Top Pujas of Kolkata in 2015 – Mahastami

Mahashtami is the most important of Durga Puja. People are gripped by feverish revelry and are ready to make the most of the day, in whatever way they can. The morning starts with pushpanjali across homes and pandals. Colourful congregations of pandal-hoppers are seen everywhere.

After the pushpanjali is over, it is time to gorge on some light snacks, and wait for the bhog to complete the daytime platter. The bhog, in most places, comprises steaming golden yellow khichuri, along with begun bhaja, a vegetable mix known as lyabra, chutney and sweets. The culinary delights vary from puja to puja, but the enjoyment of savouring bhog with one’s dear ones remains the same.

Let’s take a look at the some of the most talked about Barowari Pujas of Kolkata:

 

BADAMTALA ASHAR SANGHA

 

WHERE: Rashbehari

NEAREST METRO: Kalighat

THEME: The theme is ‘Dandiya’, and hence visitors can expect a slice of Gujarat and Rajasthan here. Murals depicting figures in colourful clothes, cloth camels, peacocks and pottery of the regions are seen here. While Durga’s idol is seated on a wooden swing with Ganesh and Kartik on her lap, Lakshmi and Saraswati are placed by her side. The backdrop is designed like a haveli, complete with jharokhas.

 

66 PALLY

 

WHERE: Rashbehari

NEAREST METRO: Kalighat

THEME: The theme is ‘Harshaparbon ‘. Karam, the principal festival of the Santhals of the Odisha-Jharkhand border is on display here.

 

MADDOX SQUARE (BALLYGUNGE DURGA PUJA SAMITY)

 

WHERE: Ballygunge

NEAREST METRO: Jatin Das Park

THEME: It is a traditional puja. There is no theme as such.

 

SINGHI PARK

 

WHERE: Gariahat

NEAREST METRO: Kalighat

THEME: The pandal is modelled on Shila Devi Mandir, situated inside Amber Fort in Jaipur.

 

BAGHBAZAR SARBOJONIN

 

WHERE: Baghbazar

NEAREST METRO: Shyambazar

THEME: It is a traditional puja. There is no theme as such.

 

MOHAMMED ALI PARK

 

WHERE: Chittaranjan Avenue

NEAREST METRO: MG Road/ Central

THEME: The theme is African Safari. Tribal sculpture, masks, etc. are on display.

 

বাংলাই ডেস্টিনি এই সত্য আজ আমরা প্রমাণ করতে পেরেছি: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

এবারে পশ্চিমবাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিনিধি দলকে নিয়ে আমরা ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ইউকে-তে বাংলার কোন ব্যবসায় কীভাবে বিনিয়োগ হতে পারে তার জন্য তিনদিনের সফরে লন্ডন গিয়েছিলাম। আমাদের প্রতিনিধি দলে সরকারী অফিসাররাও ছিলেন। অনেক চেম্বার্সের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন। সঙ্গে ছিলেন অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকও।

আমরা সবাই একটাই পরিবার, মানে পশ্চিমবাংলার এক একান্নবর্তী পরিবার হিসেবে সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়েও সবার সঙ্গে সবার যোগাযোগ এমন একটা আন্তরিক সম্পর্ক তইরি করেছিল যে নিজেরা সবাই তার জন্য গর্ববোধ করতাম।

রবিবার সকালে কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি, ওখান থেকে লন্ডন, আমাদের ভারতীয় ঘড়ি অনুযায়ী যখন হোটেলে পৌঁছালাম তখন প্রায় রাত ১২-৩০, যার যার লাগেজ নিয়ে ঘরে। পরের দিন সকাল থেকে সব মিটিং শুরু, অনেকগুলো মিটিং ছিল আবার সরকারী আধিকারিকদের ও বাণিজ্যিক প্রতিনিধিদের।

সেইসব মিটিং করবার আগে সকালবেলায় পথ পরিক্রমা করতে শুরু করলাম অনেকে মিলে। প্রায় ১ ঘণ্টা পথ চলে সবাই মিলে গেলাম একটা কাফে শপ-এ। বাইরে দোকানে বসে একসঙ্গে চা-কফি, বিস্কুট বা অন্যান্য টুকিটাকি খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। তখন কিন্তু আর কোনটায় কত ক্যালোরি সেটা প্রায় কেউই আর ভাবছিল না। তবে একজনকে লক্ষ করেছি তিনি কফি খেলেও অত মোটা কুকিগুলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তিনি একজন বিজনেসম্যান। বাদবাকি আমি সঙ্গে অমিতদা, অনির্বাণ, কিংশুক, বিশ্ব, সাহেব সেজে দেবাশিস ভট্ট ও পার্থ, উ९সব, রুদ্র অশোক, মায়াঙ্করা। মন দিয়েই আমরা রাস্তার ধারে দোকানে আড্ডা মারতে মারতে কফি খাচ্ছিলাম। আর দোকানটা ছিল একবারে আমাদের উল্টোদিকে। তাই একসঙ্গে বসে রাস্তার ধারের দোকানে কখন যে সময় অত দ্রুত কেটে গেছিল, তা প্রায় বুঝে উঠতেই পারিনি। যদিও সময় আমাদের তাড়া করে যাচ্ছিল যে আমাদের মিটিং আছে।

