Bengal Chief Minister Mamata Banerjee expressed grief over the loss of lives in the derailment of Jagdalpur-Bhubaneswar Hirakhand Express and alleged the Railways is now neglected and given less priority with curtailment in the Budget.
Mamata Banerjee, who had previously served as the Rail Minister, took to Twitter hours after the derailment. She wrote: “Railways carries crores of people every day. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees. However, now Railways is neglected & being given less priority. The Budget is being curtailed. Safety and security are being compromised.”
“We don’t blame the minister, he is earnest in his efforts. But govt needs to address issues urgently,” the CM said in another tweet.
Mamata Banerjee also offered condolences to the family of the deceased.
রেলকে কম গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়
শনিবার রাতে হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
টুইটারে মুখ্যমন্ত্রী জানান, “ভারতীয় রেল দৈনিক কয়েক কোটি যাত্রী বহন করে। এটাই দেশের জীবনরেখা। আমরা ভারতীয় রেলের কর্মচারীর কাজে গর্বিত। অথচ রেল বিভাগ অবহেলার শিকার। রেলকে খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে। রেলের জন্য বাজেট কমানো হচ্ছে। যাত্রীদের সুরকশা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করা হচ্ছে। আজকের দুর্ঘটনায় আমি মর্মাহত। অনেক যাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করি,। তাদের নিকটজনকে আমার সমবেদনা জানাই”।
তিনি আর একটি টুইটে লেখেন, ‘আমরা মন্ত্রীকে দোষ দেব না। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এই বিষয়টিকে দ্রুত গুরুত্ব দেওয়া উচিত সরকারের।’
Railways carries crores of people everyday. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2017
Railways carries crores of people everyday. It is the lifeline of the nation. We are proud of our Indian Railways employees 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2017
Sadly, today also many people lost their lives. My condolences to their loved ones 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2017
Sadly, today also many people lost their lives. My condolences to their loved ones 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2017