Bagjola canal to get facelift with floating market

The banks of Bagjola canal, located near the upcoming international convention centre at New Town, is set for a facelift, complete with a floating market in the waters.

This is part of the beautification plan that the Housing Infrastructure Development Corporation (HIDCO), along with the irrigation department, has taken up for the 2 km stretch along the canal. The irrigation department will carry out a survey to look into the quality of the water and ways to improve it.

HIDCO authorities will take help of an architect from the Indian Institute of Architects implement the project, which is likely to include landscaping, flower gardens, walkways and places to sit down and take in the view. Suggested by the CM, the authorities will look into the possibility of starting a market, where merchandise will be sold on boats, like those in Srinagar, Thailand and Indonesia.

 

The image is representative (Source)

 

বাগজোলা খাল সংস্কারের উদ্যোগ, চালু হবে ভাসমান বাজারও

নিউ টাউনের কনভেশন সেন্টারের কাছাকাছি বাগজোলা খালের পাড় সংস্করণ করা হবে এবং এখানে চালু হবে ভাসমান বাজার।

শহরের সৌন্দর্যায়নের জন্য ২ কিলোমিটার বিস্তৃত এই খালের ওপর হিডকো এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলের মান পরীক্ষা করার জন্য এবং কিভাবে  সমগ্র প্রক্রিয়াটিকে আরও উন্নত করা যায় সেজন্য কৃষি দপ্তর একটি সমীক্ষা করবে।

এই প্রকল্পের নকশা তৈরির জন্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আর্কিটেক্টের একজন স্থপতির সাহায্য নেবে হিডকো। নকশার মধ্যে থাকবে ফুলের বাগান, সাধারণ মানুষের হাঁটার ও বসার জন্য নির্দিষ্ট জায়গা। মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী শ্রীনগর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো নৌকার ওপর ভাসমান বাজার চালু করবে কর্তৃপক্ষ। নৌকাগুলিতে নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক প্রয়োজনীয় সমস্ত পণ্য বিক্রি করবেন বিক্রেতারা।