The Bengal Mass Education and Library Services department will celebrate the golden jubilee year of International Literacy Day at Rabindra Sadan today. The State Panchayat and Rural Development and PHE Minister Subrata Mukherjee will deliver the inaugural lecture on the occasion.
On the occasion a padayatra with over 1000 participants will also be organised on the same day.
The West Bengal government is planning to reduce illiteracy by ten per cent within the next five years. The Government has identified nine districts in the state upon which special attention is being given. The districts include CoochBehar, Jalpaiguri, North and South Dianjpur, Malda, Murshidabad, Birbhum, Bankura and Purulia.
Besides implementing the State-funded Literacy Programme, the Mass Education department is also running Social Welfare Homes, providing education and training for the disabled students, running the Shramik Vidyapith, Kolkata as well as the People’s (Janata) Government College, Banipur, North 24 Parganas and People’s (Janata) Government College at Kalimpong.
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করবে বাংলা
আজ রবীন্দ্র সদনে দি বেঙ্গল মাস এডুকেশন এন্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত হতে চলেছে সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠান। রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তৃতা দেবেন।
এই উপলক্ষে একই দিনে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, প্রায় ১০০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করবেন।
রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মদ্ধ্যে আরো দশ শতাংশ মানুষকে শিক্ষিত করার লক্ষমাত্রা স্থির করেছে। এর জন্যে বিশেষ করে নয়টি জেলা কে চিহ্নিত করা হয়েছে ও তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে। জেলাগুলি হল – কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।
সরকার নিহিত সাক্ষরতা কার্যক্রম ছাড়াও গন শিক্ষা দফতর সমাজ সংস্কারি হোম, ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া, কলকাতা শ্রমিক বিদ্যাপীঠ, উত্তর ২৪ পরগনার বানীপুর ও কালিম্পঙে সরকারি কলেজ চালনা করছে।