Bengal Govt’s ‘Jal Dhoro Jal Bhoro’ scheme presented in Germany seminar

Trinamool Congress MP Dr Kakoli Ghosh Dastidar presented the Bengal Government’s project ‘Jal Dhoro Jal Bhoro’ (preserve water reserve water) in a recent seminar at Germany. The project – a brainchild of Chief Minister Mamata Banerjee – has already gained much appreciation nationally.

During her speech at the seminar, Ghosh Dastidar described how Bengal Government’s achievement in conserving nature and proper reservation of water. The international seminar which was taken place at the German Parliament was based on global warming and water. Dr Ghosh Dastidar explained Jal dhoro Jal bhoro in front of the parliamentarians and the dignified guests who were also invited there.

The Trinamool MP earlier had described the State-made project in a parliamentary session at Delhi, which received much appreciation among the MPs. Dr Ghosh Dastidar, who is the Member of Standing Committee of Ministry of Home Affairs,  had flown to Germany and gave her speech on November 6, at the international seminar on global warming and water in Germany.

The initiative of Jal Dharo Jal Bharo was taken up under the initiative of Mamata Banerjee in 2011, soon after she became the Chief Minister of the State. She declared the project in Writers Buildings – under which a slew of activities were listed.

The project includes restructuring the shore of water bodies – around 50,000 ponds for micro irrigation purpose. In less than four years 1,20,000 ponds have been dug in the State.

The rain water harvesting project is now also providing livelihood through fisheries developed in these ponds. The target for 2014-2015, of over 57,000 hectares of land under minor irrigation sector has been achieved. The target for 2015-2016 was 62,000 hectares. The work is going on. “This will give significant boost to agricultural productivity in the State”, the Chief Minister had said about this project.

 

সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্প এবার জার্মানি সেমিনারে উপস্থাপিত হল

মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পিত “জল ধরো জল ভরো” প্রকল্প যা ইতিমধ্যেই সারা দেশে খুব প্রশংসা পেয়েছে, সেই প্রকল্পটি এবার মাননীয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মাধ্যমে জার্মানিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্বের সামনে উন্মোচিত হল।

৬ই নভেম্বর জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয়া সাংসদ বর্ণনা করেন কিভাবে রাজ্য সরকার প্রকৃতির খেয়াল রাখে ও সঙ্গে সঙ্গে জলের সংরক্ষন করেন।

এই সভার বিষয় ছিল গ্লোবাল ওয়ার্মিং ও জল। ওখানে উপস্থিত সকল জনতার সামনে মাননীয়া সাংসদ রাজ্যের “জল ধরো জল ভরো” প্রকল্পের বর্ণনা দেন। এর আগে তিনি সংসদে এই প্রকল্পের কথা বর্ণনা করেন ও ভূয়সী প্রসংশিত হন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই রাইটার্স বিল্ডিংয়ে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করেন ও সঙ্গে প্রয়োজনীয় একগুচ্ছ কাজের কথা নথিভুক্ত করা হয়। এই কাজের মধ্যে ছিল ৫০০০০ পুকুরের পুনর্নির্মাণ করা (সেচের কাজের জন্য) মাত্র চার বছরে আরো নতুন ১২০,০০০ পুকুর খনন করা হয়েছে।

বৃষ্টির জল ধরে তা দিয়ে চাষের কাজের যে পদ্ধতি, তার ফলে মাছ চাষও উপকৃত হচ্ছে। ২০১৪-১৫ সালের জন্য স্থির করা লক্ষ্যমাত্রা ৫৭,০০০ হেক্টর জমিকে সেচের কাজের জমির অন্তর্ভুক্ত করার লক্ষ্য ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ২০১৫-১৬ সালের স্থির করা ৬২,০০০ হেক্টর জমিকে এই আওতায় আনার কাজ জোরকদমে চলছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “এই উদ্যোগ রাজ্যের ফসল উত্পাদনের ক্ষেত্রে এক নতুন মেকাট্রা এনে দেবে।”