Smiling Jangalmahal is my biggest achievement: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today launched the distribution of 43,000 bicycles under Sabuj Sathi to the students of Class IX of state-run, aided and sponsored schools at a function at Jamboni, West Midnapore.

From today’s programme, the Chief Minister also inaugurated a nursing training college in Lalgarh, a number of Karma Tirthas, Government buildings, road projects, flood shelters, marketing hubs and a host of other projects.

She laid the foundation stones for many projects including the Medinipur Homeopathic College and Hospital and its women’s hostel, road projects, water projects, projects for forestry.

Besides cycles of Sabuj Sathi, the Chief Minister also distributed benefits including Kanyashree, Yuvashree, Geetanjali, land pattas, agricultural equipment, loans, computers and books.

Highlights of Chief Minister’s speech:

Jangalmahal smiling

Five years ago people in Jangalmahal were living in terror. Tides have turned. Smiles have replaced tears. Jangalmahal is smiling today. This is my biggest achievement. I can give my life but will never forget Jangalmahal.

Will always work for the people

It is our duty to work for people. Healthcare at government hospitals in Bengal is free. I do not support people who try to extort money by causing inconveniencing people. I do not believe in playing petty politics in matters of governance. I created Trinamool Congress to serve people. It is my pledge and commitment to continue to work for people.

Will work for people despite financial problems

We increased our revenue from Rs 20000 Cr to Rs 40000 Cr in 5 years. But we inherited a debt crisis from Left. Centre takes away our revenues to pay off debts incurred by the previous Govt. Still, we are working for people. Despite all financial problems, we will continue to work for people.

Bengal does not tolerate riots

There is an atmosphere of religious and political intolerance in the country. In Bengal we never discriminate between people. Bengal does not allow politics of communalism and riots. It will not be tolerated.

Pledge to take Bengal to new heights of glory

Youth from Jangamahal have been recruited in the police forces and as civic volunteers. Folk artistes are getting their due recognition now. We have to preserve our culture. I started Kanyashree scheme so that girls can pursue education. We are giving rice at Rs 2/kg to people under Khadya Sathi. It is our aim to help the needy.

We have started conducting WBCS exam in Ol Chiki language. We believe in respecting all languages, be it Urdu, Hindi, Gurmukhi, Santhali. The Tribal Development Ministry will soon form a development board for the welfare of people in Jangalmahal. We have initiated a major irrigation project for the districts of Bankura, Purulia, West Midnapore. I have instructed forest department to look into the problems faced by locals due to stray elephants.

Jhargram will soon become a new district. We are waiting for judicial clearances. We are redefining tourism in Jhargram. Earlier people were scared to come to these places.

 

আমি জঙ্গলমহলকে কোনদিন ভুলতে পারিনাঃ মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের জামবনিতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সবুজ সাথী প্রকল্পের আওতায়  নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রায় ৪৩০০০ বাইসাইকেল বিতরণ করেন তিনি।

