Bengal offers huge investment prospects in mining: Amit Mitra

Bengal today invited companies to invest in coal mining and exploration activities in the state as it highlighted huge opportunities in the sector.

“Deaocha Pachami coal block is the world’s second largest reserves with two billion tonnes and shared by six entities including Bengal. Along with that, Bengal has tied up with Kudurmukh for iron ore deposit exploration in the state,” state Finance Minister Dr Amit Mitra said.

Bengal has identified six granite prospective blocks and exploration has begun in three through competitive bidding, Dr Mitra said while addressing the IMME and Global Mining Summit 2016. He informed that mining would be carried out shortly in four blocks held by West Bengal Power Development Corporation. All these will offer huge investment opportunities and urged companies to take advantage of the same, he said.

At the same time, the minister said, mining activity should be socially responsible and done in dialogue with people where the projects would take off.

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।

 

 

 

খনি-শিল্পে বাংলার লগ্নি সম্ভাবনা বিপুল: অমিত মিত্র

বুধবার কলকাতায় সিআইআইয়ের আইএমএমই অ্যান্ড গ্লোবাল মাইনিং সামিট ২০১৬-র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

এ দিন পশ্চিমবঙ্গে খনি শিল্পে লগ্নি করতে বিনিয়োগকারীদের আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানান, রাজ্যে শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি আছে। শিল্পপতিরা চাইলেই বিনিয়োগ করতে পারেন। বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লক দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২ বিলিয়ন টন মজুত করা যায়। পশ্চিমবঙ্গ-সহ ছ’টি রাজ্য কয়লা পাবে এই খনি থেকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বাংলা ছয়টি গ্রানাইট ব্লক চিহ্নিত করেছে এবং তিনটিতে খনন কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম খুব শীঘ্রই চারটি ব্লকের খনন কাজ সম্পন্ন করবে। এর ফলে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে।