One-horned rhinos of Bengal to get two new homes

Many of the one-horned rhinoceros of Gorumara and Jaldapara national parks will soon get new homes as the state government has prepared natural habits by developing two other parks — one of which is situated close to Gorumara and the other at Patlakhawa in Cooch Behar.

There are currently more than 255 one-horned rhinos in Gorumara and Jaldapara. Bengal Forest Minister said that the department has a plan to shift around 50 one-horned rhinos to the new forest parks that are coming up in North Bengal.

Natural habitats are there in two new parks where the rhinos would be shifted. The department has also taken up various schemes to build infrastructure. The project aims at the promotion and conservation of the endangered species.

This project will also help in promoting tourism in north Bengal. Chief Minister Mamata Banerjee has laid great stress in promoting tourism in north Bengal besides other places.

 

এবার নতুন ঠিকানা পেতে চলেছে বাংলার এক শিংওয়ালা গন্ডার

গরুমারা ও জলদাপাড়া ন্যাশানাল পার্কের এক শিংওয়ালা গন্ডাররা শীঘ্রই নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকার ২টি নতুন পার্ক তৈরি করেছে তাদের জন্য। একটি গরুমারার কাছে ও অন্যটি কোচবিহারের পাতলাখাওয়া’য় নতুন পার্ক তৈরি করেছে রাজ্য বন দপ্তর।

এই মুহূর্তে গরুমারা ও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে এক শিংওয়ালা গণ্ডারের সংখ্যা ২৫৫র বেশী। রাজ্যের বনমন্ত্রী বলেন, আনুমানিক ৫০টি এক শিংওয়ালা গন্ডারকে নতুন পার্ক দুটিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। পরিকাঠামো তৈরির জন্য নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ।

এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই উত্তরবঙ্গে পর্যটনের ওপর জোর দিয়েছেন।

Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।

 

 

 

Forest dept to give special training to employees to curb poaching

To check the incidents of poaching in the forests of north Bengal, the state forest department is planning to provide special training to its employees conducting vigil.

The department will not only provide incentives to the people who will gather information on the poachers, but they will be also be given various prizes for their job.

The department has a plan to give special training to the forest protection committee members as well. The forest dwellers will be involved in the plan. Training would be given to the local villagers. The people who will be a part of the plan will be brought under a security cover apart from the monetary benefits.

 

উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকার রুখতে নয়া উদ্যোগ রাজ্যের

উত্তরবঙ্গের জঙ্গলে চোরা শিকার রুখতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য বন দপ্তর। চোরা শিকার দমনে কর্মীদের প্রশিক্ষণ দেবে বন দপ্তর। স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতার প্রসারও করা হবে ।
যে সকল মানুষ চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। আর্থিক পুরস্কার দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হবে বনরক্ষা কমিটির সদস্যদেরও। যারা চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের সুরক্ষার ব্যবস্থাও করবে বন দপ্তর।

Sabujshree: WB Govt to name saplings after every newborn girl child

West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State.

How the scheme works

The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl.

Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well. An awareness campaign has also been undertaken by the forest department officials at block level.

Benefits of the scheme

As per the available data, nearly 15 lakh girl children are born in the state in a year. If a family gets a sapling from the forest department and nurtures it after naming it by the name of their baby, around 15 lakh saplings could be planted throughout the state every year.

 

The image is representative (source)

 

‘সবুজ শ্রী’: শিশু কন্যাদের নামে গাছের নাম রাখার প্রকল্প রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি মাইলস্টোন প্রকল্প চালু হচ্ছে – ‘সবুজ শ্রী’। এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের জন্মের পর তাদের নামে একটি করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পের কার্যকারিতা  

এই প্রকল্পের সার্থক রূপায়নের জন্য বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই জেলার মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতাল থেকে ছাড়ার সময় প্রত্যেক শিশু কন্যার পরিবারকে একটি করে চারা গাছ দেওয়া হবে এবং বাবা-মায়েদের তাদের সন্তানের নামে চারাগাছগুলির নাম রাখার কথা বলা হবে।