তাই ইচ্ছে না থাকলেও তখনকার মতো আড্ডা ভেঙ্গে চলে গেলাম স্নান করতে।

চটপট স্নান সেরেই আবার পরের মিটিংয়ে বসে পড়লাম। লাঞ্চ? না, ওটা আমার জীবন থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছে। তাই দিনের ভেতর ২/৩ বার চা, বিস্কুট খেলেই লাঞ্চ-এর কাজ চলে যায়।

আর লন্দনে যে আড়াই দিন এযাত্রায় ছিলাম, তাতে দিন/রাত মিলিয়ে আহার বলতে স্যান্ডউইচ জুটেছে, খুব খিদে পেলে রাতে চিকেন স্যান্ডউইচ।

যাইহোক, প্রথম দিনের সভা মানে অফিসিয়াল সভা শেষ করতে করতেই আমাদের বাকিংহাম প্যালেসে যাবার জন্য আমন্ত্রণ এসে গেল। ছোটবেলা থেকেই এই রাজপ্রাসাদের কাহিনি বারবার শুনতে শুনতে আর ঐতিহাসিক একটা হেরিটেজের সাক্ষী হয়ে থাকার জন্য ভেতরে যাওয়ার ইচ্ছা তো একটাই ছিলই, তারপরে আবার যুবরাজ অ্যান্ডরুর আমন্ত্রণ। আমি আমার চিফ সেক্রেটারি, দেব আর সঙ্গে গৌতমদা ও উজ্জ্বলও ছিল। যুবরাজ আমাদের আভ্যর্থনা জানালেন। আমি তো প্রথমে যুবরাজকে বুঝতেই পারিনি, কারণ এত সহজভাবে একেবারে সাধারণভাবে তিনি দরজার সামনে থেকে আমাদের ভেতরে ডেকে নিয়ে গেলেন যে প্রথমে হয়তো রাজবাড়ির কোনও অফিসার ভেবে ভুল করেই ফেলেছিলাম। পড়ে যখন আমাদের বসতে বলা হল, তখন বসা দেখে বুঝলাম তিনিই যুবরাজ। এরপর শুরু হল আলাপচারিতা। যুবরাজ আমাদের কাছ থেকে বাংলায় ইনভেস্টমেন্ট করার কোথায় কোথায় সুযোগ আছে তার সবটাই জেনে নিলেন। তাঁদের অনেক প্রশ্ন, প্রশ্নের মধ্যেও আবার অনেক বাস্তব প্রশ্নও, যে আপনাদের যে এত সামাজিক স্কিম চলে সাধারণ মানুষের জন্য ‘কন্যাশ্রী’ থেকে ‘শিক্ষাশ্রী’, ‘যুবশ্রী’ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কাজ সে কাজগুলোর জন্য অর্থ আসে কোথা থেকে? এসব কাজের টাকা তো রাজকোষ থেকেই আসে। তবে তাতে তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে টাকা আসবে কোথা থেকে, এর জন্য কি আলাদা কোন তহবিল জনগণের থেকে বর্ধিত কর নিয়ে করেন কিনা? এসব নানারকম প্রশ্নের উত্তর যেমন তিনি জানতে চেয়েছিলেন, তেমনি কী করে জনগণের স্কিম-এর টাকা আর ইনভেস্ট দুটো একসঙ্গে করা যায়।

সব প্রশ্ন শুনে আমি ‘যুবরাজ’কে বললাম যে, দেখুন ৩৪ বছর একটানা বাম সরকার থাকার ফলে আর অর্থনৈতিক একটা দেনাগ্রস্ত, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া প্রায় একটা সরকারের দায়িত্ব নিয়ে অতি দ্রুততার সঙ্গে, কাজের গতি এনে ও বিভিন্নভাবে অর্থনৈতিক সংস্কার করে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টার মধ্য দিয়ে অর্থনৈতিক পুনরুজ্জীবন থেকে শুরু করে বাংলার একটা উন্নয়ন প্রক্রিয়া চালাতে শুরু করেছি, এক রাজ্য যা অর্থ পায় সরকার চালানোর জন্য, তা যদি আমাদের সরকারের রাজকোষে থাকত, তবে তো অনেক ভাল কাজ আমরা আরও, আরও করতে পারতাম।

