WB CM chairs a high-level meeting to take stock of anti-dengue drive

Chief Minister Mamata Banerjee convened a high-level meeting with the senior officials of the Kolkata Municipal Corporation (KMC), Bidhannagar Municipal Corporations (BMC) and the state health department to combat the spread of dengue in the state.

In today’s meeting, the Chief Minister asked the civic bodies about the steps being taken to fight the spread of dengue. She also asked the health department officials to make adequate arrangements to prevent the spread of the disease. The Chief Minister announced that an advisory is being issued to all the schools and organisations in an effort to spread awareness and also control the spread of various diseases duing the monsoon season.

It may be mentioned that both KMC and BMC have carried out an extensive anti-dengue drive as a result of which the spread of the disease has been checked so far.

The state government has sent letters to all the schools in the city and outskirts to take adequate steps to fight dengue and cooperate with the civic bodies.

 

Here are some highlights of her speech:

  • Today clear instructions were given out to take all measures to prevent dengue, malaria and diarrhoea during the monsoons.
  • Advisory is being given to every organisation and schools to make sure there is no stagnant water in their premises.
  • We also took a decision that the police will take firm action against anyone who tries to fill up water bodies.
  • Everyone has to follow discipline in the society. Illegal promoters will not be tolerated.
  • I request everyone not to invest in chit funds. We are making every effort to educate the people.
  • Dept of Youth Affairs will spread the message of unity and brotherhood during Raksha Bandhan on 18th August.

 

ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বাড়ানোর জন্য আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা ও সংলগ্ন জেলার পুরকর্তারা, বিধাননগর পুরসভার কর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে, মুখ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। এছাড়া রোগের বিস্তার রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বেশ কিছু রূপরেখা দেন।

উল্লেখ করা যেতে পারে যে ইতিমধ্যেই কলকাতা পৌরসংস্থা এবং বিধাননগর পুরসভা এই রোগের বিস্তার যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। তাদের অনুরোধ করা হয়েছে সব রকম সচেতনতা অবলম্বন করতে এবং সবরকম সহযোগিতা করতে।

বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের এই বৈঠকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া প্রতিরোধের সব ব্যবস্থা গ্রহণ করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে
  • সমস্ত স্কুল ও সংস্থাগুলিকে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে
  • বাড়ির সামনে কোথাও যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে
  • আমরা আর একটি সিদ্ধান্ত নিয়েছি যে কোন জলাশয় ভরাট করলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নেবে
  • প্রত্যেককে সমাজের শৃঙ্খলা অনুসরণ করতে হবে
  • বেআইনি প্রোমোটারদের বরদাস্ত করা হবে না
  • আমি প্রত্যেককে অনুরোধ করছি চিট ফান্ডে টাকা না রাখতে। মানুষকে শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি
  • যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি উৎসব পালিত হবে ১৮ই আগস্ট

 

KMC chalks out steps to combat dengue outbreak

The Kolkata Municipal Corporation (KMC) has chalked out elaborate measures to stop the outbreak of dengue in the city on the onset of monsoon.

The Union Health Ministry had lauded the KMC for taking measures to combat spread of the disease last year.

The KMC will conduct intense campaigns in the city when hoardings will be put up at important road intersections, leaflets will be distributed and health department workers will inform the people about the dos and don’ts to prevent the disease through public address system in every ward.

The surveillance has been intensified and people have been requested to clean the containers where water is stored at least once a week.

The overhead tanks and underground reservoirs should be covered and flower pots should be cleaned at least once a week.

The KMC teams visits the houses and request the owners of residential buildings and secretary of the cooperatives in case of apartment blocks to replace the covers of overhead tanks and underground reservoirs if they are found to be missing.

There are five dengue detection centres in the city where blood samples collected by the health department workers are tested.

 

The image is representative

 

KMC launches food campaign in city

Kolkata Municipal Corporation on Tuesday launched awareness campaigns to ensure food safety norms to be maintained by the street food vendors and at the posh eateries in the city.

Member Mayor-in-council, health (MMiC), Atin Ghosh visited several street food vendors situated at the Dacre’s Lane at Esplanade and also some of the posh eateries including the Lalit’s Great Eastern hotel situated at the central office district of the city.

“We are basically concerned that the eatery owners must ensure food safety norms.It is because of this reason that the civic health department will be distributing the booklet on food safety guideline,” Ghosh said.

