Bengal Finance Minister starts preparation for Bengal Global Business Summit

West Bengal Finance Minister Dr Amit Mitra Monday held a meeting with the Ambassadors of 22 countries in preparation to the Bengal Global Business Summit to be held in January, 2017.

Ambassadors of nations including Germany, France, Britain, Belgium, Singapore and Bangladesh were present at the meeting with the Bengal Finance Minister where the State Government showcased a presentation.

Dr Mitra informed the Ambassadors about the scopes and opportunities in the State for doing business in areas like ports, solar energy and many other areas.

This is the first time the State Finance Minister held a meeting with the Ambassadors of different countries.

 

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি শুরু করলেন অর্থমন্ত্রী

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র সোমবার বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন। ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রাথমিক প্রস্তুতির জন্যই এই বৈঠক।

দিল্লির ফিকির দফতরে আয়োজিত এই বৈঠকে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, উত্তর কোরিয়া,বেলজিয়াম, সিঙ্গাপুর এবং বাংলাদেশসহ ২২ টি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী একটি উপস্থাপনা পেশ করেন।

ডঃ মিত্র পোর্ট, সৌর শক্তি এবং অনেক অন্যান্য স্থানসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যবসার সুযোগ-সুবিধার কথা জানান রাষ্ট্রদূতদের।

এই প্রথমবার রাজ্যের অর্থমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন।

Korean trade agency to set up office in Kolkata

Keeping in mind the sustainable growth in the economy of the state in the past five years, Korean Trade-Investment Promotion Agency (KOTRA) has decided to set up its office in Kolkata.

This is the first office of KOTRA, which is an organisation of South Korean government to look into the promotion of trade, in eastern India and it will open a door for more investment in the state.

Amit Mitra, the state Finance Minister, said at Nabanna on Friday that Dong Seok Choi, Chief Director General of KOTRA on Friday held a meeting with senior officials of the West Bengal Industrial Development Corporation (WBIDC). “He has shown interest in setting up their office in Kolkata. It is a matter of pride for the state as the organisation has chosen the city to set up their office which is the first and only one in eastern India,” he said.

The state government has assured all support to KOTRA in setting up of their office in Kolkata.

 

The image is representative (source)

 

কলকাতায় অফিস খুলতে চলেছে কোরিয়ার বাণিজ্যসংস্থা

গত পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির সাফল্য ও বৃদ্ধির কথা মাথায় রেখে, কোরিয়ান ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA) কলকাতায় তাদের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব ভারতে দক্ষিণ কোরিয়ার এই বাণিজ্যসংস্থার এটি প্রথম কার্যালয় যা রাজ্যের সামনে বিপুল বিনিয়োগের দরজা খুলে দেবে।

শুক্রবার নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র KOTRA-র চিফ ডিরেক্টর জেনারেল এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, KOTRA কলকাতায় তাদের কার্যালয়ে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে,  এটা রাজ্যের  জন্য একটা গর্বের ব্যাপার যে এই সংস্থা তাদের অফিস স্থাপনের জন্য আমাদের শহরকে বেছে নিয়েছে”।

কলকাতায় তাদের কার্যালয় স্থাপনের জন্য KOTRA-কে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Investment Bengal

WB CM forms Industrial Investment Promotion Board

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, Chief Minister Mamata Banerjee on Tuesdaydeclared the formation of an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government.

Announcing the decision at state secretariat Nabanna, she said, “The chairman of the new board will be a former state information technology department secretary. The departmental secretaries of finance, commerce and industries, MSME, information technology, land and land revenue, fisheries, tourism and transport will be members of the new board.”

Apart from the regular board members, IIPB will have finance and industry minister Dr Amit Mitra and the State chief secretary as observers, the CM said. Members of the board will meet once a week and regularly report to her.

The Chief Minister also announced that her government would invite President Pranab Mukherjee to be the chief guest at the state’s upcoming mega business conclave.

Once the IIPB becomes functional, all the existing industry-facilitating bodies under the state government, such as West Bengal Industrial Development Corporation (WBIDC), West Bengal Infrastructure Investment Development Corporation (WBIIDC) and West Bengal Small Industries Development Corporation (WBSIDC), among others, will be brought under IIPB.