কিন্তু অর্থভাণ্ডার শূন্য থাকায় এবং দেনার টাকা শোধ করতে করতে আমাদের প্রায় প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যেতে হয়, কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ বন্ধ তো হয়নি, উপরন্তু, এই চার বছরে অনেক পরিকাঠামো আমাদের সরকার তৈরি করেছে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হয়েছে ও হচ্ছে। এই চার বছরে শুধু উচ্চশিক্ষায় তিন লক্ষ আসন বেড়েছে, ১৩ টা নতুন বিশ্ববিদ্যালয়, ৪৫ টা কলেজ, ৪১টা মাল্টিসুপার হসপিটাল, ৩০০টা এস এন এস ইউ ইউনিট, শিশু চিকি९সায় এক বহুমুখী চিকি९সার ব্যবস্থা, বিনা পয়সায় গ্রামে, জেলাতে চিকি९সার ব্যবস্থা, ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টার-সহ ৩০০০ জন ১৮ বছর বয়স পর্যন্ত বিনা পয়সায় হার্ট-এর বিভিন্ন অপারেশন করা-সহ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, বিশ্ববাংলা-সহ অনেক অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। অনেক পরিকাঠামো, হাসপাতাল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল কলেজ প্রায় ২০০-র মতো কিষান বাজার, পলিটেকনিক কলেজ থেকে আই টি আই সর্বস্তরে তৈরি করার প্রচেষ্টায় অনেক নতুন পরিকাঠামো যেমন বেড়েছে, তেমনই কর্মসংস্থানের সুযোগ এসেছে।

ইন্ডাস্ট্রিও নতুন করে অনেক হচ্ছে ও হবে। আর রেলমন্ত্রী থাকাকালে প্রায় ১০/১২ টা বড় রেল-এর কোম্পানি আমি বাংলায় আগেও করেছি। সুতরাং এগুলো তো হচ্ছে- পরিকল্পনা করেই। কারণ গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি অনেকগুলো দায়বদ্ধতা থাকে। যে দায়বদ্ধতা শুধুমাত্র ব্যবসায়িক নয় টা সামাজিকও। সামাজিক কর্তব্য পালন করতে না জানলে, ‘গণজন’ যারা অর্থা९ ‘জনগণ’ যারা, তাদের হয়ে কাজ কে করবে।

আর ‘উন্নয়ন’ তখনই হয় প্রকৃত অর্থে, যখন উন্নয়নটা সত্যি-সত্যিই জনগণের নিকট পৌঁছতে পারে। যারা অনেক বড় বড় রাষ্ট্র তাদের তো সোশ্যাল সিকিউরিটি আছে। তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে নিজেদেরও তৈরি করে নিয়েছে। আর আমাদের দেশে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’ না থাকার ফলে, সামাজিক দায়বদ্ধতা আমাদের অনেক বেশি। আর গরিব মানুষ যতক্ষণ নিজে নিজ পায়ে দাঁড়াতে না পারবে ততদিন এ কাজ আমাদের করে যেতেই হবে। তবে এর জন্য শিল্প কেন থেমে থাকবে? আর ইনভেস্টমেন্ট কেন থেমে থাকবে?

কৃষি চলবে, শিল্পও চলবে। শিল্প মানে তো শুধু ইট-সিমেন্ট আর লোহার কংক্রিটের জঙ্গল নয়, শিল্পে মানে বহুমুখী শিল্পও জগতের চাহিদা ও প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। বড় শিল্পও বলতে আগে শুধু বড় বড় প্ল্যান্ট বোঝাত, এখন তো ক্ষুদ্র শিল্পের বাজার বিশ্ব অর্থনীতির দখল করে নিয়েছে। সুতরাং আইটি থেকে ম্যানুফ্যাকচারিং প্রয়োজনের প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করতে হবে। আর বাংলাই এর জন্য উপযুক্ত জায়গা কারণ বাংলার মেধা সারা বিশ্বের বিশ্বসেরা মেধা, বাংলার স্ট্যান্ডার্ড অফ লিভিং অন্য জায়গার তুলনায় অনেকটাই সস্তা। বাংলার ট্যুরিজম শিল্পও পাহার-নদী-সমুদ্র-জঙ্গল দিয়ে ঘেরা পৃথিবীর এক অনন্য-অনন্যা যা সারা বিশ্বকে আকর্ষণ করে।

বাংলার শিক্ষা ও সংস্কৃতি সারা বিশ্বকে পথ দেখায় এবং বাংলা হচ্ছে লুক ইস্ট পলিসির বড় গেটওয়ে। বাংলাদেশ, নেপাল, ভুটান-সহ নর্থ-ইস্ট ও ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে। এছাড়া অনেক এশিয়ান কান্ট্রিরও গেটওয়ে।

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ? একেবারে প্রতিবেশী। বিমানে আধঘণ্টা, রেল-বাসেও যুক্ত।

নেপাল ঠিক তাই।

ভুটান একেবারে পাশে। কলকাতা থেকে সিঙ্গাপুর দু-আড়াই ঘণ্টা বিমানে। ব্যাংকক- দু’ঘণ্টা। মায়ানমার সড়কপথে খুব শীঘ্রই যাওয়া যাবে।

ব্যাংকক থেকে বাংলাদেশ-নেপাল-ভুটান সড়কপথে যাতায়াত করবার জন্য এডিবির সাহায্যে অনেক রাস্তার কাজ আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দিয়েছি।

বাস শুরু হয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটানও একই পথের পথিক।

মাত্র ২ ঘণ্টায় চিন দেশের অনেকাংশে পৌঁছানো যায়।

সুতরাং বাংলাতেও ইনভেস্ট করলে এশিয়ার অনেক কান্ট্রিতে সে বিজনেসের সুফল ওঠানো জেতে পারে। আর এসব প্লাস পয়েন্ট আছে বলেই ব্রিটিশ সরকারের আমন্ত্রণে আমাদের লন্ডনে আসা। আমাদের আবেদন আগেও আমরা সিঙ্গাপুরে পৌঁছেছিলাম। আর এবারে লন্ডনে।

