি কলেজ সিঙ্গুরে স্থাপন করা হয়েছে।
  • সম্প্রতি জুলপিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া অন্যান্য সেতুও নির্মাণ করা হয়েছে।
  • স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আই সি ডি এস সেন্টার পুনর্গঠন করা হয়েছে।
  • জল সরবরাহ প্রকল্প গ্রহণ এবং উন্নীতকরণ করা হয়েছে।
  • ছাত্র এবং যুবকদের কন্যাশ্রী এবং যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।

 

Mamata Banerjee poised to redeem Singur promise

The countdown has begun for the historic moment on Wednesday, when Chief Minister Mamata Banerjee will hand over ‘parchas’ and compensation cheques to Singur farmers – less than 15 days after the Supreme Court quashed the acquisition of over 900 acre of land.

The state government will hand over ‘parchas’ to 9,117 farmers that establish their ownership over their pieces of land and distribute cheques among 800 farmers who had not taken compensation earlier protesting against the acquisition of land by the erstwhile Left Front government for Tata’s Nano project.

Lakhs of people will pour in to Singur from different parts of the state to celebrate with farmers, who will be getting back their rights after a decade-long struggle.

A 4,000 sq feet dais has already been set up near the spot where Mamata Banerjee carried out her dharna. Giant screens have been be set up at various places in the area to help people watch the handing over ceremony.

 

আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন

আজ সিঙ্গুরের স্বপ্নপূরণ৷ আজ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিজয় উৎসব৷ আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন৷

বাজেমেলিয়া, জয়মোল্লা, শানাপাড়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসেরভেড়ি গ্রামে আর অরন্ধন নয়, আজ থেকে শুরু নবান্ন৷ হারানো সবুজ ধানের খেতে আবার লাঙল নিয়ে নামার স্বপ্নপূরণ৷ বিকেল চারটেয় ঐতিহাসিক জনসভায় কৃষকদের হাতে জমির পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ আর তার সঙ্গে দশ বছর ধরে চলা সিঙ্গুর আন্দোলনের পরিসমাপ্তি৷

দুর্গাপুজোর আগেই এক অন্য পুজোর ছবি গোটা সিঙ্গুরজুড়ে৷ অতি উৎসাহীদের স্লোগান৷ চিৎকার আবেগমথিতদের৷ তৈরি উৎসবের মঞ্চও৷ মূল মঞ্চ ৯০x৩২ ফুট৷ উচ্চতায় সাড়ে সাত ফুট৷ পিছনের দিকে থাকছে ৪৮x৮ ফুট, উচ্চতায় ৯ ফুটের আরও একটি মঞ্চ৷ এককথায় নজিরবিহীন আয়োজন৷ আমন্ত্রিত সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই,  এছাড়াও গোটা তৃণমূল পরিবার, মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক থেকে জনপ্রতিনিধি৷ সব পথ আজ মিশবে বিজয় উৎসবে৷ অনুমান লক্ষাধিক মানুষ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে যাচ্ছেন সিঙ্গুরে৷

অনশন থেকে সত্যাগ্রহ, এই সিঙ্গুরের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন মমতা৷ ২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ এমনকী, এ বছর দ্বিতীয়বার জয়ের পরও মমতা আদালতে ঝুলে থাকা সিঙ্গুর মামলা নিয়ে বলেছিলেন, ‘‘একটাই কাজ আমার বাকি, বিশ্বাস করি সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাবেনই৷” তাঁর বিশ্বাস ছিল, মামলায় তাঁরা জিতবেনই৷ বাস্তবে তা-ই হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি নিজে কৃষকদের হাতে তাঁদের হারানো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন এবং তা চাষযোগ্য করেই৷

বুধবার তাই এক অন্য ভোরের সাক্ষী হতে তৈরি সিঙ্গুর৷

KMC puts up hoardings discouraging Sep 2 bandh

The Kolkata Municipal Corporation (KMC) has put up hoardings all over the city asking people to keep offices and shops open and assured every cooperation to them. The Left trade unions have called a country-wide bandh on September 2.

