Bengal Transport Dept ties up with Google to help commuters

Commuters can now plan their trip within Kolkata on Google maps on phone, thanks to State Transport Department. With all data of routes under State Transport utilities available on Google, one can touch and select the public transport bus or tram services one wants to avail to reach their destination.

The map suggests the best route to reach one’s destination, giving citizens a respite from rogue taxi or auto drivers who swindle passengers by taking winding routes to take them to their destinations. Now, one needs to put the origin and destination on the map. Google map will give options to reach the destination – multiple routes under different modes of transport on real-time basis. Google will also give the approximate time to be taken by each mode of transport.

For a tourist, the system will come very handy to reach any place of interest from any point of the city. For an office-goer, it will be only a matter of few seconds to know the route he must take to reach his or her office. Eventually , one can also locate the bus he needs to catch on the map.

 

পরিবহণ ব্যবস্থাকে উন্নিত করতে গুগলের সাথে গাঁটছড়া বাঁধল রাজ্য

কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে সরকারি বাসের গতিবিধি চলে এলো হাতের মুঠোয়। বাড়িতে বসেই গুগল ম্যাপের সাহায্যে জানতে পারবেন যে কোনও সরকারি বাসের হদিস।
রাজ্য পরিবহণ দপ্তর গুগলের সাথে গাঁটছড়া বাঁধায় এবার আপনি ম্যাপের সাহায্যে আপনার ফোনেই জানতে পেরে যাবেন কোন সরকারি বাস কোথায় রয়েছে। এছাড়াও আপনার গন্তব্যের জন্য কোন বাসে ওঠা উচিত সেটাও বাতলে দেবে গুগল ম্যাপ। আপনার গন্তব্যে সব থেকে কম সময়ে কোন রুটে পৌঁছতে পারবেন সেটাও দেখে নিতে পারবেন।
এই  শহরে আগত পর্যটকদের খুব সুবিধা হবে। আর অসুবিধায় পড়তে হবে না তাদের। নিত্যযাত্রীদের দৈনিক যাতায়াতও হবে অনেক সহজ।

Mamata Banerjee launches upgraded AITC mobile app

Trinamool Chairperson Ms Mamata Banerjee today launched an upgraded and improved mobile app of All India Trinamool Congress. Android and Apple users can download this app from Google Play Store and Apple Store respectively.

“To give you a whole new world of experience on digital interface, a new customised and updated mobile app has just been launched, which can help you to get lots of information at your fingertips on mobiles, tablets etc. Please enjoy the experience,” Mamata Banerjee wrote on her Facebook page to announce the launch of the improved app.

Trinamool Congress has been very active on social media with a strong presence on Twitter, Facebook and Youtube. The party website was launched in 2009 and since then Trinamool has widened its digital presence.

At present, Trinamool has almost 20000 followers on Twitter and 1.1 lakh likes on Facebook. The party has a presence on Youtube and Google Plus too.

You can download the iOS and Android versions of the NEW AITC app from here: http://aitcofficial.org/downloads/

 

তৃণমূল কংগ্রেসের মোবাইল অ্যাপ চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের  শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি আপগ্রেডেড ও উন্নত মোবাইল অ্যাপ্ চালু করলেন। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে স্টোর থেকে ও অ্যাপেল ফোন ব্যবহারকারীরা অ্যাপেল প্লে স্টোর থেকে এই অ্যাপ্টি ডাউনলোড করতে পারবেন।

“ডিজিটাল মাধ্যমে আপনাদের এক নতুন ও অভিনব অভিজ্ঞতার আস্বাদ দিতে আমরা নিয়ে এসেছি একটি নতুন মোবাইল অ্যাপ। পার্টি সংক্রান্ত সব খবর পেয়ে যান আপনার নখদর্পণে – মোবাইল, ট্যাব ও অন্যান্য মাধ্যমে”, ফেসবুক পেজে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম যেমন টুইটার, ফেসবুক, ইউটিউবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্রিয়। ২০০৯ সালে দলের ওয়েবসাইট শুরু হওয়ার পর থেকেই ডিজিটাল মাধ্যমে তৃণমূলের প্রসার ঘটেছে।

ইতিমধ্যেই টুইটারে তৃণমূলের প্রায় ২০০০০ ফলোয়ার , ফেসবুকে ১.১ লাখ ‘লাইক’ রয়েছে। এছাড়াও,ইউটিউব ও গুগুল প্লাসে তৃণমূলের নজ্র কাড়ার মত অস্তিত্ব রয়েছে।

iOS এবং অ্যানড্রয়েড ভারসানে AITC অ্যাপ ডাউনলোড করুন এখান থেকেঃ http://aitcofficial.org/downloads/

Policies of Mamata Banerjee Govt help revive Bengal handloom sector

West Bengal Government has focused upon the rejuvenation and development of its world-famed Tant products, which are still now woven in handlooms.

Recently, West Bengal MoS for MSME Swapan Debnath inaugurated the Banglar Tanter Haat at Milan Mela Prangan in Kolkata. The Haat will continue till October 12.

Tantuja, the largest of the State Government organizations marketing Bengal’s handloom products, has taken initiative to have tie-ups with online shops like Snapdeal and Amazon. It is also with talks with the Google authorities for upgrading its website.

West Bengal Chief Minister Mamata Banerjee had earlier provided some design for Tant sarees and had stressed on usage of natural and organic colours for the products.

The West Bengal Government is giving all out support to the Self Help Groups, 50% of which comprise women by offering incentives, weaver’s credit cards and other facilities given to the unorganized sector.

Recently, the Government has started the “Tant Saathi” scheme. In the first phase, around one lakh weavers will be distributed with looms so that they would not have to depend on loans.