আপনাদের সঙ্গে তো কলকাতার একটা সম্পর্ক আগে থেকেই আছে। ব্রিটেন তো একসময় ভারতবর্ষে রাজ করতে গিয়ে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল আর বিখ্যাত কবিতার লাইন যা আজ মনে করিয়ে দেয়, যে “বণিকের মানদণ্ড, দেখা দিল রাজদণ্ড রুপে” তা তো সবার জানা।

যদি বিজনেসে পোটেনশিয়ালিটি না থাকে, তবে কেন কল্কাতাকে সেদিন আপনারা অবিভক্ত ভারতবর্ষের রাজধানী হিসেবে চিহ্নিত করেছিলেন? সুতরাং আপনাদের বাংলায় আস্তে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের হাতে তৈরি করা ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা হাওড়া ব্রিজ।

আপনারা আসুন গঙ্গার তীর ধরে সৌন্দর্যকে উপলব্ধি করুন আর এডুকেশন, রিয়্যালিটি, ট্যুরিজম হেরিটেজ ইত্যাদি ব্যাপারে আপনারা নজর দিয়ে ও আমাদের সঙ্গে ব্যবসা করলে আমরা খুশিই হব। প্রায় ঘণ্টাখানেক আলোচনার মধ্যে দিয়ে খুব ভালো কথাবার্তা হল। আলোচনায় রাজপরিবার খুব খুশি।

এরপর যুবরাজের স্ত্রী স্যারা এলেন। ১৯১২ সালে মধ্যমগ্রামের অলকাদিদের একটা এনজিও প্রতিষ্ঠানের আমন্ত্রণে তাঁরা এসেছিলেন। তাই আলোচনার পর চা-তে মিলিত হলাম আরও কিছু বিশিষ্ট মানুষজনের সঙ্গে। লর্ডসের স্পিকার ‘স্যারা’ থেকে আরও অনেক ব্রিটিশ গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানও হল।

চা খেয়ে এবার ফিরে আসার পালা।

ফিরে আসার সময়ও ব্রিটেন যুবরাজের সৌজন্য বিশেষভাবে লক্ষ করলাম। একেবারে শেষপ্রান্তে রাজবাড়ির প্রবেশদ্বার পর্যন্ত তিনি আমাদের এগিয়ে দিলেন।

আমরা যে দুদিন অখানে ছিলাম, তখন লক্ষ করতাম ওই ‘বাকিংহাম প্যালেস’-এর বাইরেটা দেখবার জন্য বিরাট এক জনসংখ্যা অপেক্ষা করেন। সর্বদা তাঁরা ওই বাইরের প্রবেশদ্বারের থেকেও যে রাস্তার ধারে প্রধান সড়ক আছে সেই সড়ক ধরে কোলাপসিবল বৃহ९ গেটের পাশে ফুটপাত সংলগ্ন অঞ্চল দেখেই রাজকথায় কথিত একেবারে বাকিংহাম প্যালেস দেখবার আনন্দে মাতোয়ারা থাকেন। আমরা যখন রাজপ্রাসাদের বাইরে বেরিয়েছিলাম তখন লক্ষ করছিলাম জনগণের অর্থা९ বিভিন্ন দেশের ভ্রমনার্থীদের কৌতূহল জাগছিল হয়তো আমাদের দেখে, কারণ তখন তাঁরা বাইরে আর আমরা ভেতরে।

ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ব্রিটিশ সরকারের, সরকারী দফতর, সরকারী আমন্ত্রণে লোকার্নো সুইট-এ সেখানে ইন্ডিয়ার দায়িত্বে থাকা ব্রিটিশ মন্ত্রী ম্যাডাম প্যাটেল-এর সঙ্গে দেখা হল। তার পর আমরা এলাম সরকারী সৌজন্যে লোকার্নো সুইটের ব্যবসায়িক প্রতিনিধিদের সভায়। সেখানে আমাদের শিল্প প্রতিনিধি দল ও ব্রিটিশ প্রতিনিধিদলের উপস্থিতিতে ব্রিটিশ সরকারের পক্ষে তাঁদের মন্ত্রী মহোদয়া ম্যাডাম প্যাটেল ও ইন্দো–ইউকে রিলেশন নিয়ে অনেকক্ষণ আলোচনাসভা ও বক্তৃতা শুনতে হয়েছিল।

এ সভা আয়োজন করেছিলেন ইউকেবিসি।

সভা খুব সাফল্যের সঙ্গে হওয়ার পর আমাদের কয়েকজন এবং ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কয়েকজনকে ডিনারে আমন্ত্রণ করেছিলেন ম্যাডাম প্যাস্ট্রিসিয়া। সেটাও প্রায় আলোচনার মধ্যে দিয়ে ঘণ্টা দুয়েক চলল। শেষ হল তাঁদের ঘড়ির ১১টায় অর্থা९ আমাদের ঘড়ির সময় তখন ৪/৪.৩০ বাজে।

