Bengal is the gateway to south-east Asia: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated US-based hospitality chain JW Marriott’s debut hotel in the city on Tuesday, reiterating her contention that the state had a conducive environment for businesses to flourish.

The opening of JW Marriott hotel in the city proves that Bengal is the destination for investment as it is the gateway to south-east Asian countries, she said while inaugurating the hotel on Eastern Metropolitan Bypass.

Stressing on the strategic importance of Bengal for business, she said, “Bengal is not just a destination for Kolkata. It is the gateway to countries like Nepal, Bhutan, Bangladesh, and accessible to Bangkok, Singapore and Myanmar.”

She thanked the authorities of the biggest hotel chain in the world for opening the hotel before the Bengal Global Business Summit scheduled to be held on January 20-21, 2017 where delegates from many foreign countries to the city will attend this conference.

The Bengal CM also informed about the company’s plan to invest in another hotel at Siliguri. The superstructure, spread over 1.3 acres of land on Hillcart Road, would comprise 138 rooms. It will be thrown open to the public by the end of 2017.

 

 

রাজ্যে লগ্নি বাড়ছে পর্যটন শিল্পে, খুশি মুখ্যমন্ত্রী

রাজ্যে পর্যটন শিল্প বাড়ছে৷ ভিনদেশের পর্যটকরা আসছেন৷ তাই হোটেল ব্যবসা বাড়ছে৷ একের পর এক বিলাসবহুল হোটেল খুলছে রাজ্যে৷ কলকাতায় জে ডবলিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধনে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি বলেন, “দীপাবলির আগে কলকাতাকে আলোকিত করল ম্যারিয়ট হোটেল৷ আপনারা এগিয়ে যান৷ আমরা সঙ্গে আছি৷” পাশাপাশি আগামী ২০-২১ জানুয়ারি বেঙ্গল গ্লোবাল সামিট হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সরকার সবসময় সাহায্য করে৷ সহযোগিতা করে৷ কলকাতা হল নেপাল, ভুটান, বাংলাদেশ শুধু নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মায়ানমারের গেটওয়ে৷ পর্যটকদেরও পছন্দের গন্তব্য৷ শিল্পও বাড়ছে৷ বহু হোটেল তো আছে৷ নতুন অনেকে আসছে৷ ব্যবসা না হলে তারা আসত?”

সায়েন্স সিটির কাছেই ম্যারিয়ট গোষ্ঠীর হোটেল দরজা খুলল মঙ্গলবার৷ যদিও পুরোপুরি পরিষেবা চালু হতে আরও কয়েকদিন লাগবে৷ কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বুকিং হয়ে গিয়েছে৷ মনি গোষ্ঠী ও সত্ত্বা গোষ্ঠীর হাত ধরে কলকাতায় পা রাখল ম্যারিয়ট৷ ২৮১টি ঘর, মহানগরের সর্ববৃহৎ বলরুম, নিশি-উপভোগের জন্য নাইট ক্লাব ‘গোল্ড’, সুইমিং পুল, স্পা এবং আরও অনেক কিছু, যার জন্য সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১২০০ কোটি টাকা৷ যে প্রকল্পের উদ্বোধনে চিফ অপারেটিং অফিসার রাজীব মেমন বলেছেন, “কলকাতা সম্পর্কে ধারণা বদলেছে৷ এক সময় সুনামে কিছুটা হলেও ঘুন ধরেছিল, এখন সেই অবস্থা বদলেছে৷” এজন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি৷ অর্থমন্ত্রীর সহযোগিতার কথা বলে তাঁর মন্তব্য, “উনিও এই প্রকল্প গড়ে তোলার জন্য নানাভাবে সাহায্য করেছেন, উৎসাহিত করেছেন৷”

Investment Bengal

Eye on US biz ties, Dr Amit Mitra attends midnight meet

In order to strengthen business ties with US, Bengal Finance, Commerce and Industries minister Dr Amit Mitra spent one-and-a-half hours with the US India Business Council (USIBC), a little after Monday midnight, on video conference.