আজকের এই অনুষ্ঠান থেকে লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ, কর্মতীর্থ, সরকারি ভবন, রাস্তা, বন্যার সময় দুর্গতদের জন্য আশ্রয়স্থল,  মার্কেটিং হাব সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মেদিনীপুরে হোমিওপ্যাথি কলেজ,হাসপাতাল এবং ছাত্রী আবাস সহ, রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণের পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, জমির পাট্টা, কৃষি যন্ত্রপাতি, লোন, কম্পিউটার এবং বইও বিতরণ করা হয় এই সভা মঞ্চ থেকে।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও ৪০০০০ সাইকেল বিতরণ করা হবে
  • আমরা কথা দিয়ে কথা রাখি
  • আগের সরকারের ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। কেন্দ্র সব টাকা কেটে নিয়ে যাচ্ছে, তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
  • গত ৫ বছরে আমাদের রাজস্ব ২০০০০ কোটি থেকে বেড়ে ৪০০০০ কোটি টাকা হয়েছে
  • পাঁচ বছর আগে জঙ্গলমহলে মানুষ আতঙ্কে বাস করত, সময় পাল্টেছে। কান্না এখন হাসিতে পরিণত হয়েছে
  • আজ জঙ্গলমহল হাসছে। এটা আমার সবচেয়ে বড় সাফল্য
  • আমি সব জেলা বিশেষত জঙ্গলমহল এবং পাহাড় আমি নিয়মিত পরিদর্শন করি
  • আজ ২২০০০ মানুষ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন
  • কাজ করাটাই আমাদের কাজ
  • আজ বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন
  • মানুষকে কষ্ট দিয়ে টাকা তোলাকে আমি সমর্থন করি না
  • মানুষের কাজ করতে কোনো সংকীর্ণ রাজনীতির জায়গা নেই
  • মানুষের সেবা করার জন্য আমি তৃণমূল কংগ্রেস গঠন করেছি
  • মানুষের জন্য কাজ করাই আমার কর্তব্য
  • বাংলা কখনো দাঙ্গাকে প্রশ্রয় দেয় না, যে দাঙ্গা করবে তাঁকে সরকার শাস্তি দেবে
  • নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান
  • পুলিশ ফোর্স ও  সিভিক ভলেনটিয়ার পদে সুযোগ পেয়েছে জঙ্গলমহলের যুব সম্প্রদায়
  • বাউল শিল্পীদের সরকার থেকে সাহায্য করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে
  • মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছি
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় ২ টাকা কেজি দরে চাল পাচ্ছে সাধারণ মানুষ। মানুষকে সাহায্য করাই আমাদের লক্ষ
  • আমরা অল চিকি ভাষায় ডবলু বি সি এস পরীক্ষা চালু করেছি
  • আমরা সব ভাষাকেই সম্মান করি, সে উর্দু, হিন্দি, গুরুমুখী, সাঁওতালি যাই হোক
  • জঙ্গলমহলের মানুষদের উন্নয়নের জন্য শীঘ্রই একটি উন্নয়ন পর্ষদ গঠন করবে আদিবাসী উন্নয়ন মন্ত্রক
  • বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় জলসেচ প্রকল্পের কাজ নেওয়া হয়েছে
  • খুব শীঘ্রই ঝাড়গ্রাম নতুন জেলা হবে, আমরা কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছি
  • আমরা ঝাড়গ্রামের পর্যটন ঢেলে সাজাচ্ছি। আগে মানুষ এখানে আসতে ভয় পেত
  • আর্থিক অনটন সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাব
  • হাতির কারণে যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বনকর্মীদের
  • আমি নিজেকে ভুলতে পারি কিন্তু জঙ্গলমহলকে ভুলতে পারি না
  • সারা দেশে ধর্মীয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে। বাংলায় আমরা কখনোও বিভেদ করি না মানুষের মধ্যে
  • বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের লক্ষ্য

 

 

 

Bengal CM inaugurates more than 300 projects in Jangalmahal

During her first visit to Jangalmahal today, in her second innings as Bengal Chief Minister, Mamata Banerjee inaugurated and laid the foundation stones for more than 300 projects.

During her earlier visits, too, the Bengal Chief Minister had inaugurated and laid the foundation stones of a number of projects in this sensitive belt of Bengal. During today’s visit, the Chief Minister inaugurated exactly 167 projects and laid the foundation stones for 139 schemes.

She attended a Bijaya Sammilani in Jhargram. She also attended a programme to uphold communal harmony at Ghoradhara Stadium in Jhargram, where she addressed the crowd. The Milan Utsav, as it was called, was attended by 200 Durga Puja committees, 134 Kali Puja committees, 750 clubs, 70 Muslim committees and representatives of Christian, Jain, Buddhist and other religious sects.

Tomorrow she is scheduled to attend an administrative meeting at Jamboni where she will inaugurate and lay foundation stones for more projects.

During her visit to Narayangarh after becoming Chief Minister for the second time, she had inaugurated 32 projects and laid the foundation stones for 14 projects.

A Karma Tirtha, the new building of Silda college, some roads and bridges are waiting to be inaugurated by the Bengal Chief Minister during the meeting at Jamboni High School ground on Thursday.

