e-Health centre launched in New Town

A new e-Health centre at New Town was inaugurated by the State Urban Development Minister on Tuesday. The New Town Kolkata Development Authority (NKDA) West Bengal will run the service mainly for the people of low income group.

The e-Health service will now be available in three places of the New Town.

The e-health centre will have a general physician and paramedical staff. The centre is charging only Rs 50 for its service. It is pocket friendly and many poor people could avail this facility.

A patient can undergo preliminary check-ups and consult a doctor online from the e-health centre. It will cater to first aid and other basic primary healthcare requirements, like sugar and pressure tests. The reports will be sent online to the doctors. Then the doctors will give the necessary advice.

New Town, being a sophisticated township has planed many new initiatives. The city is being made with top class facilities in the line of reputed in cities across the globe. New Town will also house some private hospitals which are in the making.

 

নিউটাউনে চালু হল ই-হেল্থ সেন্টার

নিউ টাউনে একটি নতুন ই-হেল্থ সেন্টার চালু হল। মঙ্গলবার মাননীয় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এই সেন্টারের উদ্বোধন করেন। সাধারণ নাগরিকদের চিকিৎসার চাহিদা পূরণ করতে পশ্চিমবঙ্গের নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এই সেন্টারটি চালু করল।

বর্তমানে নিউ টাউনের তিনটি জায়গায় এই ই-হেল্থ কেয়ার পরিষেবা চালু হবে। কেন্দ্রগুলি – স্বপ্নভোর এবং অ্যাকশান এরিয়ায় অবস্থিত।

এই ই-হেল্থ সেন্টারগুলিতে সাধারণ চিকিৎসকরা ছাড়াও প্যারামেডিক্যাল কর্মীরা থাকবেন। সেবা কেন্দ্রের চার্জ মাত্র ৫০ টাকা। এর ফলে গরীব মানুষরা সহজেই এখানে চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রে রোগীরা তাদের প্রাথমিক চেক আপ করানোর পাশাপাশি ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাদের থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এখানে বিভিন্নন প্রাথমিক চিকিৎসা যেমন – সুগার, প্রেসার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ডাক্তারদের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং তারপর ডাক্তাররা প্রয়োজনমতো পরামর্শ দেবেন।

নিউ টাউনের সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালও তৈরি হচ্ছে।

New health policy on the anvil for Bengal

Chandrima Bhattacharya, chairperson of the West Bengal Medical Service Corporation (WBMSC) said on Friday that the Bengal government is mulling formulation of a new health policy.

The state government could possibly invite physicians from outside the state. The state is ready to welcome investment in health sector.

She also said the state Health department’s special focus is on the poor, mother, children and elderly, and those living in under-served areas. The department is emphasising on development and maintenance of standards of service in hospitals and health care facilities.

There are 12 medical colleges and hospitals, four homeopathic medical colleges and hospitals, three Ayurvedic colleges and hospitals and three dental colleges and hospitals in the state. Many such institutions are soon to come up.

Chandrima Bhattacharya added that as Mamata Banerjee is looking after the state Health department, people from all walks of life now feel safe in the state.

 

নতুন স্বাস্থ্য নীতি তৈরী করবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার জানান রাজ্য সরকার নতুন স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে চলেছে। সম্ভবত রাজ্য সরকার ভিনরাজ্যের ডাক্তারদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবে। রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নি আনতেও আগ্রহী।
তিনি আরো জানান, রাজ্য স্বাস্থ্য দফতর মূলত শিশু, নারী, বয়স্ক, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের পরিষেবা প্রদানে জোর দিচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে সরকার।
এই মুহূর্তে রাজ্যে ১২টি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চারটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, তিনটি আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল এবং তিনটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল রয়েছে। আরও নতুন কলেজ ও হাসপাতাল তৈরী করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, যেহেতু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটির দায়িত্বে আছেন, রাজ্যের সকল শ্রেণীর মানুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করেন।

Bengal achieves social revolution in child health care system: Mamata Banerjee

Bengal has achieved a social revolution in child care sector under the state’s health system.

Infant Mortality Rate (IMR) in Bengal, which was 32 in 2011, has declined to 28 in 2014, as per the recent SRS data published in July, 2016.

Bengal has achieved the highest decline in the country in IMR as a big state, and has been appreciated with Trophy and Certificate of Merit in the National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India, organized by the Ministry of Health and Family Welfare, Government of India at Tirupati during 29-31st August, 2016.

The corresponding figures of IMR of the country as a whole are 44 in 2011 and 39 in 2014. Thus, Bengal is far ahead of the country as a whole in terms of this critical health parameter.

