Singur movement: A look back in time

On Wednesday, when the Apex Court of the country ordered the return of acquired land taken by the erstwhile Left Front government within 12 weeks, the chronicle of Singur beacons as the bright reminder of series of incidents. The Singur incident brought a socio-political change in Bengal.

2006

Tata Motors announced the small car factory in Singur on May 18, 2006.

Just after two months, on July 18, the Trinamool Congress chief Mamata Banerjee started protesting the issue. The ground of the protest was forceful land acquisition by an elected state government. Mamata Banerjee’s rally at Singur, as a sign of protest – started the historical movement.

The LF government acquired 997 acres of multi-crop farmland to allocate the Tata’s to construct their factory. The rule is meant for public improvement projects, and the LF government wanted Tata to build factory under this rule.

However, amidst the huge protest Tata started to set up their plant in Singur in January 21. By then, they had already promised to produce ‘Nano’ – the affordable car which would cost just above a lakh only.

Intellectuals

The protest had also turned turbulent as many of the internationally famed social activists, and Bengali luminaries had stood beside the movement led by Mamata Banerjee. The protesters – Anuradha Talwar, Medha Patkar, Arundhuti Roy, Mahasweta Devi and others were started to protest saying the location of Tata Motors site is the most fertile one in the whole of the Singur block. The local population depended on agriculture. Almost 20,000 farmers are making their livelihood from the multi-crop land.

Hunger strike

On December 3, 2006, Mamata Banerjee started her indefinite hunger strike for 26 days.

In the meantime, the rape case of Tapasi Malik had stunned the entire country. The fenced off area of the Nano-factory, which has been continuously guarded by the policemen, where allegedly guarded by cadres of the CPI (M) party as well. The girl, Tapasi malik, who was one of the protesters, was allegedly gang-raped and burnt to death by those CPI(M) cadres. Later, a CPI (M) leader, a zonal committee leader, Suhrid Dutta was arrested by CBI.

2008

On August 2008, Mamata Banerjee started indefinite dharna at Singur. Tata Motors suspended development work on Nano factory on September 2, 2008.

On September 3, 2008, then governor Gopal Krishna Gandhi agreed to play a mediator to resolve the issue between government and the Trinamool Congress but in vain.

Tata Motors decided to move out from Singur and conveyed the decision on October 3, 2008.

Maa Mati Manush government

In May 20, 2011, Mamata Banerjee became the Chief Minister of Bengal and announced in her first Cabinet meeting that they will return the 400 acres land to the unwilling farmers for the Singur. An ordinance to that effect was promulgated but it was challenged in court.

Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.

The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.

 

A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.

The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.

The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.

 

Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict

 

সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।

বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।

বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।

Landmark verdict, we have been vindicated: Mamata Banerjee on Singur verdict

“I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy,” this was the reaction of Mamata Banerjee after the Supreme Court of India set aside the land acquisition by West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its Nano plant.

We have been saying all along the land acquisition in Singur was illegal. We have been vindicated, she added.

 

Here are 10 things Mamata Banerjee said:

The farmers of Singur did not part with their land against all odds. We salute them.

I feel a lot of joy today on this historic verdict. Mingled with the joy there are also tears of joy. Now I can die in peace.

We will organise a Vijay Utsav in Singur. On September 2, we will observe Singur Utsav in every block of Bengal.

We do not believe in forceful acquisition of land. We believe in negotiation.

CPI(M) committed historic suicide not ‘historic blunder’ in Singur.

People are the biggest pillars of democracy. They had given their verdict in 2011. Supreme Court has given verdict today.

We are missing Mahasweta Di today. She was a pillar of strength during Singur andolan. She would have been happy today.

Nandigram carnage happened right after Singur. Then there was Netai massacre. We salute all martyrs.

This (Singur verdict) is the first gift we got after renaming of our State. Bangla Ma is happy today.

Bengal is the final destination for industry.

