Here are the salient points from the 2016 Assembly election Manifesto of Trinamool Congress, which was released by Mamata Banerjee on March 11 at the party office in Kalighat.
Good Governance and Law & Order
- Housing projects like ‘Akanksha’ and ‘Pratyasha’ will expand the housing capacity for police personnel
- The family members of workers who die while on duty will be given jobs
- Protecting the minority and backward classes is our pledge
- There has been, and will be a further, increase in the number female police personnel
- A new police commissionerate will be created
- Six new districts (Sundarbans, Bashirhat, Bardhaman-Industrial, Bardhaman-Rural and Jhargram) and three new sub-districts (Mirik, Jhalda and Manbazar) will be created to facilitate administration
- Keeping Bengal free of communal violence is our pledge
- There are plans to increase interactions between the people and the Government
Heath
- Web-based reporting and video-conferencing-enabled HMIS-enhancing policies are being taken up
- Mobile health units planned in the hills, forests and mining zones
- PPP mode-based development of medical facilities in suburban areas is under process
- To maintain a healthy gender ratio, ‘Save the Girl Child’ programme is being implemented
- Plan to open a medical college in every district
Education
- Sanskrit Board to be set up with the help of Ramakrishna Mission
- School shoes are being distributed to students of classes I-IV. There are further plans to distribute shoes to students from Classes V-VIII
- Plans are there to introduce Wi-Fi across colleges and universities
- More ITIs and polytechnic institutes will be opened. This is already underway in many blocks. Besides, to ensure jobs to skilled workers and individuals, an annual mega event, ‘Utkarsh Bangla,’ has been arranged, which will ensure employment opportunities to six lakh people every year.
- All the blocks will have at least one ITI
Industry
- Work has already started for the Amritsar-Kolkata Industrial Corridor. Raghunathpur has been marked as the location for an industrial park to be constructed soon. The prospect of building a park cluster will also be looked into.
- Through the Rasoolpur and Bhor Sea Port projects, port management and construction activities will be taken up. The Government plans to increase sea trade substantially through the new ports.
- This will support the Kolkata Port Trust and improve the economy of the people of Bengal.
- An Industrial Investment Fund will be maintained to promote and regulate industrialisation. Private investors will be encouraged so that we can quickly build roads and other facilities near these industrial parks.
- Once we obtain a steady supply of natural gas, industries based on it can be started. The suburban areas of Kolkata and other adjoining areas will be provided with gas distribution and supply networks. CNG-driven transportation will be implemented extensively.
- We will consider plans for knowledge-based industries, like in the IT sector, and industries that depend on intellectual resources.
- We are coming up with special policies and schemes to prioritise the development of such industries.
Small Industry
- We will provide support to start-ups under our Start-up Policy.
- Texpro: Under this programme, within a period of three years, a number of textile parks and garment hubs will be erected. A few thousand crores will be invested in this programme, which will provide employment to lakhs.
- Government-approved industrial hubs: Under the scheme of Approved Industrial Park, many industrial hubs will be constructed, occupying thousands of acres of land.
Ornamental craft, leather craft, foundry, and processed and packaged food will have special industrial parks (‘Shilpa Tirtha’) constructed for them. - A few crores will be invested in constructing a silk park in Malda.
- A multi-million eco-tourism park will be inaugurated in Banarhat.
- Godapiasal, Vidyasagar, Shalbani, Sahachak, Raghunathpur, Haldia and Borjora will get industrial parks.
Women & Child Welfare
- ‘Kanyasree Plus’ is going to be implemented. Under this programme, girls under the Kanyasree Scheme would receive higher education and jobs. The programme, meant to ensure that more girls are benefitted, and family incomes are also raised, will be expanded in the future.
- A special helpline will be started to help women across the state.
- A state-wide mission will be established to see that women and children receive proper nutrition. We will receive help from nodal departments and UNICEF.
Women empowerment centres will be strengthened.
Rural Development
- We will focus on the ‘House for All’ programme
- The rural development programmes would have farmer welfare programmes integrated into them. The TMC government will achieve this through advanced IT systems.
- Drought-affected areas – Purulia, Bankura and adjacent regions – will have efficient water-distribution systems.
Urban Development
- We are building Biswa Bangla Convention Centre, with a magnificent hotel also coming up beside it. Thousands can seat at the convention centre.