ফিরে আসার পড়ে স্নান করে রেদি হতে হতে আমাদের ঘড়ির সময়ে ঘুম? না তার দেখাই মেলে না, একেবারে নৈব নৈব চ ।

সকাল হতেই হুজুগ সবার, টেমস নদীর পাড় ধরে লন্ডন কেমন সেজেছে চলুন দেখে আসি। ব্যস শুরু হল হাঁটা। চলতে চলতে শুরু হয়েছিল ৪০ জনকে নিয়ে আর শেষ যখন হল তখন ওই পাঁচ-সাতজন। ১০/১২ কিমি হেঁটে হোটেল থেকে একেবারে লন্ডন ব্রিজ, ওখান থেকে আবার হেঁটে পায়ে পায়ে হোটেল। প্রায় দুঘণ্টা হনটনের পর হোটেলে ফেরা। তার পরেই বেরোলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে।

একসঙ্গে বাসে উঠে এই দুটো কাজ করে আবার পায়ে হেঁটে হোটেলে ফেরা, তার পরই ওখানে থাকাকালীন যে দুঃসংবাদ আমাদের ভীষণভাবে মর্মাহত করেছিল, যে এ পি জে আবদুল কালাম আর নেই। সেই মানুষটির স্মৃতিতে শ্রদ্ধা প্রদর্শন, তারপর আবার রাত ৮ টায় সবার এক জায়গায় মিট টুগেদার ছিল, সেখানে যাওয়া।

পরের দিন যেদিন আমরা সকালে উঠেই পেলাম প্রাকৃতিক দুর্যোগের সংবাদ, আর সঙ্গে সঙ্গে ফিরে আসার ব্যবস্থা করতে ওই রাস্তাতেই হাঁটতে হাঁটতে হাইড পার্কের পাশ ধরে প্রায় ওই দেড়-দুঘণ্টা ভাবনা-চিন্তা করে কিছু প্রোগ্রাম কাটছাঁট করার ব্যবস্থা করলাম।

আগের দিন দুপুরে হোটেলে এসেছিলেন স্বরাজ পোল। তিনি তাঁর বাড়িতে যেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তাই হাইড পার্ক থেকে ফিরে আমরা স্বরাজ পল-এর বাড়িতে গেলাম। তাঁর অসুস্থ স্ত্রী আমাকে একবার দেখতে ইচ্ছা প্রকাশ করেছিলেন শুনেছিলাম তাই তাঁকে দেখতে গেলাম আর এই সুযোগে ওখানকার কয়েকজন লর্ড ও শিল্পপতিদের সঙ্গে আমাদের আর একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে সভা অনুষ্ঠিত হয়। অনেক সাংবাদিক বন্ধুরাও আমন্ত্রিত ছিলেন সেখানে। অখানে মিটিং শেষ করেই এয়ারপোর্টের পথে ফিরে আসার জন্য।

এমনিতেই বাইরে আসা-যাওয়া হয় না। তাঁর ওপর যদি পাঁচদিনের প্রোগ্রাম দুদিনে করতে হয়, তবে তাতে কাজের চাপ অনেক বেশি পড়ে যায় তা বলাইবাহুল্য। ঘুম আর খাওয়া? ও দুটো প্রায় চা-কফি-স্যান্ডউইচ আর নিদ্রাহীন কাজের মধ্যেই কেটে গিয়েছে বলতে পারেন।

তবে সব ভাল যার শেষ ভাল। আমাদের সবাই পশ্চিমবঙ্গ পরিবারের হয়ে ঐক্যবদ্ধভাবেই সব কাজটা আমরা ওই দুদিনেই লন্ডনে করতে পেরেছি এত আন্তরিকতার সঙ্গে যে প্রতিটা মুহূর্তই কিন্তু আশার আলো মুখে হাসি ও ভবিষ্যতের ডেস্টিনি বাংলাই এটা প্রমাণ করতে আমরা ১০০/১০০ সফল হয়েছি। থ্যাঙ্ক টু আওয়ার ফুল টিম। কৃতজ্ঞতা বাংলার মা-মাটি মানুষকে।

 

Bonedi Bari Durga Puajs of Kolkata – 1

During Durga Puja festival at Bengal the star attraction are the different Barowari Pujas conducted by several clubs and associations. Generally overlooked by the Pandal hoppers are the Durga Pujas held privately in several families some of whom were affluent and stalwarts in yesteryear, especially during the Colonial Regime. These families till date perform Durga Puja with dedication maintaining all the rituals. The Pujas are all of 100+ years, some even 200+ and 300+ years old. Every one of the families gathers to celebrate Durga Puja with pomp and show as an annual get-together.