 

নতুন শিল্প বোর্ড গঠন করলেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শিল্পায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ডের’৷ দ্রূত শিল্পায়নের স্বার্থে তৈরি হল এই বোর্ড।

তিনি জানান, “শিল্পের সঙ্গে যুক্ত সব দফতরগুলিকে নিয়ে এই নতুন প্রমোশনাল বোর্ড তৈরি করা হয়েছে৷ নতুন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হল প্রাক্তন তথ্য-প্রযুক্তি সচিব কে সিদ্ধার্থ৷ বোর্ডের দুই উপদেষ্টা হিসাবে কাজ করবেন অর্থ ও শিল্প দফতরের মন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ বোর্ডের নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়েছে৷ এ ছাড়াও শিল্প, অর্থ, খাদ্য-প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র, কু্টির শিল্প, ভূমি ও ভূমি রাজস্ব, তথ্য-প্রযুক্তি, পর্যটন, পরিবহণ দফতরের প্রধাণ সচিব এই কমিটির সদস্য৷”

বোর্ড সদস্যরা ছাড়া অর্থ ও শিল্প মন্ত্রী ড অমিত মিত্র এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহের শনিবার নতুন কমিটি বৈঠকে বসে কাজের অগ্রগতির রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে৷

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, রাজ্যের আসন্ন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমন্ত্রণ জানাবে রাজ্য সরকার।

IIPB কার্যকরী হলে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC), পশ্চিমবঙ্গ পরিকাঠামো বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন (WBIIDC) এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBSIDC) এদেরকে IIPB-র আওতায় আনা হবে।

Investment Bengal

Essar to invest up to Rs 1000 cr by FY18 in Bengal

West Bengal is set to get Rs 700-1,000 crore investment in ramping up coal-bed methane (CBM) production from Essar Oil at Raniganj, but it could jump significantly if shale opportunity opens up.

“We have invested Rs 3,300 crore at our Raniganj CBM block and already achieved one million scmd production. We will have to pump an additional Rs 700-1,000 crore to reach the peak projected production of three million scmd capacity,” Essar Exploration & Production CEO Manish Maheswari said.

The West Bengal Government is expected to reap a handsome Rs 2,500 crore as royalty from this CBM block.

 

২০১৮ আর্থিক বর্ষে বাংলায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ‘এসার গ্রুপ’

পশ্চিমবঙ্গের রাণীগঞ্জে এসার অয়েল থেকে coal-bed মিথেন উ९পাদনের জন্য ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এর ফলে লাভের পরিমান উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এসার এক্সপ্লোরেশন ও প্রোডাকশান সিইও মনিশ মহেশ্বর বলেন, “আমরা রাণীগঞ্জে CBM ব্লকে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ইতিমধ্যে এক মিলিয়ন উ९পাদন হয়েছে।  তিন মিলিয়ন উ९পাদন ক্ষমতার শিখরে পৌঁছাতে অতিরিক্ত ৭০০-১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে”।

এই CBM ব্লক থেকে ২,৫০০ কোটি টাকার একটি রয়্যালটি পাওয়ার আশা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের।

Dr Amit Mitra lists investment figures to showcase Bengal’s performance

West Bengal Finance and Industries Minister Dr Amit Mitra on Friday highlighted the investment figures and projects-in-pipeline to depict a changing industrial climate in the state.

He instead gave thrust on Purulia’s Raghunathpur figuring in the national dedicated freight corridor grid, HPCL’s turnaround story, and Birbhum’s Deocha Pachami coal block.

“The Global Business Summit in 2015 drew investment proposals of Rs 2,43,100 crore of which Rs 94,380 crore are at an operational state. The 2016 summit saw a commitment of Rs 2,50,254 crore. Inspite of the polls – and model code of conduct – Rs 24,924 crore of it are at an operational state,” Mitra said while replying to a budgetary debate in the assembly.

He claimed the state has got proposals for 234 medium and large scale units, which together amounts for a whopping Rs 72,516 crore.

