আপনাকে ধন্যবাদ এবং আমাদের মা-মাটি-মানুষের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। বনগাঁ-শিয়ালদা ভারতবর্ষের ব্যস্ততম রেল পথের মধ্যে একটি অন্যতম। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোক জীবিকা অর্জন এবং বিভিন্ন কারণে আসা যাওয়া করেন। কিন্তু দুঃখের বিষয় উক্ত রুটে কম সংখ্যক ট্রেন থাকার দরুন এবং তা সময়মতো না থাকার জন্য যাত্রীদের প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে। ট্রেনে এত ভিড় হয় যে ওঠানামার সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। উল্লেখ্য গত বছর মাতৃভুমি ট্রেনের কথা বলা যেতে পারে।
স্পিকার মহোদয় আপনার দ্বারা মাননীয় রেল মন্ত্রীর কাছে মহিলাদের সুরক্ষার জন্য অনুরোধ করছি।
মহোদয়, বনগাঁ-ঠাকুরনগর ভারতবর্ষের মধ্যে ফুলের অন্যতম মার্কেট হওয়ায় এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোক জীবিকা অর্জন করার জন্য আসেন। যার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি।
এনারা ভোর ৩ টের সময় উঠে ব্যবসার জন্য লেগে পরেন কিন্তু দুঃখের বিষয় ভোর ৩টে থেকে ভোর ৪ টের মধ্যে মাত্র একটি ট্রেন থাকায় অসম্ভব ভিড় ও চাপের মুখে পরে মহিলাদের কষ্ট করে যাতায়াত করতে হয়।
অতএব মাননীয় রেল মন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ যে যদি ওই সময় আর একটি ১২ বগির অতিরিক্ত ট্রেন চালু করা যায় তাহলে ভালো হয়। এছাড়া যারা অফিসের কাজে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যাতায়াত করেন এবং বিকেলে ফেরত আসেন, তাদের জন্য বিশেষ লক্ষ রাখতে অনুরোধ জানাব।
ধন্যবাদ।