Let’s take a look at some of the Bonedi Bari Pujas:

SABARNA ROYCHOWDHURY FAMILY AATCHALA PUJA

Address

26, Sabarna Para Road, Kolkata – 700008, Barisha

Location

(Near Sakherbazar. One has to go straight from Behala Chowrasta through Diamond Harbour Road to reach Sakherbazar bus stop. Turn right to land at K.K. Roychowdhury road which eventually right turns into Sabarna Para Road besides the Dwadash Shiva Temple ( 12 Shiva Temples). )

Specialty

Celebrated since 1610 at their ancestral home at Barisha, this is perhaps the oldest family Durga Puja or it might even be the first organized Durga Puja of Bengal. The family performs eight pujas by its different branches, the main being the Aatchala. Out of these eight pujas, six are at Barisha, the seventh is at Birati while the eighth at Nimta.

 

SOVABAZAR RAJ BARIR PUJA

Address

36 and 33, Raja Nabakrishna Street, Sovabazar, Kolkata – 700005

Location

(Near Sovabazar Metro Station. After you get down from metro Walk backwards towards Shyambazar keeping the Red temple (Lal Mandir) on your left. Raja Nabakrishna Street will fall on your right. The house on the left in this street is No 33 – the old Rajbari and the one on the right at No 36 is the New one )

Specialty

It was in the year 1757 after the Battle of Plassey, the first Durga Puja at the Shobha Bazar Choto Rajbari at 33 Raja Nabakrishna Road was initiated. Lord Clive and Warren Hastings were invited to the Durga Puja. Eminent personalities like Ramakrishna Paramhansa, Swami Vivekanada and Rabindranath Tagore had visited the Rajbari on numerous occasion.

BAIDYANATH(DE) MALLICK FAMILY’S SINGHABAHINI DURGA PUJA

 Address

39, Jatindra Mohan Avenue, North Kolkata or Kashinath Mullick Thakurbari, 142, Mahatma Gandhi Road, Kolkata – 700007

Location

( Direction 1 : Jatindra Mohan Avenue is the northern extension of Central Avenue. If you are driving towards Shovabazar, the Mallick House will come on the left just before Mitra Cafe near to Shovabazar Metro)

(Direction 2 :Kashinath Mullick Thakurbari is located at the junction of Mahatma Gandhi Road and Rabindra Sarani. The house is located on the Southern side of the road opposite to Bangur Buildings)

Specialty

About 400 years old, this Durga Puja is perhaps one of the most professionally managed large scale Bonedi Barir Durga puja of 2013. The Idol worshiped here is of a Astadhatu Singhabahini (Lion Rider, a form of Durga) which has an interesting hsitory. Around 1614, Baidyanath De Mallick acquired this idol from a cave at Chandranath Hill of Chattagram ( Now at Bangladesh), where Singhabahini was being worshiped secretly, By instruction through Divine intervention in his dream, Baidyanath De Mallick brought the idol back to his home at Saptagram of West Bengal. The puja of this idol alteratively takes places at Jatindra Mohan Avenue house or at the Kashinath Mullick Thakurbari at Mahatma Gandhi Road, at Jatindra Mohan Avenue in 2015.

BAGHBAZAAR HALDARBARI DURGAPUJA

 Address

17/2, Kaliprasad Chakraborty Street

Location

(The house is located at Kaliprasad Chakraborty Street,Bagbazar,Near Bagbazar Gouriya Math & opposite to Khirodeprasad Bidyabinod Mancha on Bagbazar Street & very near to Baghbazar Sarbojaneen Durgapujo Pandal)

Specialty

The Durga Idol of the Haldar family ages over 400 years. It is said that one of the Haldar Family ancestors dreamt of this idol buried under Fisherman’s Hut. The idol was dug and recovered. However in 19th century the family left this statue unattended and worshiped a larger idol.

BEHALA ROY FAMILY’S DURGA PUJA

Address

Amarendra Bhavan, 4/1, Roy Bahadur A.C. Roy Road, Behala, Kolkata

Location

Behala, (Near Behala Thana)

Speciality

Started by Ray Bahadur Ambika Charan Roy on 1756, Behala Ray Barir Pujo is being celebrated now at the palatial residence “Amarendra Bhaban” of his third son Amarendra Roy’s Family. Ambika Charan Roy had amassed enough wealth to be set aside solely for the purpose of conducting the Durga Puja over the years. Other than Durga Puja, Jagadhatri Puja is also celebrated here.

Top Pujas of Kolkata in 2015 – Mahasaptami

Mahasaptami, or simply Saptami, is usually considered the first day of Durga Puja. Pran Prathistha, Kolabou Snan and Bodhan are the most important rituals performed on this day.

During dawn, just as the first light of the sun descends on earth, Kolabou Snan, or bathing of the Kolabou (which is a banana stem wrapped in a sari, signifying Lord Ganesha’s wife), and related rituals are performed. Through these, Pran Prathistha, or breathing of life into the idol of Goddess Durga, is accomplished. The idea is to symbolically symbolically transfer life from water to the banana tree, and through it, to Goddess Durga. The ritual is performed on the banks of a river or a pond.

The Kolabou ritual is an elaborate one. The Kolabou is brought back in a procession and it is placed near Ganesha inside the pandal.

Let’s take a look at the some of the most talked about Barowari Pujas of Kolkata:

 

BOSEPUKUR SITALAMANDIR

 

WHERE: Bosepukur

NEAREST METRO: Kalighat

THEME: Fight between good and evil. The pandal is made of earthen tea cups (bhars).

