In conversation with Manish Gupta

Congratulations, Sir. You will be elected to the Rajya Sabha in a few weeks.  This election is only a formality. What are your first thoughts?

Manish Gupta: I would like to express my heartfelt thanks our Chief Minister and the leader of the masses Mamata Banerjee for giving me yet another chance to serve the people of Bengal and work for them.

 

You have played a role as a Chief Secretary and then as a Power Minister of the State Cabinet. But Delhi will be a new experience. Your thoughts.

Manish Gupta: We have the same responsibility in whatever role we play. Our leader Mamata Banerjee has always asked us to place people’s needs ahead of everything else. In Delhi, we will be playing the same role.

We will have to put forward the demands of the people of Bengal and take steps to fulfill them. I will use my 50 years of experience and will gain new experiences as well in Delhi. By combining them, I will be able to place the demands of our people in the right manner.

 

In which specific areas do you think you will be able to make impression in the Parliament?

Manish Gupta: In Rajya Sabha different topics will come up. I will try to showcase my State there. There are no scopes for choosing subjects. Whatever will come my way, I will do and I am ready for it.

 

manish 1

Manish Gupta before the interview

 

In the last few years, TMC has proved to be the strongest voice in the Parliament. How will you bring your experience to heighten this position?

Manish Gupta: I have 5-6 years of political experience in Bengal. We are all observing what is happening in Delhi. We are tracking the areas where Bengal is being deprived by the Centre, the sectors where funds are not coming to the State. All these issues have to be raised in Parliament. I do not think there will be any problem.

 

Your work as a Power Minister has been appreciated. Which three sectors will you be most attracted to lay stress on?

Manish Gupta: There is a distinct difference between the works of the Ministers and that of a Member of the Parliament. Besides Power, there are many issues like economic development, social changes among others. These issues will be raised on the floor of the Parliament so that the people of Bengal are benefitted.

 

How has been your experience as a Minister while working with Mamata Banerjee?

Manish Gupta: I have seen many Chief Ministers. Mamata Banerjee is different. She works 20-22 hours a day. She keeps track of every little detail. If development is not done in a timely manner, it does not have any effect and Mamata Banerjee is always trying to pace up the developmental works. At times, she personally supervises the works to get them done. She is a source of inspiration. It is a very big thing. She is unique.

 

 

manish 2

Will work for the people of Bengal: Manish Gupta

মুখোমুখি মনীশ গুপ্ত

আপনাকে অনেক অভিনন্দন। আপনি কিছুদিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচনটি একটি নিয়ম মাফিক প্রক্রিয়া মাত্র। আপনার কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ  প্রথমত, আমি বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ উনি আমাকে আরও একবার সুযোগ দিলেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার।

 

আপনি এর আগে মুখ্যসচিব হিসেবে ও বিদ্যু९মন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু দিল্লি একটা নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে?

মনীশ গুপ্তঃ সব জায়গায় আমাদের একটাই দায়িত্ব। আমাদের দলনেত্রী সবসময় বলেন মানুষের কাজ সবার সামনে রাখতে হবে। দলের ভাবমূর্তি ঠিক রাখতে হবে। দিল্লিতেও আমাদের একই কাজ। ওখানে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে হবে যাতে তা পূরণ হয়। দিল্লিতে যেভাবে কথাগুলো পরিবেশন করা দরকার সেটা আমি করব এবং আমার বিশ্বাস আমার যে অভিজ্ঞতা হবে এবং আমার বিগত ৫০ বছরের যে অভিজ্ঞতা আছে সেই দুটো মিলিয়ে সঠিক ভাবে আমি কাজ টা করতে পারব।

 

সংসদে কোন নির্দিষ্ট বিষয়গুলি উত্থাপন করার কথা ভাবছেন?