 

রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীর সর্বধর্ম সম্মেলন

আজ বুধবার জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দিলেন৷

বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছিল৷ আমন্ত্রণ জানানো হয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা উপস্থিত থাকতে পারেন নি৷ কারণ, আজ ছিল আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷

বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছিল নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷

মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উত্সবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷

 

Bengal CM flags off 50 fire tenders from Nabanna

Bengal Chief Minister Mamata Banerjee today flagged off 50 fire tenders from Nabanna, which will serve under different fire stations across the State. The State Fire Services & Emergency Services Minister was present on the occasion along with other Government officials.

Of the 50 fire tenders, 20 are of 5000-litre capacity, which are equipped with low-pressure pumps, and cutting and lifting equipment. The rest 30 are of 2500-litre capacity, which can move into narrow lanes and hilly areas with ease. All of these are also equipped with modern water mist technology. The State now has more than 650 operational fire tenders.

The Government has prioritised the modernisation of fire and emergency services, setting up modern control rooms in the State headquarters as well as in the divisional headquarters equipped with a modern communication system, and facilities for recording and analysing calls and dispatching fire tenders to the affected places, GPS system in fire tenders for finding out their locations, etc. Fire stations have been provided with mobile sets and walki-talkies.

The new equipment and machinery that has been added to the fleet include high- and low-pressure water tenders, mid-sized water tenders, emergency tenders, operational vehicles, motorcycles, two hydraulic platforms (one 54 metre and the other 42 metres high) for fire-fighting and rescue in high-rise buildings, hydraulic rescue tools, circular saw, chainsaw and diamond saw (three types of cutting and breaking tools), compressor machine for BA sets, various types of search and rescue equipment, towing vehicles, and various types of station-level equipment like lock cutters, face masks, suction hoses, foam-making branches, insulated axes, insulated pliers, searchlights, hose control clamps, short branches, different types of extinguishers, etc.

 

 

নবান্নে ৫০টি দমকল গাড়ির শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবার ব্যবস্থাপনায় আজ নবান্ন থেকে ৫০-টি নতুন দমকল গাড়ির শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু আধুনিকীকরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন আধুনিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, রেকর্ডিং,,অ্যানালাইজিং , ডিসপ্যাচিং-এর সঙ্গে সঙ্গে দমকলগুলি কখন কোথায় আছে তা জানার জন্য জিপিএস সিস্টেম সহ অনেকরকম সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। ফায়ার স্টেশনগুলিকে মোবাইল সেট এবং ওয়াকি-টকি পরিষেবা প্রদান করা হয়েছে।

আজ যে পঞ্চাশটি দমকলের উদ্বোধন করা হল তার মধ্যে ২০-টি ইঞ্জিন ৫,০০০ লিটার এবং বাকি ৩০-টি ২,৫০০ লিটার ক্ষমতাসম্পন্ন। এগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং অল্প জায়গায় খুব সহজেই ব্যবহার্য। বর্তমানে রাজ্যে ৬৫০-টি কার্যকরী দমকল রয়েছে।

নতুন কিছু নির্বাপক সরঞ্জাম ও যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হয়েছে, যেমন হাই এবং লো প্রেশার ওয়াটার টেন্ডার, মাঝারি আকারের ওয়াটার টেন্ডার, এমারজেন্সি টেন্ডার, অপারেশনাল যানবাহন, মোটরসাইকেল, দুটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম (একটি ৫৪ মিটার এবং অপরটি ৪২ মিটার), হাইড্রোলিক রেসকিউ টুলস্‌, মাস্ক, সাকশান হোস, ফোম তৈরির পাইপ, ইনসুলেটেড অ্যাক্স, ইনসুলেটেড পিলার, সার্চলাইট, বিশেষ নিয়ন্ত্রণ ক্ল্যাম্প, ইত্যাদি।

 

 

State will have no load-shedding this Puja season: Bengal Power Minister

The festive season will see no load-shedding in Bengal, said State Power Minister Sobhandeb Chatterjee, on Sunday. The State Power department is all prepared to light the city and villages in the festival season.