Referring to July 2015 central data, he claimed that industrial growth in Bengal was higher than many states, including Punjab, Tamil Nadu and Maharashtra.

He said that the state has been scaling up infrastructure requirements like connectivity, water, transportation and power back-up at the Industrial Parks to make them viable destinations for investment. Mitra cited the HPCL’s 97 per cent productivity levels and its increased profits.

“Haldia, Asansol and Kharagpur were pulled out from red zone, else it could have been detrimental,” he said. The red zone refers to Central Pollution Control Board’s identified zones where industrial activities were banned due to environmental concerns.

He also said 2,600 acres identified in Purulia’s Raghunathpur as an industrial park would be the site for an integrated manufacturing and production hub figuring in the Amritsar-Kolkata dedicated hi-speed freight corridor.

Singapore firm to invest Rs 70 cr in Barasat based agri-lab

A Singapore-based company has decided to invest Rs 70 crore after entering into a partnership with EFRAC (Edward Food Research and Analysis Centre) laboratory at Barasat in North 24 Parganas.

The discussion with the Singapore based company Mandala Capital Limited that focuses on long term investment in the food and agri sector in the Indian sub-continent had initiated during the Chief Minister’s Singapore visit. Moreover, there was also a discussion on the matter during the Bengal Global Business Summit.

Dr Amit Mitra, the state finance minister, said that at present, 68 scientists work in the laboratory. With the investment, the number will go up to 150 and in the next three to four years there will around 300 to 400 scientists working in the laboratory.

The money will be utilised in bringing further development in infrastructure and capabilities of the laboratory. The group also has a plan to further invest the equal amount of money after it’s initially success.

 

The image is representative (source)

Chambers of commerce laud ‘forward-looking’ Budget

The Bengal Chamber of Commerce and Industry on Friday congratulated state Finance Minister Dr Amit Mitra for presenting a forward looking Budget for 2016-17, with an almost five-fold increase in planned expenditure that focuses on education, employment, agriculture and the MSME sector.

The Chamber said it was encouraging that the state has also been able to achieve a robust growth of seven times in agriculture and four times in infrastructure development in the past five years, while at the same time pushing down fiscal and revenue deficits within manageable limits even against the backdrop of a huge inherited debt burden of over Rs. 2.5 lakh crore.

Rakesh Shah, president of Bharat Chamber of Commerce, Kolkata said: “Amit Mitra deserves rich accolades for the most remarkable accomplishments in terms of the reduction in fiscal deficit and revenue deficit. This is despite large scale implementation of several ambitious schemes and projects for growth in the social development sector, which are being emulated in other States of the country.”

Anil Vaswani, Chairman, CII West Bengal State Council said that the Budget is a developmental one “with a focus on small-scale industries, health, infrastructure and education. The Finance Minister has made proposals to expedite speedy dispute resolution of VAT appeal cases. This will certainly go a long a long way in improving business environment in the state.”

Banglar Fasal: State initiative to sell veggies at a fair price

The State Co-operation Department has taken steps to introduce Banglar Fasal, an initiative to sell vegetables at a fair price after procuring them directly from farmers. It will be introduced in Barrackpore and then gradually extended across the state. The stall in Barrackpore will come up on June 22, said Arup Roy, the State Co-operation Minister.

It may be mentioned that earlier a project similar called Sufal Bangla was introduced. This new project will be helpful to both common people and farmers. The farmers will be benefitted as the State Government will directly procure their cultivated crops and on the other hand, common people will get vegetables at a fair price.

It will also help to curb the problem of unnecessary increase in the price of essential commodities as there will no more be the intervention of middlemen.