মনীশ গুপ্তঃ রাজ্যসভায় যে কোনো সময় যে কোনো বিষয় আসতে পারে। সেখানে আমাদের রাজ্যের দিকটি তুলে ধরতে হবে। ওখানে বাছাই করার কোন ব্যাপার নেই। যা আসবে তাই করতে হবে, সেজন্য আমি প্রস্তুত।

 

গত কয়েক বছরে সংসদের দুটো কক্ষেই তৃণমূল যথেষ্ট শক্তিশালী। দল্কে সংসদে আরও শক্তিশালী করে তুলতে কি ভূমিকা নেবেন?

মনীশ গুপ্তঃ আমার এখানে ৫-৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমরাও সবসময় দেখি দিল্লিতে কি হচ্ছে। আমরা কোথায় বঞ্চিত হচ্ছি, রাজ্যের কোন কোন খাতে টাকা আসছে না, সংসদে কি কি বিষয় আমাদের তুলে ধরা দরকার সেই কাজটাই আমায় করতে হবে, অতএব আমার মনে হয় না ওখানে কোন অসুবিধা হবে।

 

manish 3

Trinamool’s Rajya Sabha candidate Manish Gupta

বিদ্যু९ মন্ত্রী হিসেবে আপনার কাজ যথেষ্ট প্রশংসনীয়। সাংসদ হিসেবে কোন তিনটি বিষয়ে বিশেষ নজর দেবেন?

মনীশ গুপ্তঃ মন্ত্রী আর সাংসদদের কাজ আলাদা। বিদ্যু९ ছাড়াও অন্যান্য অনেক বিষয়বস্তু আছে যেমন- অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিবর্তন এই বিষয় গুলো সংসদে উত্থাপন করতে হবে যাতে আমাদের রাজ্যের মানুষ উপকৃত হন।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

মনীশ গুপ্তঃ আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে প্রায় ২০-২২ ঘণ্টা কাজ করেন, প্রতিটি কাজের বিস্তারিত খবর রাখেন। উন্নয়ন সময়মত না করলে তার effect থাকে না। উনি সবসময় চেষ্টা করছেন করছেন যত তাড়াতাড়ি উন্নয়ন করা যায় এবং সেইজন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ গুলো করান, নিজে অনুপ্রেরণা দেন। এটা একটা বিরাট ব্যাপার। সত্যিই উনি অতুলনীয়।

 

“Opp must begin their search for a new Leader of Opposition”- An interview with Abhishek Banerjee

You are addressing 3-4 meetings everyday, in this scorching heat. How are people responding?

Abhishek: The spontaneity of the people is special. The love, support and response of people is really humbling. Despite the summer heat, people are coming in large numbers to meetings, sometimes scheduled at 1 PM. This love and support of the people is a clear indication that it is only a matter of time before Mamata Banerjee’s Ma-Mati-Manush government returns for a second term.

What strikes you most at these big rallies?

Abhishek: The way women are turning out in large numbers. After becoming the Chief Minister, Mamata Banerjee has taken a lot of initiatives for women. Earlier, the CPI(M) and its frontal organisations like DYFI would only talk of women’s welfare and upliftment. Mamata Banerjee has fulfilled the promises she made. 50% seats in the panchayats are now reserved for women. No other Chief Minister has done that before.

Overall, the love, energy, enthusiasm and support that we are getting from people confirms that the government of Maa-Mati-Manush will return with a landslide majority.

What is the main message you are delivering in your speeches?

Abhishek: In 2011, when we went to the people to seek their votes, we talked of ending 34 years of Left rule and establishing a government which speaks of peace, not violence. Of development, not destruction. We promised a government that works for the people and always stands beside them.

In 2016, we are asking people to judge us based on the work done in the last four and a half years. Judge us on our performance. Within the constraints of a huge debt burden, our work should be the yardstick for judging us. A vote for Trinamool is a vote to continue the surge of development. Our main plank this time is development, development and only development.

You are addressing almost 100 to 120 rallies this time. What is the difference in campaigning this time compared to the 2014 Lok Sabha polls?