The meeting, attended by USIBC president Mukesh Aghi, global CEO of MasterCard Ajay Banga, Ambassador Frank Wisner, consul general of India in New York Riva Ganguly Das and 35 others, was held in New York. Along with Dr Mitra, Trinamool MP and spokesperson Derek O’Brien pitched Bengal as the next global destination.

Pointing out that at the macro-economic level, the growth of Bengal stood far above that of the rest of the country, the state finance minister cited four examples based on 2015-16 figures that showed that the state outpaced GVA growth nationally by 4.72%, industrial sector growth by 3.29%, agricultural sector growth by 4.45% and services sector growth by 4.79%.

Dr Mitra further said that the state economy was at a more solid footing compared to that during the Left rule in 2010-11. The GSDP (at current prices) has doubled, fiscal deficit and revenue deficit has been brought down, and state’s own taxes have doubled in four years. Plan expenditure has grown thrice and capital expenditure has grown by seven times. Physical infrastructure in the state had grown fourfold, he added.

“Changes in Bengal in the past five years have been palpable and terrific,” said Ajay Banga, chairman emeritus of USIBC & global CEO of MasterCard.

“The 90-minute meeting was purposive. The Q&A session was also invigorating. We are glad that delegates in NYC were receptive to hard numbers about Bengal growth story of 5 years under the leadership of Mamata Banerjee,” O’Brien said.

 

মার্কিন শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

রীতিমতো নজিরবিহীনভাবে মধ্যরাতে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হল। সোমবার রাত সাড়ে ১১টা থেকে সওয়া ১টা পযর্ন্ত নবান্নের ১৩ তলার কনফারেন্স রুম থেকে ওই ভিডিও কনফারেন্স করেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। অপরদিকে নিউইয়র্কের মিডটাউনের মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বোর্ড রুমে ছিলেন প্রায় ৫০ জন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্ণধার। সেই তালিকায় গ্লোবাল মাস্টার কার্ডের চেয়ারম্যান অজয় বাঙ্গা, ফ্র্যাঙ্ক উইজনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি ছিলেন।

রাজ্য সরকার তথা এদেশের প্রতিনিধি হিসাবে নিউইয়র্কে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন এবং নিউইয়র্কে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ছাড়াও শিল্পদপ্তরের প্রধান সচিব এসএম কৃষ্ণা এবং ডব্লুবিআইডিসি’র ম্যানেজিং ডিরেক্টর সুরেন্দ্র গুপ্তা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে সময় তখন বেলা ২টো। ভিডিও কনফারেন্সের শুরুতেই মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে দ্বিতীয় বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে তারা জানিয়ে দেয়, পেপসি, কোকাকোলা, কগনিজ্যান্ট-র মতো মার্কিন সংস্থা রা঩জ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, এশিয়ান দেশগুলির গেটওয়ে। অমিত মিত্র রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাখ্যা করে বলেন, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ রাজ্য থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানেও ব্যাবসার সুযোগ রয়েছে। কগনিজ্যান্ট নতুন করে ১৫ একর জমি নিয়েছে। সেখানে পুনরায় তথ্যপ্রযুক্তি সংস্থা চালু করবে। নতুন করে ১৫ হাজার কর্মসংস্থান হতে চলেছে। কোকাকোলা ১২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাদের প্রতিষ্ঠানে ‘মাজা’ তৈরি হচ্ছে। রাজ্যে বিনিয়োগের সব সম্ভাবনা রয়েছে।

সেই সব দিক ব্যাখ্যা করতে গিয়ে কত রাস্তা হয়েছে, কত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার উল্লেখ করেন অমিতবাবু। মার্কিন শিল্পপতিরা অমিতবাবুর কাছে জিএসটি নিয়ে রাজ্যের স্ট্যান্ড জানতে চান। তিনি বলেন, আর কোনও সংস্থাকে একাধিক ট্যাক্স দিতে হবে না। একটি ট্যাক্সের মাধ্যমে সব ট্যাক্স দেওয়া যাবে। তিনি যে জিএসটি’র এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান, তাও জানিয়ে দেন। সেই ভিডিও কনফারেন্সে নিউইয়র্কে উপস্থিত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও কেন্দ্রীয় সরকারের ভূমিকারও ব্যাখ্যা করেন। ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক উইজনারও পৌনে দু’ঘণ্টার ভিডিও কনফারেন্স নানা বিষয় তুলে ধরেন। জানতে চান, দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি।

