The Bengal Government’s renovating the cold storage for flowers in Panskura has turned out to be a big boon for flower traders – growers as well as sellers – of south Bengal. Flower growers mainly from the three districts of Howrah and Purba and Paschim Medinipur store their yields here.
The renovation of the cold storage was completed recently and was inaugurated on September 15. The State Government has delivered on its promise of completing the renovation before Durga Puja. Modern electronic gadgets and air-conditioning have been installed.
It is of five metric tonne capacity and acts as a lifeline for hundreds of flower growers in the region. Before a big festival like Durga Puja, when the requirement of flowers goes up manifold, this renovation has made flower growers happy. Flowers not stored properly and going bad results in the rise of price.
Though there are private multi-purpose cold storages for storing flowers, many growers prefer the government’s one because of the bare minimum cost.
ফুলের হিমঘরের আধুনিকীকরণ করল রাজ্য সরকার
দক্ষিণ বঙ্গের ফুলের ব্যাবসায়ীদের জন্য সুখবর। পাঁশকুড়ায় যে ফুলের হিমঘরটি আছে, তার সংস্কার ও আধুনিকীকরণ করল রাজ্য সরকার। মূলত এখানে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ফুলচাষিরা এখানে তাঁদের ফুল রাখেন।
১৫ই সেপ্টেম্বর এই হিমঘরের নবরুপে উন্মোচন হয়। সরকার কথা দিয়েছিল দুর্গা পুজোর আগেই এই সংস্কার ও আধুনিকীকরণ শেষ করবে, কথা রেখেছে। আধুনিক ইলেক্ট্রনিক গেজেট ও শীতাতপ ব্যবস্থা করা হয়েছে।
এই হিমঘরটির ক্ষমতা পাঁচ মেট্রিক টনের ও এই হিমঘরের ওপর নির্ভর করে কয়েকশো ফুলচাষি। দুর্গাপুজোর সময় যখন ফুলের চাহিদা ভীষণ বেড়ে যায়, ফুলের হিমঘরের এই ধরনের আধুনিকীকরণ নিঃসন্দেহে ফুলচাষিদের অনেকটা আনন্দ দেওয়ার পাশাপাশি নিশ্চিন্তও করেছে। ফুল ঠিকমতো রাখা না হলে দাম বাড়বে খুব বেশী হারে।
বেসরকারি ফুলের হিমঘর থাকলেও চাষিরা সরকারি হিমঘরেই তাঁদের উৎপাদিত ফুল রাখতে চায় কম খরচের জন্য। তাই, এই মুহূর্তে পাঁশকুড়ার সরকারি হিমঘরটি আধুনিক সাজে সেজে খুবই উপকার হল চাষিদের।
Source: Millennium Post