Bengal a model for the world in development: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee initiated Khadya Sathi Dibas and Police Investiture Ceremony today at a function on Red Road.

In this colourful programme, beneficiaries from across state who have received helps from departments like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA’s Development schemes marched at the event.

Tableaux of departments including like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA were attractions of today’s event. The Bengal Chief Minister also decorated State Police officers for their courage and gallantry on the line of duty.

Speaking on the occasion, the Chief Minister said that the development in Bengal is a model for the whole world. She said: “Over 8 crore people are getting rice at Rs 2/kilo in Bengal. Over 90% people in the State have got some direct govt benefit. The infant mortality rate of Bengal has fallen from 32 to 26 out of 1000 while the national average increased from 33 to 37. We have set up 307 SNSUs, 60 SNCUs, 13 Mother and Child Hubs, many HDUs. Institutional delivery is a major socio-economic parameter. It has increased from 65% to 90% in 5 years.”

The CM added: “We want the young generation of Bengal to stand on their own feet. It is our responsibility to highlight the talent of the State. We have ensured employment for contractual workers, ICDS/Asha workers. We have started health insurance scheme ‘Swasthya Sathi’ for 3 crore people. Healthcare is free at govt hospitals. We have initiated a new scheme ‘Sabuj Shree’ under which saplings will be given to families of all newborns.”

Despite financial problems, we are working for the people and will continue to do so in the future, Mamata Banerjee added.

 

 

বাংলার উন্নয়নের কর্মসূচি বিশ্বের কাছে একটি মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রেড রোডে খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য এদিন পশ্চিমবঙ্গ পুলিশের অলংকরণও করেন তিনি।

এই অনুষ্ঠানে খাদ্য ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অনগ্রসর শ্রেণি কল্যাণ, বন, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি বিভাগের উন্নয়নমূলক প্রকল্পগুলির উপভোক্তাদের শোভাযাত্রা এবং সুকন্যা প্রকল্পের ছাত্রীদের আত্মরক্ষার কলা-কৌশল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।  এছাড়া ৯০% মানুষ আজ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন। অস্থায়ী কর্মী, আই সি ডি এস/ আশার কর্মীদের চাকরি সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। স্বাস্ত্য সাথী প্রকল্পের আওতায় ৩ কোটি মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। ‘সবুজ শ্রী’ নতুন প্রকল্প চালু হয়েছে এর মাধ্যমে নবজাতকদের নামে একটি করে চারা গাছ দেওয়া হবে তাদের পরিবারের হাতে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য রাজ্য সরকার সব রকম্ভাবে সচেষ্ট। রাজ্যের প্রতিভা তুলে ধরা আমাদের কর্তব্য”। 

মুখ্যমন্ত্রী জানান, “লোক প্রসার প্রকল্পের আওতায় ৮০ হাজার লোকশিল্পী আর্থিক সহায়তা পাচ্ছেন। আজ বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল। অনেক মাদার ও চাইল্ড হাব তৈরি করা হচ্ছে। শিশু মৃত্যুর হার রাজ্যে হাজারে ৩২ থেকে কমে হয়েছে ২৬। ৩০৭ টি এস এন এস ইউ, ৬০টি এস এন সি ইউ, ১৩টি মাদার ও চাইল্ড হাব, অনেক এইচ ডি ইউ তৈরি হয়েছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি বিকাশের একটি মাপকাঠি। ৫ বছরে এর হার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৯০% হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে। মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুকন্যা প্রকল্পের মাধ্যমে”।

 

 

 

 

 

Civic volunteers, welfare workers get medical benefits under Swasthya Sathi

Volunteers of the civic police and green police, and workers of the Integrated Child Development Scheme (ICDS) and accredited social health activists (ASHA) are now receiving financial benefits from the State Government up to Rs 5 lakh in case of critical ailments under Swasthya Sathi scheme introduced by the Trinamool Congress government.

The main features of the Scheme are:

(i) The scheme will have basic health cover for secondary and tertiary care upto Rs. 1.5 Lakhs per annum.

(ii) There will be no cap on the family size.

(iii) Critical illness like, Cancer, Neuro surgeries, Cardiothoracic surgeries, liver diseases, blood disorders etc. will be covered upto Rs. 5 lakh.

(iv) All pre-existing diseases will be covered.

(v) The entire premium will be borne by the State Government with no contribution from the beneficiaries

The scheme is being implemented by the Department of Health & Family Welfare, Government of West Bengal.