“This achievement is due to the hard work and dedication of Doctors, officials and workers of our health sector. We are committed to do much more work for the society. I congratulate my Health and other related departments,” Chief Minister Mamata Banerjee said in the Facebook post.

 

শিশু কল্যাণের ক্ষেত্রে বাংলার মুকুটে নতুন পালক

শিশু কল্যাণে বাংলার মুকুটে নতুন পালক। ২০১১ সালে বাংলায় শিশু মৃত্যুর হার (আই এম আর) ছিল ৩২, সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৮য়ে।

শিশু মৃত্যুর হার কমার প্রবণতায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India তে, যা ২৯-৩১ শে আগস্ট তিরুপতিতে অনুষ্ঠিত হবে, বাংলার এই কৃতিত্বকে সম্মানিত করা হবে।

সামগ্রিকভাবে দেশের আই এম আর ২০১১ সালে এই সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৪ সালে ছিল ৩৯। বাংলা এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

“ডাক্তার, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও অফিসারদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে। আমরা সমাজের জন্য আরও অনেক বেশি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সকলকে অভিনন্দন জানাচ্ছি,” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে একথা জানান।

 

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

WB CM chairs a high-level meeting to take stock of anti-dengue drive

Chief Minister Mamata Banerjee convened a high-level meeting with the senior officials of the Kolkata Municipal Corporation (KMC), Bidhannagar Municipal Corporations (BMC) and the state health department to combat the spread of dengue in the state.

In today’s meeting, the Chief Minister asked the civic bodies about the steps being taken to fight the spread of dengue. She also asked the health department officials to make adequate arrangements to prevent the spread of the disease. The Chief Minister announced that an advisory is being issued to all the schools and organisations in an effort to spread awareness and also control the spread of various diseases duing the monsoon season.

It may be mentioned that both KMC and BMC have carried out an extensive anti-dengue drive as a result of which the spread of the disease has been checked so far.

The state government has sent letters to all the schools in the city and outskirts to take adequate steps to fight dengue and cooperate with the civic bodies.

 

Here are some highlights of her speech:

  • Today clear instructions were given out to take all measures to prevent dengue, malaria and diarrhoea during the monsoons.
  • Advisory is being given to every organisation and schools to make sure there is no stagnant water in their premises.
  • We also took a decision that the police will take firm action against anyone who tries to fill up water bodies.
  • Everyone has to follow discipline in the society. Illegal promoters will not be tolerated.
  • I request everyone not to invest in chit funds. We are making every effort to educate the people.
  • Dept of Youth Affairs will spread the message of unity and brotherhood during Raksha Bandhan on 18th August.

 

ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বাড়ানোর জন্য আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা ও সংলগ্ন জেলার পুরকর্তারা, বিধাননগর পুরসভার কর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে, মুখ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। এছাড়া রোগের বিস্তার রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বেশ কিছু রূপরেখা দেন।

উল্লেখ করা যেতে পারে যে ইতিমধ্যেই কলকাতা পৌরসংস্থা এবং বিধাননগর পুরসভা এই রোগের বিস্তার যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। তাদের অনুরোধ করা হয়েছে সব রকম সচেতনতা অবলম্বন করতে এবং সবরকম সহযোগিতা করতে।

বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের এই বৈঠকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া প্রতিরোধের সব ব্যবস্থা গ্রহণ করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে
  • সমস্ত স্কুল ও সংস্থাগুলিকে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে
  • বাড়ির সামনে কোথাও যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে
  • আমরা আর একটি সিদ্ধান্ত নিয়েছি যে কোন জলাশয় ভরাট করলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নেবে
  • প্রত্যেককে সমাজের শৃঙ্খলা অনুসরণ করতে হবে
  • বেআইনি প্রোমোটারদের বরদাস্ত করা হবে না
  • আমি প্রত্যেককে অনুরোধ করছি চিট ফান্ডে টাকা না রাখতে। মানুষকে শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি
  • যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি উৎসব পালিত হবে ১৮ই আগস্ট

 

KMC chalks out steps to combat dengue outbreak

The Kolkata Municipal Corporation (KMC) has chalked out elaborate measures to stop the outbreak of dengue in the city on the onset of monsoon.

The Union Health Ministry had lauded the KMC for taking measures to combat spread of the disease last year.

The KMC will conduct intense campaigns in the city when hoardings will be put up at important road intersections, leaflets will be distributed and health department workers will inform the people about the dos and don’ts to prevent the disease through public address system in every ward.

The surveillance has been intensified and people have been requested to clean the containers where water is stored at least once a week.

The overhead tanks and underground reservoirs should be covered and flower pots should be cleaned at least once a week.

