Cooch Behar, Nabadwip towns to become heritage sites for historical importance

The Mamata Banerjee Government will soon declare the historically important towns of Nabadwip and Cooch Behar as heritage sites. As per the Chief Minister’s instructions, the West Bengal Heritage Commission has initiated necessary measures including engaging competent authorities to undertake studies before declaring the places with immense historical importance as heritage towns.

The primary reasons behind the decision are preserving and maintaining the old monuments and encouraging tourists to visit them. The commission has engaged Indian Institute of Engineering Science and Technology (IIEST), Shibpur to carry out a study on Nabadwip and Indian Institute of Technology, Kharagpur on Cooch Behar.

A road map will be chalked out based on the reports for the restoration of the monuments and other buildings in the towns. As per rules, there has to be a museum in a town that gets a heritage tag. Hence, steps would be taken build one in each of the towns, where their histories would be laid out and also the reasons behind declaring them as heritage ones.

Nabadwip in Nadia district is the birthplace of the great Vaishnava saint and social reformer, Chaitanya Mahaprabhu. It was also known as the ‘Oxford of East’ for centuries as it was once a centre of learning and philosophy. It is a centre of pilgrimage for lakhs of people from India as well as different parts of the world. The old structures and monuments of Nabadwip portray the richness and glory of the Bhakti Movement in the medieval period.

On the other hand, Cooch Behar in North Bengal is one of the few planned cities that came up during the 19th century. The princely state of Cooch Behar  had a progressive king in the 19th century who had engaged a German town planner. As a result, the houses were built on the lines of German architecture. All the roads in the town were built following a particular plan. The banks of ponds were also beautified. The king had also planned for the setting up of an airport in Cooch Behar. Moreover, it had been a long-standing demand of the people to declare it as a heritage town. After coming to power in 2011, the Chief Minister had decided to preserve the heritage of historical towns and develop their infrastructure.

 

 

ঐতিহাসিক গুরুত্বের জন্য হেরিটেজ তকমা পেতে চলেছে কোচবিহার ও নবদ্বীপ

ঐতিহাসিক গুরুত্বের জন্য কোচবিহার ও নবদ্বীপ পেতে চলেছে হেরিটেজ তকমা – মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এইকাজের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে। কোনও স্থানকে ঐতিহাসিক দিক দিয়ে বিচার করে হেরিটেজ ঘোষণা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট কর্তৃপক্ষকে নিযুক্ত করা যারা ঐতিহাসিক গুরুত্ব বিচার করবে।

এই সিদ্ধান্তের মূল কারন, ওই প্রাচীন ঐতিহাসিক নমুনা গুলিকে সংরক্ষণ করা ও পর্যটকদের ওইসব স্থান পরিদর্শনে উৎসাহিত করা। কন্সারভেশন আর্কিটেক্টও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই দলগুলি শীঘ্রই তাদের নির্দিষ্ট করা স্থানগুলিতে যাবেন। তাঁরা গভীর অনুসন্ধান করে যা রিপোর্ট দেবেন, সেটিই রাজ্যসরকারের কাছে পাঠানো হবে।

একটি কর্মসূচী তৈরী করা হবে যেটিকে অনুসরণ করে ওই ঐতিহাসিক সৌধ ও বাড়িগুলির সংস্কারের কাজ করা হবে। ওই দুটি শহরে একটি করে মিউজিয়াম গড়ে তোলা হবে যেটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হবে। এর পাশাপাশি ওই মিউজিয়ামগুলিকে হেরিটেজ ঘোষণা করার কারণও লিপিবদ্ধ থাকবে।

নদীয়া জেলার নবদ্বীপ হল বৈষ্ণব মহাপ্রভু ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। দর্শন শাস্ত্রের জন্য নবদ্বীপ নগর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল। এই অঞ্চলটি এককালে সারা বিশ্ব ও দেশের কাছে ছিল পীঠস্থান। আজও এখানকার স্মৃতিসৌধগুলি মধ্যযুগের ভক্তি আন্দোলনের ঐতিহ্য বহন করে।

অন্যদিকে কোচবিহার হল ঊনবিংশ শতাব্দীর কয়েকটি পরিকল্পিত শহরের একটি। উত্তরবঙ্গের এই স্থাপত্যে মোড়া ঊনবিংশ শতকের শহরে এক প্রগতিশীল রাজা এক জার্মান স্থপতিকে নিযুক্ত করেছিলেন এই শহরের পরিকল্পনা করতে। তাই বাড়িগুলি তৈরি হয়েছে জার্মান স্থপতির পরিকল্পনা অনুযায়ী। সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে সুপরিকল্পিত ভাবে ও পুকুরের পাড়গুলিকেও সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাজা ওই অঞ্চলে একটি বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা করেন। এই অঞ্চলের মানুষের অনেক বছরের দাবী ছিল এই শহরকে হেরিটেজ ঘোষণা করা। ২০১১’য় ক্ষমতায় আসার পর ঐতিহাসিক নগর গুলির সংরক্ষণ ও পরিকাঠামোর উন্নয়নের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।