Abhishek: In 2014, the party had given me the opportunity to contest the elections from the Diamond Harbour Lok Sabha seat. Then, I was focussing on the seven Assembly constituencies in my Lok Sabha seat and could not campaign anywhere else. I tried to reach out to the maximum number of people in my constituency.

This time I am not contesting. Our party has only one leader – Mamata Banerjee. Everyone else is a worker. Mamata Banerjee is the leader for all of us. Whatever responsibilities are placed on my shoulders by the party, I try to fulfill them to the best of my abilities. I will continue to do so in the future.

Around 40% of the voters are between the ages of 18 to 35. What do you want to tell them?

Abhishek: I would just like to request you, especially the ones who are voting for the first time, to exercise your democratic right and vote. Vote for whomsoever you want. But for those who were born in the mid-1990s, I have one request. Have a word with the elder members of your family, your parents, your uncles, your aunts or your neighbours and ask them to tell you the history of modern Bengal. Ask them what the state of Bengal was in the seventies and eighties, and compare that to your current experience of living in Bengal. Based on that, I request you to write the future.

We noticed that you are doing three-four rallies a day, but you are not speaking to the media. In fact, this is the first interview you are giving in this election. Is that part of your style or your strategy?

Abhishek: I am a disciplined soldier of the party.  I would like actions to be my identity. Actions should speak louder than words.

You have grown up watching Mamata Di and obviously she has influenced you. What is the one character in her which you think is the most inspirational for you?

Abhishek: Her fighting spirit. She never ever gives up. In 2004, Trinamool contested all Lok Sabha seats in Bengal but won only one. Only Mamata Banerjee had won her seat. Even that did not deter her. She fought her way back.

Several political parties were formed after breaking away from the Congress. None of them is running a government independently now, except Trinamool. For me, this is true fighting spirit.

What is the one new learning you had in the year 2016 which has made you a better person?

Abhishek: Your relationship with people must be built on trust. Even if all the evil forces come together, they will not be able to harm you if you are blessed with the love and support of people.

Two quick questions to conclude.

Is Surya Kanta Mishra winning or losing?

Abhishek: Losing. (They must start their search today to find a new Leader of Opposition.)

Trinamool winning 200+ or less than 200 seats?

Abhishek: The people of Bengal are most qualified to answer this question. They will decide. But since you have asked me, it is 200+.

 

আজ থেকেই নতুন বিরোধী দলনেতার খোঁজ শুরু করে দিক বিরোধীরাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষা९কার

আপনি রোজ ৩টে কি ৪টে করে মিটিং করছেন এই গরমে, কেমন সাড়া পাচ্ছেন?

অভিষেক: মানুষের স্বতঃস্ফুর্ততা সত্যিই লক্ষণীয়। মানুষের সাড়া, ভালবাসা ও সমর্থন আমাদের মন ছুঁয়েছে। কখনো কখনো দুপুর ১টার তীব্র তাপদাহকে উপেক্ষা করেও বিপুল সংখ্যায়ে মানুষ আসছেন আমাদের জনসভাগুলিতে। এই জনসমর্থন এবং ভালবাসাই বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের মা-মাটি-মানুষের সরকার শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এই নির্বাচনী জনসভাগুলিতে কী সবচেয়ে বেশি আপনার নজর কেড়েছে?

অভিষেক: যেভাবে মহিলারা দলে দলে যোগ দিচ্ছেন আমাদের সভায়, তা সত্যি নজর কাড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার মহিলাদের জন্য প্রচুর কাজ  করেছেন। আগে CPI(M) এবং DYFI-র মতো ওদের সংগঠনগুলি শুধু মুখে বলে যেত নারীকল্যাণের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সব প্রতিশ্রুতি রক্ষ্যা করেছেন। পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০% আসন এখন সংরক্ষিত। ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী এটা করতে পারেননি।

সার্বিকভাবে মানুষের ভালবাসা, উৎসাহ, উদ্দীপনা, সমর্থন প্রমাণ করছে যে মা-মাটি-মানুষের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে চলেছে।

আপনার বক্তৃতার মধ্য দিয়ে কোন মূল বার্তা পৌঁছে  দিচ্ছেন?