The KMC teams visits the houses and request the owners of residential buildings and secretary of the cooperatives in case of apartment blocks to replace the covers of overhead tanks and underground reservoirs if they are found to be missing.

There are five dengue detection centres in the city where blood samples collected by the health department workers are tested.

 

The image is representative

 

Kanyashree beneficiaries to get nutritious food till the age of 18

The state government has decided to bring in Kanyashree beneficiaries of six districts under another successful scheme for girls called ‘Sabla’. An idea has been mulled to let girl students get nutritional food even after Class VIII and, at the same time, get empowered by learning life and vocational skills.

It may be mentioned that at present mid-day meal is provided to all students between primary level and Class VIII. Hence, the state government had initiated a process so as to provide nutritional food to girl students, even after they complete Class VIII, till the age of 18.

Sabla is a scheme for adolescent girls in the age group of 11 to 18 years. The girls will simply need to visit the Integrated Child Development Services (ICDS) and the anganwadi centres to get nutritional food.

In addition to getting nutritional food from schools in their mid-day meals till they pass Class VIII, the girls enrolled in the Sabla scheme will also get food with similar nutritional value from ICDS centres till the age of 18 years.

Minister of State for of Health and Family Welfare Dr Shashi Panja said initially the step will be taken in districts including Nadia, Malda, Kolkata, Cooch Behar, Purulia and Jalpaiguri.

 

India’s first govt-owned stem cell preservation unveiled in Kolkata

The country’s first state government-owned stem cell preservation centre started its formal functioning at the School of Tropical Medicine in Kolkata from Friday.

The umbilical cord of newborns containing stem cells can be stored in the bank. The preserved stem cells can be used in the future for the treatment of an adult in case of congenital and genetic problems and will also help to check various complicated diseases which could not be cured by an ordinary treatment.

The cord blood bank functions as per the rules and guidelines of the Centre and the state government. With its addition to state’s health infrastructure, it will be beneficial for people and according to the doctors the umbilical cord is rich in life-saving and can only be collected during birth and can be preserved for a lifetime. These stem cells have the potential to treat over 80 medical conditions including blood disorders, immune diseases with research on going to bring about additional benefits of these cells.

It was the initiative of the Chief Minister Mamata Banerjee, who wanted to transform School of Tropical of Medicine into a stem cell preservation system, opening a new avenue of health care system in the state.

 

The image is representative (source)

Service to patients should be taken up as service to humanity: WB CM to Health Dept officials

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday conducted a meeting to review the health sector of the State with the superintendents of the 13 state-run medical colleges and 20 district hospitals to utilise resources such as manpower, medicines and medical equipment available in the public healthcare hospitals for better treatment of patients.

State Health Minister Dr Sashi Panja and West Bengal Medical Service Corporation Limited (WBMSCL) chairperson Chandrima Bhattacharya along with the Chief Secretary and Home Secretary, medical superintendents and vice-principals of medical colleges and superintendents of district hospitals and senior officials of the health department were present in the meeting.

The state government has allotted funds, around Rs 2,500 crore, for the financial year, 2015-2016, in the public healthcare system. But a section of doctors, mainly medical teachers, is busy with private practice instead of doing their duty in hospitals. She has taken the matter seriously. This time the Chief Minister will take strong action against any errant doctor if he or she is found skipping hospital duty and doing private practice.

The Chief Minister instructed that doctors, nurses and group D employees would not be spared if they are found negligent in their duty.

She urged the superintendents and officials to give a new look to the hospital buildings by putting in place large gates at the entrance and exit points.

She asked the Supers to streamline health care services and provide all facilities to patients, starting from free treatment, adequate drinking water to beautification with greenery inside hospital premises. She has advised us to approach municipal bodies while carrying out the beautification drive.

She also directed the superintendents of the district hospitals to stop referring patients to the medical colleges. Only serious emergency cases that are not manageable in district hospitals should be sent to the medical colleges. There will be a strong vigilance to keep a watch on every department in the hospitals.

Other issues which were discussed in Wednesday’s meeting include the rapid improvement in the rate of institutional delivery, coverage of fully immunised children and maternal mortality rate.

The institutional delivery in the state has gone up from 67 per cent in 2010-11 to 87.4 per cent in 2015-16. The coverage of fully immunised children stands at 91 per cent as of 2015-16. Both the maternal mortality rate and infant mortality rate have reduced drastically.

