Mamata Banerjee inaugurates Phase II of Mother’s Wax Museum

Chief Minister Mamata Banerjee inaugurated the Phase II of Mother’s Wax Museum in New Town today. She has opened Phase II of the museum by pressing the remote button from the dais of 22nd Kolkata International Film Festival scheduled to be held at Netaji Indoor Stadium.

Exactly two years ago, on November 10, 2014 she had inaugurated Mother’s Wax Museum by pressing the remote button at the 20th KIFF held at the Netaji Indoor Stadium. Over the past two years, the Wax Museum has become an important tourist destination with the footfall touching 3.25 lakh.

There will be a Hollywood section where the wax statues of great stars of recent past will be kept. The visitors will be able to go to the new arena after visiting the existing museum.

There will be a zone where there will be statues of great personalities of Bengal in the 19th and 20th century. There will also be a children’s section where there will be statues of Harry Potter and Mr Bean among others that are very popular among children.

There will be a zone for “Alien” like characters created by famous film director Steven Spielberg in series of films like Close Encounters of the Third Kind or ET.

There will be a scary zone or screaming zone where a visitor can suddenly find a ghostly figure appearing beside them. There will be special light effects and the ambience will be artificially created for the zone. The visitor can also have a wax casting of their hands.

মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। ২২তম কলকাতা আন্তর্জার্তিক চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকে বোতাম টিপে তিনি এই উদ্বোধন করেন।

ঠিক দুবছর আগে ২০১৪ সালের ১০ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২০তম কলকাতা আন্তর্জার্তিক চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকে বোতাম টিপে তিনি প্রথম পর্যায়ের সূচনা করেন। দুবছরের মধ্যেই মিউজিয়ামটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সোয়া তিন লক্ষ মানুষ এখনো পর্যন্ত মিউজিয়ামে গেছেন।

এই নতুন অংশটিতে হলিউড তারকাদের মূর্তি থাকবে। প্রথম পর্যায়ের অংশ থেকে এই দ্বিতীয় ভাগে প্রবেশ করা যাবে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলার বিখ্যাত মনিষীদের মূর্তিও থাকবে এই পর্যায়ে।

শিশুদের জন্য থাকবে তাদের মধ্যে জনপ্রিয় চরিত্রদের মূর্তি, যেমন- মিস্টার বিন, হ্যারি পটার। পাশাপাশি স্পিলবার্গের বিখ্যাত ETর চরিত্রদেরও মূর্তি থাকবে।

Bengal CM attends the star-studded inauguration of 22nd Kolkata International Film Festival

The 22nd edition of Kolkata International Film Festival (KIFF) was inaugurated today in the presence of a galaxy of stars including Amitabh Bachchan, Jaya Bachchan, Shah Rukh Khan, Kajol, Sanjay Dutt, Parineeti Chopra and host of stars from the Bengali film industry.

Hundreds of people from different parts of the state made a beeline for the Netaji Indoor Stadium on Friday afternoon to witness the inauguration of the week-long film festival. The ceremony was presided over by Chief Minister Mamata Banerjee.

Speaking on the occasion, the Chief Minister said, “I extend my heartiest greetings to all delegates present here today. This is a festival of the people, by the people, for the people. Nowhere in the world so many people come together for a film festival. We show films in every neighourhood.  Cinema speaks a language that no other medium can”.

The programme began with a performance by Pandit Tanmoy Bose and folk artistes of Lok Prasar Prakalpa. Shah Rukh Khan enthralled the audience by delivering a speech in Bangla.

Shri Amitabh Bachchan spoke at length about the portrayal of women’s issues in Indian cinema. During the course of his speech, he congratulated the CM for naming a flyover in Kolkata as “Maa” and praised Bengal’s Kanyashree Prakalpa.

155 films from 65 countries will be screened across 105 screens at 13 venues in Kolkata. A Bengali film ‘The Song of Life’ will kick off proceedings at the cine fiesta. This is the first time that a Bengali movie has been selected as the opening film.

 

 

শুরু হল ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব

আজ থেকে শুরু হল ২২তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

আজ নেতাজী ইনডোরে এই উ९সবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
  • অমিতাভ জি কে ছাড়া আমরা কলকাতা চলচ্চিত্র উ९সবে ভাবতে পারি না। উনি আমাদের পারমানেন্ট অতিথি
  • এই বছর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শাহরুখকে অনেক ধন্যবাদ
  • শাহরুখ-কাজল জুটি সবার প্রিয়। আজ ওদের এখানে একসাথে পেয়ে আমরা খুব খুশি
  • ‘ধন্যি মেয়ে’ জয়া দি কে ছাড়া অমিত জি অসম্পূর্ণ
  • চিন এবছর আমাদের পার্টনার দেশ। চিনের সকল প্রতিনিধিদের আমার শুভেচ্ছা
  • আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব মানুষের উ९সব
  • সকল দেশের সেরা মোদের বাংলা ভুমি
  • বিশ্বের অন্য কোন চলচ্চিত্র উ९সবে একসাথে এত লোক সিনেমা দেখে না
  • সিনেমার ভাষা অন্য কোন মাধ্যমের সঙ্গে তুলনা হতে পারে না