পশ্চিমবঙ্গের শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তনও জানতে চান অমিত মিত্রের কাছে। অমিতবাবু তাঁদের কাছে আগেই পাঁচ পাতার নোট পাঠিয়েছিলেন। সোমবার গভীর রাতে রাজনৈতিক পরিবর্তনের পুরো ব্যাখ্যা করেন। জানিয়ে দেন, রাজ্য স্থায়ী সরকার চলছে। সেই সঙ্গে পরিকাঠামো, ভারী শিল্প, শিক্ষা, পর্যটন, তথ্যপ্রযুক্তি সেক্টরে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০-২১ জানুয়ারি বিশ্ববঙ্গ সম্মেলনে হাজির হওয়ার জন্য মার্কিন শিল্পপতিদের কাছে আবেদন করেন শিল্পমন্ত্রী অমিত মিত্র। মার্কিন ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদল এ রাজ্যে আসতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

JSW Group to make fresh investments worth Rs 3,400 cr in Bengal

Sajjan Jindal, head of the JSW Group, announced today in Kolkata that the company is going to make fresh investments worth Rs 3,400 crore in Bengal.

The announcement was made at a joint press conference in Nabanna, the State secretariat, hosted by Bengal Chief Minister Mamata Banerjee. Earlier during the day, he had met the Chief Minister to intimate her of the company’s plans for the State. It was attended by high-ranking officials of the State, including the chief secretary, Basudeb Banerjee.

The high-capacity cement plant in Salboni in Paschim Medinipur district was cleared during the meeting. A 200,000-kilolitre capacity paint plant is also coming up in the State, to cater to the whole of eastern India.

The Chief Minister said employment opportunities for about 4,000 people will be created because of the investments. She mentioned that there is no alternative to hard work.

The group will also be providing skill training to local youths. This is a welcome move, according to the Chief Minister.

As part of the company’s CSR activities, the group will set up a farming cooperative with farmers who gave land in Salboni for the cement plant. The latest technologies would be used to make the farming viable and profitable. The profits will be shared with the farmers.

The Chief Minister was visibly happy for the series of investments announced, and said, “We are grateful to them for their Bijoya gift (investment)”.

Mamata Banerjee said during the press conference that Sajjan Jindal has been invited for the Bengal Global Business Summit in 2017.

The Chief Minister also said that Bengal is the main destination for investments now and that the State is the gateway to north-eastern India, as well as to the countries of Nepal, Bhutan, Bangladesh and Myanmar.

 

 

বাংলায় আরও ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিল্পপতি সজ্জন জিন্দল৷ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিমেন্ট কারখানা তৈরির জন্য জমি দেওয়া হয়েছে জিন্দলদের৷ শালবনির প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি জিন্দল শিল্পগোষ্ঠীর কর্ণধারকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জিন্দল গ্রুপ বাংলায় আরও ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে। এর ফলে রাজ্যে প্রায় ৪০০০ কর্মসংস্থান তৈরি হবে।

তিনি আরও বলেন, “পরিশ্রমের বিকল্প কিছু নেই ।  কৃষকদের জমি ফেরত দিতে চাইলে তারা বিকল্প আয়ের উপায় চান। সেখানে তৈরি হবে অ্যাগ্রো ফার্ম। কৃষকদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের ফার্মে নিয়োগ করা হবে। যেসব কৃষকরা শালবনিতে জমি দিয়েছেন তাদের সঙ্গে একটি কো-অপারেটিভ তৈরি করবে জিন্দল গ্রুপ। যা মুনাফা হবে তা কৃষকদের সঙ্গে শেয়ার করা হবে। ২০১৮ সালের মধ্যে এই কারখানা চালু করতে আগ্রহী জিন্দল গ্রুপ”।

মুখ্যমন্ত্রী জানান, ২০১৭ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দল জিকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা বিজয়ার উপহার পেয়ে খুব খুশি। বাংলাই এখন বিনিয়োগের প্রধান গন্তব্য। উত্তর পূর্ব ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমারের গেটওয়ে এখন বাংলা।

 

Chinese delegation eyes investment in 7 sectors in Bengal

A 21-member Chinese trade delegation on Monday expressed their interest to invest in seven different industrial sectors in the state. The delegation – consisting of chief executive officers, vice-presidents and managing directors of 13 different companies met the local business fraternities on a ‘Business to Business’ gathering to discuss trade and investments in Bengal.