- Wi-Fi connectivity is going to be extended to Durgapur, Asansol, Bardhaman, Siliguri, Malda, places in North 24-Parganas district, Dum Dum, Barrackpore, Bolpur, Krishnanagar, Chandannagar, Chinsurah and other places
- Exhibition-cum-mela ground and convention centre to be built at Milan Mela
- Massive work is underway in the IT sector. Sector VI, similar to Sector V, is under construction, and rapid progress is being made. An IT Bhavan is also being built.
- Many schemes aimed to facilitate the IT sector are being planned and implemented
- A large number of towns and cities are getting world-class infrastructure to ensure employment opportunities for lakhs
Culture, Sports & Youth Welfare
- The heritage arts will be revived, and the livelihoods of rural artistes will be ensured. We will rejuvenate our dying art forms and cultures like muslin and silk crafts, jari music, shari music and others.
- To locate talents, a talent search scheme will be put in place. Biswa Bangla Youth Centres would be established across the state.
- In the next five years, the following places would have a stadium and sporting infrastructure: Bolpur, Bhatar, Memari, Buniyadpur, Anda, Islampur, Amta, Shantipur, Ranaghta and Khatra. Stadiums would be built in other places as well.
- Special attention would be paid to female sportspersons, and to the development of women’s sports
- A special academy would be constructed for culture, youth welfare and sports
Agriculture, Land Development, Horticulture, Fisheries & Animal Husbandry
- We plan to increase agricultural production to such a degree that farmers’ incomes double within the next five years. Seed Village programmes and certifications would be expanded.
- Sufal Bangla: In association with Livestock Development Corporation, Mother Dairy and fishery units, Sufal Bangla outlets would be opened in Kolkata and other districts
Kisan Portal Service would be started to enable farmers with information and technology - The Sundarbans and Digha would be developed as Special Fishery Zones. The TMC government wants to farm sufficient amounts of fish for consumption and would thus promote the farming of big fishes.
- Health cards for dairy animals would be distributed.
- The programme ‘Krishi Kothar Ashor’ would be brought to farmers through mobile and electronic media. Training would be provided to farmers to increase the production of crops, fishes, onions and other edibles, as well as to teach them techniques for preservation.
- An agricultural university would be established in North Bengal
- Krishi Bhavans would be constructed across districts
Minority Development
- Bicycles would be distributed to all minority-community students of classes IX-XII
- A new campus of Aliah University will be opened in North Bengal, in a minority-inhabited area
- Medical colleges would be established under Aliah University
- Employment centres would be established for backward classes and for women of minority communities
Jangalmahal, Hills, Tea and Estates
- Through general welfare and tourism, Jangalmahal would be brought back into the mainstream
- The preservation of the scenic beauty and welfare of the people are our top priority. Welfare boards are being established for our fellow brothers and sisters. We will support anyone who wishes to help the Hills.
- TMC is absolutely focussed on making tea a major cash crop
Backward Sections & Tribal Welfare
- Reservation for the eligible communities would be taken care of
- Special educational and training programmes, as well as employment opportunities, would be arranged for students of backward communities, and scholarships would be arranged for them as well.
- A special drive would be initiated to provide caste certificates and scholarships for tribal people
- Special attention will be paid to the girl child – her safety, welfare and education. Social security for the weak is the TMC party’s aim
Housing
- More than 5 lakh flats/apartments would be built for government employees
- 25 night shelters for people accompanying critical patients have been constructed
- 100 Pather Sathi structures with multiple amenities for the aid of passengers and travellers would be constructed
- Rental housing projects would be initiated for people with limited resources
Public Works & Transport
- Integration and expansion of the Kolkata, Andal and Bagdogra airports is being planned to increase national and international flight traffic.
- Beautification of the banks of the Ganga and the increasing of water crafts traversing it are being realised.
- Bhor Sagar Deep-Sea Port project is under process, which will aid our socio-economic growth significantly.
- Metro rail projects in Kolkata and associated areas will be completed.
- By employing thousands of new buses and taxis, the TMC Government is earnestly trying to satisfy transportation needs, with more emphasis being paid to e-rickshaw project.
Tourism
- A number of branded hotels would be established in the State.
- Coastal regions like Digha, Mandarmoni, Shankarpur, Bakkhali, and Henry Island would be extensively improved.
- Beautification, introduction of adventure sports, cleanliness, strengthening of security, food kiosks, footpaths, changing rooms, toilets, tree plantation and many other plans would be put in place.
