Bengal Govt to conserve Durga Puja artwork

HIDCO, the State Government agency which has already undertaken the mammoth task of beautifying New Town, will begin conservation of handicrafts and artworks that were created by various Durga Puja organisers.

It will also display the beautiful handicrafts and artworks across Eco Park in New Town.

While artworks made out of fibreglass, stone, steel and similar materials will be kept outdoors at Eco Park, those made out of wood, cotton and earth will be kept indoors.

For outdoor installations, a brick and cement foundation with spotlights and fencing would be built by HIDCO. For indoor objects, an air-conditioned facility would be set up at Mother’s Wax Museum-II, which is to be commissioned shortly: till then, these are to be kept in storage rooms within Eco Park.

 

দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প সংরক্ষণে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারী সংস্থা হিডকো নিউ টাউনে নানা দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প–নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করবে। নিউ টাউনের ইকো পার্কে দুর্গাপুজো মণ্ডপগুলির বিভিন্ন হস্তশিল্প এবং কারুকার্য প্রদর্শন করা হবে।

ফাইবার গ্লাস, পাথর, ইস্পাত এবং অনুরূপ উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্পগুলি রাখা হবে ইকো পার্কের বাইরের অংশে। আর কাঠ, কাপড় এই জাতীয় হস্তশিল্পগুলি স্থান পাবে প্রদর্শনশালার ভিতরের অংশে।

বাইরে  ইনস্টলেশনের জন্য, স্পটলাইট এবং বেড়া দিয়ে একটি ইট ও সিমেন্ট ভিত্তিপ্রস্তর নির্মাণ করবে হিডকো। ভেতরের শিল্প–নিদর্শন মাদার অয়াক্স মিউজিয়াম -II তে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হবে। যতদিন না এগুলো ইকো পার্কের অন্য কোন স্থানে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ওখানেই রাখা থাকবে।

Post immersion, civic officials gear up clean-up process

Kolkata Municipal Corporation officials along with officials of other civic bodies are taking all measures to keep the environment clean post-immersion of the Durga idols.

As soon as civic workers immersed the idol into the Hooghly, a crane moved into action. Before the colourful countenance could disappear under water, the machine retrieved and moved it to an isolated corner. As the crane retreated, a large vehicle picked it up and loaded it onto a lorry.

The same sequence played out several hundred times throughout Thursday at Baje Kadamtala Ghat on Strand Road, where the immersions were on. The elaborate logistical arrangements that included a proper plan, several heavy vehicles, police deployment and co-operation from organizers ensured that the immersion of idols did not pollute the river.

Since morning, even before the immersions started, close to 50 KMC lorries lined up along Strand Road. A barge-mounted crane was stationed close to the ghat to chip in during emergencies. Eight cranes and six payloaders worked round the clock, picking up idols from the river and putting them on the lorries. Close to 200 civic workers were also present.

A MMIC who visited the ghats in the morning said the civic body has made adequate arrangements to expedite the immersion process without causing any pollution to the river. The idols are being retrieved as soon as they are immersed. Civic workers and divers are keeping an eye on them so that idols do not drift away, he said.

The civic body enforced rules strictly this time. Whenever a vehicle stopped at the road leading to Baje Kadamtala Ghat, a group of men rushed to the dismounted the idol. It was taken to a spot where leaves, flowers, garlands, earthenware and other accessories were dumped in an isolated area away from the river.

 

ভাসানের পর গঙ্গাকে দূষণমুক্ত করতে সক্রিয় পুরসভা

কলকাতা পৌরসভা ও অন্যান্য পৌরসভার অধিকর্তারা সব ধরণের প্রস্তুতি নিয়েছে যাতে দূর্গা প্রতিমা বিসর্জনের জন্য পরিবেশ কোনো ভাবে দূষিত না হয়।