On Monday, Bengal Commerce and Industries Minister Dr Amit Mitra met the Chinese delegates. “They are interested to invest in the sectors of coal machinery and equipments, metallurgy, mining, electrical, chemical productions, pharmaceutical and medical equipments, biological equipments, hydropower and real estate materials,” Dr Mitra said.

The Chinese delegation is interested in manufacturing, infrastructure, real estate and heavy machinery. The scenario of Bengal is business friendly and conducive for investment, the delegation thinks..

The Chinese Vice-President Li Yuanchao had met Chief Minister Mamata Banerjee in November 2015, and assured her to send a business delegation to the state.

“Chinese Vice-President had met Chief Minister Mamata Banerjee and at the time had assured her to send a business delegation. With a focus on investment, the 13 companies from China have come to explore business opportunities in Bengal, whose aggregated turnover is USD 10 billion,” said Dr Mitra, adding that a delegation comprising top bosses of ‘Fortune 500’ companies is set to visit the state in November this year.

Additionally, the Chinese delegation will have discussions with Bengal Industrial Development Corporation (WBIDC) and also visit a manufacturing zone at Burdwan’s Panagarh to get exact knowledge of investment opportunities in the state.

“The Chinese delegation will visit the Matix factory at Panagarh. It will give them genuine knowledge of industrialisation in the state. As the first phase of its Panagarh urea plant is ready for commissioning, Matix Fertilizers plans to invest Rs 6,500 Cr in the second phase of the project,” the State Commerce and Industries minister said.

Dr Mitra said the Chinese companies have also shown their interest in the Micro, Small and Medium Enterprises (MSME) sector, which will be given support on behalf of the state government as per the industrial policy. The state has 6,000 acre of land in 23 industrial estates. “The huge trade deficit shows us that we should do more business with China,” Mitra added.

“We have invited the Chinese delegation to attend the Bengal Global Business Summit and I hope they will take a firm decision on investments in the state. Chinese do not take much time. Many countries take time to research, Chinese are not like those. They are always quick to grab the opportunities,” Dr Mitra said.

 

বাংলায় বিনিয়োগে আগ্রহী চিনের প্রতিনিধি দল

গতকাল চিন থেকে ২২ জনের একটি শিল্প প্রতিনিধি দল অমিত মিত্রের সঙ্গে বৈঠক করতে আসেন। বাংলায় শিল্পে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরী হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের আমলেই, জানালেন শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসা চীন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা।
চিন থেকে আসা প্রতিনিধিরা  জানান যে পশ্চিমবঙ্গ ক্রমশ উন্নতি করেছে। আগের অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য বিনিয়োগের উপযুক্ত হয়ে উঠেছে।  রাজ্যের বিভিন্ন শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন তারা।  রাজ্যের শিল্পমন্ত্রী  ডঃ অমিত মিত্র এই সভার প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থ দফতরের বিভিন্ন আধিকারিকরা। চিন থেকে আসা প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফর নিয়ে উত্সাহী রাজ্যের শিল্পপতি মহল।
ধাতু বিদ্যা, খনিজ সরঞ্জাম এবং উত্পাদন বিষয়ক বিভিন্ন খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন দলটি।বাংলায় শিল্প বিনিয়োগের রূপরেখা তৈরী করতে তুমুল উত্সাহী  চিন। এই প্রতিনিধি দলকে উপযুক্ত জমি দেখতে পানাগড় নিয়ে যাওয়া হয়।দুদিন ব্যাপী এই সফরে তাদের চাহিদা অনুযায়ী ল্যান্ড ব্যাংকে থাকা বাকি জমিও দেখানো হবে। ১৩টি শিল্প সংস্থার ১৯ জন প্রতিনিধি এখানে আসেন। এই ১৩টি সংস্থার বার্ষিক আয় ১০০০ কোটি ডলারের বেশি। ফরচুন ৫০০ নথিভুক্ত কয়েকটি চীনা সংস্থাকে নিয়ে আগামী অক্টোবর মাসে এই প্রতিনিধিদল আবার আসবেন। সাংজি এনার্জি গ্রুপের পক্ষ থেকে জলবিদ্যুৎতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সিচুয়ান চানকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের সঙ্গে মৌ সাক্ষরে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ক্রাউন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রিয়েল এস্টেটে স্থানীয় শিল্পপতিদের সঙ্গে চুক্তিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

