Keep the peace, don’t incite riots: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting at the Alorani ground at Chopra in Uttar Dinajpur district today after inaugurating and laying the foundation stones of a bouquet of developmental projects for the district.

Among the projects inaugurated were government buildings, boys’ hostels, water supply projects and a statue of Rai Saheb Thakur Panchanan Barma.

She laid the foundation stones of projects like a medical college and hospital in Raiganj, two power sub-stations, government buildings, housing projects, road projects and hostels for boys and girls.

She also distributed benefits under Sabuj Sathi, Siksha Shree, Geetanjali and other schemes.

 
Salient points of Mamata Banerjee’s speech:

Congratulations to everyone for making Kanyashree a success. I always thank those who who work for the people. All of us must work together to make the schemes of the Bengal Government a success.

People are in a lot of distress. The price of LPG cylinder is being increased. Distribution of sugar and kerosene through ration shops is being stopped. It is the social obligation and duty of the Central Government to provide subsidy to the people, using the taxpayers’ money.

The Centre is taking away Rs 40,000 crore per year as debt repayment. Despite that, we are continuing our social obligations like free treatment in State Government hospitals, schemes for Adivasis, minorities and backward castes, and giving 40 lakh bicycles under Sabuj Sathi Scheme. There are plans for giving 30 lakh more bicycles this year..

To the Centre: You are increasing the prices of essential commodities. You are decreasing the interest rate of savings bank accounts; so do you want people to invest in chit funds? Try to do things in such a way that people are not forced to invest in chit funds. You just come from Delhi, indulge in big talk, incite riots and go back.

You need to help the administration. It is not the common people, but political leaders from outside who create trouble. They start the trouble and then run away, never to come back. But we need to remain united.

We don’t indulge in activities like Beti Bachao, Beti Padhao programme, which is only about publicity. We have spent Rs 5,000 crore to implement the Kanyashree Scheme. We want our ‘kanyashrees’ to conquer the world. We are giving the newborns saplings as part of the Sabuj Shree Scheme.

Tea garden workers are not getting food. Schools and colleges are closed. Tourism is in the doldrums. The mark of success for any movement is being able to help the people. Let all political parties be united – let the Hills return to normalcy. Our Government will do whatever is necessary. But we won’t do any such thing that would involve violence. We love the Hills.

We can give our lives for the sake of unity in the State. Our responsibility is to protect the unity of the nation. They (Central leaders) are creating a divide between the Hindus and the Muslims. Our fight for the people will continue. I want the tea gardens to open. I want peace to return to the Hills. I want the people’s problems to be solved. Keep the Hills in good health.

Keep the peace. If you see anyone destroying peace, inform the administration. Being late in taking action leads to a lot of problems. Help the common people.

Polytechnic colleges, medical colleges, ITIs, minority bhavans and new police stations have come up. Roads have been built and repaired. As part of Lok Prasar Prakalpa, 82,000 artistes are being given financial aid. We have exempted farmers from repaying their debts. What we can do, nobody can.

There are some people who are solely indulging in making mischief and inciting riots. We don’t want riots, we want peace. We don’t want to die, we want to live. There would be nothing to gain from inciting riots, and we never do and never will support riots.

Bengal will hold its head high. Do not be scared of anyone. I will never stop speaking against atrocities. I will speak up again and again if people are in trouble. We have the capacity to counter any storm because we have Maa-Mati-Manush with us.

 

 

শান্তি বজায় রাখুন, দাঙ্গা লাগাবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর দিনাজপুরের চোপরা’য় একটি জনসভা’য় বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপরা’র আলোরানি মাঠ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

সরকারি ভবন, ছাত্রাবাস, জল সরবরাহ প্রকল্প ও রাই সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একটি মূর্তি’র উন্মোচন করেন। রায়গঞ্জের মেডিক্যাল কলেজ, ২টি ইলেকট্রিক সাব স্টেশন, সরকারি ভবন, আবাসন প্রকল্প, সড়ক প্রকল্প, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের শিলন্যাস করেন। সবুজ সাথীর সাইকেল, শিক্ষাশ্রী, গীতাঞ্জলী পরিষেবা প্রদান করেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রধান আংশঃ

সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার কন্যাশ্রীদের অভিনন্দন। যারা মানুষের কাজ ভালবাসে তাদের আমি সব সময় ধন্যবাদ জানাই। মা-মাটি-মানুষ আমাদের গর্ব। আমরা সবাই মিলে একসাথে আমাদের কর্মসূচী পালন করি। পশ্চিমবঙ্গ সরকার সকলের জন্য কাজ করে।

মানুষ অনেক দুঃখে আছে। এল পি জি গ্যাসের ভরতুকি তুলে দেওয়া হচ্ছে। চিনি, কেরোসিন বন্ধ করে দেওয়া হচ্ছে। জনগণের টাকায় তাদের ভরতুকি দেওয়া হয়। এটা সরকারের সামাজিক ন্যায়, দায়বদ্ধতা, কর্তব্য। গরীব মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

আমাদের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাও আমরা বিনামূল্যে চিকিৎসা দিই। আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ সকলকে আমরা সমান ভাবে পরিষেবা দিই। এক বছরে ৪০ লক্ষ সবুজ সাথী সাইকেল দিয়েছি, এই বছরে আরও ৩০ লক্ষ সাইকেল দেব।

সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যাঙ্কের সুদের হার কমিয়ে দিচ্ছে, তাহলে কি মানুষ চিট ফান্ডে যাবে? মানুষ যাতে চিট ফান্ডে না গিয়ে ব্যাঙ্কে যায় সেই চেষ্টা করুন। কিন্তু আপনারা তা করেন না। দিল্লি থেকে এসে বড় বড় কথা বলেন, আর দাঙ্গা লাগিয়ে ফিরে যান।

প্রশাসনকে সাহায্য করতে হবে। মানুষ নয়, গণ্ডগোল করে কিছু বাইরের রাজনৈতিক নেতা। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে মদত দেয়। আমি চাই সকলে ভালো থাকুক। গণ্ডগোল লাগিয়ে ওরা পালিয়ে যায়, আর দেখা যায় না। কিন্তু আমাদের একসঙ্গে থাকতে হবে।

আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এর মত activities করি না। শুধু পাবলিসিটি করছে। আমরা কন্যাশ্রী ৫০০০ কোটি টাকা খরচ করেছি। আগামী দিনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। আমরা চাই আমাদের কন্যাশ্রীরা বিশ্ব জয় করে। নবজাতকদের আমরা গাছ দিচ্ছি সবুজশ্রী প্রকল্পের আওতায়।

আজ চা বাগানের শ্রমিকরা খাবার পাচ্ছেন না। চা বাগান, স্কুল-কলেজ সব বন্ধ। পর্যটন, হোটেল সব বন্ধ। মানুষের জন্য কাজ করা যে কোন আন্দোলনের সবচেয়ে সফলতা। সব রাজনৈতিক দল একসাথে থাকুক, পাহাড় স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমাদের সরকার যা করার করবে, হিংসা হয় এমন কিছু করি না আমরা, আমরা পাহাড়কে ভালোবাসি। পাহাড় আমাদের একটা অংশ।

আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভাগ হতে দেব না। সব মানুষ দেশের সম্পদ। দেশকে রক্ষা করা আমাদের পরম্পরা। রাজনৈতিক স্বার্থে ওরা হিন্দু-মুসলমানদের মধ্যে ভাগ করছে। সকল মানুষের জন্য আমাদের লড়াই চলবে। আমি চাই চা বাগানগুলি যাতে খুলে যায়, পাহাড়ে শান্তি বজায় থাকে, মানুষের সমস্যার সমাধান হোক। পাহাড়কে ভালো রাখুন।

মিলেমিশে কাজ করুন। শান্তি বজায় রাখুন। কেউ অশান্তি করতে চাইলে প্রশাসনকে সঙ্গে সঙ্গে সতর্ক করুন। দেরিতে action নিলে অনেক সমস্যা হয়। মানুষের সাথে থাকুন।

এখানে পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজ, আই টি আই কলেজ, মাইনরিটি ভবন, রাস্তা সংস্কার, পুলিশ স্টেশন তৈরি হয়েছে। লোক প্রসার প্রকল্পের আওতায় ৮২ হাজার শিল্পীকে আনা হয়েছে। এদের সরকার থেকে সাহায্য করা হয়। আমরা কৃষকদের ঋণ মুকুব করে দিয়েছি। আমরা যা করতে পারি, আর কেউ তা পারে না।