 

 

ঐতিহাসিক রায়: সিঙ্গুর প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

“আজ খুব আনন্দের দিন। খুশির সাথেই চোখে জল চলে আসছে,” এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় সম্বন্ধে।

আমরা বরাবর বলে এসেছি সিঙ্গুরের জমি অধিগ্রহণ ছিল বেআইনি। আজ সত্যের জয় হল, তিনি বলেন।

আজই সুপ্রিম কোর্ট ২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে।

 

সিঙ্গুর রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার অংশবিশেষ:

এটা গণদেবতার জয়, অনশনের জয়, মা-মাটি-মানুষের জয়।

আগামী ২ সেপ্টেম্বর সব ব্লকে ব্লকে আমরা সিঙ্গুর উ९সব পালন করব। সিঙ্গুরে আমরা বিজয় উতসব করব।

সবুজ ফসল যার অধিকার, যারা আমাদের ধান ফলায় তাদের জমি জোর করে আমরা অধিগ্রহণ করব না।

সিঙ্গুর সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ নয় ‘ঐতিহাসিক আত্মহত্যা’।

গণতন্ত্রে মানুষই সব। ২০১১ সালে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজ তাদের রায় দিলেন।

আজ আমরা মহাশ্বেতা দেবীকে মিস করছি। সিঙ্গুর আন্দোলনের সময় উনি ছিলেন আমাদের প্রেরণা।

সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রামের সমস্ত শহিদদের আমাদের শ্রদ্ধা জানাই।

রাজ্যের নাম বদলের পর এটি আমাদের প্রথম উপহার। বাংলা মা আজ খুশি।

বাংলাই এখন বিনিয়োগকারীদের গন্তব্য।

আমি এখন শান্তিতে মরতে পারবো।

Bengal decides to widen port-based industrialisation

The state Cabinet led by Chief Minister Mamata Banerjee has decided to widen the port based industrialisation adding sharp edge in the business scenario in the state.

The development of robust infrastructure, exploring various opportunities in consultation with global analytical firms and development of inland waterways to optimally leverage its maritime advantages are already underway by the state commerce and industry department and West Bengal Industrial Development Corporation Limited (WBIDC) in deep sea port at Tajpur, major deep sea port at Sagar island and new port with ship building facility at Kulpi.

The state government has already announced a thumping Rs 16,000 crore of investment and 10,000 direct job creations at Tajpur port and port led industry circuit.

 

 

পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ব্যবসার বিস্তীর্ণ করার জন্য পোর্ট ভিত্তিক শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে।

পরিকাঠামো উন্নয়ন এবং অন্তর্দেশীয় জলপথ সন্তোষজনক করার জন্য ইতিমধ্যে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাণিজ্য ও শিল্প বিভাগ এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBIDC) ইতিমধ্যেই তাজপুরে গভীর সমুদ্র বন্দর, সাগর দ্বীপে সমুদ্র বন্দর এবং কুলপিতেও জাহাজ নির্মাণ সংস্থাসহ গভীর সমুদ্রবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার ইতিমধ্যেই তাজপুরে ১৬,০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। প্রথম দফায় ১০,০০০ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মসংস্থান হবে।

 

 

2,200 new factories came up in Bengal in last 4 years

Chief Minister Mamata Banerjee’s initiative to boost up medium scale industries has resulted in action as around 2,200 new factories have come up in West Bengal in the last four years.

The state government has simplified the process of registration by introducing online submission of fees for the grant and renewal of license through the GRIPS (Government Receipt Portal System) portal of the state Finance department.

These new factories that have come up in last few years are mostly of large and medium scale. During FY 2011-12, there were a total of 15,592 registered factories in the state while in FY 2015-16 the number has gone up to 17,803.

Even the fees collected as registration has gone by a huge margin. The department has altogether collected an amount of around Rs 8.6 crore in 2015-16 as the registration of new factories whereas the figure stood at Rs 1.4 crore in 2011-12.

 

গত ৪ বছরে বাংলায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে

মাঝারি শিল্পে আরও অগ্রগতি আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৪ বছরে পশ্চিমবঙ্গে প্রায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে।

রাজ্য অর্থ দপ্তরের GRIPS পোর্টালের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া, লাইসেন্স পুনর্নবীকরন ইত্যাদির মাধ্যমে রাজ্য সরকার এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সরলীকরণ করে দিয়েছে।

গত কয়েক বছরে যে নতুন কারখানাগুলি এসেছে সেগুলি মূলত ভারী ও মাঝারি শিল্পে। ২০১১-১২ আর্থিক বর্ষে, মোট নথিভুক্ত কারখানার সংখ্যা ছিল ১৫,৫৯২ এবং ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮০৩।

২০১৫-১৬ আর্থিক বর্ষে দপ্তর কারখানার রেজিস্ট্রেশন ফি হিসেবে মোট ৮.৬ কোটি টাকা সংগ্রহ করেছে; ২০১১-১২ আর্থিক বর্ষে এর পরিমাণ ছিল ১.৪ কোটি টাকা।

Investment Bengal

Binani Group plans investments worth Rs 10,000 cr in Bengal

The Binani Group that started its journey in metal business from Howrah 150 years ago, has lined up a mega investment plan for Bengal.

It plans to reconnect with Bengal with an investment of over Rs 10,000 crore in cement business. The project may generate employment to more than 10,000 people.

The managing director of Binani Cement on Tuesday met Bengal Finance and Industry Minister Dr Amit Mitra to discuss the revised investment proposal. The state has already offered land to the group for its proposed ventures.

“The state government here has undertaken a lot of development work. We want to be a part of that,“ spokesperson from the Binani Group said.

 

বাংলায় ১০,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা বিনানি গ্রুপের

প্রায় দেড়শ বছর আগে ধাতু ব্যবসার মাধ্যমে হাওড়া থেকে বিনানি গ্রুপ তাদের পথ চলা শুরু করেছে। বাংলায় এখন তারা আবার লগ্নি করতে ইচ্ছুক।

বাংলায় ১০০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ সঙ্গে সঙ্গে সিমেন্ট ব্যবসার সঙ্গে বাংলার পুনরায় সংযোগ স্থাপন করার পরিকল্পনা করছে এই গ্রুপ। এই প্রকল্পের মাধ্যমে ১০,০০০ এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার বিনানি সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মঙ্গলবার রাজ্যের অর্থ ও শিল্প মন্ত্রী ডঃ অমিত মিত্রের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্য ইতিমধ্যেই তাদের প্রস্তাবিত উদ্যোগের জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বিনানি গ্রুপের মুখপাত্র বলেন, “রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। আমরাও এর অংশীদার হতে চাই”।

 

 

Britannia plans to set up second unit in Bengal

Britannia Industries of Wadia Group has announced a plan to set up a greenfield unit in West Bengal – its second in the State – by 2018.

The company is looking forward to the manufacturing unit in the State as the demand for its products is growing. Britannia currently has only one manufacturing unit, in Taratala, which is one of the oldest units of the biscuit giant.

The company plans to invest Rs 100-150 crore in the new plant.

 

The image is representative (Source: Reuters)

 

বাংলায় দ্বিতীয় ইউনিট তৈরির পরিকল্পনা ব্রিটানিয়ার

রাজ্যে নতুন করে বিনিয়োগ করে আগামী ২০১৮ সালের মধ্যে আরও একটি কারখানা তৈরির পরিকল্পনা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের।

বর্তমানে তারাতলায় এই সংস্থার একটি কারখানা রয়েছে। যেহেতু পণ্যের চাহিদা বাড়ছে ভবিষ্যতে রাজ্যের অন্য কোথাও নতুন কারখানা খোলার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

এই নতুন প্ল্যান্টে ১০০-১৫০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির। এর জন্য ২০ একর জমির প্রয়োজন।

 

Bengal Finance Minister starts preparation for Bengal Global Business Summit

West Bengal Finance Minister Dr Amit Mitra Monday held a meeting with the Ambassadors of 22 countries in preparation to the Bengal Global Business Summit to be held in January, 2017.

Ambassadors of nations including Germany, France, Britain, Belgium, Singapore and Bangladesh were present at the meeting with the Bengal Finance Minister where the State Government showcased a presentation.

Dr Mitra informed the Ambassadors about the scopes and opportunities in the State for doing business in areas like ports, solar energy and many other areas.

This is the first time the State Finance Minister held a meeting with the Ambassadors of different countries.

 

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি শুরু করলেন অর্থমন্ত্রী

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র সোমবার বিশ্বের ২২টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন। ২০১৭ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রাথমিক প্রস্তুতির জন্যই এই বৈঠক।

দিল্লির ফিকির দফতরে আয়োজিত এই বৈঠকে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, উত্তর কোরিয়া,বেলজিয়াম, সিঙ্গাপুর এবং বাংলাদেশসহ ২২ টি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী একটি উপস্থাপনা পেশ করেন।

ডঃ মিত্র পোর্ট, সৌর শক্তি এবং অনেক অন্যান্য স্থানসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যবসার সুযোগ-সুবিধার কথা জানান রাষ্ট্রদূতদের।

এই প্রথমবার রাজ্যের অর্থমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করলেন।

Korean trade agency to set up office in Kolkata

Keeping in mind the sustainable growth in the economy of the state in the past five years, Korean Trade-Investment Promotion Agency (KOTRA) has decided to set up its office in Kolkata.

