14 July 2017

শহিদ স্মরণে বাংলার মা মাটি মানুষের স্বার্থে

২১ জুলাই ধর্মতলা চলো

২১ জুলাই। শহিদ স্মরণে ধর্মতলায় মা মাটি মানুষকে নিয়ে দলের ঐতিহাসিক সমাবেশ। বাংলার সব পথ গিয়ে মিশবে মহানগরের একমাত্র রাজপথ, ধর্মতলায়। অপরিসীম গুরুত্বপূর্ণ এক সমাবেশ।

7 July 2017

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও কন্যাশ্রী

বিশ্বজয়ের পর এবার নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বিশ্ব সম্মান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প। নেদারল্যান্ডস এর দ্য হেগ শহরে রাষ্ট্রসংঘের জনপরিষেবা দিবসে এই সম্মান তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। সারা দেশের মুখ উজ্জ্বল করেছে বাংলার প্রকল্প। সেই প্রেক্ষিতে এবার সাফল্যকে তুলে ধরতে রাজ্যে কন্যাশ্রী উৎসব। ২৫ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হবে উৎসব।

 

 

30 June 2017

জিএসটির নামে জরুরি অবস্থা

কেন্দ্রের সিদ্ধান্তে নাকাল জনগণ, গর্জে উঠলেন মমতা

নোট বাতিলের চেয়েও দুর্দিন এসেছে দেশে। কেন্দ্রীয় সরকারের মহাকাব্যিক ভুল হল জিএসটি। এমারজেন্সির চেয়েও খারাপ অবস্থা। সুপার এমারজেন্সি। ক্ষুদ্র, মাঝারি শিল্পের ব্যাবসায়ী ও জনগণকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া হল। অর্ডিন্যান্স করে মানুষকে ফাঁসানো হচ্ছে। গায়ের জোরে ওরা চলছে। মানুষের পক্ষ নিয়ে আমাদের প্রতিবাদ চলবে। সিবিআইয়ের ভয় দেখিয়ে কোনও লাভ নেই।

 

 

16 June 2017

গ্রাম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উদ্যোগ

 

পর্যটকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

কলকাতা ফেরার কর্মসূচী বাতিল করে দার্জিলিঙে থেকে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

বনধের মধ্যে রাস্তায় নেমে পর্যটকদের ফেরার ব্যবস্থা করেছেন। অসুস্থদের হাসপাতালে পাঠিয়েছেন। আশ্বস্ত করেছেন স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের।

 

5 May 2017

বিভেদের রাজনীতি রুখে দিন

বিজেপি হিন্দুধর্মের কলঙ্ক, তোপ মমতার

“মাকে ঠাকুরের আশ্রমে রাখাটা হিন্দুধর্ম। তরোয়াল নিয়ে মিছিল করা নয়। রাম যখন জন্মেছিল, বেদ-উপনিষদ যখন লেখা হয়েছিল তখন কোথায় ছিলেন এঁরা। কয়েকটা লোক উড়ে এসে জুড়ে বসেছে। বাংলার সংস্কৃতি জানে না। এত সাহস, বলছে আমি আবার কবে হিন্দু হলাম! আমার বাবা-মার পরিচয় ওদের দিতে হবে নাকি? বিজেপি হিন্দু ধর্মের কলঙ্ক।”

“বিজেপি বলছে, দেশে আবার নাকি মহাপুরুষ এসে গিয়েছে। আরে ভগবানের কি আকাল হয়েছে নাকি! কোন জায়গায় দেশটাকে নিয়ে যাচ্ছে ভাবুন। মানুষের জন্য কোনও কাজ নেই। এখন বলছে গরুর আধার কার্ড চাই। কোন দিন বলবে, কিডনির আধার কার্ড চাই, লিভারের চাই। কানের দুলের জন্যও আলাদা করে আধার কার্ড চাই।”

 

21 April 2017

আঞ্চলিক দলগুলিকে এক হওয়ার ডাক মমতা

আঞ্চলিক দলগুলির একজোট হওয়ার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজনীতিতে এই ধরনের জোটের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। আর তারই অংশ হিসাবে ওড়িশা সফরে গিয়ে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দু’জনের মধ্যে রাজ্য-রাজনীতি নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্টেট গেস্ট’-এর মর্যাদা দিয়েছে ওড়িশা সরকার।

 

 

31 March 2017

মুখ্যমন্ত্রী 

হিন্দু ধর্ম অনেক বড়। এই ধর্মের গুরু রামকৃষ্ণদেবের মতো মানুষ। জিনি বলেছিলেন, যত মত তত পথ। তাঁর চেয়ে বড় আর কে আছে। তাই আমাদের ধমকে চমকে কোন লাভ হবে না।

অনেকেই আমাকে বলেন, “আপনি রোজা করেন কেন? আমি তাঁদের বলি, রোজা করলে যদি আমার ধর্ম নষ্ট হয় তা হলে আমি রোজ রোজা করব। যদি কেউ বলে যে তুমি শিখদের অনুষ্ঠানে গিয়ে হালুয়া খেও না, তাহলে আমি বার বার খাব। চার্চে যেতে যদি কেউ বারণ করে, তাহলে আমি হাজার বার যাব। সবাইকে নিয়ে চলাটাই তো হিন্দু ধর্ম। সেই জন্যই এই বাংলাউ অন্নপূর্ণা পুজোও হয়, আবার ঈদও হয়। রমজান মাসও পালিত হয়, আবার দুর্গাপুজোও হয়, বড়দিনও হয়।

24 March 2017

চিকি९সা সবার জন্য, স্বাস্থ্য কমিশন গঠন করে নজির গড়লেন মুখ্যমন্ত্রী

চিকি९সক থেকে শুরু করে প্রশাসন সহ বিশিষ্টরা রয়েছেন কমিশনে। কোনও রাজনৈতিক দলের লোক নেই। আমাদেরও কাউকে রাখা হয়নি। গরীব ও সাধারণ মানুষকে দিতেই সরকারের সিদ্ধান্ত কার্যকর হল।

10 March 2017

স্বাস্থ্য ও শিক্ষায় রক্ষাকবচ

জনস্বার্থে মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপ

সবাইকে অনুরোধ করব চিকিৎসা নিয়ে, জীবন নিয়ে ব্যবসা করার অধিকার কারও নেই। মানবিকভাবেই আমাদের পরিষেবা দিতে হবে।

– মুখ্যমন্ত্রী