প্রাথমিকভাবে, চারাগাছগুলি কন্যা সন্তানদের বিতরণ করা হবে পাশাপাশি পুত্র সন্তানের মায়েদেরও একটি করে চারাগাছ দেওয়া হবে। এছাড়া ব্লক পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা একটি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

প্রকল্পের উপকারিতা

তথ্য অনুযায়ী, বছরে প্রায় ১৫ লক্ষ কন্যা সন্তানের জন্ম হয় রাজ্যে। যদি কোন একটি পরিবার বন বিভাগের কাছ থেকে একটি চারাগাছ পায় এবং তাদের শিশুর নাম দ্বারা এটির নামকরণ করে তাহলে  প্রতি বছর রাজ্য জুড়ে প্রায় ১৫ লক্ষ চারা রোপণ করা সম্ভব হবে।

 

Forest Department to grow and conserve medicinal plants

The forest department is planning to grow and conserve several species of medicinal plants in the three districts of West Midnapore, Bankura and Purulia.

These plants would be grown on 300 hectares of land and 200 forest protection committees (FPC) will work on the project.

If ordinary residents show an interest in growing these plants, the department will help them to do so and then sell them.

The department has chosen two places, Susunia Hills in Bankura and Kankrajhore in West Midnapore’s Belpahari for the project, under the Medicinal Plant Conservation Area (MPCA), this year.

These areas have been chosen because hilly regions are rich in bio-diversity and earlier several trees of medicinal value grew here.

According to the forest department, plants and trees such as amlaki, hartaki, kalmegh, ghritakumari, ritha, sarpagandha, pial have medicinal values and are economical. So people can make a good profit by planting such trees. Many medicines and even cosmetics are made using the extracts of these trees.

 

The image is representative (source)

 

জঙ্গলমহলে ঔষধি গাছ লাগানোর উদ্যোগ বন দপ্তরের

বন বিভাগ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া তিনটি জেলায় ভেষজ উদ্ভিদের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ করার পরিকল্পনা করছে।

৩০০ হেক্টর জমির ওপর এই গাছপালাগুলি হবে এবং 200 বন সুরক্ষা কমিটি এই প্রকল্পের কাজ করবে।

যদি সাধারণ বাসিন্দাদের এই গাছপালা চাষে আগ্রহী হয় তাহলে বন দপ্তর তাদের সাহায্য করবে এবং তারপর তাদের বিক্রি করবে।

এই বছর ভেষজ গাছ সংরক্ষণ এলাকার অধীনে এই প্রকল্পের জন্য বন দপ্তর দুটি জায়গা বেছে নিয়েছেন। একটি হল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ও কাঁকড়াঝোর এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি।

এইসব এলাকা বাছাই করা হয়েছে কারণ পাহাড়ি এলাকা জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং আগেও এখানে অনেক ওষধি গাছ হয়েছে।

বন বিভাগের মতে, আমলকী, হরিতকী, কালমেঘ, ঘৃতকুমারী, রিঠা, সর্পগন্ধা, পিয়াল এই সব গাছ লাগানো বেশ লাভজনক এবং এগুলির ঔষধি মান আছে। অতএব এসব বৃক্ষরোপণের দ্বারা মানুষ লাভবান হবেন। অনেক ওষুধ এবং এমনকি প্রসাধন দ্রব্য এই সব গাছের নির্যাস ব্যবহার করে তৈরি করা হয়।

WB Forest Dept takes steps to conserve rare trees

The West Bengal Forest Department has taken a slew of measures to conserve rare trees in Kankrajhore forest and Susuniha hills. It has declared these areas as ‘medicinal plant conservation area’.

Conservation experts would be engaged to ascertain the cause of extinction of many trees, which were earlier found in the forests of Kankrajhore in Belpahari of West Midnapore district and Susunia hills in Bankura district.

