West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present at the concluding ceremony of the Himal Terai Sports Festival 2016 today, and gave away the prizes. The ceremony was held at North Point, Darjeeling.
The sports festival was jointly organised by the Siliguri Police Commisionerate, West Bengal Sports Department and Darjeeling Police.
The Chief Minister is currently on a visit to North Bengal. She inaugurated a safari park near Siliguri yesterday and will be present during the official celebration of Netaji Subhas Chandra Bose’s birth anniversary at Darjeeling Chowrasta tomorrow.
The salient points of her speech:
- West Bengal Chief Minister Ms Mamata Banerjee speaks at the awards ceremony of Himal Terai Sports Festival.
- We are providing sports equipment and jerseys to the sportspersons who are taking part in these events.
- More than 3500 sportspersons taking part.
- We are providing Rs 1 lakh each to the Sherpas.
- We have provided a grant of Rs 131 crore for upliftment of the Hills communities.
- All clubs have been granted Rs 25,000.
- I don’t pay attention to hate-mongers. I just do my developmental work.
- I’ve received many requests for creating development boards for the various communities. We will consider them.
- In 4.5 yrs we i have come to North Bengal over 100 times. Darjeeling is an integral part of Bengal.
- We are providing Rs 1 lakh to the Sherpas for their developent.
- Some people speak ill of me, but I do not pay heed to them, I continue to work for you always.
- I have received several requests for setting up of development boards for various communities, we will consider them.
হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
হিমাল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উত্সবের পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানে আজ দার্জিলিং নর্থ পয়েন্টে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তিনি দার্জিলিং পুলিশ ও শিলিগুড়ি কমিশনারেট আয়োজিত এই ক্রীড়া উত্সবের পুরস্কার প্রদান করেছেন কৃতি ক্রীড়াবিদদের।
মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে পৌঁছান। সেখানে তিনি শিলিগুড়ির কাছে এক সাফারি পার্কের উদ্বোধন করেন। আগামীকাল তিনি দার্জিলিঙে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
- শেরপা ভাইবোনদের প্রত্যেককে ১ লাখ করে সাহায্য করেছি
- উন্নয়নের জন্যও মোট ১৩১ কোটি টাকা দিয়েছি আমরা
- প্রতিটি ক্লাবকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হল
- আমরা চাই পাহাড়কে সুইজারল্যান্ড বানাতে
- আমরা চাই দার্জিলিং ভালো থাকুক
- গত সাড়ে চার বছরে আমি ১০০ বারেরও বেশী উত্তরবঙ্গ পরিদর্শনে এসেছি, দার্জিলিং বাংলার অভেদ্য অঙ্গ
- শেরপা ভাইবোনদের প্রত্যেককে ১ লাখ করে সাহায্য করা হয়েছে
- আমি দার্জিলিং এ অনেক কাজ করেছি, আমার বিরুদ্ধে কেউ কথা বল্লেও আমি কিছু বলিনা, আমি শুধু কাজ করে যাই
- আমি বিভিন্ন জন জাতির জন্য উন্নয়ন পর্ষদ গড়ার আবেদন পেয়েছি, সেগুলি আমি বিবেচনা করে দেখব
- আমি শেরপা, লেপচা, তামাং দের জন্য উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করেছি
- আমরা ঝগড়া চাই না, জনতার সাহায্য চাই
- আমরা দার্জিলিং-এর যুব সম্প্রদায়, মা-বোনদের প্রতিশ্রুতি দিচ্ছি পাহাড়ের উন্নয়ন করার