নাগরিক সমিতি হুগলি নদীতে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে একটি বিশাল ক্রেন ওই মূর্তিটিকে তুলে একটি কোনে রাখবে যাতে কোনো ভাবেই প্রতিমার গায়ের রঙ জলে না মিশে যায়, ওই কোন থেকে পেলোয়াডর্স-এর মাধ্যমে প্রতিমাটিকে তুলে লরিতে বোঝাই করা হবে।
বাজে কদমতলা ঘাটে গতকাল কয়েকশো বার এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে কারণ কাল ওই ঘাটে বিসর্জন হয়েছে বহু প্রতিমা।
এই সুবিশাল পরিকল্পনাটি নিশ্চিত করেছে যে এই বিসর্জন থেকে কোনো ভাবেই পরিবেশ দূষণ হবে না।

সকালে বিসর্জনের বহু আগে থেকে কর্পোরেশনের ৫০টি লরি স্ট্র্যান্ড রোডে মজুদ ছিল। আপত্কালীন ব্যবস্থা হিসেবে আরেকটি ক্রেন রাখা হয়েছে যেটি একটি বড় বজরাতে লাগানো থাকবে। আটটি ক্রেন, ছয়টি পেলোয়াডর্স ও ২০০জন পুরকর্মী ওখানে সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

একজন এমএমআইসি যিনি সকালবেলা ঘাট পরিদর্শন করেন তিনি জানান নাগরিক সমিতির এবারের যা প্রস্তুতি তাতে কোনো ভাবেই বিসর্জনের ফলে কোনো পরিবেশ দূষণ হবে না।

এবারে পৌরসভা খুব সক্রিয়, যে মুহূর্তে কোনো গাড়ি ঘাটে এসে দাঁড়াচ্ছে, পূরকর্মীরা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিমা নামিয়ে নিচ্ছে ও ফুল, পাতা ও অন্যান্য সামগ্রী যা বিসর্জন করা হয়ে থাকে, সেগুলোকে গঙ্গা থেকে একটু দূরে একটা জায়গায় জমা করা হচ্ছে।

Be on your toes this festive season: CM instructs Ministers

Chief Minister Mamata Banerjee asked all ministers to be present in their respective Assembly constituencies and districts to avoid any untoward incident during Durga Puja and Muharram.

Banerjee gave the direction to the ministers during a Cabinet meeting in Nabanna on Monday. Every minister has been directed to be present in their own Assembly constituencies. At the same time they have to be aware of the situation in their respective district.

Chief Minister had given a message to the people of the state urging to maintain peace and harmony during festive season. She had said: “There are some people who try to create trouble. Thus I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop miscreants if they find anyone trying to play spoilsport.”

 

 

পুজোর সময় মন্ত্রী-বিধায়কদের নিজেদের এলাকায় থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোর সময় মন্ত্রি-বিধায়ক সহ সকল জনপ্রতিনিধিদের নিজের জেলায় নিজেদের এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ভাবে প্রশাসন মানুষের পাশে রয়েছে।

সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের সময় সব ধর্মের মানুষের সম্মেলন হয় গোটা রাজ্যে, এ অবস্থায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। প্রত্যেক জন প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উৎসবের মরসুমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়ে জনগণের কাছে একটি বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু মানুশজন আছেন যারা সমস্যা তৈরি করার চেষ্টা করে। আমি সব ক্লাব, পুজো কমিটি সহ সকল সম্প্রদায়ের মানুষের কাছে দুর্গাপূজা ও মহরমের সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করব”।

 

Mamata Banerjee pens Durga Puja theme song

Mamata Banerjee has penned the theme song for the Durga Puja 2015 organized by Suruchi Sangha.

Despite her busy schedule, Didi always takes time out to write and paint. She has penned over 50 books till date and her latest book will be released at Kolkata Book Fair, 2017. She had also penned the theme song for Suruchi Sangha in 2016.

The song “Prithibi Ektai Desh” talks about universal brotherhood, harmony and peace.

The music for the song was composed by Jeet Ganguly and sung by Palak Muchhal. The video has been directed by Kaushik Ganguly with creative inputs by Churni Ganguly.

 

Wishing you all Happy Sharodiya!

Lyrics:

Ei prithibir ek ey mati ek ey akash batash

Simana theke simana chariye eki praner bikash

Sneher shikore ek ey je sur bhalobasar gane

Ek ey manush ek ey jibon ek ey sur proti prane.

Esho moner dorja kholo,

Esho ek hoye aalo jwalo.

