Bengal Govt to set up infrastructure for firefighting from waterways

The State Fire and Emergency Department is gearing up to start firefighting operations from waterways, especially on the Hooghly. For this, a separate unit is going to be created. This will help in tackling fire in places adjacent to the river in a more effective way

The idea is to have a vessel-like thing on the river with firefighting equipment. There are a number of warehouses of Kolkata Port Trust adjacent to the river.

A committee has been formed with police officials and officials from the Fire Department to create a blueprint of the model, according to which the department will move.

While on the Fire Department, it needs to be mentioned that the department is on the fast track to further development. Fifty support vehicles for rapidly carrying equipment and personnel to the site of a fire have been procured.

Fire operators (FO) and auxiliary fire operators (AFO), numbering 1,500 each, would be recruited by June 2018.

জলপথে অগ্নি নির্বাপনের পরিকাঠামো তৈরী করবে রাজ্য সরকার

 

অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর জলপথে অগ্নিনির্বাপনের পরিকাঠামো তৈরী করবে, বিশেষ করে হুগলী নদীতে। এর জন্য আলাদা একটি বিভাগ তৈরি করা হবে। এর মাধ্যমে নদীর লাগোয়া কোনও স্থানে আগুন লাগলে, তা তাড়াতাড়ি আয়ত্বে আনা যাবে।

অগ্নিনির্বাপনের যন্ত্রপাতি সম্বলিত একটি জলজানের তৈরীর পরিকল্পনা আছে রাজ্যের। দমকল দপ্তর খুব শীঘ্র এই ইউনিট তৈরী করতে চায়। এই উদ্দেশ্যে ৫০টি জলযান জোগাড় করা হয়েছে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে ১৫০০ ফায়ার অপারেটর এবং ১৫০০ অক্সিলিয়ারি ফায়ার অপারেটর নিয়োগ করা হবে।

এই উদ্যোগের জন্য একটি ব্লু-প্রিন্ট তৈরী করতে পুলিশ আধিকারিক ও দমকল দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে।

Source: Millennium Post

Bengal Fire department mulls using drones to detect source 

As a part of its modernisation process, the state Fire and Emergency department is planning to use drones to detect the sources of fire. Apart from identifying the source of a fire, the drones will also be used to determine if humans are stranded in a building that has caught fire.

Firefighters can expand their ability to assess a fire or rescue operations with the help of drones which will be able to provide a clearer picture of what is happening inside the building. Equipped with cameras, the unmanned devices would not be restricted by the city traffic and will also be able to fly over high rise buildings. Fire fighters often fail to determine the source of a fire in buildings situated in congested areas.

In cases of major fires, drones will help officials to get a glimpse of the scene inside the affected buildings, which will enable them to determine the number of fire tenders needed to douse the flames. In case of a fire in a high-rise building, a drone can easily be used to determine the origin of the flames.

Senior officials of the state Fire and Emergency department will decide what types of drones and camera technology can be used for this purpose. The department is planning to take the help of drones as the process of identifying and extinguishing a fire often gets delayed due to the inability of firefighters to properly assess the situation without the required technology. The fire engines also face difficulties in reaching some spots situated in congested areas. It was learnt that senior officials of the department will soon hold a meeting for the implementation of the new scheme.

 

এবার ড্রোন ব্যবহার করবে রাজ্য দমকল দপ্তর

আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলা পথ দেখাবে সারা দেশ কে। রাজ্য দমকল দপ্তর পরিকল্পনা করছে আগুনের উৎস খোঁজার জন্য ড্রোন ব্যাবহার করবে। কোথাও আগুন লাগলে সেখানে কেউ আটকে পড়লে তাদের হদিসও দেবে এই ড্রোন।

ড্রোনের সাহায্যে অগ্নিনির্বাপনের কাজ অনেক সহজ হবে দমকল বাহিনীর। ক্যামেরা যুক্ত স্বয়ংক্রিয় এই যন্ত্র ট্র্যাফিক জ্যামে আটকাবে না, বহুতল বাড়ির ওপর সহজেই পৌঁছে যাবে। খুব ঘিঞ্জি অঞ্চলে অনেক সময় আগুন লাগলে আগুনের উৎস খুঁজতে সাধারণত খুব সমস্যা হয়। এর ফলে তাঁরা বুঝতে পারবেন কটি দমকলের প্রয়োজন। বহুতল বাড়ির ক্ষেত্রেও সুবিধে হবে।

দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা বিচার করবেন কোন ধরনের ড্রোন ও ক্যামেরা প্রযুক্তি ব্যাবহার করলে তাদের কাজে সুবিধা হবে। খুব শীঘ্রই এই নতুন প্রকল্প প্রনয়নের জন্য একটি বৈঠক করা হবে।

 

Bengal CM flags off 50 fire tenders from Nabanna

Bengal Chief Minister Mamata Banerjee today flagged off 50 fire tenders from Nabanna, which will serve under different fire stations across the State. The State Fire Services & Emergency Services Minister was present on the occasion along with other Government officials.