অভিষেক: আমরা ২০১১ সালে যখন মানুষের কাছে গিয়েছিলাম, ওদের বলেছিলাম ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে এমন এক সরকার নিয়ে আসুন যে সরকার শান্তির কথা বলবে, সন্ত্রাসের নয়। যে সরকার উন্নয়নের কথা বলবে, ধ্বংসের কথা নয়। আমরা এমন এক সরকারের প্রতিশ্রুতি দিয়েছিলাম যা মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে।

২০১৬ সালে আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে বিগত সাড়ে চার বছরে যে কাজ করেছি, তার নিরীখে আমাদের বিচার করুন। উন্নয়নের নিরীখে আমাদের বিচার করুন। বিশাল ঋণের বোঝা থাকা স্বত্তেও আমরা যতটা  কাজ করে উঠতে পেরেছি, তাই হওয়া উচিত আমাদেরকে বিচার করার মাপকাঠি। তৃণমূলকে দেওয়া আপনার ভোট হবে উন্নয়নের এই ঢেউকে এগিয়ে নিয়ে চলার আদেশ। আমাদের এবারে একটাই হাতিয়ার – উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন।

আপনি তো প্রায় ১০০১২০ জনসভা করছেন এবারে, ২০১৪ সালে আপনার লোকসভা নির্বাচনের প্রচারের সঙ্গে কী পার্থক্য বুঝছেন?

অভিষেক: ২০১৪-তে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দল আমাকে প্রার্থী করে আমাকে সুযোগ দিয়েছিল লোকসভায় নির্বাচন লড়ার। আমার লোকসভার আসনের অন্তর্গত যে ৭টি বিধানসভা আসন ছিল, তাতেই বেশি মনোযোগ করতে পেরেছিলাম, অন্য কোথাও নয়। চেষ্টা করেছিলাম যাতে করে আমার নির্বাচন কেন্দ্রের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যেতে পারি।

এইবারে আমি নিজে প্রার্থী নই। আমাদের দলের একজনই নেত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই হলেন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী।  দল আমাকে যে গুরুদায়িত্ব দেয় আমি আমার যথাসাধ্য ক্ষমতা অনুযায়ী সেই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা করি এবং আগামীদিনেও করব।

প্রায় ৪০% ভোটার রয়েছেন যাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের উদ্দ্যেশ্যে কী বলবেন?

অভিষেক: তাঁদেরকে, বিশেষ করে যাঁরা এবার প্রথমবার ভোট দিতে যাবেন, তাঁদেরকে আমি একটি কথাই বলব, যে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিন। যে কাউকে খুশি দিতে পারেন। কিন্তু আপনাদের যাঁদের জন্ম নব্বইয়ের দশকের মাঝামাঝি, তাঁদের প্রতি আমার একটি অনুরোধ আছে।  নিজের পরিবারের বয়:জ্যেষ্ঠদের সাথে একবার কথা বলে নিন – আপনার বাবা-মা, কাকু-কাকিমা, প্রতিবেশী যাঁরা আছেন, জেনে নিন তাঁদের কাছ থেকে আধুনিক বাংলার ইতিহাস। তাঁদেরকে জিজ্ঞাসা করুন সত্তরের দশকে এবং আশির দশকে পশ্চিমবঙ্গের কী হাল ছিল, এবং তা মিলিয়ে দেখুন বাংলায়  এখনকার জীবনযাত্রার সঙ্গে। এর ভিত্তিতেই আমি অনুরোধ করব আপনাদের যথাযত ভবিষ্যৎ গড়ে তোলার।

আমরা লক্ষ্য করেছি যে আপনি দিনে ৪টে নির্বাচনী জনসভা করা স্বত্তেও সংবাদমাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখছেন না। এইটিই বোধয় এই নির্বাচন চলাকালীন আপনার দেওয়া  প্রথম সাক্ষাৎকার। এটা কি আপনার স্বভাবসিদ্ধ নাকি কোনো কৌশলগত আচরণ?