Amar chokher taray biswa hashe, thonte ek ey bhasa

Sob drishti ek hoye jay amar bhalobasay.

Sob desh ey je sobari desh tofat sudhu naame

Ei prithibi ektai desh, bhatritwer taane.

 

 

দুর্গা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গতবছরের ন্যায় এবারেও সুরুচি সংঘের দুর্গা পুজোর থিম সং লিখলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা ব্যস্ততার মধ্যেও দিদি লেখান এবং ছবি আঁকেন। আজ অবধি ওনার ৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ওনার লেখা নতুন বই বেরোবে ২০১৭সালের বইমেলায়।

এই থিম সংটির শীর্ষক হল ‘পৃথিবী একটাই দেশ’ – এই গানের মাধ্যমে দিদি বিশ্ব ভাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন পালক মুচ্চল। ভিডিওটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী এবং বিশেষ উপদেষ্টা চূর্ণী গাঙ্গুলীর।

 

সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

 

কথা:

এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস

সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ

স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে

একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে

এসো মনের দরজা খোলো

এসো এক হয়ে আলো জ্বালো

আমার চোখের তারায় বিশ্ব হাসে ঠোঁটে একই ভাষা

সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসায়

সব দেশই যে সবারই দেশ তফাৎ শুধুই নামে

এই পৃথিবী একটাই দেশ ভাতৃত্বের টানে।

Mamata Banerjee to inaugurate Durga Puja pandals in Kolkata

With the beginning of Debipakkha, like past years, Bengal Chief Minister will inaugurate the Durga Puja of Chetla Agrani by performing the ‘Chokkhudan’ of the Durga idol. Incidentally, she had inaugurated the Durga Puja of Shreebhumi Sporting Club on September 28 .

The Chief Minister is scheduled to inaugurate Durga Pujas of Naktala Udayan Sangha, Ekdalia Evergreen, Singhi Park, Suruchi Sangha and many other clubs and organisations in the run up the Pujas.

Different schemes and projects like Safe Drive Save Life, Biswa Bangla, Mother Teresa’s canonisation, Mahashweta Devi’s life and works will adorn the themes of different Durga Puja pandals this year.

The Chief Minister has appealed to one and all to maintain peace and harmony during the festivities.

 

আজ থেকে দুর্গা পুজোর  উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ দেবী পক্ষের শুরু। প্রত্যেক বছরের মতই আজ চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চোখ এঁকে পুজোর উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন।

এরপর নাকতলা উদয়ন সঙ্ঘ, একডালিয়া এভারগ্রীন, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ সহ আরও অনেক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এবছর বিভিন্ন পুজো মণ্ডপে সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রকল্প, মাদার টেরেসার সন্তায়ন, মহাশ্বেতা দেবীর জীবন, বিশ্ব বাংলা সহ নানা থিম এবারের পুজো প্যান্ডেল গুলোতে।

সব মিলিয়ে পুজোর দিনগুলিতে সকলকে শান্তি সম্প্রীতি বজার রাখার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী।

 

Bengal Tourism’s Durga Puja packages

West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled fifteen packages for tourists wanting to experience one of India’s biggest festivals – Durga Puja.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) দুর্গাপুজোয় পনেরোটি প্যাকেজের ব্যবস্থা করেছে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে: SHARADOTSAV PACKAGES 2016.

Enjoy an experience of Kolkata’s heritage this Puja courtesy Bengal Tourism

West Bengal Tourism Development Corporation (WBTDC) and the Calcutta State Transport Corporation (CSTC) have made arrangements to show some of the Heritage Pujas in and around the city. This is a chance to traverse down Kolkata’s memory lane during Durga puja now have the option of visiting the city’s centuries-old palaces and bonedi baris .Fascinatingly, each puja has a different story to tell or at least a unique ritual that sets it apart from the rest.

One of the tours begins from the house of the Sabarna Roy Choudhurys of Behala Barisha, where the historic agreement took place with Job Charnock in 1698 that gave the British trading rights of Kolkata. The aatchala (eight-pillared courtyard) still exists and so does this heritage puja.