Many rare species of trees are lost and not found now as the forest cover has depleted. Now, the Forest department is planning to make a detail survey to find out the cause of the loss.

The National Medicinal Plant Board experts would be involved in an extensive research. They would also study if factors like climate change, scarcity of water and tourism are responsible for extinction of rare trees.

They would make a survey on how many types of trees exist in two areas and if any rare species still exist. They would also study on which species of trees are extinct.

They will study whether ecological changes are resulting in loss of trees. Landslide and lack of drainage system will also be studied. The capacity of absorbing rate of carbon dioxide of the trees will be thoroughly studied. The trees which have maximum absorbing capacity of carbon dioxide would be planted in more number

Two forests were chosen for the study. The forests in Kankrajhore and Susunia hills are natural forests . It has been noticed that many valuable trees are not found here. The frequent movement of people in the forest areas and felling of tress in unscientific manner may be the causes of loss of trees. A change in the character of the soil might have contributed to this. These forests are declared as conserved forest area.

The two forests are named as Medicinal Plant Conservation Area and the forest department assigned to two universities for research. While scientists from the Jadavpur University would work in Kankrajhore, North Bengal University would conduct their research at Sushunia.

WB Govt celebrates Wildlife Day

Like every year, West Bengal Government is celebrating Wildlife Day on December 8 throughout the State.

Forests and wildlife are the assets of Bengal. Conservation of this spectacular bio-diversity is our responsibility.

West Bengal Government has been committed to protection of wildlife and conservation of forests over the last four years.

 

Here are the achievements of the Forest Department:

Conservation of biodiversity: With the co-operation of Japan International Cooperation Agency (JICA), a project of Rs 406 crore has been taken up to conserve forests and wildlife.

Eco-tourism: With the help of West Bengal Forest Development Corporation Ltd., 17 eco-tourism projects in North Bengal and three in South Bengal have been taken up. Cottages are being constructed. The Lamahata project has already started.

West Bengal Wasteland Development Corporation Ltd: The West Bengal Wasteland Development Corporation Ltd. (WBWDCL)has been made functional. Under the aegis of WBWDCL, tree plantation has been carried out over 1260 acres.

Wildlife census: Census of wild animals have been performed, including those of rhinoceros, gaur (both in Gorumara National Park), Red Panda (Singalila National Park) and crocodile (in Sunderbans National Park).

Coastal Zone Management Project: A Coastal Zone Management Project has been started in Purba Medinipur district with the assistance of the World Bank.

West Bengal Zoo Authority: West Bengal Zoo Authority has become operational and 10 small zoos have been brought under its purview. A master plan is being prepared for all the small zoos in the state. Special steps have been taken to conserve endangered species.

Selling kendu leaves: Many people in the state are engaged in the plucking and selling ofkendu leaves. With a view to help such people with their livelihoods, the state government has increased the price at which they can sell the leaves from Rs 48 per chatta (contains 2000 leaves) to Rs 75 per chatta.

WB CM launches new forest cottages at Jayanti

The call of the mountains. Lush green forest. The glittering waters of Jayanti river at sunrise. An encounter with bisons and deer (may be elephants and tiger too, if you are lucky). And butterflies – the main attraction of Jayanti forests. The butterflies are the reason why Buxa-Jayanti forests are called Queen of Dooars.

If you want to escape into the lap of nature, you must visit Jayanti. The newly renovated forest bunglow at Jayanti was inaugurated by West Bengal Chief Minister Ms Mamata Banerjee on Wednesday. She also launched seven newly-built cottages at the Jayanti forest. Online booking of these cottages will be made available by the Forest Department soon.

In a fire accident in 2011, the forest bungalow at Jayanti was destroyed. WB CM Mamata Banerjee, during her visit to Dooars had instructed that the bungalow be renovated. Clearly, the newly opened cottages and bungalow will boost tourism in Dooars ahead of the festive season.