This is the first office of KOTRA, which is an organisation of South Korean government to look into the promotion of trade, in eastern India and it will open a door for more investment in the state.

Amit Mitra, the state Finance Minister, said at Nabanna on Friday that Dong Seok Choi, Chief Director General of KOTRA on Friday held a meeting with senior officials of the West Bengal Industrial Development Corporation (WBIDC). “He has shown interest in setting up their office in Kolkata. It is a matter of pride for the state as the organisation has chosen the city to set up their office which is the first and only one in eastern India,” he said.

The state government has assured all support to KOTRA in setting up of their office in Kolkata.

 

The image is representative (source)

 

কলকাতায় অফিস খুলতে চলেছে কোরিয়ার বাণিজ্যসংস্থা

গত পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির সাফল্য ও বৃদ্ধির কথা মাথায় রেখে, কোরিয়ান ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA) কলকাতায় তাদের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব ভারতে দক্ষিণ কোরিয়ার এই বাণিজ্যসংস্থার এটি প্রথম কার্যালয় যা রাজ্যের সামনে বিপুল বিনিয়োগের দরজা খুলে দেবে।

শুক্রবার নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র KOTRA-র চিফ ডিরেক্টর জেনারেল এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, KOTRA কলকাতায় তাদের কার্যালয়ে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে,  এটা রাজ্যের  জন্য একটা গর্বের ব্যাপার যে এই সংস্থা তাদের অফিস স্থাপনের জন্য আমাদের শহরকে বেছে নিয়েছে”।

কলকাতায় তাদের কার্যালয় স্থাপনের জন্য KOTRA-কে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Investment Bengal

WB CM forms Industrial Investment Promotion Board

In a new initiative aimed to bring more industrial investment in West Bengal, Chief Minister Mamata Banerjee on Tuesdaydeclared the formation of an Industrial Investment Promotion Board (IIPB), which will be an umbrella organization of all industry-related corporations and other bodies of the state Government.

Announcing the decision at state secretariat Nabanna, she said, “The chairman of the new board will be a former state information technology department secretary. The departmental secretaries of finance, commerce and industries, MSME, information technology, land and land revenue, fisheries, tourism and transport will be members of the new board.”

Apart from the regular board members, IIPB will have finance and industry minister Dr Amit Mitra and the State chief secretary as observers, the CM said. Members of the board will meet once a week and regularly report to her.

The Chief Minister also announced that her government would invite President Pranab Mukherjee to be the chief guest at the state’s upcoming mega business conclave.

Once the IIPB becomes functional, all the existing industry-facilitating bodies under the state government, such as West Bengal Industrial Development Corporation (WBIDC), West Bengal Infrastructure Investment Development Corporation (WBIIDC) and West Bengal Small Industries Development Corporation (WBSIDC), among others, will be brought under IIPB.

 

নতুন শিল্প বোর্ড গঠন করলেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শিল্পায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ডের’৷ দ্রূত শিল্পায়নের স্বার্থে তৈরি হল এই বোর্ড।

তিনি জানান, “শিল্পের সঙ্গে যুক্ত সব দফতরগুলিকে নিয়ে এই নতুন প্রমোশনাল বোর্ড তৈরি করা হয়েছে৷ নতুন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হল প্রাক্তন তথ্য-প্রযুক্তি সচিব কে সিদ্ধার্থ৷ বোর্ডের দুই উপদেষ্টা হিসাবে কাজ করবেন অর্থ ও শিল্প দফতরের মন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ বোর্ডের নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়েছে৷ এ ছাড়াও শিল্প, অর্থ, খাদ্য-প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র, কু্টির শিল্প, ভূমি ও ভূমি রাজস্ব, তথ্য-প্রযুক্তি, পর্যটন, পরিবহণ দফতরের প্রধাণ সচিব এই কমিটির সদস্য৷”

বোর্ড সদস্যরা ছাড়া অর্থ ও শিল্প মন্ত্রী ড অমিত মিত্র এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহের শনিবার নতুন কমিটি বৈঠকে বসে কাজের অগ্রগতির রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে৷

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, রাজ্যের আসন্ন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমন্ত্রণ জানাবে রাজ্য সরকার।

IIPB কার্যকরী হলে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBIDC), পশ্চিমবঙ্গ পরিকাঠামো বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন (WBIIDC) এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্পোরেশন (WBSIDC) এদেরকে IIPB-র আওতায় আনা হবে।