- Incentive schemes would be provided to film-makers to shoot in Bengal, to make good use of its beautiful landscape, and to promote Bengal as an economical filming site.
- Leisure tourism would be promoted by introducing houseboats in tourist destinations along river banks.
- Bengal Travel Mart will be promoted as the only State-sponsored tourism event. It will be a part of the State’s ‘Tourism, Fair and Festivals’ list.
২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহারের বিশেষ কিছু অংশ
গতকাল তৃণমূল কংগ্রেসের ২০১৬ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশিত হল। সেই ইস্তাহারের কিছু বিশেষ অংশঃ
সুশাসন ও আইনশৃঙ্খলা
- পুলিশকর্মীদের জন্য বাড়ির (‘প্রত্যাশা’ ও ‘আকাঙ্ক্ষা’ দিয়ে শুরু) সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
- কাজ করতে করতে মৃত কর্মীর পরিবারের নিকট সদস্যরা চাকরি পাবেন।
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
- মহিলা পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হবে। নতুন পুলিশ কমিশনারেট তৈরি করা হবে। এছাড়া ৬টি নতুন জেলা (সুন্দরবন, কালিম্পং, বসিরহাট, বর্ধমান-শিল্প, বর্ধমান-গ্রামীণ ও ঝাড়গ্রাম) এবং ৩ টি নতুন মহকুমা (মিরিক, ঝালদা ও মালবাজার) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- রাজ্যে শান্তির শাসন আরও বেশি করে সুপ্রতিষ্ঠিত করা হবে। বাংলা হবে দাঙ্গামুক্ত। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা এবং দায়িত্ববোধের সঙ্গে আমরা আপামর জনসাধারণের জন্য সুশাসন দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।
স্বাস্থ্য
- ওয়েব-বেসড রিপোর্টিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি যুক্ত এইচএমআইএস-এর শক্তি বৃদ্ধি।
- জঙ্গলমহল, সুন্দরবন, চা-বাগান, বনবহুল এবং কয়লাখনি এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা।
- রাজ্যের শহরতলিতে স্বাস্থ্যের উন্নতির জন্য পিপিপি মডেলের আরও প্রয়োগ।
- জেলা হাসপাতালগুলিতে আরও বিশেষজ্ঞ ক্লিনিক স্থাপন করা।
- সেক্স-অনুপাত বজায় রাখতে ‘সেভ দ্য গার্ল চাইল্ড’ প্রকল্প আরও প্রচার করা।
শিক্ষা
- রামকৃষ্ণ মিশনের সহায়তায় সংস্কৃত বোর্ড শুরু করা হবে।
- প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের জুতো দেওয়া হচ্ছে। ২০১৬-১৭ তে পঞ্চম থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্রছাত্রীদের জুতো দেওয়ার চেষ্টা চলছে।
- বাংলার সমস্ত স্কুলে ধাপে ধাপে কম্পিউটার দেওয়া হবে।
- কারিগরি শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির জন্যও চালু হয়েছে ‘উ९কর্ষ বাংলা’ যা প্রতিবছর ৬ লক্ষ যুবক-যুবতীকে দেবে নিশ্চিত চাকরি লাভের সুযোগ।
- বিভিন্ন কলেজে ধাপে ধাপে wifi সুবিধা দেওয়া হবে।
শিল্প
- রসুলপুর ও ভোরসাগর বন্দর নির্মাণের মাধ্যমে বন্দর নির্মাণের বিষয়ে বিশেষভাবে দৃষ্টিপাত করা হবে। এই বন্দরগুলি পূর্ব ভারত থেকে বাইরে এবং বাইরে থেকে পূর্ব ভারতে নৌবাহিত মাল সরবরাহের ব্যবস্থা আরও দৃঢ় করবে। এই বন্দরগুলি কলকাতা পোর্ট ট্রাস্টের পরিপূরক হিসেবে কাজ করবে। উপকূলবর্তী অঞ্চলের উন্নয়ন সাধিত হবে।
- বহু টাকার ইন্ডাস্ট্রিয়াল ফান্ড তৈরির মাধ্যমে শিল্পের পরিকাঠামো নির্মাণের কাজ সহজ করার ব্যবস্থা করা হবে। এরফলে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির এলাকায় রাস্তাঘাট, বিদ্যু९, জলসরবরাহ ইত্যাদি পরিকাঠামো সুষ্ঠুভাবে নির্মিত হবে।
- প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট যোগান এই রাজ্যে এলে গ্যাস চালিত শিল্প নির্মাণের ব্যবস্থা করা হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল, শহরতলি এবং পড়শি জেলাগুলিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা হবে। সিএনজি চালিত জনপরিবহণ ব্যবস্থা প্রবর্তিত হবে।
