73 more fire stations to be set up in different parts of Bengal

The Bengal Fire and Emergency Services department has decided to set up 73 more fire stations across the state in the next one and a half year.

Sovan Chatterjee, the state Fire minister, said that at present, there are 127 fire stations. The figure will be taken up to 200. At present, the work of constructing 18 new fire stations is going on and there are proposals to construct another 50. Land for 38 out of the 50 fire stations has already been identified and the work to set those up will be starting soon. Five fire stations have been commissioned in the current financial year in Madhyamgram, Lalkuthi, Contai, Kakwip and Dankuni.

The Fire department has already started taking steps to recruit 3,000 more employees. It will increase the manpower by around 1,800. Moreover, 90 new fire tenders have been engaged to carry out fire fighting exercises besides taking other initiatives to modernise the entire fire-fighting mechanism.

 

রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ৭৩ টি দমকল কেন্দ্র তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

আগামী দেড় বছরে আরও ৭৩ টি দমকল কেন্দ্র তৈরীর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর।

রাজ্যের দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় জানান বর্তমানে মোট ১২৭ টি দমকল কেন্দ্র আছে। এই সংখ্যাটি খুব শীঘ্রই ২০০ করা হবে। ১৮টি ফায়ার স্টেশন তৈরীর কাজ চলছে এবং আরও ৫০টি দমকল কেন্দ্র তৈরীর প্রস্তাব এসেছে। এর মধ্যে ৩৮টি দমকল কেন্দ্র তৈরীর জমি চিনহিত হয়ে গেছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। চলতি আর্থিক বছরে মধ্যমগ্রাম, লালকুঠি, কাকদ্বীপ, কাঁথি এবং ডানকুনি এই পাঁচটি ফায়ার স্টেশন তৈরীর অনুমতি পাওয়া গেছে।

প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ৩০ কোটি টাকা এই প্রকল্পের কাজে দিয়ে দিয়েছে দমকল বিভাগ। একইসঙ্গে, পুরনো দমকল কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ৩.৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩০০০ এর বেশি কর্মীকে নিযুক্ত করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে দমকল বিভাগ। এর ফলে কর্মী সংখ্যা বেড়ে হবে প্রায় ১৮০০। অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকীকরণ করতে আরও ৯০ টি দমকল ইঞ্জিন নিযুক্ত করা হয়েছে।