 

‘বাংলার ফসল’ – রাজ্যের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি

কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে সুলভ মূল্যে রাজ্যবাসীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কো-অপারেশন দপ্তর। প্রকল্পের নাম ‘বাংলার ফসল’। প্রথমে এটি শুরু হবে ব্যারাকপুরে তারপর আসতে আসতে সারা রাজ্যে ছড়িয়ে পরবে। আগামী ২২ শে জুন ব্যারাকপুরে এই স্টলের উদ্বোধন হবে, শুক্রবার নবান্নে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

এখানে নানা ধরনের সবজি রাখা থাকবে। এর আগেও এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে যা খুব ভালোভাবে চলছে। এই নতুন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষ এবং কৃষকরা সকলেই উপকৃত হবেন।

রাজ্য সরকার সরাসরি কৃষদের থেকে তাদের ফলানো ফসল সংগ্রহ করার ফল কৃষকরা উপকৃত হবেন এবং অন্যদিকে সাধারণ মানুষের ন্যায্য মূল্যে সবজি পাবেন।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সমস্যা থেকে মধ্যবিত্তদের সাহায্য করবে এই প্রকল্প।

Bengal Govt to formulate action plan for fostering start-ups

The newly-elected Mamata Banerjee Government is planning to formulate an action plan for fostering start-ups in the State.

“By 2020, we aim to make West Bengal one of the top three States in IT and IT-enabled services,” the state’s newly-appointed IT Minister Bratya Basu said during an interactive session with the National Association of Software and Services Companies (NASSCOM) on Wednesday. NASSCOM is the representative body of IT industries in India.

He called upon industry to join the Government to help dispel the negative perceptions that the State suffers from. “It cannot be the Government’s job alone…you have to join us too,” he said echoing a point made by Chief Minister Mamata Banerjee on Tuesday at her meeting with nine chambers of commerce.

The Government is determined to make the State a front runner in the IT space, Mr. Basu said.

The discussions ranged from possible Government-supported product-development centric incubation centres to the creation of a database of start-ups for larger companies as well as the Government.

 

স্টার্ট-আপ প্রসারে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার

নবনির্বাচিত মমতা ব্যানার্জী পরিচালিত সরকার রাজ্যে স্টার্ট আপগুলির বিকাশের জন্য একটি সক্রিয় প্ল্যান প্রণয়ন করার পরিকল্পনা করেছে।

“২০২০ সালের মধ্যে তথ্য–‌প্রযুক্তিতে দেশের প্রথম ৩ রাজ্যের তালিকায় মধ্যে পশ্চিমবঙ্গের নাম যুক্ত করা আমাদের লক্ষ্য”, বুধবার এক আলোচনাচক্রে এ কথা জানান রাজ্যের তথ্য–‌প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী ব্রাত্য বসু। তথ্য–‌প্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘‌ন্যাসকম’‌ এই আলোচনার আয়োজন করেছিল।

আলচনার পর মন্ত্রী জানান, “ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে একজানালা পরিষেবা চালু করা হবে, এর জন্য একটি অ্যাপও তৈরি করা হচ্ছে, যে কোনও লাইসেন্স, সব রকম আবেদন এর মাধ্যমেই করা যাবে”।

মন্ত্রী আরও জানান, “অনেকেই তথ্য–‌প্রযুক্তিতে নতুন বিনিয়োগ করেছেন বা ছোট সংস্থা খুলেছেন।রাজ্য সরকার তাদের পাশে থাকবে।তথ্য প্রযুক্তিতে রাজ্যকে সামনে আনার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ”।

ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে সরকারি সাহায্য ও স্টার্ট আপ এর ডাটাবেস তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে এই বৈঠকে।

Captains of industry hail Trinamool’s victory in Bengal

Industry captains have welcomed the massive victory of Mamata Banerjee led Trinamool Congress in the 2016 Assembly elections in West Bengal.

Industry captains are hopeful that development and reforms in the State will receive an impetus because of the huge mandate that Didi has won.

CII’s Eastern Region chairman TV Narendran said, “The decisive election victory of the TMC reaffirms the direction of the government and sets the tone for faster economic reforms in West Bengal.”

RP-Sanjiv Goenka Group chairman Sanjiv Goenka says Mamata’s return is “a great news for those who want Bengal to join and win the eagerly-awaited race for economic development.

FICCI President Harsh Neotia said, “This mandate shows people have voted in favour of the development work in the last five years.”

ASSOCHAM Chairman Sunil Kanoria said, “This huge mandate again proves there is no altervative to the politics of development.”

“MCCI will support in all developmental endeavours in the state”, said Manish Goenka, President MCCI.