During his visit on Tuesday, the MMiC said that an eatery was found using industrial ice, which is not approved to be used in food.

“Though we have not taken any action against the vendor, but we have destroyed the stock of ice. The civic health officer also explained the vendors regarding this usage and its side effects,” Ghosh explained.

He further said the civic health team also found usage of synthetic colour by an eater owner. “We also seized the colour. It must be noted that the colour has a certain permissible limited that could be applied only in making sweets but not in cooked food.”

The MMiC informed that the he will be making such visits at regular intervals to create awareness.

 

খাদ্য সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

খাবারে ভেজাল মেশানো রুখতে কলকাতা পুরসভার তরফ থেকেক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার মঙ্গলবার খাদ্য নিরাপত্তা  নিশ্চিত করতে রাস্তায় খাবারের দোকানগুলি এবং হোটেলগুলি পরিদর্শন করে।

মঙ্গলবার মেয়র পারিষদ (খাদ্য, স্বাস্থ্য) অতীন ঘোষ এদিন ধর্মতলার ডেকার্স লেনের খাবারের দোকানগুলিতে পরিদর্শনে যান।

মেয়র পারিষদ বলেন, “যে খাবারের দোকান মালিকরা খাদ্য প্রস্তুতিতে সঠিক নিয়ম-নিরাপত্তা মেনে চলেন কিনা আমরা মূলত সেই ব্যাপারে উদ্বিগ্ন। আগামী জুলাই মাসের মধ্যেই দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের গাইডলাইন মেনে প্রশিক্ষণ দেওয়া হবে”।

তিনি আরও জানাণ, প্রশিক্ষণের পর তারা গাইডলাইন মেনে খাবার তৈরি করছে কিনা তা দেখে গ্রেডেশন দেওয়া হবে।

অতীন ঘোষ আরও জানান, রাস্তায় বিক্রি হওয়া এইসব খাবারে বেশ কিছু রাসায়নিক পাওয়া গেছে যা খাবারে মেশানোর অনুমোদন নেই এবং যা শরীরের জন্য ক্ষতিকারক। ৬০-৭০ টি দোকানের খাবারে পাওয়া গেছে সিনথেটিক রঙ, দোকানদারদের সতর্ক করা হয়েছে।

এছাড়া খাদ্য নিরাপত্তার স্বার্থে বিক্রেতাদের মাথার টুপি, হাতের গ্লাভস দেবে কলকাতা পুরসভা। পর্যাপ্ত পানীয় জলেরও ব্যবস্থা করবে। শহরের ছোটবড় সমস্ত হোটেল ও রেস্তোরাগুলিতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা তা দেখার জন্য প্রতি মাসে আচমকা পরিদর্শনে যাবেন আধিকারিকরা।

WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।

Bengal to provide solid waste compactors to all urban local bodies

For effective management of solid waste, the West Bengal government has decided to provide stationary and mobile solid waste compactor machines to all the 125 urban local bodies (ULBs) in the State.

A total of 22 stationary compactors with hook-loader and 186 mobile compactors have been procured by the municipal affairs department and provided to the ULBs out of State funds.

The department has already commissioned 150 mobile compactors, of which 100 are now functional.

Rest of the mobile compactors will be functional by end of July 2016.

Compactors aid effective and scientific management of solid wastes, particularly for reduction of transport cost and easy movement of solid waste.

It also allows the ULBs to use the dumping ground for a longer period of time by way of reduction of volume of waste and provide hygienic environment to the citizens. In West Midnapore district, all eight urban local bodies have already been provided with mobile compactors.

22 stationary, 186 mobile compactors have already been procured by the Municipal Affairs dept.

 

জঞ্জাল পরিস্কারের জন্য রাজ্যের সমস্ত শহরে এবার বসবে কম্প্যাক্টর

জঞ্জাল পরিষ্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ১২৫টি শহরে স্থানীয় সংস্থা (ULBs) থেকে স্টেশনারি এবং মোবাইল কম্প্যাক্টর মেশিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

মোট ২২টি স্টেশনারি কম্প্যাক্টর (হুক লোডার সহ) এবং ১৮৬টি মোবাইল কম্প্যাক্টর পৌর বিষয়ক বিভাগ সংগ্রহ করেছে।