Of the 50 fire tenders, 20 are of 5000-litre capacity, which are equipped with low-pressure pumps, and cutting and lifting equipment. The rest 30 are of 2500-litre capacity, which can move into narrow lanes and hilly areas with ease. All of these are also equipped with modern water mist technology. The State now has more than 650 operational fire tenders.

The Government has prioritised the modernisation of fire and emergency services, setting up modern control rooms in the State headquarters as well as in the divisional headquarters equipped with a modern communication system, and facilities for recording and analysing calls and dispatching fire tenders to the affected places, GPS system in fire tenders for finding out their locations, etc. Fire stations have been provided with mobile sets and walki-talkies.

The new equipment and machinery that has been added to the fleet include high- and low-pressure water tenders, mid-sized water tenders, emergency tenders, operational vehicles, motorcycles, two hydraulic platforms (one 54 metre and the other 42 metres high) for fire-fighting and rescue in high-rise buildings, hydraulic rescue tools, circular saw, chainsaw and diamond saw (three types of cutting and breaking tools), compressor machine for BA sets, various types of search and rescue equipment, towing vehicles, and various types of station-level equipment like lock cutters, face masks, suction hoses, foam-making branches, insulated axes, insulated pliers, searchlights, hose control clamps, short branches, different types of extinguishers, etc.

 

 

নবান্নে ৫০টি দমকল গাড়ির শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবার ব্যবস্থাপনায় আজ নবান্ন থেকে ৫০-টি নতুন দমকল গাড়ির শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু আধুনিকীকরণ হয়েছে এবং সেই সঙ্গে নতুন আধুনিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, রেকর্ডিং,,অ্যানালাইজিং , ডিসপ্যাচিং-এর সঙ্গে সঙ্গে দমকলগুলি কখন কোথায় আছে তা জানার জন্য জিপিএস সিস্টেম সহ অনেকরকম সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। ফায়ার স্টেশনগুলিকে মোবাইল সেট এবং ওয়াকি-টকি পরিষেবা প্রদান করা হয়েছে।

আজ যে পঞ্চাশটি দমকলের উদ্বোধন করা হল তার মধ্যে ২০-টি ইঞ্জিন ৫,০০০ লিটার এবং বাকি ৩০-টি ২,৫০০ লিটার ক্ষমতাসম্পন্ন। এগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং অল্প জায়গায় খুব সহজেই ব্যবহার্য। বর্তমানে রাজ্যে ৬৫০-টি কার্যকরী দমকল রয়েছে।

নতুন কিছু নির্বাপক সরঞ্জাম ও যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হয়েছে, যেমন হাই এবং লো প্রেশার ওয়াটার টেন্ডার, মাঝারি আকারের ওয়াটার টেন্ডার, এমারজেন্সি টেন্ডার, অপারেশনাল যানবাহন, মোটরসাইকেল, দুটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম (একটি ৫৪ মিটার এবং অপরটি ৪২ মিটার), হাইড্রোলিক রেসকিউ টুলস্‌, মাস্ক, সাকশান হোস, ফোম তৈরির পাইপ, ইনসুলেটেড অ্যাক্স, ইনসুলেটেড পিলার, সার্চলাইট, বিশেষ নিয়ন্ত্রণ ক্ল্যাম্প, ইত্যাদি।

 

 

Fire safety – Govt ensures a safe Durga Puja

Elaborate measures have been taken by the Fire Services Department to prevent mishaps in the city during the festive days of Durga Puja.

The Fire and Emergency Services Department has urged the puja organisers to follow fire prevention norms to ensure a safe puja. The Fire and Emergency Services Department would keep a tight vigil to ensure adequate fire safety measures in pandals.

There would be no partiality in maintaining vigilance. So there is no question of being soft on the big pujas or harsh on smaller pujas. The message is to ensure a safe puja.

The guidelines include fire retardant solutions on materials used in pandal decoration, use of authorized ISI marked cables and wires, adequate distance between metre box and puja pandal, fire alarm system, CCTV, small fire tending machines installed at various places and adequate supply of water.

There are 1780 puja committees under their ambit. Like every year, the Fire and Emergency Services Department give the best puja awards to those committees who would follow the fire safety norms and indulge in best practices.

There will be around 13 fire outposts and call centres to manage the city and prevent untoward incidents. The puja committees have been asked to train volunteers in handling emergency situations and deploy them inside and outside the pandals. Medical services and toilet facilities for ladies are some of the other criteria to be fulfilled.