 

রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে: মুখ্যমন্ত্রী

মাননীয়া মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন। রাজ্যের ১৩টি মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এবং ২০ টি জেলা হাসপাতালের সুপাররা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাঁজা, WBMSCL এর চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য,দপ্তরের সচিব আর এস শুক্লা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য দপ্তরের সমস্ত বিভাগের বিশেষ সচিব থেকে শুরু করে অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

২০১৫-১৬ আর্থিক বছরে জনস্বাস্থ্য পরিষেবার জন্য প্রায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ডাক্তার, নার্স এবং গ্রুপ ডি কর্মচারীরা কাজের সময় যেন রোগী ও তার পরিবার পরিজনদের সঙ্গে সবরকম সহযোগিতা করেন, রোগীদের সঙ্গে কোনরকম খারাপ ব্যবহার বা অবহেলা বরদাস্ত করা হবেনা।

তিনি হাসপাতালের সুপার ও কর্মকর্তাদের হাসপাতালের ঢোকার ও বেরোনোর নতুন গেট তৈরি করে হাসপাতালের পরিকাঠামোকে এক নতুন চেহারা দেওয়ার নির্দেশ দেন।

হাসপাতালে রোগীদের পরিষেবা পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল থাকবে। তাঁরা হাসপাতালগুলিতে আচমকা পরিদর্শন করবেন।

রোগীরা হাসপাতালে এলে কোথায় যাবেন, কী করবেন তার সঠিক দিকনির্দেশ দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে বাড়তি নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। রোগীর আত্মীয়দের জন্য পর্যাপ্ত পানীয় জল, জলের এ টি এম, বসার জায়গার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের সৌন্দর্যায়নেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল চত্বর সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরসভাগুলিকে কম্প্যাক্টর বসানোর নির্দেশও দেন।

জেলা হাসপাতালের সুপারদেরকে রোগীদের মেডিকেল কলেজে রেফার করা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এমারজেন্সি রোগীদের যাদের সামলানো সম্ভব নয় তাদেরই মেডিকেল কলেজ পাঠানো উচিত।

শিশুদের টিকাকরণ, মাতৃমৃত্যুর হার, প্রসবের হার এইসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বুধবারের বৈঠকে।

রাজ্যে প্রতিষ্ঠানগত ডেলিভারি বেড়েছে। ২০১০–১১ সালে ৬৭ শতাংশ ছিল, সেটি ২০১৫–১৬ সালে বেড়ে ৮৭.‌৪ শতাংশ হয়েছে। টিকাকরণ কর্মসূচিও ৯১ শতাংশ বেড়েছে। প্রসূতি–‌মৃত্যু এবং সদ্যোজাত শিশুমৃত্যুর হারও অনেক কমেছে। ৫৩টি সিক নিউ বর্ন কেয়ার ইউনিট এবং ৩০২টি সিক নিউ বর্ন স্টেবিলাইজিং ইউনিট তৈরি হয়েছে। জেলা স্তরে ৩৭টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ১৯টি হাই ডিপেডেন্সি ইউনিট চালু রয়েছে। আগামী দিনে আরও তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Bengal Govt is committed to give quality healthcare to people: Dr Shashi Panja

West Bengal Government will remain committed to the poor masses and will continue to provide quality healthcare to the most needy, said Dr Shashi Panja, Minister of State for of Health & Family Welfare, at a CII Health Meet, on Saturday.

The Minister reiterated the State’s policy of encouraging private capital in the sector to reach top-class healthcare services to the grassroots. “The State Government will be happy to welcome enterprising entrepreneurs to our State to partner us in the growth and development process of. I assure you of our complete cooperation and support,” she said.

“Affordable, accessible, sustainable, high quality essential healthcare – that’s the Government’s vision. The focus is on the poor, mother child and the elderly, and those living in under-served areas,” Dr Panja added.

 

সবার জন্য স্বাস্থ্য, অঙ্গীকার রাজ্য সরকারের: শশী পাঁজা

পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করবে, শনিবার CII-এর একটি বৈঠকে একথা জানালেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ শশী পাঁজা।

রাজ্যের নীতি হল প্রাইভেট হসপিটালগুলির পুঁজিকে কাজে লাগিয়ে grassroot স্তরের লোকজনের কাছে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার।

তিনি বলেন, “বৃদ্ধি এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হওয়ার জন্য সকল উদ্যোগী উদ্যোক্তাদের স্বাগত জানায় রাজ্য সরকার।আমি আপনাদের সবরকম সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিচ্ছি”।

ডঃ শশী পাঁজা বলেন, “সাশ্রয়ী মূল্যের, প্রবেশযোগ্য, পর্যাপ্ত ও উচ্চ মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানই – সরকারের মূল লক্ষ্য। দরিদ্র, মা ও শিশু, বৃদ্ধ, এবং যারা প্রত্যন্ত এলাকার বাসিন্দা তাদের ওপর নজর দেওয়া হবে”।