বিভাগে ইতিমধ্যে ১৫০টি মোবাইল কম্প্যাক্টরের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১০০টি কাজ করছে। বাকি মোবাইল কম্প্যাক্টরগুলি ২০১৬-র জুলাইয়ের শেষ থেকেই কাজ করা শুরু করবে।

বিজ্ঞানসম্মতভাবে শহরকে জঞ্জালমুক্ত রাখতে সহায়তা করবে কম্প্যাক্টরগুলি। এর ফলে পরিবহন খরচও অনেক কমে যাবে।

এর মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থগুলিকে জমা করা হবে বেশ কিছু সময়ের জন্য এবং এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা সম্ভব হবে।

পশ্চিম মেদিনীপুরের আটটি শহরে ইতিমধ্যে মোবাইল কম্প্যাক্টর চালু হয়ে গেছে।

Trinamool all the way in Bengal, since May 2011

On May 13, 2011, the counting of the votes started at 8 AM for the West Bengal Assembly Elections 2011. Earlier the polling had been completed between April 18 and May 10, in six phases. At around 12 noon, the results indicated that Paribartan had finally come to Bengal led by Mamata Banerjee. History was rewritten.

Earlier, Trinamool Chairperson Ms Mamata Banerjee had ended her campaign on 9 May, 2011, in the constituency of Jadavpur. Before campaigning ended at 17:00, she appealed to the electorate to “Help me bring about change”. People showered their blessings.

The 34 years of Left oppression were washed away by the waves of change and the slogan, Bodla Noy, Bodol Chai. Mamata Banerjee became the first woman to be the Chief Minister of West Bengal.

Since then, the Maa Mati Manush of Bengal has never left the side of Ms Mamata Banerjee and the ensuing developmental wave that swept past Bengal.

The successive wins in the Panchayat Elections in 2013, the Municipal Elections in 12 municipalities in 2013, the General elections in 2014 and the Municipal Elections in 2015 reaffirmed the faith of people on West Bengal Chief Minister Ms Mamata Banerjee and Trinamool Congress. Besides, Trinamool Congress won several by-elections that happened time to time.

Looking back:

West Bengal Assembly Election 2011

Total no of constituencies: 294
Total contestants in fray: 1792
No of electors who voted: 47464338
Polling percentage: 84.33 %
Sits won by All India Trinamool Congress: 184

Panchayat Election 2013

The Panchayat Election 2013 was the first major challenge to Trinamool Congress after the massive win in 2011.

Of the 17 districts, the Trinamool Congress won Zilla Parishads in 13 districts. Out of the 824 zilla parishad seats, the Trinamool Congress won 530 seats.

Results:

Gram Panchayat

Total no. Of Gram Panchayat- 3,215
TMC – 1,745

Panchayat Samiti

Total no. Of Panchayat Samiti – 329
TMC- 192

Zilla Parishad

Total no. Of Zilla Parishad – 17
TMC- 13

On September 21, 2014 elections were held at 12 municipalities: – Mekhliganj (Cooch Behar), Haldibari (Coochbehar), Alipurduar (Jalpaiguri), Balurghat (South Dinajpur), Dalkhola (North Dinajpur), Chakdaha (Nadia,)Panihati (North 24 Parganas), Habra (North 24 Pargana), Diamond Harbour (South 24 Parganas),Burdwan Town, Guskara (Burdwan)and Dubrajpur (Birbhum).

The Trinamool Congress continued with its streak of electoral victories in the State, winning eight of the 12 civic bodies. It won at Diamond Harbour, Habra, Guskara Burdwan, Panihati, Chakdah Balurghat and Dubrajpur.

Over 80 per cent of the 8.4 lakh voters in the State had exercised their franchise on September 21 for the elections to the civic bodies spread across nine districts in the State.

Later in the year, Municipal elections were conducted in Jhargram, Krishnnagar, Medinipur, Baharampur and Howrah. Trinamool won the election in four out of the five bodies, winning at Jhargram, Medinipur, Krishnanagar and the prestigious Howrah municipal board.

General Election 2014

The opposition parties had only one weapon to campaign against the developmental wave of Bengal under Mamata Banerjee. The major media houses were brought into alliance and a campaign of slander through television and print media tried to undermine 2 and half years of restructuring Bengal under Trinamool Congress. People of Bengal didn’t bother much before casting their votes. Out of the 42 seats, Trinamool Congress won 34, compared to 19 in 2009.