“We are a power surplus state now. We are ready with the infrastructure of zero power cuts during Durga Puja. There should not be any problem,” the Minister said.

West Bengal has recorded surplus power. West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has surplus power, measuring around 1,000 MW, informed the Minister.

The Minister also added that the State can sell the power to other states and distribute the power to national power grid (Power Grid Corporation of India Limited). The State produces around 30,000 million units. The State either banks the surplus power outside or sells it to power exchanges.

The Government has also been developing a power bank. With the addition of new power units the total power generation in Bengal will get a boost and the state will be able to supply surplus power to other states.

 

 

পুজোয় রাজ্যে লোডশেডিং হবে না: বিদ্যু९ মন্ত্রী

এ বছর পুজোর সময় কোনো বিদ্যু९-ঘাটতি হবে না। মাননীয় বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এ কথা জানান। উত্সবের দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলকে আলোকিত রাখতে প্রস্তুত রাজ্য বিদ্যু९ পর্ষদ।

“আমাদের রাজ্যে এই মুহুর্তে অতিরিক্ত বিদ্যু९ মজুদ আছে, আমাদের এখন যা পরিকাঠামো আছে, তাতে কোনো বিদ্যু९ ঘাটতি হবে না ও কোনো ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না” জানালেন মন্ত্রী।

তিনি আরো জানান, রাজ্যের কাছে অতিরিক্ত বিদ্যু९ মজুত আছে, রাজ্য বিদ্যু९ পর্ষদ প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যু९ তার ভাঁড়ারে বাঁচিয়ে রেখেছে।

তিনি বলেন, রাজ্য এখন অন্যান্য রাজ্যকে বিদ্যু९ বিক্রি করতে পারে বা national power grid (Power Grid Corporation of India Limited) কে বিদ্যু९ বিলি করতে পারে। রাজ্য মোটামুটি ৩০ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যু९ তৈরী করে, বেশি হলে  তারা বাইরের বিদ্যু९ ব্যাঙ্কে তা জমা করে বা বিক্রি করে।

রাজ্য বিদ্যু९ ব্যাঙ্ক তৈরীর কাজ শুরু করে দিয়েছে। নতুন কেন্দ্রগুলি তৈরী হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিদ্যু९ উ९পাদন বাড়বে ও অতিরিক্ত বিদ্যু९ অন্যান্য রাজ্যকে বিক্রি করতে সক্ষম হবে।

WB CM to visit north Bengal today

West Bengal Chief Minister Mamata Banerjee will start for north Bengal to hold the administrative review meeting of three districts – Malda, North and South Dinajpur.

The administrative review meeting of the three districts will be held at Islampur in North Dinajpur on Tuesday.

The West Bengal Chief Minister will leave the city on Monday evening for Bagdogra from where she will go to Sukana and the next day she would head towards the venue of the administrative review meeting.

After the meeting, she would be returning to Siliguri from Islampur. The Chief Minister will return to the city on August 24. The meeting is a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

The Chief Minister will be inaugurating several projects and lay stone of some after the administrative review meeting on Tuesday. An elaborate security arrangement has been made to ensure that no untoward incident takes place in the area in the next two days.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

উন্নয়নে আরও গতি আনতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তিন জেলায় – মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। সময় বিকেল তিনটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে যেখানে তিনি শুকনা যেতে হবে এবং পরের দিন তিনি প্রশাসনিক পর্যালোচনা সভার ভেন্যু দিকে আগাইয়া হবে বাগডোগরা জন্য সোমবার সন্ধ্যায় শহর ছেড়ে চলে যেতে হবে.

এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যাবেন শুকনায় এবং পরের দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামী ২৪ আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

সব অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভা মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলার  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

 

WB CM inaugurates Kolkata Police Law Institute

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Police Law Institute today. This institute is yet another milestone in human resource development and skill development in West Bengal.

Located on Diamond Harbour Road, this institute will commence a special three-year LLB course from the 2016-17 academic session. The institute has been granted affiliation by Calcutta University.

The LLB course has been approved for serving officers of Kolkata Police and West Bengal Police, and is designed to enhance the standards of public service delivery by the police forces. The inauguration of this institute is yet another step towards providing an efficient, people-friendly administration.