কিছু লোক অকাজ করে, দাঙ্গা লাগায়। আমরা দাঙ্গা চাই না শান্তি চাই। মৃত্যু চাই না, জীবন চাই। দাঙ্গা লাগিয়ে কোন লাভ হবে না, আমরা কখনো দাঙ্গা সমর্থন করি না, করব না।

এই বাংলা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, কাউকে ভয় পাবেন না। আমি কখনো আমার মুখ বন্ধ করব না। এটা আমার অভ্যাস। মানুষ বিপদে পড়লে হাজার বার বলব। যে কোন ঝড়কে প্রত্যাঘাত করার শক্তি আমাদের আছে কারণ মা-মাটি-মানুষ আমাদের ভরসা।

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।

 

 

The duty of our government is to serve the people with a human face: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee undertook a visit to Purba Bardhaman district and conducted the administrative review meeting for the district.

She was present at a public rally from where numerous developmental projects will be inaugurated. Among the projects she inaugurated today are the outdoor units of the Kalna and Asansol super-speciality hospitals, a Karma Tirtha, water projects, government buildings, a veterinary hospital, flood shelters and many other such projects.

She also laid foundation stones for power sub-stations, water supply projects, government building and some other projects.

She distributed monetary benefits under Kanyashree and Lok Prasar Prakalpa, bicycles under Sabuj Sathi, saplings under Sabujshree, houses under Geetanjali, etc.

The Bengal Chief Minister also announced the achievement of 100% rural electrification of the district.

After the inaugurations of the projects and her speech, Mamata Banerjee headeded straight for the administrative meeting at Sanskriti Lokmancha. For the first time, 60 students from Burdwan University were invited to an administrative review meeting.

 

Salient points of the speech she gave in Bardhaman

 

Bengal Chief Minister Mamata Banerjee’s speech at the public meeting in Bardhaman

I convey my warmest wishes to the people on the occasions of Id-ul-Fitr and Rathyatra.

Bardhaman reminds me how green our beloved Bengal is.

 
On developmental projects in Bardhaman

 

I inaugurated multi-super-speciality hospitals in Asansol and Kalna today.

To mitigate long-standing drinking water problems in Kalna, I inaugurated a water purification project worth Rs 46 crore.

Today, I inaugurated the Mishti Hub in Bardhaman, which would one day enable the whole world to partake of some of the famous sweets of Bengal.

We are proud and happy for our Kanyashree girls. The Kanyashree Scheme bagged the first prize at a United Nations awards programme from among 550 projects from 66 countries. Like Kanyashree, the Sabuj Sathi Scheme would also be world-renowned one day.

We have set up schemes encompassing all phases of a person’s life. The BJP Government at the Centre is taking away Rs 40,000 crore from our revenue as repayment for the debt left behind by the CPI(M). In spite of this, we are providing 8.5 crore people rice at Rs 2 per kg as part of the Khadya Sathi Scheme. Such a thing has not been done anywhere in the world.

Farmers are our pride and our precious resource. Therefore our government has waived off the loans on agricultural land.

Today, I oversaw completion of the process of electrification of 100 per cent of the villages of Bardhaman.

In this district, ration cards have reached 100 per cent of the intended recipients. Our government has extended all manner of services to the people. Benefits under Khadya Sathi Scheme are reaching 82 per cent of the people. We have distributed 40 lakh bicycles as part of the Sabuj Sathi Scheme. We have started the Swami Vivekananda Scholarship for higher education. Various programmes have been taken up for irrigation and flood mitigation. During the next one year, 25,000 km of roads would be built in the state. The duty of our government is to serve the people with a human face.

This government of ours believes in doing deeds, not just speaking about them. Our government provides treatment free of cost, which is not available elsewhere. Those without homes have been provided homes as part of the Geetanjali Scheme. Other schemes like Gatidhara have been initiated. Those affected by demonetisation have been given Rs 50,000 each.

We have renovated the burial places and burning ghats. The government is making a payment of Rs 1000 to any family unable to pay for the last rites of its family members. We have even started insurance schemes for workers and for media personnel.