- আইটি বা এ ধরনের মেধাসম্পদজনিত শিল্পের প্রসারের জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টা নেব এবং তার জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা আগ্রহের সঙ্গে বিবেচনা করব।
ক্ষুদ্র শিল্প
- আগামী পাঁচ বছরে এই সব সেক্টরগুলির ব্যপক আর্থিক লাভ হবে।
- সদ্যপ্রণীত স্টার্ট আপ পলিসির সাহায্যে বহু স্টার্ট আপ কোম্পানিকে সহায়তা প্রদান করা হবে।
- টেক্সপ্রো : এই প্রকল্পের অধীনে তিন বছরের মধ্যে পিপিপি মডেলে গঠিত বেশ কয়েকটি টেক্সটাইল পার্ক এবং গার্মেন্ট হাব স্থাপিত হবে। এই প্রকল্পে বহু হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং বহু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
- সরকারি অনুমোদনপ্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল হাব: স্কিম অফ অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধীনে অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল হাব স্থাপিত হবে। এতে বহু হাজার একর শিল্পের জন্য নির্দিষ্ট জমির ব্যবহার হবে। গোদাপিয়াশাল, বিদ্যাসাগর, শালবনি, সাহাচক, রঘুনাথপুর, হলদিয়া এবং বড়জোড়ায় সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণকাজ সমাপ্ত হবে।
- শান্তিনিকেতনে স্থাপিত বিশ্ব ক্ষুদ্র বাজারে বহু কোটি টাকা বিনিয়োগ করা হবে।
- রুরাল ক্রাফট অ্যান্ড কালচার হাব: ইউনেস্কো সমর্থিত বহু কোটি টাকা মূল্যের এই প্রকল্পের ফলে কয়েক হাজার লোকশিল্পীর উপার্জন বাড়বে। দেশে ও বিদেশে নতুন বিশ্ব বাংলা শোরুম স্থাপিত হবে।
নারী ও শিশুকল্যাণ
- কন্যাশ্রী প্লাস প্রবর্তিত হবে। এই প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রীর আওতায় থাকা বালিকারা উচ্চশিক্ষা এবং চাকরির সুবিধা অর্জন করবে। প্রকল্পটি আরও বর্ধিত ও প্রসারিত করা হবে। যাতে আরও অনেক মেয়েরা সুযোগ পায়, তার জন্যও পারিবারিক আয়ের মাত্রা বাড়ানো হবে।
- মহিলাদের জন্যও রাজ্যব্যাপী একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে।
- শিশু ও তাদের মায়েদের জন্য পুষ্টিকর খাদ্যের সুবন্দোবস্ত করা হবে এবং তার জন্যও রাজ্যব্যাপী একটি মিশন প্রবর্তন করা হবে। এতে সমস্ত নোডাল বিভাগ ও ইউনিসেফের ভূমিকা থাকবে।
- Women Empowerment Centre গুলিকে আরও শক্তিশালী করা হবে।
গ্রামোন্নয়ন
- House for all প্রকল্পটিতে জোর দেওয়া হবে।
- ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় আইএসজিপি প্রোগ্রামের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির বহু হাজার সদস্য ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতগুলির সম্পদ বৃদ্ধি করা হবে। জিও-ট্যাগিং পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে পঞ্চায়েতগুলির সমস্ত কার্যকলাপ নথিভুক্ত করা হবে।
- গ্রাম উন্নয়ন প্রকল্প এবং কৃষি উন্নয়ন প্রকল্পকে ভালো ফল লাভের উদ্দেশ্যে সমকেন্দ্রিক করা হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার এই সমকেন্দ্রিকরণের কেন্দ্রবিন্দু।
- পুরুলিয়ায় জলসরবরাহ প্রকল্প সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে।
নগরোন্নয়ন
- দিল্লির বিজ্ঞান ভবনের আদলে আধুনিক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। সঙ্গে থাকছে বিশাল একটি হোটেলও। কনভেনশন সেন্টারে হাজার হাজার মানুষ আসন গ্রহণ করতে পারবেন।
- ইকো পার্কে গড়ে তোলা হচ্ছে সোলার ডোম। ইকো পার্কের নিকটবর্তী স্থানে নির্মিত হচ্ছে হেলিপোর্ট। ইকো পার্কের আইফেল টাওয়ার সহ সাতটি আশ্চর্যের প্রতিরূপ তৈরি হচ্ছে।
- Wifi connection বাড়ানো হবে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগণা, দমদম, ব্যারাকপুর, বোলপুর, কৃষ্ণনগর, চন্দননগর, চুঁচুড়া ইত্যাদি জায়গায়।
- প্রগতি ময়দানের মতো মিলন মেলায় তৈরি হবে exhibition – cum – mela ground and convention centre.
- ঢাকুরিয়া ব্রিজ থেকে সুকান্ত সেতু অবধি রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড বরাবর একটি উড়ালপুল নির্মাণ করা হবে।
- সেক্টর সিক্স নির্মাণের কাজ চলছে। অনেক ছোট শহর ও উপনগরী তৈরি করা হবে যাতে প্রভূত কর্মসংস্থান হয়। তা নিশ্চিত করতে পরিকাঠামোর ওপর জোর দেওয়া হবে।
সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ
- মসলিন, সিল্ক, তাঁত প্রভৃতি লুপ্তপ্রায় শিল্পগুলির পুনরুদ্ধার করা হবে। পট শিল্প, কাঁথাশিল্প, হাপু গান, জারি গান, সারি গান ইত্যাদিকে লোকশিল্প প্রসারের আওতায় নিয়ে আসা হবে।
- ক্রীড়াক্ষেত্রে Talent Search Scheme তৈরি করা হবে। জেলায় জেলায় বিশ্ব বাংলা যুবকেন্দ্র ও ব্লক পর্যন্ত তার প্রসার ঘটানোর প্রচেষ্টা করা হবে।
- পরবর্তী পাঁচ বছরে নিম্নলিখিত স্থানগুলিতে স্টেডিয়াম ও ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে: বোলপুর, ভাতার, মেমারি, বুনিয়াদপুর, অণ্ডা, ইসলামপুর, আমতা, শান্তিপুর, রানাঘাট ও খাতরা।
- মহিলাদের খেলাধুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।
- যুবকল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে এক উ९কর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে।
কৃষি, ভূমিসংস্কার, উদ্যান পালন, ম९স্যচাষ ও প্রাণি সম্পদ বিকাশ
- আগামী পাঁচ বছরে আমাদের মূল লক্ষ্য কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে কৃষকদের আয় অন্তত দুইগুন বাড়ানো।
- কো-অপারেটিভ ক্রেডিট, মার্কেটিং এবং প্রসেসিং ইন্সটিটিউশনগুলির শক্তি বৃদ্ধি করা হবে। সিড ভিলেজ প্রকল্প এবং সার্টিফিকেশন ব্যবস্থার বিস্তার ঘটানো হবে।
- ই-ট্রেডিং-এর মাধ্যমে জাতীয় কৃষি বাজারে প্রবেশ করব।
- সুফল বাংলা প্রকল্প: কলকাতা সহ অন্যান্য জেলায় মাদার ডেয়ারি, লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ফিশারিস বিভাগের সঙ্গে সহযোগিতাপূর্ণ বিপণন কেন্দ্র গঠন করব।
- সুন্দরবন ও দিঘাকে স্পেশাল ফিশারি জোন গড়ে তোলা হবে। গবাধি পশুর জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। উত্তরবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। জেলায় জেলায় কৃষি ভবন তৈরি হবে।
- ‘কৃষিকথার আসর’ মোবাইল ও বৈদ্যুতিন মাধ্যমে মানুষের আরও কাছে নিয়ে এসে বহুফসলি বীজ বপণ এবং মাছ, পেঁয়াজ ইত্যাদির উন্নত ফলনের ব্যাপারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য কৃষকদের জানাবার জন্য কিষাণ পোর্টাল সার্ভিস চালু করব।
সংখ্যালঘু উন্নয়ন
- মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রীকে সাইকেল প্রদান করা হবে।
- ২০২০ সালের মধ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীকে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
- উত্তরবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন করা হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা আছে।
- বহু কর্মতীর্থের নির্মাণ সম্পূর্ণ করা হবে। সংখ্যালঘু মহিলাদের জন্য আরও কয়েকশো কর্মতীর্থ গঠিত হবে।
জঙ্গলমহল, পাহাড় ও চা-বাগান
- সার্বিক উন্নয়নের ও পর্যটন প্রসারের মাধ্যমে জঙ্গলমহলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
