Mamata Banerjee led a campaign procession this afternoon from Mominpur to Khidderpore.
This was the first such procession after the release of the party’s Manifesto on Friday. The campaign rally soon turned into a mass rally with thousand walking beside their favourite ‘Didi’.
Mamata Banerjee has already addressed three party workers’ meetings, one each in Englishbazar (Malda district), Suti and Lalbag (both in Murshidabad district). She is expected to hold more than one hundred and fifty rallies across the State, travelling to all the districts from the north to the south.
খিদিরপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত একটি পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রাটি শুরু হয়েছিল বিকেল ৪.৩০-এ।
শুক্রবার ইস্তেহার প্রকাশের পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পদযাত্রা। ইতিমধ্যেই মালদার ইংরেজবাজার-সহ মুর্শিদাবাদের সুতি ও লালবাগ মিলিয়ে মোট তিনটি কর্মীসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সারা রাজ্য জুড়ে ১৫০টিরও বেশি কর্মীসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তিনি প্রচার করবেন।