The hoardings put up by KMC reads: Keep shops and markets and offices open. Let transport ply normally. The state government will stand by you and KMC will provide every cooperation.

Chief Minister Mamata Banerjee had said in the Assembly that the State Government would not support the bandh and steps would be taken to keep the offices open. “We have seen how CPI(M) had crippled the state’s economy by calling frequent  bandhs in its 34 years of rule. We are against bandhs and the state government will oppose it,” she said. The state government has decided to deduct a day’s salary for those who will not turn up for work.

The state government has decided to ply buses and requested private operators to ply them. The Chief Minister announced that the state government would give compensation if the vehicles got damaged by the bandh mongers and those doing this would be booked. Requests have also been made to the unions looking after taxis and mini buses.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করতে কলকাতা পুরসভার প্রচার অভিযান

বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য সব অফিস, দোকান খোলা রাখার আর্জি জানিয়ে শহরজুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচার অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। আগামী ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন দেশব্যাপী বনধের ডেকেছে।

পুরসভার এই হোর্ডিং-এ লেখা আছে: সমস্ত দোকান, বাজার ও অফিস খোলা রাখুন। পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখুন। রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থা সবরকম সহযোগিতা প্রদান করবে।

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, রাজ্য সরকার বনধ সমর্থন করবে না এবং সব অফিস খোলা রাখা হবে। আমরা দেখেছি গত ৩৪ বছরে সিপিএম কিভাবে বনধ ডেকে রাজ্য অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা সবসময় বনধের বিরুদ্ধে এবং রাজ্য সরকার বনধের বিরোধিতা করবে। তিনি জানান, ওইদিন যেসব সরকারি কর্মচারীরা ছুটি নেবেন রাজ্য সরকার তাদের একদিনের বেতন কেটে করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি ও বেসরকারি বাস গুলো যাতে ঠিকঠাক চলাচল করে সেজন্য বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছেন তিনি। বনধের কারণে কোনরকম ক্ষয়ক্ষতি হলে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ট্যাক্সি ইউনিয়ন এবং মিনি বাস সংগঠনগুলিকেও সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

 

Bengal CM urges people to boycott Sep 2 strike

Bengal Chief Minister Mamata Banerjee urged people to keep all financial institutions open on September 2 and not to support the bandh called by the Left Front trade unions. The State Government has directed its employee not to take leaves between September 1 and 5.

Thus, there exists a possibility of the state government employees going on leave for five days at a stretch, from September 1 to 5 with Saturday and Sunday falling in between. Taking a proactive step, the State Government clearly stated that employees will be show-caused if they take leave anywhere between September 1 and 5 without any genuine and serious cause.

Based on the reply of the employee to the show-cause, the concerned authorities will take the decision whether he or she would be eligible to get the leave and salary for that day.It would also leave a bad remark on their service record. The step was taken to ensure a healthy turnout on the day of the strike.

The present Government is against the policy of going for a strike which causes losses in crores.

Bengal Chief Minister said that the state government has always been against bandh. “We are against the policies of the Centre. People employed in industrial units may have some problem. I am not ruling it out. But there are other processes of sorting it out instead of going for a strike,” she said.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করার ডাক মুখ্যমন্ত্রীর

বনধের নামে কোনও বিশৃঙ্খলা বা কর্মনাশা-সংস্কৃতি বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ আগামী ২ সেপ্টেম্বর বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বনধের দিন সমস্ত প্রতিষ্ঠান অফিস খোলা রাখার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের ছুটি না নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

২ সেপ্টেম্বর কোনও ছুটি নেওয়া যাবে না৷ শুধু তাই নয়, তার আগের দিন বৃহস্পতিবার এবং পরবর্তী কাজের দিন অর্থাৎ সোমবারও সমস্ত ছুটি বাতিল করেছে সরকার৷ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে গুরুতর কারণ ছাড়া ছুটি নিলে কর্মীদের শো-কজ করা হবে।