অভিষেক: আমি দলের একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক। আমার কাজই আমার পরিচয় হয়ে উঠুক, এটাই আমি চাইব। Actions should speak louder than words.

ছোটবেলা থেকেই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবেই তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তার চরিত্রের কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়?

অভিষেক: তাঁর লড়াই করার মানসিকতা। তিনি কখনো জীবনে হার মানতে শেখেননি। আপনারা দেখেছেন ২০০৪ সালে বাংলার প্রত্যেকটি লোকসভা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু জিতেছিলাম একটি আসনে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতেছিলেন। মাত্র একটি জিতেও তিনি কিন্তু হার মানেননি, ঘুরে দাঁড়িয়েছিলেন আবার।

কংগ্রেস ভেঙে অনেক দল তৈরি হয়েছে কিন্তু আজকে ভারতবর্ষের পরিষদীয় গণতান্ত্রিক রাজনীতিতে এমন কোনো দল নেই যারা কিনা স্বতন্ত্রভাবে সরকার চালাচ্ছে, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া। এটাই আমার কাছে সত্যিকারের fighting spirit.

২০১৬তে নতুন কি শিখলেন যা আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। 

অভিষেক: মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সততার ভিত্তিতেই গড়ে তোলা উচিত। পৃথিবীর সকল অশুভ শক্তিও যদি আপনার উপর নেমে আসে, আপনার কিচ্ছু ক্ষতি হবে না যদি মানুষের ভালবাসা আর সমর্থন আপনার পাশে থাকে।

শেষে দুটি চটজলদি প্রশ্ন

সূর্যকান্ত মিশ্র হারবে না জিতবে?

অভিষেকহারবে। (ওরা আজ থেকেই নতুন বিরোধী দলনেতার খোঁজ শুরু করে দিক।)

তৃণমূল কত আসন পাবে: ২০০ বেশি না ২০০ কম?

অভিষেক: এ প্রশ্নের উত্তর দেওয়ার  সবচেয়ে বেশি যোগ্যতা রাখেন বাংলার মানুষই। তাঁরাই এর বিচার করবেন। কিন্তু যেহেতু আপনি আমায় একথা জিজ্ঞাসা করেছেন, আমি বলব যে আমাদের প্রাপ্ত আসন সংখ্যা হবে ২০০-র বেশি।

 

Mamata Banerjee Unplugged

Mamata Banerjee – she is the Chairperson of Trinamool Congress, the Chief Minister of West Bengal. She has been featured in TIME magazine’s list of 100 most influential people in the world. She is an epicentre of energy.

She is fondly called Didi by the people. Apart from her political self, there also is another Mamata Banerjee – one who loves to paint, write or play music on a tablet.

Here are some excerpts from an interview with Mamata Banerjee. Come discover the other side of Mamata…

 

Q: At the very outset, Didi wish you Shubho Noboborsho

MB: Subho Noboborsho to you too. I want to extend my greetings to Maa, Mati, Manush of Bengal. Noboborsho signifies the beginning of a new chapter. In the words of Tagore, “Esho esho, amar ghore esho”. I hope everyone stays healthy and safe.

 

Q: Is it true that you started your career as a teacher?

MB: I used to teach a few poor kids in my locality to run my family. My father had passed away when I was young. I had to pay for my education also. I loved teaching poor students who could not afford to go to schools. I have taught many students without taking any money.

 

Mamata Banerjee with school kids

Mamata Banerjee with school students

 

Q: Your life is one of struggle

MB: When my father was alive, there was no struggle. We managed well. My father was a very kind-hearted man. Whenever he got chocolates for us, he distributed the same to all kids in the locality. We have imbibed this habit from him.

