Mamata Banerjee releases Jago Bangla Festive Edition

Trinamool Chairperson Mamata Banerjee launched the Festive Edition (‘Pujabarshiki’) of Jago Bangla today at a colourful ceremony at Nazrul Mancha.

Like every year, the cover of the Festive Edition has been designed by Mamata Banerjee.

This year’s edition has articles by party functionaries, intellectuals and veteran columnists.

The Trinamool Chairperson has penned her thoughts on the recently concluded Assembly elections which Trinamool won with a landslide margin, negating all the smear campaigns and conspiracies.

The salient points from her speech at the launch function:

  • Today is Mahalaya. My festive greetings to all.
  • My heartfelt gratitude to all those who contribute articles to Jago Bangla.
  • The Jago Bangla 2016 Festive Edition is no less than the Sharadiya Editions of other newspapers.
  • We are lucky today to have Dwijen Da and Sandhya Di here today who have been associated with the Mahalaya radio programme.
  • There is no substitute for the Chandi Path and songs on Mahalaya.

 

জাগো বাংলার উ९সব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে জাগো বাংলার উ९সব সংস্করণের প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মত, উ९সব সংস্করণের প্রচ্ছদটি তিনি নিজেই ডিজাইন করেছেন।

প্রত্যেকবারের মতই এবছরও উৎসব সংখ্যায় দলের নেতারা ছাড়াও লেখা দিয়েছেন বিশিষ্টজনেরা।

এই বছরের সংস্করণে, সমস্ত কুৎসা ও অপপ্রচারকে নস্যাৎ করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয় নিয়ে কলম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • আজ মহালয়া। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দনঃ
  • যারা জাগো বাংলার জন্য নিয়মিত লেখেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন
  • জাগো বাংলার উ९সব সংখ্যা শারদীয়া সংখ্যা বা অন্যান্য পত্রিকার থেকে কোন অংশে কম নয়
  • দ্বিজেনদা, সন্ধ্যাদি যারা মহালয়ার রেডিওর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের আজ এই মঞ্চে কে পেয়ে আমরা খুব আনন্দিত
  • মহালয়ার গান, চণ্ডীপাঠের কোন বিকল্প হয় না