 

Volvo expresses intention to set up unit in Bengal

A day after West Bengal Chief Minister Mamata Banerjee invited investors to set up automobile unit in the state, Swedish automobile giant Volvo has expressed intention to establish a unit.

“I spoke with Volvo (representatives) today. We will give them 25 acres in Panagarh industrial park,” the CM told reporters. “They will have a setup there. We have given them land,” she said, adding details will be shared later.

Bengal has a land bank and policy ready for investors, she reiterated. The Swedish multinational approached the government for land to set up a base in the state.

The Chief Minister recently visited Germany and Italy seeking investment from global giants like BMW.

 

বাংলায় কারখানা গড়বে ভলভো

সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুধবার বিনিয়োগকারীদের গাড়ি শিল্পে বাংলায় লগ্নি করার আহ্বান জানান। তার একদিন পরেই সুইডেনের গাড়ি নির্মাতা ভলভো রাজ্যে একটি কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

“আজ আমার ভলভোর সাথে কথা হয়েছে। আমরা রাজ্যের তরফে তাদের পানাগড়ে ২৫ একর জমি দেব,” জানান মুখ্যমন্ত্রী।

বাংলার নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক ও ল্যান্ড ম্যাপ রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর মাসেই লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী জার্মানি সফরে গেছিলেন।

German delegation likely to attend Bengal Global Business Summit, 2017

The presence of Chief Minister Mamata Banerjee has created a lasting impression in the minds of the German business fraternity and a big delegation from the country is expected to attend the Bengal Global Business Summit, scheduled to held on January 20 and 21 next year, state Finance minister
Dr Amit Mitra said.

Vikram Solar, one of the leading solar energy solution providers based in Bengal, has signed an MoU with Teamtechnik of Germany to upgrade and expand its production capacity for Rs 400 crore. An MoU was signed between Sanjay Kajaria-led Hastings Group and German security system company Abus to export bio-jute packaging materials.

Before leaving Germany, Dr Mitra said the German businessmen were impressed by the development that had taken place under Mamata Banerjee’s leadership. She met the businessmen and had detailed discussions with them. Representatives from the German manufacturing and engineering, foundry and automobile industries called on the Chief Minister and expressed satisfaction over the meeting. 55 business-to-business and business-to-government talks had taken place and talks had taken place.

Asked what impact the visit would have in Germany, Mitra said the confidence building measures (CBM) had been very successful and now both the countries would have to translate thoughts into action. “I am hopeful that a big German delegation will come for the BGBS next year,” he said.

 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহী বহু জার্মান সংস্থা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি জার্মান ব্যবসায়ীদের ভীষণ ভাবে অভিভূত করেছে ও আশা করা যায় আগামী বছরের ২০-২১ জানুয়ারী যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে একটি বড় জার্মান প্রতিনিধি দল অংশ নেবে, এমনটাই মনে করছেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র।

অতিপরিচিত সৌরবিদ্যুৎ সরবরোহকারী সংস্থা বিক্রম সোলার একটি মৌ-সাক্ষর করেছে জার্মানির টেমটেকনিক নামক সংস্থার সঙ্গে। ৪০০ কোটি টাকার বিনিয়োগে তারা উৎপাদন ক্ষমতা বাড়াতে ইচ্ছুক। সঞ্জয় কেজরিয়ার নেতৃত্বে হেস্টিংস গ্রুপ ও জার্মান সংস্থা আবাস এর মধ্যে আরো একটি মৌ সাক্ষর হয়েছে বায়ো-জুট প্যাকেজিং দ্রব্য রপ্তানির জন্য।