I have spent all my life in Kalighat. I have grown up here. When Muktijuddho was going on, we were in school. My father used to listen to the news on the radio and tell us stories of Mukti Bahini and India’s freedom struggle. He used to tell us stories of Tagore, Nazrul, Masterda, Swami ji, Netaji.

This instilled the spirit of patriotism in me. After my father passed away, I decided to join Chhatra Parishad. We also saw the ugly side of politics in college. There was a lot of violence, we saw many people being led astray in Naxal movement.

 

Mamata Banerjee Hunger Strike

Mamata Banerjee on hunger strike

 

Q: You have a special attraction towards Birbhum, your mamabari

MB: It is not true. Entire Bengal, specially rural Bengal, enjoys a special place in my heart. I love all the districts. I have hardly stepped out of Bengal or  India. I love Bengal.

It is true that we used to spend our vacations in our mamabari. There we learnt the custom of Nabanna (spring harvest). Inspired by that I have named the Secretariat as Nabanna. Rural life was very simple.

 

Q: Your first political success came in 1984

MB: Chhatra Parishad unit in our college was always very proactive. We went through a lot of struggle. We were always ready for a political fight. Our struggle created an example for entire Bengal. We had dedication. We raised our own funds to run the organisation.

The plenary session of Congress was held in 1983. By that time I had taken active part in several movements against Left Front. Also, our family was always politically very aware. In the panchayat elections, I campaigned across Bengal with Subrata Da (Subrata Mukherjee).

I am a committed worker. When no one else was ready to fight against Somnath Chatterjee, and the party gave me the duty, I said yes.

 

Mamata Banerjee 1984

Mamata Banerjee elected to Parliament

 

Q: Your experience in Parliament at such an early age

MB: We came from a humble background. We had Bengali-medium education. My fear was how to speak in English. I spent a lot of time in the House and gained a lot of knowledge.

I remember a particular incident. People of Jadavpur had asked me to raise the issue of land for refugees. Half an hour discussion was going on in the Parliament. I demanded to raise the issue of giving land plots to refugees unconditionally. The Speaker asked me to submit a separate notice, which I did. That was the beginning of my stint in Parliament.

 

Q: The formation of Trinamool Congress in 1997

MB: I do not believe in bowing down. In 1997 when I noticed that my party leadership was just wasting time and was not eager to listen to our grievances, we decided enough is enough. We were determined to form a new party. Congress tried to prevent me from founding a new party. Even before Congress expelled me on 22 December, 1997, we submitted documents to the Election Commission.

Mamata Banerjee Nabaneer Widow

Mamata Banerjee with senior citizens during Durga Puja

 

Q: Emergence of the name Trinamool Congress

MB: In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, we organised an outdoor convention. We believed in working for grassroots people. We wanted to work for common people. That is why we chose the name Trinamool. Even the symbol represents ghasphool. The symbol was sketched by Ajit Da (Ajit Panja) and me.

 

Q: You spend Poila Boishakh and Durga Puja at home every year

MB:  I cannot stay anywhere else. I will always spend Poila Boishakh at home every year. Even Durga Pujo… I do not keep any engagement on such occasions. We even have Kali puja at home every year.

 

Mamata Banerjee kali puja

Mamata Banerjee offering prayers at Dakshineshwar

 

Q: Tell us about the Hazra attack in 1990

MB:  That was just a beginning. I have been through many attacks. I am committed to politics. There was an attack on us when were protesting against adulterated oil in Behala.

The government used to snoop on us. They had kept people to follow me wherever I went. They were plotting to kill us. Even Rajiv ji was aware of this and wanted me to take police protection.

There was a bandh on 16 August, 1990. My mother was apprehensive and did not want me to step out of home. I tiptoed out of the house without informing her. We took out a rally from Hazra when we were attacked by a gang of goons. I got blows on my head and started bleeding. I covered my head with my hand and saved myself.

