Bengal’s economy is growing at the rate of 10.49%: Dr Amit Mitra

Bengal is now on an overdrive to register a sturdy growth in terms of turnover. The state has registered a turnover of Rs 53,649 crore during 2016-17 from Rs 47,857 crore during 2015-16. Therefore, the state’s economy is growing at the rate of 10.49 per cent and, by the 2019-20 fiscal, will soon touch the 40 per cent.

These facts were stated by the state’s Finance Minister, Dr Amit Mitra at a recent function organised by the Federations of Indian Export Organisations (FIEO) in Kolkata.

He also said that the state’s exports would touch Rs 75,000 to 80,000 crore during that period.

Close on the heels of the ever-increasing growth rate, the minister said, employment generation too saw a sharp rise as MSME sectors alone generated 1,40,000 jobs in textiles only. Gems and jewellery generated 1 lakh, leather, 15 lakh and foundry, 30,000 jobs. Therefore, the total volume of job opportunities created in the state taking into account all the above four sectors, which comprise micro, small and medium enterprises (MSME), is 17,70,000.

বাংলার অর্থনৈতিক উন্নয়নের হার ১০.৪৯%ঃ অমিত মিত্র

 

অর্থনৈতিক উন্নয়নের নিরিখে বাংলা খুব দ্রুত উন্নতি করছে। ২০১৬-১৭ অর্থবর্ষে বাংলার অর্থনৈতিক টার্নওভার হয়েছে ৫৩৬৪৯ কোটি টাকা যা ২০১৫-১৬ সালে ছিল ৪৭৮৫৭ কোটি টাকা। মানে এরাজ্যের অর্থনীতি ১০.৪৯% হারে উন্নতি করেছে। অনুমান করা হচ্ছে ২০১৯-২০ অর্থবর্ষের শেষে এই হার ৪০% হয়ে যাবে।

ফেডারেশন্স অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অরগানাইজেশন্স আয়োজিত এক সম্মেলনে এই তথ্যগুলি দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি তিনি এও বলেন, ততদিনে বাংলার রপ্তানির পরিমাণ ৭৫০০০ থেকে ৮০০০০ কোটি টাকা ছুয়ে যাবে।

এর পাশাপাশি তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। শুধুমাত্র বস্ত্রশিল্পে ১৪০০০০ জনের কর্মসংস্থান হয়েছে। জেমস ও জুয়েলারির ক্ষেত্রে হয়েছে ১ লক্ষ, ঢালাই শিল্পে ৩০০০০ কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্ত শিল্পগুলিতে মোট কর্মসংস্থান হয়েছে প্রায় ১৭৭০০০০।

Source: The Statesman