Trinamool MPs stage dharna in Parliament on the issue of killings of Indians in US

Trinamool Congress MPs from both the Houses today staged a dharna near the statue of Mahatma Gandhi inside Parliament complex on the issue of killings of India in America.

The MPs held placards which said: “The world is one. All citizens are our brothers and sisters. We must take care of them” and “All Indians are our brothers and sisters, stop attacking them in USA”.

Speaking on this issue in the Lok Sabha, Saugata Roy said: “This is the result of a persistent hate campaign against Indians which is taking place in the United States, especially after the new Government came to power.”

He asked why “the Central Government, especially our very voluble, vocal and articulate Prime Minister is keeping a strange silence on the issue.”

Click here for the full transcript of his speech

Earlier, Trinamool Chairperson Mamata Banerjee had tweeted on the issue and had also written a letter to the Union Minister for External Affairs, urging the Centre to take up the issue at the highest level in US.

 

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূলের

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনা নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধর্ণা করেন।

সাংসদদের হাতে থাকা প্ল্যাকার্ড এর কিছু স্লোগানঃ “বিশ্বের সব মানুষই সমান।  সব দেশের মানুষই আমাদের ভাই-বোন। আমাদের কর্তব্য তাদের রক্ষা করা” এবং “প্রবাসী ভারতীয় ভাই-বোনেদের নিগ্রহ বন্ধ করতে হবে।”

এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষী আক্রমণের ফলাফল এটি”।

“কেন্দ্রীয় সরকার, আমাদের বাকপটু, স্পষ্টভাষী প্রধানমন্ত্রী কেন এই বিষয়ে চুপ করে আছেন?” এই প্রশ্নও তুলেছেন তিনি।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে টুইট করেছেন এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লিখেছেন প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই ঘটনাগুলি উচ্চপর্যায়ে আলোচনা করা হয়।