 

BOSEPUKUR TALBAGAN

 

WHERE: Talbagan, Kasba

NEAREST METRO: Kalighat

THEME: The theme is ‘Narishakti’. There is a handicraft screen of ‘Banganari’, depicting the women of Bengal, who, with their determination, courage, endurance and perseverance, have changed the face of women of Bengal. There is also a 3D projection mapping show, paying tribute to famous women of Bengal.

 

DESHAPRIYA PARK

 

WHERE: Deshapriya Park

NEAREST METRO: Kalighat

THEME: World’s tallest Durga idol, made of fibre glass.

 

EKDALIA EVERGREEN

 

WHERE: Gariahat

NEAREST METRO: Kalighat

THEME: It is a traditional puja. There is no theme as such.

 

TRIDHARA SAMMILANI

 

WHERE: Lake View Road, Deshapriya Park

NEAREST METRO: Kalighat

THEME: Rajasthani doll art

 

KASHI BOSE LANE

 

WHERE: Off Bidhan Sarani, opposite Star Theatre

NEAREST METRO: Sovabazar/ Girish Park

THEME: The theme is ‘Meyaebela’, Unusually, the puja begins on the day of protipod.

Top Pujas of Kolkata in 2015 – Maha Panchami & Shasthi

Mahasasthi, the sixth day from the day of the new moon or Mahalaya, is the day on which the Durga Puja rituals actually begin. It is believed that on this day Goddess Durga arrives in the mortal world from her heavenly abode, accompanied by her children, Lakshmi, Saraswati, Kartik and Ganesh (seen beside Goddess Durga in the pandals).

Devi Bodhon or the unveiling of the goddess happens on the eve of Mahasasthi. It is also on this day that she is adorned with the various armaments which she had used to defeat Mahishasura. She is welcomed with much fanfare amidst the beats of dhak. The ritual of Kalaparambho precedes Bodhon, Aamontron and Adhibash.

Let’s take a look at the some the most talked about Barowari Pujas of Kolkata:

 

CHETLA AGRANI CLUB

WHERE: Near Chetla Bridge, Desher Khabar

NEAREST METRO: Kalighat

THEME: ‘Joy of creation’. Pandal made of drums and masks. In the middle of the pandal hangs a chandelier made of more than 100 spoons. Idol by Sanatan Dinda.

 

BEHALA NATUN DAL

WHERE: 14 no. bus stand, Behala

NEAREST METRO: Kalighat/ Rabindra Sarobar

THEME: The mythological churning of the ocean, fight between good and evil. Idol by Bhabatosh Sutar.

 

SURUCHI SANGHA

WHERE: New Alipore

NEAREST METRO: Rabindra Sarovar/ Kalighat

THEME: The theme is Maa-Mother-Ammi, signifying universal brotherhood.

 

NAKTALA UDAYAN SANGHA

WHERE: Naktala

NEAREST METRO: Naktala

THEME: World’s biggest flower

 

SANTOSHPUR LAKE PALLY

WHERE: Santoshpur

NEAREST METRO: Tollygunge

THEME: Folk art of Rajasthan, Andhra Pradesh, Karnataka, Gujarat, Madhya Pradesh, Jharkhand

 

JODHPUR PARK 95 PALLY

WHERE: Jodhpur Park

NEAREST METRO: Rabindra Sarovar

THEME: Folk art and dolls from various parts of Bengal, for a traditional ambience. The pandal will be made of clay. Idol by Sanatan Dinda.

 

Fire safety – Govt ensures a safe Durga Puja

Elaborate measures have been taken by the Fire Services Department to prevent mishaps in the city during the festive days of Durga Puja.

The Fire and Emergency Services Department has urged the puja organisers to follow fire prevention norms to ensure a safe puja. The Fire and Emergency Services Department would keep a tight vigil to ensure adequate fire safety measures in pandals.

There would be no partiality in maintaining vigilance. So there is no question of being soft on the big pujas or harsh on smaller pujas. The message is to ensure a safe puja.

The guidelines include fire retardant solutions on materials used in pandal decoration, use of authorized ISI marked cables and wires, adequate distance between metre box and puja pandal, fire alarm system, CCTV, small fire tending machines installed at various places and adequate supply of water.

There are 1780 puja committees under their ambit. Like every year, the Fire and Emergency Services Department give the best puja awards to those committees who would follow the fire safety norms and indulge in best practices.

There will be around 13 fire outposts and call centres to manage the city and prevent untoward incidents. The puja committees have been asked to train volunteers in handling emergency situations and deploy them inside and outside the pandals. Medical services and toilet facilities for ladies are some of the other criteria to be fulfilled.

Mamata Banerjee inaugurates several Durga Puja pandals in Kolkata

West Bengal Chief Minister Ms Mamata Banerjee travelled far and wide, mapping the length and breadth of Kolkata, inaugurating Durga Puja pandals across the City of Joy.

Soaking herself in the festive spirit, she travelled from the eastern fringes to the southern corners, covering Baghbazar to Santoshpur, Kasba to New Alipore. Everywhere she went, she mingled with the crowd, greeted everyone and chanted the Durgastotram.