 

আজ কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের উদ্বোধন করলেন  মুখ্যমন্ত্রী

দ্য কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের আজ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইনস্টিটিউটটি এখন পশ্চিমবঙ্গের মানবসম্পদ উন্নয়নের আরেকটি মাইলস্টোন।

এই ইন্সটিটিউটটি ৭ ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। এই এল এল বি পাঠ্যক্রম পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে একটি বিশেষ তিন বছরের এল এল বি পাঠ্যক্রম চালু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পাঠ্যক্রমের অনুমোদন প্রদান করা হয়েছে।

কেবলমাত্র কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কৃত্যকের কর্মরত আধিকারিকদের জন্য এই এল এল বি পাঠ্যক্রম অনুমোদিত হয়েছে। কর্মতৎপরতা, দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এটি আরও একটি পদক্ষেপ।

 

Bengal launches ‘Kanyshree Mobile App’

In a bid to help girl students obtain benefits under the Kanyashree scheme within the shortest possible time after submitting their application, the state government has introduced internet-based platforms on the third Kanyashree Divas.

The mobile app on Kanyashree scheme will enable a user to know the status of their application. One can also lodge their grievances through the app. At the same time, a user can also view activities and events related to Kanyashree.

On Sunday, the third Kanyashree Divas was celebrated. The celebrations are being held at all levels across the state, where already 34 lakh girl students have received benefits under the scheme.

Dr Amit Mitra, the state finance minister, launched the Kanyashree App  and an internet-based facility called Kanyashree Online 4.0. An SMS service was also introduced on Sunday. Dr Sashi Panja, the state women and child development minister was also present at the event.

The Kanysahree Online 4.0 internet service has been introduced to help students get detailed information related to the scheme and certificates of more than three lakh girls who received the one-time grant of Rs 25,000 was generated online on Sunday itself.

Till date, funds have been directly transferred to the bank accounts of more than seven lakh girls – who received the Rs 25,000 grant – and 31 lakh girls – whose have got the annual scholarship of Rs 750.

Lauding the project, Foroogh Foyouzat, Chief of Field Services, UNICEF India, said: “The initiative is close to my heart. Kanyashree has contributed in reducing the cases of child marriages. It is also helping in reducing the dropout rates in the schools. Educating people is an effective way to reduce child marriage and it will help in taking the country forward.”

 

‘কন্যাশ্রী মোবাইল অ্যাপ’ চালু করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্প এবার আরও এক ধাপ এগিয়ে গেল। ১৪ই আগস্ট উত্তরণ ঘটল ‘কন্যাশ্রী অ্যাপ’-এর। ইতিমধ্যেই কন্যাশ্রী প্রকল্পের সুফল ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র৷ পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীরা আর্থিক সাহায্য পাচ্ছেন৷ বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে৷

‘কন্যাশ্রী অ্যাপ’-এর মাধ্যমে এই প্রকল্পের অধীন ছাত্রীরা আবেদনপত্রের পরিস্থিতি জানতে পারবেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠিকমতো পড়েছে কি না, আবেদনপত্রের বর্তমান অবস্থান, ফর্মে কোনও ত্রুটি ছিল কি না, পরবর্তী অনুষ্ঠানের দিন ও সময়– এ যাবতীয় বিষয় এবার অ্যাপসের মাধ্যমে জানতে পারবে ছাত্রীরা৷

রবিবার তৃতীয় কন্যাশ্রী দিবস পালিত হল। শুধু কলকাতায় নয়, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় পালিত হয়েছে এই দিনটি যেখানে সারা রাজ্যে মোট ৩৪ লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছে।

রবিবার ‘কন্যাশ্রী অ্যাপ’-এর উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রবিবার থেকে এসএমএস পরিষেবাও চালু হল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কন্যাশ্রীর কে-ওয়ান প্রকল্পে ইতিমধ্যে ৩১ লক্ষ ছাত্রী বার্ষিক ৭৫০ টাকা করে পাচ্ছে৷ কে-টু প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৭ লক্ষ ছাত্রীকে৷ অনলাইনে ৪.০ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকল্প সম্বন্ধে ও সার্টিফিকেট সমস্ত তথ্য পাবে।