 

সিভিক পুলিশ ও আশার কর্মীদের জন্য এলো রাজ্যের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প

সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং আই সি ডি এস ও আশার কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্য-সাথী প্রকল্প চালু করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বিমার কভারেজ পাবে।

প্রকল্পের মুল সুবিধা:

  • এই প্রকল্পের মাধ্যমে কর্মচারীদের বার্ষিক দেড় লক্ষ টাকা বিমা কভারেজ দেওয়া হবে।
  • এই প্রকল্পের আওতায় কর্মচারীদের পরিবার পরিজনদেরু আওতাভুক্ত হবে এবং এর সংখ্যা সীমাহীন।
  • বিভিন্ন মারণ রোগ যেমন – ক্যান্সার, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, যকৃতের রোগ, রক্তের রোগ ইত্যাদির জন্য দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
  • সব রকম রোগের চিকিৎসাই এর মাধ্যমে করা যাবে।
  • সমস্ত প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দ্বারা এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

 

New health policy on the anvil for Bengal

Chandrima Bhattacharya, chairperson of the West Bengal Medical Service Corporation (WBMSC) said on Friday that the Bengal government is mulling formulation of a new health policy.

The state government could possibly invite physicians from outside the state. The state is ready to welcome investment in health sector.

She also said the state Health department’s special focus is on the poor, mother, children and elderly, and those living in under-served areas. The department is emphasising on development and maintenance of standards of service in hospitals and health care facilities.

There are 12 medical colleges and hospitals, four homeopathic medical colleges and hospitals, three Ayurvedic colleges and hospitals and three dental colleges and hospitals in the state. Many such institutions are soon to come up.

Chandrima Bhattacharya added that as Mamata Banerjee is looking after the state Health department, people from all walks of life now feel safe in the state.

 

নতুন স্বাস্থ্য নীতি তৈরী করবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার জানান রাজ্য সরকার নতুন স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে চলেছে। সম্ভবত রাজ্য সরকার ভিনরাজ্যের ডাক্তারদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবে। রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নি আনতেও আগ্রহী।
তিনি আরো জানান, রাজ্য স্বাস্থ্য দফতর মূলত শিশু, নারী, বয়স্ক, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের পরিষেবা প্রদানে জোর দিচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে সরকার।
এই মুহূর্তে রাজ্যে ১২টি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চারটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, তিনটি আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতাল এবং তিনটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল রয়েছে। আরও নতুন কলেজ ও হাসপাতাল তৈরী করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, যেহেতু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটির দায়িত্বে আছেন, রাজ্যের সকল শ্রেণীর মানুষ নিজেদের স্বাস্থ্য নিয়ে এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করেন।

Bengal achieves social revolution in child health care system: Mamata Banerjee

Bengal has achieved a social revolution in child care sector under the state’s health system.

Infant Mortality Rate (IMR) in Bengal, which was 32 in 2011, has declined to 28 in 2014, as per the recent SRS data published in July, 2016.

Bengal has achieved the highest decline in the country in IMR as a big state, and has been appreciated with Trophy and Certificate of Merit in the National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India, organized by the Ministry of Health and Family Welfare, Government of India at Tirupati during 29-31st August, 2016.

The corresponding figures of IMR of the country as a whole are 44 in 2011 and 39 in 2014. Thus, Bengal is far ahead of the country as a whole in terms of this critical health parameter.

“This achievement is due to the hard work and dedication of Doctors, officials and workers of our health sector. We are committed to do much more work for the society. I congratulate my Health and other related departments,” Chief Minister Mamata Banerjee said in the Facebook post.

 

শিশু কল্যাণের ক্ষেত্রে বাংলার মুকুটে নতুন পালক

শিশু কল্যাণে বাংলার মুকুটে নতুন পালক। ২০১১ সালে বাংলায় শিশু মৃত্যুর হার (আই এম আর) ছিল ৩২, সম্প্রতি ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৮য়ে।

শিশু মৃত্যুর হার কমার প্রবণতায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত National Summit on Best Practices and Innovations in Public Healthcare Systems in India তে, যা ২৯-৩১ শে আগস্ট তিরুপতিতে অনুষ্ঠিত হবে, বাংলার এই কৃতিত্বকে সম্মানিত করা হবে।

সামগ্রিকভাবে দেশের আই এম আর ২০১১ সালে এই সংখ্যা ছিল ৪৪ এবং ২০১৪ সালে ছিল ৩৯। বাংলা এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।

“ডাক্তার, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী ও অফিসারদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্য এই কৃতিত্ব অর্জন করেছে। আমরা সমাজের জন্য আরও অনেক বেশি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সকলকে অভিনন্দন জানাচ্ছি,” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে একথা জানান।