- পাহাড়ে অনেক উন্নয়ন পর্ষদ বোর্ড তৈরি করা হয়েছে। পাহাড়ে উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকবে – এ ব্যাপারে আরও কেউ এগিয়ে এলে তাদের সাহায্য করা হবে।
- চা- বাগানের উন্নয়নের জন্য আমরা সর্বদাই সচেষ্ট। পেনশন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা সুনিশ্চিত করার উদ্যোগে আমরা বদ্ধ পরিকর। শ্রমিকদের মঞ্জুরি ও বকেয়া পাওনা যাতে সময়মতো দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।
অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন
- যোগ্য অনগ্রসর শ্রেণিগুলি যাতে সংরক্ষণের আওতায় আসে তার ব্যবস্থা করা হবে।
- স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে সরকারি বিভাগের সংরক্ষণের মাধ্যমে নিযুক্ত কর্মীসংখ্যা হ্রাসের সমস্যা সমাধান করা হবে।
- অনগ্রসর শ্রেণিভুক্ত সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
- মেয়েদের সামাজিক সুরক্ষার বিষয়টিতে নজর দেওয়া হবে।
- আম্বেদকার সেন্টার অফ এক্সসেলেন্স অনগ্রসর মানুষের সুযোগ সুবিধার জন্য মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রামে সংযোগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে যে কাজ করছে, তা বিভিন্ন জেলায় প্রচার করা হবে।
আবাসন
- আগামী ৫ বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫০,০০০ ফ্ল্যাট/ বাড়ি নির্মাণ করা হবে।
- রোগীদের জন্য যাদের রাত্রে হাসপাতালে থাকা আবশ্যিক হয়, তাদের জন্য ২৫টি ‘রাত্রিকালীন প্রতীক্ষালয়’ গড়ে তোলা হবে।
- পথিকদের চলার পথে সুবিধার জন্য আগামী ৫ বছরে বিভিন্ন সুবিধাযুক্ত পরিষেবা প্রদানের জন্য ১০০টি ‘পথসাথী’ গড়ে তোলা হবে।
- সীমিত আর্থিক ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য অনেক rental housing তৈরি করা হবে।
পূর্ত ও পরিবহণ
- কলকাতা-অণ্ডাল-বাগডোগরাকে সমন্বয় করে expansion-এর জন্য সচেষ্ট পদক্ষেপ নেওয়া হবে, যাতে আরও বেশি বিমান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই জায়গাগুলিতে যাতায়াত করতে পারে।
- গঙ্গার সৌন্দর্যায়ন ও জলযান বাড়ানোর প্রচেষ্টা করা হবে।
- ‘ভোর সাগর’ – এর গভীর সমুদ্র বন্দর আমাদের রাজ্যের আর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে।
- কলকাতা ও নিকটবর্তী অঞ্চলে মেট্রোরেল প্রকল্পগুলি সুসম্পন্ন হবে।
- কয়েক হাজার নতুন বাস ও নতুন ট্যাক্সি দিয়ে পরিবহণ চাহিদা মেটানোর চেষ্টা করা হবে।। E-rickshaw project এর অপর আরও নজর দেওয়া হবে।
পর্যটন
- রাজ্যে বেশ কয়েক হাজার ব্র্যান্ডেড হোটেল রুম সৃষ্টি করা হবে।
- চলচ্চিত্র নির্মাতারা যাতে এই রাজ্যে আরও বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে আসেন, তার জন্যও বিশেষ ইনসেনটিভ স্কিমের ব্যবস্থা করা হবে।
- সুন্দরবন, গঙ্গা এবং উপকূলবর্তী এলাকায় হাউস বোট চালু করা হবে, এতে লেজার ট্যুরিজমের অগ্রগতি হবে।
- রাজ্য দ্বারা স্পন্সর করা একমাত্র পর্যটন অনুষ্ঠান হিসেবে ‘বেঙ্গল ট্র্যাভেল মার্ট’-কে একটি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং ট্যুরিজম ফেয়ার ও ফেস্টিভাল তালিকায় সেটি অন্তর্ভুক্ত করা হবে।