এ বছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম হয়েছে নদিয়া জেলা৷ দ্বিতীয় স্থান বীরভূম ও তৃতীয় স্থান পেয়েছে কলকাতা৷ ভাল কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও মালদহ জেলা৷

ইউনিসেফের কর্মকর্তারা জানালেন, কন্যাশ্রী প্রকল্পের সুফল মিলেছে৷ স্কুলছুটের সংখ্যাও অনেক কমেছে৷ বাল্যবিবাহের সংখ্যাও কমেছে। এর মাধমে আগামী দিনে নারী শিক্ষার অনেক প্রসার ঘটবে।

WB CM inaugurates Purulia Govt Engineering College

West Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative meeting at Purulia district today. During the meeting, she inaugurated a government engineering college at Purulia. This is the first government engineering college in the State in the last 20 years.

The college would have all the required infrastructure (academic block, administrative block, student activity centre, separate hostels for boys and girls among other things). Eighty one teachers and 31 non-teaching staff will be recruited for the college.

Affiliated to Maulana Abul Kalam Azad University of Technology, Purulia Government Engineering College will offer graduate-level courses in civil engineering, mechanical engineering, electrical engineering, Computer Science engineering, electronics and communication engineering.

Classes for the first batch will commence on 10 August with 300 students selected via West Bengal Joint Entrance Examination.

The Chief Minister addressed a press conference after the administrative revie meeting.

Highlights of her speech:

  • Major roads are being constructed in Bankura and Purulia at a cost of Rs 340 Cr, it will benefit people hugely
  • A major industrial corridor is coming up between Amritsar and Kolkata, this will connect Purulia and Bankura as well
  • Out of 12 Kisan Bazars, 6 are ready in this district which will be inaugurated tomorrow
  • We have started youth hostels, cottages and roadways in the Ayodhya Hills area, this will boost tourism in the region
  • We also held discussions on all the social schemes such as Kanyashree, Khadya Sathi, Shikshashree and other schemes

 

আজ পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আজ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠককালে তিনি পুরুলিয়ায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। গত ২০ বছরে এটি রাজ্যের প্রথম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।

কলেজ সব প্রয়োজনীয় অবকাঠামো (একাডেমিক ব্লক, প্রশাসনিক ব্লক, ছাত্র কার্যকলাপ কেন্দ্র, ছেলেদের এবং অন্যান্য বিষয়ের মধ্যে মেয়েদের জন্য আলাদা হোস্টেল) রয়েছে। আশি জন শিক্ষক এবং ৩১ জন স্টাফ কলেজের জন্য নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০০জন শিক্ষার্থী নিয়ে ১০ই আগস্ট প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

 

এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ

বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ৩৪০ কোটি টাকা ব্যয়ে অনেক রাস্তা তৈরির প্রকল্প নেওয়া হয়েছে, এগুলি সম্পূর্ণ হলে মানুষের অনেক উপকার হবে

অমৃতসর ও কলকাতার মধ্যে একটি শিল্প করিডর তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে বাঁকুড়া ও পুরুলিয়াকেও যুক্ত করা হবে

১২ টি কৃষক বাজারের মধ্যে ৬টির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে, এগুলি আগামীকাল উদ্বোধন করা হবে

অযোধ্যা পাহাড় এলাকায় আমরা যুব আবাস, কটেজ এবং রাস্তা তৈরি করছি যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে

শিক্ষাশ্রী, কন্যাশ্রী, খাদ্য সাথী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে

 

Centre for Child Rights being set up in Bengal

West Bengal National University of Juridical Sciences (WBNUJS) has collaborated with United Nations Children’s Fund (UNICEF) to set up the Centre for Child Rights at the university’s campus in Kolkata. It will be inaugurated on Saturday. The centre will provide integrated support to different layers of institutional governance at the local, State and national levels for the protection of children’s rights. Minister for Women &  Child Development Dr Sashi Panja and State Law and Labour Minister Malay Ghatak will be present at the inauguration.