জার্মানি ছাড়ার আগে অমিত মিত্র জানান, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হয়েছে তাতে জার্মান শিল্পপতিরা মুগ্ধ। শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। জার্মান উত্পাদন ও কারিগরি, গাড়ি শিল্পের প্রতিনিধিরা এই বৈঠকের পর খুব খুশি। শিল্পমন্ত্রী জানান যে গত ৪ দিনে ৫৫টি বি-টু-বি ও বি-টু-জি বৈঠক হয়।

অমিত বাবু বলেন ” আমি আশাবাদী একটি বড় জার্মান প্রতিনিধিদল আগামী বছরের বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে অংশগ্রহণ করতে আসবেন।”

Biswa Bangla products to be available in Germany

An interaction was organized by Government of West Bengal, Consulate General Munich, BVMW and FICCI in Munich on Thursday.

The speakers included prof Dr. Wolgang Reinhardt From BVMW, former CEO, BVMW and Chairman, CUD, Baden-Wurttemberg, Bernd Reuters from German Ministry, Head of Division International Economic Relations, Ministry of Economic Affairs, Labour and Housing, State of Baden-Wurttemberg and senior secretaries of Government of West Bengal.

They were invited to bring a delegation of major auto, engineering,textile and other members to Bengal.

The 160 years old AMANN Group of Germany represented by Sanjeev Grewal, Regional Director said they were Interested in setting up a large textile industry in Bengal manufacturing specialized threads. The dialogue will continue as all the dignitaries were invited to Bengal.

The interaction was attended by Senator H.C. Zaki Kursun, GM, East West, a large importer of home furnishing textiles. He said he is highly interested in sourcing from Bengal. The Benga MSMET Department will facilitate linking with private textile manufacturers of Bengal.

More than 60 German Companies were present to interact with the Government and Business delegates of India. The seminar was followed by meeting with Dr. Gisela Splett, Honorable state Secretary of Ministry of Finance of the state Baden-Wurttemberg and also another meeting with Breuninger Department Store of Biswa Bangla.

 

বার্লিন-মিউনিখের স্টলে পাওয়া যাবে পণ্য

বঙ্গ বাণিজ্যে তাদের লগ্নি আরও বাড়াচ্ছে জার্মান সংস্থাগুলি৷ নতুন করে আরও কিছু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে৷ মিউনিখে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনের পর সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার স্পষ্ট জানালেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক পদক্ষেপ ও সম্মেলনে অসাধারণ আহ্বানের জন্যই জার্মান শিল্পমহলের ব়্যাডারে ধরা পড়েছে বাংলা৷।

বিশেষ তাৎপর্যপূর্ণ হল, এদিন স্টুটগার্টে ছিল একটি শিল্পসভা৷ যেখানে গিয়েছিল রাজ্যের একটি উচ্চপর্যায়ের শিল্প-প্রতিনিধিদল৷ সেই শিল্পসভায় জার্মানির ৬০টি সংস্থা ছিল৷ তারা প্রত্যেকেই বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে৷ অমিতবাবু এই প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম ২০-৩০টি সংস্থা আসবে৷ কিন্তু এই যে বিপুল সংখ্যক সংস্থা এসেছে, এটাই সাফল্যের ইঙ্গিত দিচ্ছে৷”

অমিতবাবু বলেন “এদিন শিল্পসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এখন থেকে বিশ্ববাংলার প্রোডাক্টগুলি বার্লিন, মিউনিখ, বন-সহ জার্মানির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরকারি-বেসরকারি বিপণিতে পাওয়া যাবে৷ এই ব্যাপারে এদিন একটি চুক্তি হয়েছে৷ বাংলার কুটির ও হস্তশিল্প সম্পর্কে জার্মান শিল্পপতিদের মধ্যে আকর্ষণ তৈরি হয়েছে৷”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে জার্মানির দক্ষিণ প্রান্তের শহর স্টুটগার্টে গিয়েছিল রাজ্য সরকারের শিল্প-প্রতিনিধিদল৷ সেখানে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে সেখানকার শিল্পোদ্যোগী ও উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন শিল্পকর্তারা৷ স্টুটগার্টের বণিকসভার সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানির ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে চেয়েছেন মিউনিখ সফরে আসা বাংলার শিল্পকর্তারা৷

আজ, শুক্রবার কলকাতায় ফেরার বিমানে উঠছেন মুখ্যমন্ত্রী৷ বিকালে উড়ান৷ তিনি কলকাতা পৌঁছবেন শনিবার সকালে৷

“Come to Bengal and invest”: Mamata tells investors in Munich

West Bengal Chief Minister Mamata Banerjee today made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the state and assured them that her government would pull out all the stops to help and support.