 
On demonetisation

 

People are still suffering because of demonetisation. Under the guise of demonetisation, the people’s economic rights are being held in ransom. I’ve said it before and I’m repeating it – demonetisation is more treacherous than the Emergency ever was. It will be proven in the near future that there has been no bigger scam than demonetisation.

 
On the Goods and Services Tax (GST) regime

 

We were for GST. However, we had asked for some time. A lot of changes have been made forcefully. Starting from medicines, the Central Government has imposed taxes on too many things. The Trinamool Congress Government is a pro-people government. We are the only political party which does not fear the CBI. We are ready to leave everything but not betray the common people.

 
On other issues

 

The ideal, philosophy and dream of the Trinamool Congress is getting the love of the masses.

Why should you have to pay a fee for making more than four transactions at banks and ATMs?

Today, the rights of the people are being trampled upon. People live in fear of raids by the CBI and income tax authorities.

Even the media is not being spared. A few days back, NDTV was being harassed. The media have been told to telecast whatever the Central Government instructs them to. The media of Bengal work with courage. Except a few Delhi-based media houses, nobody has the courage to protest against this injustice.

 
On the Opposition’s policies and actions

 

Air India is the pride of the country; a plan is being made to sell it off. We do not support such an action. We are not like the CPI(M) or BJP, who are happy to take away jobs of the people. The Centre is gradually selling off the railways; civil aviation will follow. The people are not getting to know the real story.

When I was the Railway Minister, I saved Burn Standard. Now plans are being made to shift the offices of Burn Standard and the Tea Board of India.

We will protest against injustice. Political parties are not saying anything because of fear. The BJP has muted the voice of the media. There is dictatorship in the country. We will break this shield of conspiracy to pieces.

The Centre is not able to solve the Kashmir issue; it has been a total failure. Now, it is poking its fingers in the Darjeeling issue, and teaching the separatists to break the state of Bengal. I will not let them break Bengal up till the last breath of my life.

The Centre’s torture is going on and will go on. But those who live in Bengal will bow their heads in fear.

We are running our government under great constraints. The Centre had rejected the Kanyashree Scheme; now this very scheme has won over the world. In the future, Bengal will win over the world. The soil of Bengal is our pride.

They spend money on advertisements while the Trinamool Congress does its utmost to serve the people. Those who win over the people are the real victors.

The Centre has always given Bengal the short shrift, has always exploited, deceived and conspired against the state. Whatever conspiracy they may hatch, we will stand united; we will never shelter communal forces.

 

 

আজ বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

দু’দিনের সফরে আজ বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পে বিশ্বজয় করে রাষ্ট্রপুঞ্জে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রীর।

আজ পর পর দুটি অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। প্রথমে দুপুর ২টো নাগাদ পুলিস লাইন ময়দানে প্রকাশ্য সভায় যোগ দিলেন। এই সভা থেকেই সরকারি প্রকল্পের প্রায় ৭৬ কোটি টাকার মোট ২২টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৫৫ কোটি টাকার ২৮টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধন করলেন পাকা রাস্তা, প্রাণী হাসপাতাল ভবন, সেতু, পানীয় জল প্রকল্প, নদী–সেচ প্রকল্প, বন্যার্তদের জন্য আশ্রয়স্থল প্রভৃতি। শিলান্যাস করলেন পানীয় জল প্রকল্প, সেতু নির্মাণ, রাস্তা সম্প্রসারণ, পুলিস ও পদস্থ কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প, বেশ কয়েকটি পার্ক প্রভৃতি।

এই প্রকাশ্য মঞ্চ থেকেই কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, সবুজশ্রী, গীতাঞ্জলি, লোকপ্রসার প্রকল্প, কৃষি যন্ত্রপাতি, তাপনিরোধক বাক্স ও সাইকেল প্রভৃতি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করলেন।

এরপরই প্রশাসনিক সভা করতে তিনি পুলিস লাইন ময়দানের জনসভা থেকে সোজা চলে গেলেন সংস্কৃতি লোকমঞ্চে। এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকার জন্য এবার প্রথম মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এখানে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী ছিলেন।