Trinamool Congress got 39.40% votes, up from 31.18% in 2009 to finish as the 4th largest party in the Lok Sabha. Around 5, 16, 22,555 people voted and the turnout of voters was 82.16%.

The Trinamool Congress had in 2009 Lok Sabha election won 19 seats. In 2014, Trinamool Congress won all these 20 seats and bagged 14 more.

Municipal Election 2015

Trinamool Congress continued its winning streak by recording a thumping majority in 71 of the 92 civic bodies in West Bengal. The party wrested control of the Kolkata Municipal Corporation by winning 114 of the 144 wards. Twelve civic bodies have no clear winner. In 2010, Trinamool won 66 municipalities.

Trinamool Congress improved its performance from 95 to 114. Of the 2,090 wards in the State, the Trinamool won an overwhelming 1,425 wards.

Assembly Election 2016

Trinamool Congress won a massive victory in the 2016 Assembly elections by winning 211 out of 294 seats.

Bottomline

It is the voice of the people that matters in democracy. The people of Bengal now know who can make their life better by bringing in actual change they had waited for years. Development speaks for itself. The Trinamool Government strives for development of the people, especially the poor, the financially backward class. People of Bengal understand this simple point and their faith on their Didi remains unhindered.

WB CM inaugurates renovated Bishop Lefroy Road

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the renovated pavement in front of the house of the renowned director, Satyajit Ray, on Bishop Lefroy Road, at 5 pm today. The portion of the pavement in front of the house has been decorated with paraphernalia, including posters of the master’s films.

This is part of Kolkata Municipal Corporation’s efforts towards the beautification of Kolkata.

Among the features, styled as showpieces, are benches along the compound wall of the house, antique-style lamp posts and advertisement posts with posters of Satyajit Ray’s films. The wall of the house has been painted light yellow, and the artefacts are in white. A big poster of Satyajit Ray is mounted on the wall of the compound. A statue of the maestro has also been placed there.

This beautiful spot would soon become a must-visit site both for tourists to the city as well as Kolkatans.

The salient points of the Chief Minister’s speech at the inauguration:

  • Bishop Lefroy Road has been adorned with posters of Satyajit Ray.
  • I request the Kolkata Municipal Corporation to rename Lee Road after Satyajit Ray.
  • I would also request for a nice statue of Satyajit Ray to be put up at an appropriate place in the days to come.
  • More such projects are needed to preserve and uphold our memories.
  • Today is not the day to utter much, but to contemplate the greatness of the person in silent admiration.
  • Bengal is the cultural capital of the world.

 

নবআঙ্গিকে বিশপ লেফ্রয় রোডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্ববরেণ্য সত্যজি९ রায়ের বাসভবনের সম্মুখে নবআঙ্গিকে বিশপ লেফ্রয় রোডের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্রকার সন্দীপ রায়।

শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলকাতা পুরসভা একটি অভিনব উদ্যোগ নিয়েছে। বিশপ লেফ্রয় রোড কলকাতার এই বিশেষ রাস্তাটির ‘ফুটপাথ’ সেজে উঠছে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবি দিয়ে।

পরিকল্পনা অনুযায়ী গোটা রাস্তায় বিশেষ ভাবে সজ্জিত বেশ কিছু ‘লাইট পোস্ট’ লাগানোর হয়েছে যেগুলির গায়ে থাকবে সত্যজি९ রায়ের ছবি। শুধু তাই নয় দুই দিকের দেয়ালে থাকবে সত্যজি९ রায়ের নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার থেকে শুরু করে তার কাজের বিভিন্ন প্রতিলিপি। ছবি ছাড়াও এই রাস্তার উপরে বসানো হবে সত্যজি९ রায়ের একটি মূর্তি।

দেশ বিদেশের মানুষের কাছে কলকাতার এই স্থানটি পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে। আর কলকাতার সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এটা বড় পাওনা সেই কথা বলাই বাহুল্য।

মুখ্যমন্ত্রীর বক্তব্যর কিছু বিষয়ঃ

  • সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির পোস্টার দিয়ে সাজানো হয়েছে এই রাস্তা
  • লি রোডের নাম বদল করে তা ‘সত্যজিৎ ধরণী’ করার জন্য আমি কলকাতা পুরসভাকে অনুরোধ করছি
  • আগামী দিনে সত্যজিৎ নামাঙ্কিত ভাস্কর্য থাকবে এই রাস্তায়
  • আমাদের স্মৃতির স্মরণিকে আরও অক্ষয় অমর করে তোলার জন্য এই ধরনের কাজ আরও প্রয়োজন
  • আজ কথা বলার দিন নয়, আজ উপলব্ধি করার দিন। আজ গর্বের দিন, কিছু গর্ব যা চিরস্থায়ী
  • বাংলাই সারা বিশ্বের সংস্কৃতির রাজধানী

 

Sports gets a boost: New international stadium coming up in Kolkata

A stadium of international standards is going to be built in the Tala Park area of north Kolkata. It would come up at Gymkhana Ground, on an area of 21 bighas. The foundation stone would be laid later this month.

West Bengal’s Sports Department and Kolkata Municipal Corporation are jointly implementing the project. The 5000-seater stadium would cost Rs 15 crore.

According to sources, this is the first time that the KMC would be involved in constructing such a large stadium. With more and more such facilities coming up in West Bengal, more and more youth are getting the chance to participate in sports and earn laurels for the State in national and international competitions.

টালা পার্কে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম

উত্তর কলকাতার টালা পার্কে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।  টালা পার্কের জিমখানা গ্রাউণ্ডে প্রায় ২১ বিঘা জমির ওপর তৈরি হবে এই স্টেডিয়াম।

রাজ্য ক্রীড়া বিভাগ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। প্রায় সাড়ে পাঁচ হাজার দর্শক বস্তে পারবে এখানে। এই প্রকল্প তৈরি করতে খরচ হবে প্রায় ১৫ কোটি টাকা।

চলতি মাসেই এই স্টেডিয়ামের শিলান্যাস করবেন মেয়র শোভন চ্যাটার্জি ও রাজ্য যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

মেয়র পারিষদ দেবাশিষ কুমার জানান, কলকাতা পুরসভা এই প্রথম এত বড় একটা স্টেডিয়াম তৈরি করতে চলেছে। এই স্টেডিয়াম তৈরি হলে ভবিষ্যতে বাংলা থেকে আরও ভালো খেলোয়াড় পাওয়ার সুযোগ মিলবে।

KMC launches reloaded app, with new features

The Kolkata Municipal Corporation (KMC) has reworked on the app it had launched some months back and has launched it in a new avatar to provide online access to many more services. It was launched last Wednesday by the corporation’s Trinamool Congress Mayor Sovan Chatterjee. It has been developed by the civic Information Technology Department.

The new app can be now loaded on to all the three popular operating systems running on phones – Android, Windows and Apple.

This new avatar has a host of added services. It will now enable users to apply online for new water supply connection, drainage connection, building plan sanction and birth certificates, among other services.

The app now also has the ability to give information about the location of Kolkata’s pay-and-use toilets and KMC’s e-collection centres.

Here are the links for the app:

For Android phones, please CLICK HERE

For Windows, please CLICK HERE

 

 

নাগরিক পরিষেবা সুগম করতে কলকাতা পুরসভার নতুন অ্যাপ

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষে কলকাতা পুরসভা। পুরসভার তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফ থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ই-পরিষেবাতে সাড়া দেশের মধ্যে সেরার শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। সেই পরিষেবাকে আরও ছড়িয়ে দিতেই এই নতুন উদ্যোগ পুরসভার। বুধবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে মেয়র শোভন চ্যাটার্জি অনলাইনের মাধ্যমে একাধিক পরিষেবা চালু করেন।

ব্যস্ত জীবনে মানুষ যাতে সহজে সহজে ঘরে বসেই সমস্ত কিছু চটজলদি করতে পারে সেই ভাবনা থেকেই এই অনলাইন পরিষেবা চালু করা হল। বিল্ডিং, আরটিআই, জলের ট্যাঙ্ক, জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন সহ একাধিক পরিষেবা চালু হল। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগও জানাতে পারবেন।

বাড়িতে নিকাশি লাইন নেওয়ার জন্য কোথাও যেতে হবে না আবেদনকারীকে। ঘরে বসে পুরসভার ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে শহরে কোথায় পে অ্যান্ড ইউস টয়লেট আছে তাও জানা যাবে। জানা যাবে পুরসভার ই- কালেকশন সেন্টারের ঠিকানাও।

 

এপ ডাউনলোডের স্থান:

এনড্রয়েড ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন

উইন্দোজ ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন

 

Bouquet of projects for the people of Kolkata

The Trinamool Congress-run Kolkata Municipal Corporation is going to gift a bouquet of projects to the people of Kolkata over the next few days.

