Farmers in Bengal are getting modern equipment thanks to ample help provided by the State Government.
Following Chief Minister Mamata Banerjee’s special instructions, the government took up the Financial Support Scheme for Farm Mechanisation (FSSFM). Till the financial year 2016-17, under this scheme, financial support worth Rs 225.8 crore has been given to 1.82 lakh farmers to buy modern small or medium-sized tools for farming.
It is not always possible for farmers to make such huge investments to buy the different types of heavy tools that are also necessary for farming. To ensure their availability for farmers, Custom Hiring Centres (CHC) have been set up across the state, from where heavy agricultural tools can be had on rent at a much subsidised rate. From 2014 to 2017, as many as 586 CHCs have been set up.
Besides financial assistance, the department has also helped farmers in gathering knowledge about modern and updated technology for farming. It has ensured an increase in production of crops. Moreover, the farmers have started getting the right price for their yield.
Soon after coming to power, the Chief Minister had directed all concerned departments to take necessary steps to ensure farmers can make a profit. It may be mentioned that average yearly income of farmers in Bengal has gone up to Rs 2.39 lakh during the 2016-17 fiscal, from Rs 91,011 during 2010-11. Moreover, 16.55 lakh hectares of agricultural land have been brought under crop insurance over the past six years; the total area has gone up to 21 lakh hectares currently, from 4.45 lakh hectares during the 2011-12 fiscal.
মুখ্যমন্ত্রীর সহায়তায় বাংলার কৃষকরা পাচ্ছেন আধুনিক যন্ত্রপাতি
রাজ্য সরকারের ঐকান্তিক সহায়তার জন্য রাজ্যের কৃষকেরা পাচ্ছেন কৃষির আধুনিক যন্ত্রপাতি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার কৃষকদের সহায়তার জন্য বিশেষ প্রকল্প চালু হয়েছে রাজ্যে, যার পোশাকি নাম ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮২লক্ষ কৃষককে ২২৫.৮ কোটি টাকার আর্থিক সহায়তা করা হয়েছে কৃষি কাজের জন্য ছোট ও মাঝারি মাপের আধুনিক যন্ত্রপাতি কিনতে।
কৃষিকাজের প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি কেনা সবসময় সকল চাষির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই কৃষকরা যাতে সহজে এগুলি পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য জুড়ে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। এই কেন্দ্রগুলি থেকে চাষিরা তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন, তাও আবার ভর্তুকি দেওয়া দরে। ২০১৪-১৭ সালের মধ্যে ৫৮৬টি কেন্দ্র তৈরী করা হয়েছে।
আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি দপ্তর কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও সেগুলি ব্যবহার করার প্রশিক্ষণও প্রদান করছে। এর ফলে বেড়েছে ফলন। এছাড়া চাষিরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্যও পাচ্ছেন।
২০১১ সালে শাসনভার গ্রহনের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কৃষি সম্বন্ধিত সকল দপ্তরকে নির্দেশ দেন কৃষকদের আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। রাজ্যের কৃষকদের গড় আয় ২০১৬-১৭ অর্থবর্ষে বেড়ে হয়েছে ২.৩৯ লক্ষ টাকা, যা ২০১০-১১ সালে ছিল মাত্র ৯১,০১১ টাকা। এছাড়া ১৬.৫৫ লক্ষ হেক্টর কৃষি জমিকে ফসল বীমার আওতায় আনা হয়েছে গত ৬বছরে। এই মুহূর্তে ফসল বীমার আওতায় রাজ্যে কৃষি জমির আয়তন ২১ লক্ষ হেক্টর, যা ২০১১-১২ সাল পর্যন্ত ছিল মাত্র ৪.৪৫ লক্ষ হেক্টর।
Source: Millennium Post