The centre will create a framework of research support and logistical backup to the statutory processes concerning protection of children. The centre will reach out to marginalised children in society and facilitate better protection of their rights by providing complementary support to the stakeholders involved in upholding children’s rights.

The working of the centre has been divided into three broad areas – as a research centre on various dimensions of children’s rights and as a nodal centre of children’s rights in West Bengal; as a documentation centre for socio-legal and action research on children’s rights; and, as a centre for national and international conferences on children’s rights.

The centre will be engaged in capacity-building exercises for stakeholders in the juvenile justice system and in civil society. It will organise training programmes for the stakeholders and enable them to appreciate the need for convergence as well.

The centre’s major role will be in advocacy and policy-influencing. It will contribute to initiate legal reforms in the area of children’s rights by participating in discussions and drafting processes.

শিশু অধিকার কেন্দ্র তৈরি হল বাংলায় 

ইউনিসেফ এবং WBNUJS-র সহযোগিতায় কলকাতায় শিশু অধিকার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে শনিবার।

কেন্দ্র স্থানীয়, রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে শিশু অধিকার রক্ষার জন্য এই কেন্দ্র সবরকম সহায়তা প্রদান করবে। রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ  শশী পাঁজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এই কেন্দ্রের কাজ তিনটি থিমে ভাগ করা হয়েছে।

প্রথমত, শিশুর অধিকারের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা হবে এবং রাজ্যে শিশু অধিকারের একটি নোডাল কেন্দ্র হিসেবে কাজ করবে।  এটা শিশুর অধিকার আর্থ আইন এবং প্রায়োগিক গবেষণার জন্য একটি ডকুমেন্টেশন কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া শিশু অধিকার বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কিশোর বিচার ব্যবস্থায় এবং সুশীল সমাজে অংশীদারদের মধ্যে সক্ষমতা বাড়াতে এই কেন্দ্র সহায়তা করবে। এই কেন্দ্র অংশীদারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন হবে এবং সেই সঙ্গে তাদের একসঙ্গে থাকার প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করাতে সক্রিয় হবে।

এই কেন্দ্রের প্রধান ভুমিকা হবে প্রচার ও নীতি ভিত্তিক। আলোচনায় অংশগ্রহণ এবং প্রসেস খসড়া  প্রস্তুতি দ্বারা শিশু অধিকার সংক্রান্ত আইনি সংস্কারের সূচনা হবে।

WB CM begins four-day visit to North Bengal

West Bengal Chief Minister Mamata Banerjee has started her first visit to north Bengal after coming to power for a second term. Mamata Banerjee has visited north Bengal more than one hundred times, between 2011 and May 2016, much more than any other Chief Minister, concentrating on the development of the area.

Her three-day itinerary began with a visit to Alipurduar, where she participated in the second anniversary celebrations of the formation of the district. Later in the evening, she held an administrative meeting with district officials.

On Tuesday, the Chief Minister will hold another administrative meeting in Alipurduar following which she is likely to announce a host of development projects for the seven districts of north Bengal.

 

আজ চার দিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে মমতা ব্যানার্জী শতাধিক বার উত্তরবঙ্গে সফরে এসেছেন।   অন্য কোন মুখ্যমন্ত্রী তুলনায় এলাকার উন্নয়নের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।

এদিন দুপুরে বাগডোগড়া বিমানবন্দরে নেমে সড়কপথে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন আলিপুরদুয়ারে। সন্ধ্যায় প্যারেড গ্রাউণ্ডে আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। পড়ে সন্ধ্যেবেলায়, জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন।

মঙ্গলবার হাসিমারার সুহাসিনী চা বাগানের মাঠে আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷  সেখানে তিনি উত্তরবঙ্গের সাতটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পর্যালোচনা করবেন।শিল্প থেকে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো – রাজ্যের বিভিন্ন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে নানা প্রকল্প৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সব নিয়ে পর্যালোচনা হওয়ার কথা৷

২৯ জুন শিলিগুড়িতে রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যায়’ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে৷ ৩০ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