 

Q: 21 July is a significant date in your political career

MB: On 21 July 1993, we had a rally to Writers’ Buildings. Thousands of people were marching with us. Police fired shots at us to disperse the crowds. I was beaten black and blue. Some CPM cadre may also have been there is uniform. They tried to kill me that day.

I can never forget the Garden Reach incident also. We went to meet a family which was the victim of CPM’s terror. They surrounded our car and pelted stones at us. They climbed the bonnet of the car and tried to assault us. Suddenly we heard gunshots. Somehow we managed to escape.

 

Mamata Banerjee Hazra

The Hazra attack, 1990

 

We had to undergo a lot of struggle. Some people who have got everything on a silver platter do not value the struggle we have undergone.  These are challenging years. Some media houses have taken up propaganda and slander. It is sad. We never cross our limits. These days they call us thieves and dacoits.

My life is one of struggle. I do not want to stop. Life means moving on. The more they attack us, the stronger our resolve will be. We have given the slogan “Bodla noy, bodol chai”. Despite the horror of 34 years of CPM rule, we did not harm their party workers. But today, people who cannot even win councillor elections are tearing our flags and playing the victim. This makes me sad as well as angry.

 

Q: Any regrets in life?

MB: Whatever I have achieved in life is because of the blessings of people. Since we had a humble upbringing, we have learned to be simple, we learned to respect everyone. During our childhood, we did not have any scope of education in English. But children are lucky now. I tell people there is no need to be afraid of grammar. No one speaks perfect and grammatically correct English.

 

Q: You have named your bag Jangalmahal

MB: (Laughs) I love Jangalmahal. It is my pride. In the bag I carry everything that I need in my daily life. I even carry medicines; once they came in handy when I cured a reputed doctor of pain in his waist (smiles).

 

Mamata Banerjee Jangalmahal Bag

Mamata Banerjee with her bag

 

Q: You can also cook well

MB: When I was in Delhi, I used to cook regularly. Not anymore. Whenever I get time, I try to cook. It is an art. I love to do housework also.

 

Q: Pressure tactics by other parties don’t work on you

MB: I cannot be intimidated. No one can use pressure tactics to make me do something. If you show me CBI, ED etc. I will show you the power of people. Democracy is of the people, for the people, by the people. They are my strength. I bow my head to them.

 

Q: At any public event, you never sit still at one place

MB: I believe in direct eye-to-eye interaction with the public. I can never read out from any paper. This is my habit. If I am standing on the left, the people on the right cannot see me, and vice versa. So I like to go around the stage. I believe in being spontaneous.

 

Mamata Banerjee with kids

Mamata Banerjee with kids in north Bengal

 

Q: You have lost weight. You hardly eat and survive only on tea. You also walk a lot…

MB: (Smiles) I walk on the treadmill for 8 KM in the morning. I love to walk. It has become my habit. I love to eat muri and fish at night. I do not eat junk food.

 

Q: Your idols in life:

MB: It is a huge list that includes Rabindranath, Nazrul, Netaji, Masterda, Swami ji, Ramakrishna, other dharma gurus… Who do I name and who do I leave out?

 

Q: You also love music…

MB: Yes, I love music. I listen to music whenever I am travelling. It is my life. It is an inspiration. It rejuvenates my mind. I listen to all genres of music. My father had a lot of LP records; I imbibed my love for music from him.

Sometimes I play music on the tablet when I have time. I also check Twitter, Facebook whenever I get time. I do not watch any news channels. I derive information on what is happening around the world from these social media channels.

 

Mamata Banerjee nature

Mamata Banerjee capturing a slice of nature

Q: You are a great writer. Please read a few lines of your poem for us

MB: Here are a few lines from my favourite poem Mati:

Mati amar moner fosol

Mati amar bhor

Mati moder matribhumi

Mati moder jor.

E mati moder Lokkhir panchali

E mati Saraswati

E mati sobar, tomar-amar

E mati bhobisyoter goti.