“We will help. Give us the choice, we will give you all options. If you want to set up industry, the state government will give land from the land bank. Our land bank, land policy is ready. If you come, we will be happy,” Banerjee said while addressing a business meeting in Munich.

Mamata Banerjee, who led a business delegation to Munich to explore investment opportunities, urged the German auto major BMW to consider investing in the state and said, “We have enough opportunities in transport sector. You will see with your own eyes the opportunities in Bengal,” she said.

“If you think about India, first think about Bengal. Bengal is the gateway to Bangladesh, Bhutan, Nepal. If you invest, you will get a ready market,” she told the investors.

“If you want to invest, you have to set up one unit. Only ancillaries (industries) will not serve the purpose,” she said.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

State finance minister Amit Mitra, who had a meeting yesterday with senior management of the BMW in Munich had described it as a productive meeting.

“We told BMW that all options are open for them to invest in Bengal,” he had stated.

 

জার্মানিকে বাংলায় লগ্নির ডাক মমতার

বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। আমাদের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বুধবার মিউনিখে এভাবেই বি এম ডব্লু–কে বাংলায় বিনিয়োগ করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তেও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন। জার্মান শিল্পপতি ও উদ্যোক্তাদের উদ্দেশে মিউনিখের সিটি সেন্টারে শিল্প সম্মেলনে মমতা বলেন, শুধু কারখানাই নয়, অনুসারী শিল্প করতেও আসুন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অনেক জায়গা আছে যেখানে জল, বিদ্যুৎ, আলো প্রচুর আছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বাভারিয়া প্রদেশের আইনমন্ত্রী উইনফ্রেইড হাউসব্যাককে পাশে বসিয়ে মমতা বলেন, আমাদের ল্যান্ডব্যাঙ্ক আছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরেছে। এখন আমাদের রাজ্যে আর কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না। বাংলায় রেডি মার্কেট পাবেন। আপনাদের পণ্যের জন্য নতুন করে বাজার খুঁজতে হবে না। বাংলা এখন বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা। আপনারা আসুন।

এদিনের শিল্প সম্মেলনে রাজ্যের ২৯ জন শিল্পপতির একটি দল যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন। জানা গেছে, এদিন শিল্প সম্মেলনে জার্মানির কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন।

জার্মান শিল্পপতিদের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করেন। বলেন, জার্মানির সঙ্গে ভারতের মৈত্রী বন্ধন গড়ে তুলেছিলেন ম্যাক্সমুলার। বলেন, জার্মান ও বাংলার সম্পর্ক দীর্ঘজীবী হোক।

মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি শিল্পই হোক আর ম্যানুফ্যাকচারিং— বাংলায় বিনিয়োগ করলে আপনারা সবরকম সহযোগিতা, সমর্থন পাবেন। বাংলার তরুণ প্রজন্ম রয়েছে। তাঁদেরকেও আপনারা কাজে লাগাতে পারবেন। জার্মান শিল্পোদ্যোগীদের উদ্দেশে মমতা বলেন, আপনারা এসেছেন। আমি গর্বিত। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ২০ ও ২১ জানুয়ারি কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হবে। আপনারা আসুন।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি কাজ বেশি কথা কম। এভাবেই চলি। এদিনের বৈঠকে সিমেন্সের সুনীল মাথুর উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব–ফুটবল চ্যাম্পিয়ন জার্মানি। আর বাংলার মানুষ ফুটবল–পাগল। রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে। আমিও রাত জেগে দেখি। জার্মানির অনেক জিনিস আমরা কলকাতায় ব্যবহার করি। আপনারা যখনই আসবেন, বাংলায় কোনও বাধা পাবেন না। সবরকম সমর্থন, সহযোগিতা আপনারা পাবেন। বাংলায় বিনিয়োগ করলে এশিয়ার অন্য দেশগুলিতেও আপনাদের পণ্যের বাজার পাবেন। পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ। আমাদের পরিবহণ ব্যবস্থা ভাল। ল্যান্ডব্যাঙ্ক আছে।