The bus trip takes a tourist through the city’s majestic heritage to Rani Rashmoni’s house on S N Banerjee Road, where the Goddess and her family has features like Lord Jagannath of Puri to Dutta Baari (Thanthania), where one gets to see the Goddess Durga relaxing on Mahadev’s lap.

The CSTC takes tourists through heritage pujas starting from Belur right upto Barisha on a Volvo Bus from Esplanade on Saptami, Ashtami and Nabami. Food is on the house with an elaborate lunch being served at the Sovabazar Rajbaari. One offbeat puja covered on this trip is the Baghbazar Halderbaarir pujo where the idol is a two feet Goddess made from Kostipathar.

The tour also take tourists to Belur where the Kumaripuja is famously held on Ashtami morning. CSTC takes tourists to Belur, Bagbazar Haldarbaari, Sovabazar Rajbaari, Latubabu, Chatubabu, Rani Rashmoni’r baari, Mukherjeebaari (Behala), Sonar Durga (Behala), Sabarna Roy Choudhury’s baari in Behala Barisha.

The day trip includes a visit to Khelat Ghosh’s Baari, Sovabazar Raj Baari, Chhatubabu Latubabur Puja, Chandra Baari, Rani Rashmoni Baari, Thanthania Dutta Baari while the noon trip takes you to Khelat Ghosh’s Baari, Sovabazar Raj Baari, Chhatubabu Latubabur Puja, Chandra Baari, Rani Rashmoni Baari and  Bagbazar.

 

এবার পুজোয় কলকাতার বনেদি বাড়ির দেখার সুযোগ করে দিল পর্যটন দপ্তর

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম এবং কলকাতা ভূতল পরিবহণ নিগম যৌথ প্রয়াসে এবছর এক অভিনব উদ্যোগ নিয়েছে। এবার পুজোয় কলকাতার ঐতিহ্যের আস্বাদ নিতে, স্মৃতি বিজরিত নানা বনেদি বাড়িতে দুর্গা পুজোর সাক্ষী হওয়ার সুযোগ দর্শনার্থীদের। পর্যটন বিভাগ ও সিএসটিসির উদ্যোগে এবারে পুজোয় থাকছে একটি ট্যুর যাতে কলকাতার সমস্ত বনেদি বাড়ির পুজো ঘোরা যাবে।

বেহালার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি থেকে শুরু করে ধর্মতলায় রানী রাসমণির বাড়ি, ঠনঠনিয়ার দত্তবাড়ি থেকে শুরু করে বেলুড় – এই ট্যুরে থাকছে অনেক আকর্ষণ। পাওয়া যাবে শোভাবাজার রাজবাড়িতে পাওয়া যাবে দুপুরের ভোগ খাবার সুযোগ। দেখতে পারবেন বেলুড়ের কুমারী পুজোও। এই ট্যুরে আপনি যাওয়ার সুযোগ পাবেন বাগবাজার হালদার বাড়ি, লাটুবাবু-ছাতুবাবু, বেহালার মুখার্জী বাড়ি, বেহালার সোনার দুর্গা এবং আরও অনেক পুজো।

Pre-Puja Exposition showcases Bengal’s artisans in Delhi

Setting up the festive mood ahead of Durga Puja, a nearly two week-long exhibition to showcase an array of exquisite and exclusive handloom and handicrafts creations of master weavers and crafts persons of rural Bengal was opened in the national Capital last week.

The initiative is being supported by the Departments of MSME & Textiles, Tourism and Information & Cultural Affairs of the State Government.

The 5th edition of the ‘Bengal Pre-Puja Exposition’, is being organised by the Office of the Resident Commissioner, Government of West Bengal, from September 17 – 29, at Handloom Haat, Janpath.

Around 50 artisans from various districts of West Bengal are participating in the exposition which is aimed at promoting the rich and glorious tradition of Bengal handicrafts and handloom and also ensuring commercial benefits to the crafts persons and weavers before the festive season.

A special attraction will be the representation of the rural craft hubs, being developed in ten locations across the state by the Department of Micro, Small and Medium Enterprises and Textiles (MSME&T) in partnership with UNESCO.

