Bengal Govt providing 6 acres for jewellery hub

A jewellery hub is coming up in Bonhooghly near Kolkata on a 6-acre plot. It is going to be developed by the State Government in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC). This was announced on August 29 by the Bengal Commerce & Industry and Finance Minister, Dr Amit Mitra.

Most of the jewellers who have workshops in the traditional jewellery hub of Bowbazar in Kolkata would be allotted plots there. This is a major effort by the State Government to bring down the level of pollution in Kolkata.

Plans are also on to build two common facility centres (CFC) in the state, which would house costly, state-of-the-art instruments for crafting jewellery. Smaller jewellers who would not be able to afford the cost to make use of the instruments can make parts of their jewellery there.

In this connection, it must be mentioned that the State Government, in collaboration with the GJEPC, has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery, under the brand name of ‘Kolkatti’.

The reasons for going for the GI registration of such jewellery are that these fine, hand-crafted jewellery are in big demand in the Middle East, US and UK, and, precisely because of this big demand, many people are selling jewellery, improperly branding them as Kolkata jewellery.

গয়নার হাব গড়তে ৬ একর জমি দিচ্ছে রাজ্য

 

কলকাতার বনহুগলিতে তৈরি হচ্ছে গয়না হাব। রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করবে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি)।

মঙ্গলবার জিজেইপিসি আয়োজিত সভায় রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৬ একর জমি দেবে।

বিশেষত বৌবাজারের কারিগররা গয়না তৈরির জায়গা পাবেন হাবে। কলকাতাকে দূষণমুক্ত করার অন্যতম প্রয়াস এটি।

রাজ্যে নতুন দুটি কমন ফেসিলিটি সেন্টার গড়ার পকিকল্পনাও আছে। ওই কেন্দ্রে গয়না তৈরির দামী যন্ত্রপাতি রাখা হবে। যে-সব কারিগরের সেগুলি কেনার ক্ষমতা নেই, তাঁরা সেখানে গিয়ে গয়নার অংশ তৈরি করাতে পারেন।

কলকাতার নিজস্ব গয়না ‘কলকাত্তি’র পেটেন্ট নিতে রাজ্য উদ্যোগী হয়েছে বলে জানান অমিতবাবু। ভৌগোলিক ভাবে যে-সব পণ্য তৈরি কোনও রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলির জন্য ডব্লিউটিও-র কাছ থেকে তা নিতে হয়।

Source: Anandabazar Patrika