As soon as the election dates have been announced, Trinamool Congress candidates have started their campaigns.
Last Friday, the Election Commission announced the election dates for West Bengal, Later in the evening, All India Trinamool Congress Chairperson Mamata Banerjee announced the list of candidates for all the 294 Assembly seats to be fought for.
Campaign graffiti and posters are being put up everywhere; rallies are being organised all over the State.
Mnay candidates are seeking blessings from the gods before starting their campaigns. Sovan Chattopadhyay visited Dakshineswar before starting his campaign. Sobhandeb Chattopadhyay visited Tarapith before starting his campaign journey.
Manish Ghatak began his campaign by leading a procession of Trinamool workers on Bagha Jatin Station Road.
Subrata Mukherjee began his campaign by painting graffiti in his constituency of Ballygunge. Gautam Deb too started his campaign in North Bengal by painting graffiti.
Many others too have started their campaigns. Today morning Firhad Hakim, Vaishali Dalmia, Shahshi Panja, Lakshmi Ratan Shukla, Soham Chakraborty, Indranil Sen, Syed Rahim nabi and many others were seen on their campaign trails.
জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের
প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক মুহূর্ত দেরি না করে শনিবার থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, পোস্টার, মিছিল।
শনিবার দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। বাঘাযতীন স্টেশন রোডে মিছিলে হেঁটে প্রচার শুরু করলেন যাদবপুরের প্রার্থী মণীশ গুপ্তা।
বালিগঞ্জ কেন্দ্রে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রচার শুরু করেছেন সাধন পাণ্ডে সহ একাধিক বিধায়করা। শনিবার উত্তরবঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন মন্ত্রী গৌতম দেব।
আজ সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেছেন ফিরহাদ হাকিম, বৈশালী ডালমিয়া, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, সোহম চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, রহিম নবী প্রমুখরা।