State Govt setting up Yatri Niwas in govt hospitals

The State Government is setting up rest houses named Yatri Niwas for those accompanying patients admitted to State Government hospitals.

The plan is to provide every district, sub-divisional, medical college and super-specialty hospital of the State Government with a Yatri Niwas within the next three years.

Such rest houses have already been built at NRS Medical College Hospital, Medical College Hospital, Kolkata, Diamond Harbour District Hospital and Baruipur Sub-Divisional Hospital.

In the absence of proper places to stay overnight, close relatives and friends accompanying patients, who often come from remote areas, have to make do with whatever place they get – be it hospital corridors or verandahs — at Government hospitals or any place they can find near them.

Hence, these rest houses, to be built by the State Housing Department and named ‘Yatri Niwas’, would come as a welcome relief. Seventy per cent of the population of Bengal is dependent on Government hospitals.

সরকারী হাসপাতালে রোগীর পরিজনদের জন্য তৈরী হবে ‘যাত্রীনিবাস’

রাজ্যের সব সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। রোদ-ঝড়-বৃষ্টিতে অধিকাংশ সরকারী হাসপাতালে এখনও খোলা আকাশই ভরসা রোগী ও বাড়ির লোকজনের।

সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারী মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য যাত্রীনিবাস করা হবে। ২৯ জুন এক সরকারি নির্দেশনামায় বিষয়টি জানানো হয়েছে।

দূর-দূরান্ত থেকে এসে বহুকষ্টে রোগীকে ভরতি করিয়ে তাঁর হাসপাতালে থাকার দিনগুলি ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতে, এমনকী হাসপাতালের রাস্তায় কাটিয়ে দেন হাজার হাজার মানুষ। রোগীর বাড়ির লোকজনের থাকার জায়গার অভাবের কারণেই বিভিন্ন মেডিকেল কলেজ ও বড় হাসপাতালের গা ঘেঁষে হকারদের কাছে মাটিতে বিছানোর প্ল্যাস্টিক কিনে দিন কাটান অনেকেই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে সরকারী হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় ৭০ শতাংশের বেশি মানুষকে ভরসা জোগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আবাসন দপ্তর এই যাত্রীনিবাসগুলি বানাবে। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল এবং বারুইপুর মহকুমা হাসপাতাল—এই চার জায়গায় যাত্রীনিবাস তৈরী করেছে আবাসন দপ্তর। সেখানে রোগীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে।

 

 

Health for all: Bengal shows the way

Healthcare is one of the major factors that determine the progress of a State and its people. From the time Trinamool Congress came to power, the state of healthcare in Bengal has progressed by leaps and bounds. The best matrix to judge this would be to look at some of the targets set by the National Health Policy 2017 for the country and comparing it to West Bengal.

The Central Government target for Life Expectancy at Birth is to achieve 70 by the year 2025. The Life Expectancy at Birth in Bengal in 2014 was 70.2.

The total Fertility Rate the Central Government hopes to attain by 2025 is 2.1, whereas in Bengal it was 1.6 as early as 2013. The lower the Total Fertility Rate, the better it is.

It is the same if we look at Infant Mortality Rate, where the Centre hopes to reduce the rate to 28 by 2019. In Bengal we had already lowered it to 26 in 2016.

In the last six years, Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

The State Government has also taken the path-breaking decision of withdrawing all user charges from all Government hospitals, including medical college hospitals. These user charges include those of drugs, surgical implants and usage of costly devices.

Under Mamata Banerjee, the Health Department has been one of the best-performing departments over the last five years in West Bengal. People all over the State are very happy with the overall developments in Healthcare.

 

স্বাস্থ্যে মমতার ছোঁয়া মা-মাটি-মানুষ সরকারের

মমতা বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর বিগত পাঁচ বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নায্যমূল্যের ওষুধের দোকান, নায্যমূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র এবং মাল্টি -সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন এনেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হল জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭-র রিপোর্ট।

জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭ অনুযায়ী,

Life expectancy at birth:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট – ৭০
২০১৪ পশ্চিমবঙ্গ – ৭০.২

Total Fertility rate:

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২.১ শতাংশ। ২০১৩ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এই হার ১.৬ শতাংশ।

শিশু মৃত্যুর হারঃ

২০২৫ সালের মধ্যে ভারতবর্ষের টার্গেট ২৮। ২০১৬ সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ২৬।

ইন্সটিটিউশন ডেলিভারিঃ

বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ইন্সটিটিউশন ডেলিভারির হার ৬৫ শতাংশ(২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ৯০ হয়েছে।

 

বর্তমানে রাজ্যের সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এর পাশাপাশি, রাজ্যে সরকারী হাসপাতালগুলিতে ভর্তি সকল রোগীদের বিনমূল্যে ওষুধপত্র ও অনান্য সুযোগ সুবিধেও দেওয়া হচ্ছে। সরকারী হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে হয়েছে ২৭,০০০। সব মিলিয়ে সার্বিক উন্নয়নে রাজ্যের সমস্ত মানুষ খুব খুশি।