The Bengal government is planning to have its own emblem, Chief Minister Mamata Banerjee said in the Assembly on Friday. “Many states have their own emblems and we are planning to have an emblem for our state,” she said.
The state government has logos for its various projects. Earlier Chief Minister Mamata Banerjee had sketched the logo of Sabuj Sathi project where cycles are given to the students of Classes IX to XII of state run, aided and sponsored schools. Sabuj Sathi is state’s flagship project and so far, over 35 lakh bicycles have been distributed among the students.
She had also sketched the logo of Gaitdhara. The logo of Biswa Bangla has been appreciated by all sections of people.
রাজ্যের জন্য নতুন লোগোর পরিকল্পনা করা হচ্ছে
পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো তৈরির পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একাধিক রাজ্যের নিজস্ব লোগো থাকলেও বাংলার নিজস্ব কোন সরকারি প্রতীক নেই”।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য নির্দিষ্ট লোগো রয়েছে। ইউনিসেফ প্রশংসিত কন্যাশ্রী প্রকল্পের লোগোও মুখ্যমন্ত্রীর আঁকা যা বিদেশেও প্রশংসিত। এছাড়া জুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথীর মত নানা জনপ্রিয় প্রকল্পের লোগোও তাঁর আঁকা।
গতিধারার লোগোর ডিজাইনও মুখ্যমন্ত্রীর ভাবনা। এছাড়া মুখ্যমন্ত্রীর আঁকা বিশ্ব বাংলা লোগোও শুধু জনপ্রিয় হয়নি শিল্পমহলের কাছে ভূয়সী প্রশংসিত হয়েছে।