Bengal CM to meet German industry houses, seek investments

Bengal Chief Minister Mamata Banerjee will today hold a meeting with representatives of the German business houses at City Centre, Munich. The Chief Minister will be accompanied by the State finance and industry minister Dr Amit Mitra and a business delegation consisting industry captains from Bengal.

A preliminary meeting was held between the Chief Minister and the business delegation from Bengal yesterday. The Chief Minister urged the industry captains to showcase their experience of doing business in Bengal to their German counterparts. It was also decided regarding which sectors should be highlighted in the meeting,

The Bengal Chief Minister had earlier visited Singapore, London, Bhutan and Bangladesh and held industry meets . Under the present Government there has been a complete turnaround by the State regarding work culture and infrastructure development.

লগ্নি টানতে আজ মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন৷

অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

২০১৭ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মিউনিখের এই শিল্প সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷

 

Bengal seeks closer ties with Germany

A high powered official and business delegation from West Bengal, India led by the Hon’ble Chief Minister Mamata Banerjee is in Germany from September 5-9, 2016 to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between the Germany and West Bengal.

Hon’ble Chief Minister of West Bengal, Mamata Banerjee would be addressing an exclusive Interactive Session on the 7 September, 2016 in Munich and a series of interactions are being organised on the occasion of her visit.

Seminar on “Business Opportunities in West Bengal”

The first of the interactive sessions, a seminar on “Business Opportunities in West Bengal” was organised by IHK Duesseldorf, Indo-German Chamber of Commerce, Government of West Bengal, Consulate General of India, Frankfurt and Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) on 5 September, 2016.

The session was addressed by Dr Amit Mitra, Hon’ble Minister-in-Charge, Finance, Excise, Commerce & Industries, Mr Sovan Chatterjee, Hon’ble Mayor of Kolkata and Minister-in-Charge, Environment and Housing from Govt. of West Bengal. From NRW Ministry, Dr. Günther Horzetzky, State Secretary, Ministry for Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia addressed the session.

The event had a vibrant interactive session with German participants and members of the official and business delegation from West Bengal, India. The Seminar was attended by nearly 100 participants from across sectors.

The seminar was followed by G2B meetings between Senior Government officials of the State of West Bengal and major German companies including Elga Biotech, Boson Energy (IMBY Company), Oerlikon Barmag and others.

 

 

জার্মানির সাথে আরও নিবিড় সম্পর্ক চায় বাংলা

বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর নেতৃত্বে একটি উচচ পর্যায়ের সরকারি ও শিল্প প্রতিনিধি দল জার্মানিতে আছেন ৯ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত, দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মিউনিখ শহরে একটি শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ৫ই সেপ্টেম্বর “বাংলায় শিল্প সম্ভাবনা” সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুসেলডর্ফ , ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, পশ্চিমবঙ্গ সরকার, কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রাঙ্কফুর্ট এন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স & ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয়েছিল সভাটি।

উক্ত সভাটিতে বক্তব্য রাখেন মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র , কলকাতার মেয়র এবং আবাসন ও পরিবেশ মন্ত্রী শ্রী শোভন চ্যাটার্জী, মন্ত্রিসভা থেকে স্টেট সেক্রেটারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী, শক্তি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কারু মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী।

সভা টি তে ১০০ জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন দুই দেশ থেকে ও সভাটিতে আশাপ্রদ বার্তা বিনিময় হয়।

সভাটিতে পশ্চিমবঙ্গ সরকার ও জার্মানির নামি কোম্পানিগুলির মধ্যে কথাবার্তা চলে। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগা বায়টেক, বোসন এনার্জি, ওপেরলিকন বারম্যাগ প্রমুখ।