The Bengal Chief Minister, who is also a painter, began her inaugurations at Chetla Agrani Club on the auspicious occasion of Mahalaya.

The Chief Minister has also designed the cover of the Puja edition of the party mouthpiece Jago Bangla.

Kolkata Police gears up for a smooth traffic management during the Durga Pujas

Crowd and traffic control during Durga Puja in the added areas of Kolkata – where there’s been a phenomenal rise in number of mega-budget pujas – is turning into a bigger challenge every year for Kolkata Police.

Deployment of forces

As many as 4,000 personnel will be posted across the city along with home guards. Traffic will be barred on many roads from 3 PM to 1 AM on Panchami and up to 3 AM till Navami. Kolkata Police has also drawn up specific traffic regulations on 133 streets.

A few hundred constables and over 450 trainee traffic sergeants will be the additional forces on the road on all Puja days. Most of the divisions and the traffic wing have increased their staff strength. This extra force will be deployed in the added areas where road space is restricted. In addition, help will be taken of the numerous of CCTV cameras to cover all the major crossings of the added areas. Based on real time inputs, necessary deployments will be made.

Newly-added areas under Kolkata Police

The added areas spread over 104 sq km and include 13 police stations. Unlike other years, this time the full police bandobast will begin on Panchami itself.

There are at least 28 big pujas in this new area and over 1,000 medium-scale pujas. Additional manpower has been sought from the state police but top officers have been asked to prepare their plan with existing resources.

Other arrangements

NCC cadets, scouts, students and several NGOs will be used for managing crowds at pandals, said sources. Like last year,information regarding traffic, the situation at pandals and those lost in crowd will be transmitted on the AIR FM channel.

The Government has put a restriction on immersion of Durga Idols in Kolkata on 23 and 24 October as the dates clash with Muharram.

Going by the almanac, this year Vijay Dashami falls on 23 October when, after offering a three-day puja, the Idols of goddess Durga are traditionally immersed into river. But over the years, many community puja organisers have developed the tendency to perform the ritual even a day or two after Vijay Dashami.

Bengal Chief Minister Mamata Banerjee who held a meeting with various Durga Puja committee heads and religious leaders at Netaji Indoor Stadium in Kolkata, made the announcement on restriction on immersion of Durga Idols in the city.

She announced that for household Durga Puja in Kolkata, the immersion of Idols will be on 22 October after the Maha Navami puja is over.

There will be no immersion on 23 and 24 October as Muharram, which is observed by a large section Muslim population in the city, falls on those dates. Allowing the immersion on those two days might lead to traffic congestion and law and order situation.

The immersion of Idols of all community Durga Puja in Kolkata will be from 12 noon on wards on 25 October. The immersion will continue the next day, that is, on 26 October, from 8 am to 2 pm as the Laxmi Puja falls on that day.

KMC and Kolkata Police gear up for Durga Puja immersions

Elaborate security arrangements by Kolkata police as well as civic authorities are in place at various ghats of the river Hooghly to ensure that the immersion of Durga idols passes off peacefully.

Officers of the Kolkata Police are manning the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil is being maintained from a watch tower near the ghat.

Cranes have been deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution.

Additional lights have been put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons are being dumped in separate vats to avoid polluting the river.

Other than maintaining law and order during immersion, the teams of river police and disaster management groups patrolling the Hooghly river. Closed-circuit television cameras have been installed at certain ghats.

Biswa Bangla Sharod Samman by WB Govt adds colours the Pujas

On the occasion of Durga Puja, the Government of West Bengal has come up with a unique initiative – Biswa Bangla Sharod Samman. This is the second year. This initiative aims to nominate and reward the best Pujas.

Biswa Bangla Sharod Samman will hold in its purview not only the pujas of Kolkata and Bengal but also of other Indian cities and foreign countries where Bengalis celebrate the autumn fest with equal mirth and enthusiasm.

Last year, the foreign entries included those from New York, London, Chicago, Toronto, Singapore, Sydney and Bahrain. Four entries from London, three from Singapore and two from Dhaka were added the competition n the foreign section.

Last year, the pan-India entries included those from Nabi Mumbai Bengali Association, Srinibaspuri Puja Committee from New Delhi, Maruti Vihar Puja Committee from Kalapakkam, Rabindra Palli Puja Committee from Faizabad in Lucknow, Chhatrabondhu Club from Agartala and from other states.

The awards for pujas in Kolkata and the districts will be declared on Saptami.

 

Categories for Kolkata:

Sherar Shera

Shera Protima

Shera Mondop

Shera Bhabna

Shera Alok Shojja

Shera Poribesh Bandhab

Shera Abishkar

Shera Aboho

Shera Shilpi

Shera Dhakeshari

Shera Biswa Bangla Branding

Kolkata includes Kolkata Municipal Corporation areas, South Dum Dum Municipality, Baranagore Municipality, Bidhannagar Municipal Corporation.

Categories for Rest of Bengal (for 19 districts):

Shera Pujo

Shera Protima

Shera Mondop

Rest of India : Best Pujas across India will be awarded

Rest of World : Best Pujas across the world will be awarded