Some of these projects, which were planned earlier, are now being wrapped up. The civic officials are also laying the foundation of a few other projects in the city.

From the augmentation of filtered water supply to the strengthening of the roads and sewerage systems, to the beautification of parks, KMC is ensuring the convenience of people in every sector.

Water

Among the developmental projects, water supply is one of the top priorities for the civic body. Within a span of 10 days, two water booster pumping stations were inaugurated by the KMC.

While the first pumping station was inaugurated in Bansdroni, the second one was inaugurated at Behala’s Parnasree.

The booster pumping station in Bansdroni will cater to large areas of Kudghat and Bansdroni while thousands living in Behala East will benefit from the booster pumping station at Parnasree.

Roads

Next in the civic body’s priority list is improvement of the city’s roads. The KMC Roads Department took up as many as 80 full-length roads or stretches of major roads for re-laying or strengthening.

Some of the major roads where strengthening (application of mastic asphalt) works are currently on include Chittaranjan Avenue, Amherst Street, Rashbehari Avenue, Ashutosh Mukherjee Road and Raja SC Mullick Road. The KMC Roads Department has also taken up the entire length of the Prince Anwar Shah Road connector to EM Bypass for repair.

Sewerage

The civic body has taken up strengthening of underground sewerage lines to combat waterlogging. The KMC Drainage and Sewerage Department has invited a national tender for procurement of sophisticated machines for de-silting of sewerage lines.

Greenery

The KMC Parks Department is also in the race. On Friday, the mayor inaugurated three machines with water sprinklers that will take care of the city’s full-grown trees and roadside plants. More such machines will be pressed into service this year, the mayor said.

Footnote

The Trinamool Congress, under the leadership of Mamata Banerjee, has been dedicated to the service of people. The continuous endeavours of the KMC to serve people are a testimony in this regard.

 

কলকাতার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা আগামী কয়েক দিনে এক গুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে।

এর মধ্যে বেশ কিছু প্রকল্প আগেই হয়েছে পরিকল্পিত হয়েছে, এখন সেগুলি বাস্তবায়িত হবে।  বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।

বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সুন্দর রাস্তা, নিকাশি ব্যবস্থা,পার্কের সৌন্দর্যায়ন সব ক্ষেত্রেই কলকাতা পুরসভা প্রতিটি ক্ষেত্রেই জনগণের সুবিধা সুনিশ্চিত করেছে।

জল

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে জল সরবরাহ একটি অতি গুরুত্বপূর্ন প্রকল্প। ১০ দিনের মধ্যে ২টি বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করেছে কলকাতা পুরসভা।

প্রথম বুস্টার পাম্পিং স্টেশনটি হয়েছে বাঁশদ্রোণিতে এবং দ্বিতীয়টি হয়েছে বেহালায়। বাঁশদ্রোণির বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে বাঁশদ্রোণি ও কুঁদঘাটের অনেকটা এলাকা এবং পর্ণশ্রীর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পশ্চিম বেহালার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

রাস্তা

শহরের রাস্তাঘাট সাড়াইও পুরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহরের মোট ৮০টি রাস্তা সাড়াইয়ের কাজ হাতে নিয়েছে পুরসভা।

কলকাতার বেশ কিছু প্রধান রাস্তার ব্যপক পরিবর্তন হয়েছে, যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, রাসবিহারি অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রাজা এস সি মল্লিক রোড ইত্যাদি। ইএম বাইপাস ও আনোয়ারশাহ সহ আরও কিছু রাস্তা মেরামত করেছে কলকাতা পুরসভা।

নিকাশি ব্যবস্থা

ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যাতে জল না জমে থাকে। কলকাতা পুরসভার কাছে নিকাশি দপ্তর নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিন তৈরির জন্য আবেদন জানিয়েছে।

সবুজায়ন

কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন পাতা ধোয়ার গাড়ির উদ্বোধন করলেন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি। মেয়র আরও জানান, এই ধরনের আরও বেশ কিছু মেশিন আনা হবে এই বছরেরে মধ্যেই।

পরিশেষে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। সব শ্রেণীর মানুষের জন্য দিন রাত কাজ করে চলেছে কলকাতা পুরসভা।