Lata Mangeshkar to be conferred Banga Bibhushan on Oct 20

The state government will confer Banga Bibhusan award to Lata Mangeshkar on October 20. Chief Minister Mamata Banerjee will go to Lata ji’s Mumbai residence and hand over the award.

The nightingale of India has agreed to the proposal, Mamata Banerjee wrote on her FB page. The singer will celebrate her 87th birthday on September 28.

“The love, respect and admiration that Lata ji has for Bengal and the way she cherishes her wonderful memories with the State and different iconic personalities of the State, as reflected in her letter, has touched me very deeply,” the CM said.

 

২০ অক্টোবর লতা মঙ্গেশকরের হাতে বঙ্গ বিভূষণ সম্মান তুলে দেবেন মমতা

আগামী ২০ অক্টোবর রাজ্য সরকার কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত সম্রাজ্ঞীর মুম্বাইয়ের বাসভবনে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন।

‘দ্য নাইটিংগেল অফ ইন্ডিয়া’ মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে সম্মত হয়েছেন, মুখ্যমন্ত্রী একথা তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর এই প্রবাদ প্রতিম গায়িকার ৮৭তম জন্মদিন।

মুখ্যমন্ত্রী বলেন, চিঠিতে লতা-জি বাংলার সঙ্গে তাঁর অসংখ্য সঙ্গীত-স্মৃতি, বাংলার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং বহু বিখ্যাত সঙ্গীত-ব্যক্তিত্বের উল্লেখ করেছেন, যা ওনাকে গভীরভাবে স্পর্শ করেছে।

 

Bengal Govt to felicitate Lata Mangeshkar with Banga Bibhushan

To honour her contributions to Bengali songs, Bengal government will confer this year’s ‘Banga Bibhushan’ to legendary singer Lata Mangeshkar. Chief Minister Mamata Banerjee on Saturday told reporters at the state Secretariat about the decision taken by her government.

“Lata Mangeshkar has sung innumerable memorable Bengali songs. To honour her contribution, we have decided to confer her with the Banga Bibhushan award this year. I have spoken to her and she has agreed to it,” CM Mamata Banerjee said.

The award will be conferred to Lata Mangeshkar after the Durga Puja, Banerjee said adding a letter in this regard has already been sent to the singer.

The Trinamool Congress government had started conferring Banga Bibhushan to eminent personalities for their contribution to various fields since 2011.

Several stalwarts like Amala Shankar, Manna Dey, Dwijen Mukhopadhyay, Supriya Debi, Sandhya Mukhopadhyay have been honoured with this award in the past.

 

লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ রাজ্যের

এবার কিংবদন্তি লতা মঙ্গেশকরকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার৷ পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে কোকিলকণ্ঠী শিল্পীকে সম্মানিত করবেন৷ আগেই এ ব্যাপারে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সঙ্গে কথা বলেন৷ শনিবার মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “লতা মঙ্গেশকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ আমি নিজেও যোগাযোগ করেছিলাম৷ উনি রাজি হয়েছেন৷ তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করব৷”

ক্ষমতায় এসেই প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে-কে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সম্মান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা শনিবার বলেন, “আজই আনুষ্ঠানিকভাবে শিল্পীকে চিঠি পাঠানো হয়েছে৷”

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানের রেওয়াজ চালু করেন। অমলা শঙ্কর থেকে শুরু করে সুপ্রিয়া দেবী, মান্না দে, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনেক কিংবদন্তি এই সম্মানে ভূষিত হয়েছেন।