 

দিল্লির প্রাক্-পুজো প্রদর্শনীতে বাংলার শিল্পীরা

সামনেই দুর্গা পুজো, চারদিকে উৎসবের মরশুম। এই উপলক্ষে দিল্লিতে একটি দু-দপ্তাহ ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বাংলার তাঁতিদের হাতে তৈরি সূক্ষ্ম কারুশিল্প, তন্তু সামগ্রী এবং হস্তশিল্প প্রদর্শিত হবে। রাজধানীতে গত সপ্তাহে শুরু হয়েছে এই প্রদর্শনী।

রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে দিল্লির জনপথে হ্যান্ডলুম হাটে ১৭-২৯ সেপ্টেম্বর ‘বাংলা প্রাক্-পুজো প্রদর্শনী’-র আয়োজন করা হয়েছে। এটি এই প্রদর্শনীর পঞ্চম বর্ষ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন শিল্পী এই এক্সিবিশনে অংশগ্রহণ করবে। বাংলার ঐতিহ্যবাহী কারুকাজ, হস্তশিল্প ও তাঁতের ঐতিহ্যকে তুলে ধরা এবং উৎসবের মরসুমে বাংলার তাঁতিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

বিশেষ আকর্ষণ হল সারা রাজ্য জুড়ে প্রায় ১০টি জায়গায় রুরাল ক্রাফট হাব তৈরি হচ্ছে। রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র (টেক্সটাইল) দপ্তর ইউনেসকোর সঙ্গে পার্টনারশিপ করে এগুলি তৈরি করছে।

 

State government to give away Biswa Bangla Sharad Samman

The state government will give away ‘Biswa Bangla Sharad Samman’ to the best Durga Puja organisers across the globe. Along with the best pujas of Kolkata and Bengal, the overseas Puja organisers will also get the Biswa Bangla Sharad Samman-2016.

The categories – idol, pandal, theme, lighting, eco-friendly Puja, year’s invention, Puja atmosphere, artists, Dhakishree, Biswa Bangla Branding and the best of the best – will be the categories from which the best competitors will be chosen for the awards.

The prizes will be distributed in next November. The website will give detailed information to the participants.

The application forms can be downloaded from the website, but anybody can collect it from the third floor of Kolkata Information centre at Nandan. The distribution of the forms will start today. The distribution of forms will conclude on September 28.

 

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকার

প্রতি বছরের ন্যায় এবারেও রাজ্য সরকার প্রদান করবে বিশ্ব বাংলা শারদ সম্মান। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে এবছর।

এবছরের পুরস্কারের নানা বিভাগ আছে, যেমন – প্রতিমা, মূল ভাবনা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো, বছরের সেরা আবিষ্কার, ঢাকিশ্রী, বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরার সেরা।

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে নভেম্বরে। ওয়েবসাইটে পাওয়া যাবে সমস্ত তথ্য।

আবেদন পত্র পাওয়া যাবে ওয়েবসাইট থেকে কিংবা নন্দনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে। আজ থেকে আবেদন পত্র দেওয়া শুরু হবে, চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।

Durga Puja idol immersion to be branded as special tourist attraction this year

Durga Puja has long been an attraction for tourists visiting Bengal. But the idol immersions, on the contrary, are never seen in such a way.

This year, the Bengal government have come up with an idea to showcase the immersion ceremonies of Durga idol across the state, to the rest of the world.

The government is planning to not only brandish the different Pujas but also highlighting the immersion process too.

According to government plans, the idol immersing procession will proceed through Red Road on October 14 from 6 pm till midnight. Adequate measures will be taken for the tourists to witness the immersion alongside the roads and ghats.

Some cultural shows are also being planned at the venue. The state tourism department will also display various pictures to capture the moments of the Puja and immersion in temporary gallery on both sides of the roads.

 

এ বছর দুর্গাপূজা প্রতিমা বিসর্জন পর্যটকদের বিশেষ আকর্ষণ

বাংলার দুর্গাপূজা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। পক্ষান্তরে, প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।

এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে।

শুধুমাত্র পুজো নয়, প্রতিমা বিসর্জনক প্রক্রিয়াকেও যথেষ্ট লক্ষণীয় করতে চায় রাজ্য সরকার।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।