শো-কজের জবাবের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ছুটি নিতে পারবে কিনা এবং ছুটির জন্য বেতন কাটা যাবে কিনা। ধর্মঘটের দিন যাতে সব কিছু সুস্থভাবে চলে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা।

বনধের ফলে অনেক কর্মদিবস নষ্ট হয়, তাই বনধের নামে কোটি কোটি টাকার ক্ষতি বরদাস্ত করবে না রাজ্য সরকার।

মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন যে, “রাজ্য সরকার বনধ সমর্থন করে না। আমরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে। শ্রমিকদের অনেক দাবি-দাওয়া, ইস্যু থাকতে পারে, আমরা সেটা সমর্থন করি৷ কিন্তু বন্ধের নামে অযথা একটা ছুটিকে সমর্থন করতে পারছি না”।

 

 

Mamata Banerjee slams Left for bringing gun culture to the Assembly

Piqued by Left Front legislators protesting with toy guns in the House, West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday took on the opposition for venting their “political frustration” but conceded the incident was “disgusting and scandalous”.

She said, “What has happened today in the assembly is really unfortunate. It is good that I was not present there when it happened. What took place today reflects the political frustration of these parties.”

Speaker Biman Banerjee dubbed the incident as “shameful” directing the House Marshall to confiscate the guns.

Trinamool slams CPI(M)’s politics of violence

Trinamool Congress blamed CPl(M) for the violence on Thursday. TMC vice-president Subrata Mukherjee said Marxist leaders were carrying stones in their pockets and provoked the police into a lathicharge.

“CPI(M) is trying to regain lost ground by indulging in violence. Their ploy will not be successful,” said Mukherjee.

“We strongly condemn the chaos created by the CPI(M). Common people were severely affected, ambulances with patients were held up due to the demonstration,” he added.

We will administratively & politically stand up against such anarchist activities in the coming days, said Subrata Mukherjee.

Chief Minister Mamata Banerjee, who was in north Bengal, went to the state-run SSKM Hospital straight from the airport on her return to the city to see the injured police personnel.

WB Govt to train home guards for disaster management

The department of disaster management will train home guards attached to the police stations to combat disaster, state minister for disaster management Mr Javed Khan said in the Assembly.

Taking part in the Budget discussion, Mr Khan said that home guards will be trained to handle several gadgets, required to combat disaster. Mr Khan said that if any person wants to take disaster management related training, he will be welcome. He said that more than 20 fire stations will be set up in the state.

“The Left Front government had destroyed the infrastructure of this department but the current government has improved it,” he said. He said that the regional civil defense control center in Kolkata will be modernized.

He assured insurance coverage for the volunteers engaged in different disasters. “The department has also targeted procurement of more boats and modern equipment for the purpose of rescue,” he said. A quick response team barrack will be constructed in all districts, he said.

WB Govt sets up six ration shops outside closed tea gardens

The State Food Department has set up six ration shops outside the gates of five closed tea gardens, so that the tea garden workers, along with the people living in the fringe areas of those five closed tea gardens, can get the benefit of procuring ration from those shops.

State Food Minister Jyotipriya Mullick said in the Assembly lobby that these ration shops have been set up by the Food Department, each at a cost of Rs 6.24 lakh. The minister said that ration shops have been set up outside Red Bank, Surendranagar, Dekhlapara, Dalmore and Kathalguritea tea gardens, with two being set up outside Kathalguri.

The Minister alleged that during the Left Front tenure, tea garden managers were given charge of ration shops and “after we came to power we found out that these managers most of the time failed to distribute ration evenly among the closed tea garden workers, which led to starvation.”

The Minister further said that his department has chosen some efficient self-help groups to run these ration shops and that these groups are now effectively running the ration shops outside these closed tea gardens.

At present, 1.03 lakh workers, their family members and those living adjacent to these closed tea gardens are the beneficiaries of Chief Minister Mamata Banerjee’s special package of rice at Rs 2 per kg. He said Rs 1,080 crore is being spent on the special package and a total of 3.28 lakh people are the beneficiaries of this package.